Bengali Good Morning Sms Quotes | Shuvo Sokal Images

Hey, Bengali readers welcome to BengaliSms. If you are looking for some latest and refreshing bengali good morning sms and bengali Shuvo Sokal quotes then we must say you are on the proper post. Here we have some eye-catching and original good morning image in bengali for someone who is spacial for you. The good thing is that you can share these good morning bengali images to your lover, friend, brother, sister, parents and other relatives. It will remind them that how much you take care about them.

Bengali Good Morning Sms

Every dark night has a end and this end is named morning. Morning is a very spacial and beautiful period in our 24 hours day. Not only a normal day but also Morning signifies a new chapter of our life. So we should always start our day with some positive and refreshing notes. These positive notes gives us a energy boost for our daily work and study. For that reason we have prepared the most effective and unique collection of good morning quotes in bengali on the special demand of all of you. Here in this post we have a large collection of Bengali Good Morning Sms .

Also, In our site You will find the the most famous updated heart touching unique love smsbengali love sayari imagessad smsBirthday Wishesvalobasar kobita status & Koster Poem In Bangla of all time. So, please stay connected with us for more Bangla shuvo sokal Sms.

New Bengali Good Morning SMS

“এসেছি আমি ভোরের পাখি
বলতে তোমায় খোলো দু আঁখি।”

bangla good morning kobita

“পাখির গানে সুর ধরিয়ে,
ফুলে ফুলে মন ভরিয়ে।
দিগন্তের ওই দুর আকাশে,
সূর্যটা ওই মুচকি হাসে।
❦~Good Morning~❦”

shuvo sokal sms

“সকাল হলো ঘুম ভাঙলো,
হটাৎ দেখি শিশির পড়লো।
ওমা! এটা আবার কি হলো?
যাহ SMS টা ভিজে গেলো
তাড়াতাড়ি উঠে যাওয়
SMS টা রোদে দাও ।
❦~Good Morning~❦”

bangla good morning shayari

“মধুর কণ্ঠে পাখি গাইছে গান।
SMS দিয়ে জানিয়ে দিলাম,
আমার অন্তরের টান।
❦~Good Morning~❦”

good morning message in ben

“ফুলের বাগান বলছে তোমায়,
বাড়িয়ে দুটি হাত।
আমি ও তাই বলছি তোমায়,
❦~মিষ্টি সুপ্রভাত~❦”

shuvo sokal bangla sms

“ভোরের আকাশ ডাকছে তোমায়।
ডাকছে ভোরের পাখি ।
বলছে তোমায় জেগে উঠো।
খোলো দুটি আঁখি।”

shuvo sokal bangla

Bangla Good Morning Kobita

“মিস্টি সকাল ঠান্ডা হাওয়া।
মেঘের আবার আসা যাওয়া।
মধুর সকাল নরম আলো।
দিনটা তোমার কাটুক ভালো।
❦~Good Morning~❦”

good morning bengali poem

“সূর্যি মামা বললো হেঁসে,
ওরে অবোধ খোকা।
রোজ সকালে পুব আকাশে,
আমার পাবি দেখা।
❦~Good Morning~❦”

morning sms bangla

“রাত পেরিয়ে হলো,
সোনালী একটা ভোর।
কি বেপার, তোমার চোখে,
এখনো ঘুমের ঘোর ?
উঠো উঠো চোখ খোলো,
তাকিয়ে দেখো তুমি।
এক গুচ্ছ ফুল হাতে,
দাড়িয়ে আছি আমি।
❦~শুভ সকাল~❦”

good morning sms in bengali

“ভোরের প্রথম সোনালী আলো।
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো।
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাত এর আলতু
ছোয়ায়, ফুটলো সকাল
কাটলো রাত।
তাই মিস্টি মুখে,
তোমায় আমি জানাই
❦~সুপ্রভাত~❦”

good morning message bengal

“স্নিগ্ধ আলো রোজ সকালে,
আছরে পড়ে নীড়ে।
শুভ সকাল পৌঁছে দিলাম,
তোমার মনের তীরে।”

good morning shayari in ben

“যদি হাতে রাখো হাত।
আনবো দেখে নতুন
এক প্রভাত।
করবো শুরু নতুন,
করে আর একটা দিন।
বন্ধু তোমায় জানাই
A happy Good Morning.”

