বাংলা ক্যালেন্ডার ফাল্গুন মাস ১৪২৯ | ফাল্গুন মাসের ক্যালেন্ডার 2023

১৪২৯ সালের ফাল্গুন মাসের ক্যালেন্ডার, ফাল্গুন মাসের পুজোর দিন, ছুটির দিন, ফাল্গুন মাসের অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর দিন-ক্ষণ, ফাল্গুন মাসের বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদির তারিখ – (Bengali Calendar Falgun 1429, Festival, Holliday and Marriage Dates In Falgun Mas)

ফাল্গুন মাস, বসন্তের পারম্ভের এই মাসটি হলো বংলা ক্যালেন্ডারে একাদশ তম মাস। এই মাসটি সাধারণত মধ্য-ফেব্রুয়ারিতে শুরু হয় এবং মধ্য-মার্চে শেষ হয়। ফাল্গুন মাসে সনাতন সংস্কৃতির গুরুত্বপূর্ণ দুটি উৎসব হোলি ও শিবরাত্রি পালিত হয়।

এছাড়াও ফাল্গুন মাসে অন্যান্য মাসের মতোই বিয়ে, অন্নপ্রাসন ও গৃহপ্রবেশ মতো অনুষ্ঠান গুলির শুভ লগ্ন রয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা ফাল্গুন মাসের বাংলা ক্যালেন্ডার ও তার সাথে এই মাসের সকল উৎসব ও অনুষ্ঠান গুলির দিন-ক্ষণের তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।

ফাল্গুন মাসের ক্যালেন্ডার ১৪২৯ – Bengali Calendar Falgun

ফাল্গুন মাসের ক্যালেন্ডার ১৪২৯ - Bengali Calendar Falgun
ফাল্গুন মাসের ক্যালেন্ডার ১৪২৯ – Bengali Calendar Falgun

ফাল্গুন মাসের ছুটির দিন – Falgun Maas 2023 Holiday Dates

ফাল্গুন মাস হলো রঙিন উৎসবের মাস কারণ দোল পূর্ণিমা ও হোলি সাধারণত এই মাসেই অনুষ্ঠিত হয়। এছাড়াও এই মাসে মহা শিবরাত্রিও অনুষ্ঠিত হয় যার তথ্য নিম্নে দেওয়া রইলো।

পর্ব্বদিনবাংলা তারিখইংরেজি তারিখ
মহা শিবরাত্রি৫ই ফাল্গুন, শনিবার18th February
দোল পূর্ণিমা২২শে ফাল্গুন, মঙ্গলবার7th March
হোলি২৩শে ফাল্গুন, বুধবার8th March
ফাল্গুন মাসের ছুটির দিন

ফাল্গুন মাসের উৎসবের দিন – Falgun Maas 2023 Festival Dates

এবছর ফাল্গুন মাসে অনুষ্ঠিত সকল উৎসবের দিন নিম্নরূপ:-

পর্ব্বদিনবাংলা তারিখইংরেজি তারিখ
জীবনানন্দ দাশ জন্মদিন৪ঠা ফাল্গুন, শুক্রবার19th February
মহা শিবরাত্রি৫ই ফাল্গুন, শনিবার18th February
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৮ই ফাল্গুন, মঙ্গলবার21st February
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি৯ই ফাল্গুন,বুধবার22nd February
দোল পূর্ণিমা২২শে ফাল্গুন, মঙ্গলবার7th March
শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মতিথি২২শে ফাল্গুন, মঙ্গলবার7th March
হোলি২৩শে ফাল্গুন, বুধবার8th March
শ্রী শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রা২৭শে ফাল্গুন, রবিবার12th March
ফাল্গুন মাসের উৎসবের দিন

ফাল্গুন মাসের পুণ্যতিথি গুলি

ফাল্গুন ১৪২৯ এর একাদশী, পূর্ণিমাঅমাবস্যার মতো পুণ্যতিথি গুলির দিন-ক্ষণ ও সময় নিম্নরূপ:-

পুণ্যতিথিআরম্ভশেষ
কৃষ্ণ একাদশী২রা ফাল্গুন, রাত্রি ১২:৪৫৩রা ফাল্গুন, রাত্রি ১০:৪১
অমাবস্যা৬ই ফাল্গুন, দিবা ০৩:৪০৭ই ফাল্গুন, দিবা ০১:২৫
শুক্ল একাদশী১৭ই ফাল্গুন, দিবা ০৮:১৬১৮ই ফাল্গুন, দিবা ১০:০৮
পূর্ণিমা২১শে ফাল্গুন, অপরাহ্ণ ০৪:২০২২শে ফাল্গুন, সন্ধ্যা ০৬:০২
ফাল্গুন ১৪২৯ এর একাদশী, পূর্ণিমা ও অমাবস্যার দিন-ক্ষণ

ফাল্গুন মাসের শুভদিনের নির্ঘন্ট

ফাল্গুন মাসের বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ ও গৃহপ্রবেশ মতো অনুষ্ঠান গুলির দিন ক্ষণ নিম্নরূপ:-

আরো পড়ুন:- ফাল্গুন মাসের বিয়ের তারিখ

অনুষ্ঠানবাংলা তারিখ
বিবাহ২৪শে ফাল্গুন।
অন্নপ্রাশন৯, ১০ ও ১৬ই ফাল্গুন।
গৃহপ্রবেশ৯, ১০, ১৬, ১৭ ও ১৮ই ফাল্গুন।
গৃহারম্ভ৯, ১০, ১৬ ও ১৭ই ফাল্গুন।
সাধভক্ষণ৭ ও ১৮ই ফাল্গুন।
ফাল্গুন মাসের বিবাহ, অন্নপ্রাশন ও গৃহপ্রবেশ দিন ক্ষণ

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

২০২৩ সালে ফাল্গুন মাসে বিয়ের তারিখ আছে কি?

হ্যাঁ, ২০২৩ সালে ফাল্গুন মাসে একটি বিয়ের তারিখ রয়েছে যা ২৮শে ফাল্গুন অনুষ্ঠিত হবে।

এবছর ফাল্গুন মাসে পূর্ণিমা কবে পরছে?

এবছর ফাল্গুন মাসে পূর্ণিমা ২১শে ফাল্গুন, অপরাহ্ণ ০৪:২০ তে শুরু হচ্ছে এবং ২২শে ফাল্গুন, সন্ধ্যা ০৬:০২এ শেষ হচ্ছে।

ফাল্গুন মাসের কোন কোন তারিখে গৃহপ্রবেশর তিথি রয়েছে?

ফাল্গুন মাসের ৯, ১০, ১৬, ১৭ ও ১৮ তারিখে গৃহপ্রবেশর তিথি রয়েছে।

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ফাল্গুন মাসের এই বাংলা ক্যালেন্ডারটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন

Leave a Comment