shuvo sokal bondhu

Good Morning Wish In Bengali

“সকালে শুনি
কোকিল এর
কুহু কুহু ডাক।
দূর আকাশে উড়ে যায়
সাদা বক এর ঝাঁক।
সকালের শীতল হওয়ায়
মন মাতাল।
বন্ধু তোমাকে
জানাই শুভ সকাল।”

shuvo sokal in bangla font

“কিছু নতুন স্বপ্ন।
কিছু নতুন আশা।
কিছু ভালোবাসা।
কিছু চাওয়া।
কিছু ভালোলাগা।
নিয়ে তোমাকে বলছি
❦~শুভ সকাল~❦”

good morning message bangla

“জাগছে পাখি গাইছে গান।
নতুন দিনটা হোক মহান।
জাগছে সূর্য দিচ্ছে আলো।
দিনটা তোমার কাটুক ভালো।
জাগছে মাঝি তুলছে পাল।
তোমায় জানাই,
❦~শুভ সকাল~❦”

shuvo sokal kobita

“ছোট্ট পাখি বললো এসে,
আমার কানে কানে।
সূর্যি মামা উঠেছে জেগে,
নতুন দিনের টানে টানে।
সুখে থেকো ভালো থেকো,
রেখো ভালোবেসে।
মিষ্টি সকাল জানিয়ে দিলাম,
ছোট্ট SMS এ।
❦~Good Morning~❦”

good morning sms in bangla

“সকাল হলো নয়ন খোলো।
ঘুম কে বলো আড়ি…!
আমার SMS পৌঁছে গেছে।
বন্ধু তোমার বাড়ি…!
❦~Good Morning~❦”

good morning wish in bengal

“সূর্য দিলাে নরম আলাে,
বন্ধু তুমি থেকো ভালাে।
আকাশ জুড়ে আলাের মেলা,
পাখি ডাকে সারা বেলা।
নয়তাে দুপুর নয়তাে বিকেল,
তােমায় জানাই শুভ সকাল।”

valobashar good morning sms

“শুভ সকাল শান্ত মন।
তুমি বন্ধু আছাে কেমন।
রাত ফোড়ালাে ভাের হলাে,
আমি বন্ধু আছি ভালাে।
❦~Good Morning~❦”

good morning bengali shayar

“স্নিগ্ধ আলাে রােজ সকালে,
আছড়ে পরে তীরে।
শুভ সকাল পৌঁছে দিলাম
তােমার হৃদয়ের মন্দিরে‌।
❦~শুভ সকাল~❦”

good morning shayari bangla

“মিষ্টি সকাল শান্ত মন,
ঘুমিয়ে ছিলাম এতক্ষণ।
কষ্ট করে খুললাম আঁখি,
তুমি এখনও ঘুমাও নাকি ?
তাড়াতাড়ি উঠে পরো,
আমার উইশ গ্রহন করো।
❦~শুভ সকাল~❦”

good morning shayari bengal

Valobashar Good Morning Sms

“তুমি আমার আঁধার​ রাতের
চাঁদের​ আলো,
তুমি আমার ভোর
আকাশের সূর্য।
তাই তোমায় জানাই
❦~শুভ সকাল~❦”

“আকাশের জন্য নীলিমা,
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো
❦~শুভ কামনা~❦”

“আমার সকাল তোমার
ভালোবাসা নিয়ে শুরু হয়।
তাই সারাদিন আনন্দে কাটে,
❦~শুভ সকাল~❦
সারাদিন ভালো থাকো,
নিজের খেয়াল রেখো।”

“তোমার হাতে হাত রেখে,
তোমায় ভালোবেসে, তোমার সাথে,
এমন হাজারটা সকালের
সাক্ষী হতে চাই।
গুড মর্নিং SMS তাই
তোমাকেই শুধু পাঠাই।
❦~শুভ সকাল~❦”

“জানিনা কাল এই সুন্দর
পৃথিবীতে থাকবো কিনা,
তাই প্রতিটি দিনের জন্যে
মহান সৃষ্টিকর্তাকে জানাই
অশেষ কৃতজ্ঞতা।
আর তোমাকে জানাই
আমার ভালোবাসা।
❦~শুভ সকাল~❦”

“সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত,
প্রতিটি মুহূর্ত তোমায় ভালোবাসি।
❦~শুভ সকাল~❦”

“ঘুম ভাঙ্গার সাথে সাথে
মনের মধ্যে প্রথম,
যা ভেসে ওঠে তা হলো
তোমার নাম।
❦~শুভ সকাল~❦”

“রাতের তারাকে বিদায় জানাও,
চাঁদকে বলো আবার আসতে।
সুন্দর সকালটাকে আমন্ত্রণ
জানাও চায়ের টেবিলে।
শুভ সকাল, সুন্দর একটা
দিনের কামনায় প্রিয় মানুষটাকে
সকালের শুভেচ্ছা জানাই।
❦~শুভ সকাল~❦”

“প্রতিদিন সকালে তোমার
কাছে দুটো পথ খোলা থাকে!
এক​ ঘুমটা চালিয়ে যাওয়া
স্বপ্ন দেখতে থাকা…
অথবা জেগে উঠে স্বপ্নটার
পিছনে দৌড়ানো!
তোমার মর্জি তুমি কোন
পথে যাবে!
❦~সুপ্রভাত~❦”

“থাকব আমি কাছে…
চোখ খুলতেই চলে যাব…
ভোরের আলোর দেশে!!
দিয়ে যাব কিছু স্মৃতি
আজ এই সকালে।
শুভ সকাল জানাই তোমায়
বন্ধুত্তের সাথে।
❦~শুভ সকাল~❦”

Bengali Good Morning Quotes

“সকালের রোদ তুমি,
বিকেলের ছায়া,
গোধূলির রং তুমি,
মেঘের মায়া।
ভোরের শিশির তুমি
জোছনার আলো,
আমি চাই তুমি থাকো
সব সময় ভালো।
❦~শুভ সকাল~❦”

“সারা রাত সপ্ন দেখে।
কত ছবি মন আকেঁ।
এমন সময় সপ্নের রাজা,
আমায় বলে দিল টাটা।
মা এসে দিল ডাকি।
খুলতে হল দুটি আখিঁ।
জেগে দেখি নাই রাত।
তাই সকোল কে জানাই
❦~সুপ্রভাত~❦”

“দিন যায় দিন আসে,
কেউ দুরে কেউ কাছে,
কারও মন এলোমেলো,
কারও মন খুব ভালো,
রাত গেলো দিন এলো,
নতুন সুর্য দেখা দিল।
❦~শুভ সকাল~❦”

“চোখ খুলে দেখো দিগন্ত
তোমায় ডাকছে।
পাখিরা আপন সুরে
গান​ গাইছে।
সূর্য মামা তোমার জানালার
ফাঁক দিয়ে আলো দিচ্ছে।
আর মোবাইল টা হাতে
নিয়ে দেখো,
কেউ তোমায় গুড মর্নিং বলছে।
❦~গুড মর্নিং~❦”

“সকালের প্রথম শিশির দিয়ে,
সূর্যের প্রথম আলো দিয়ে,
ফুলের প্রথম সৌরভ দিয়ে,
হৃদয়ের এক বিন্দু ভালবাসা
দিয়ে তোমাদের জানাই
❦~শুভ সকাল~❦”

“ভোরের পাখি ডাকছে তোমায়,
চোখটা মেলে দেখো,
সকালের মিষ্টি রোদ,
একটু গায়ে মেখো।
আঁধারের পর সূর্যের আলো,
দিন টা তোমার কাটুক ভাল।
❦~শুভ সকাল~❦”

“শিশিরের ছোয়ায়
ফুটেছে ফুল,
তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল।
কিচির মিচির করে
ডাকছে পাখি,
বন্ধু তুমি খোল আঁখি।
❦~শুভ সকাল~❦”

“এখনো ঘুমিয়ে আছো,
এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে।
ঘুম ভেঙ্গে যখন আমার
এই ম্যাসেজ দেখবে,
যেনে নিয়ো আমি
তোমারি কথা ভাবছি।
❦~শুভ সকাল~❦”

“ভোর হলো দোর খোলো
বন্ধু তুমি ওঠরে,
ওই দেখ তোমার মোবাইলে
এস এম এস টা এলোরে।
তোলো মোবাইল খোলো চোখ
SMS টা পড়ো রে।
SMS টা বলছে তোমায়
শুভ সকাল হলো রে।
❦~শুভ সকাল~❦”

“❦~শুভ সকাল~❦
মহান সৃষ্টিকর্তা তোমাকে
ভালো রাখুক,
সকল অশুভ শক্তি থেকে
তোমাকে মুক্ত রাখুক।
দিনটা ভালো কাটুক।”

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bengali Good Morning Sms/Bengali Good Morning Quotes (Shuvo Sokal suvechha) গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali Good Morning images পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment