বাংলা ক্যালেন্ডার শ্রাবণ মাস ১৪২৯ | শ্রাবণ মাসের ক্যালেন্ডার 2022

২০২২ (১৪২৯) সালের শ্রাবণ মাসের ক্যালেন্ডার পঞ্জিকা সহ, শ্রাবণ মাসের উৎসব ও ছুটির দিন, শ্রাবণ মাসের বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদির তারিখ ইত্যাদি- (Bangla Calendar Srabon Mas 1429, Festival, Holliday and Marriage Dates in Srabon Mas 2022)

বাংলা ক্যালেন্ডারে চতুর্থ মাস শ্রাবণ মাস, এই মাসটি সাধারণত ইংরেজি ইংরেজি ক্যালেন্ডারের জুলাই মাসের ১৮-১৯ তারিখ থেকে শুরু হয় এবং আগস্ট মাসের ১৭-১৮ তারিখে শেষ হয়। শ্রাবণ মাসে সাধারণত হতে গোনা দু-তিনটি উৎসব থাকে তবে এই মাসে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব স্বাধীনতা দিবস পালন করা হয় এছাড়াও শ্রাবণ মাসে ভাই-বোনের পবিত্র ভালোবাসা ও স্নেহের উৎসব রাখি পূর্ণিমাও পালন করা হয়।

ভারতীয় সংস্কৃতিতে প্রতিটি শুভ কাজের জন্য রয়েছে একটি শুভ তিথি ও দিন, যেমন বিবাহের জন্য বিবাহের দিন, অন্নপ্রাশনের জন্য অন্নপ্রাশনের দিন ও গৃহপ্রবেশের জন্য গৃহপ্রবেশের দিন। অন্যান্য মাসের মতো শ্রাবণ মাসেও বিবাহ, অন্নপ্রাশন ও গৃহপ্রবেশর মতো অনুষ্ঠান গুলির শুভ তিথিও রয়েছে। এই আর্টিকেলের মাধ্যমে শ্রাবণ মাসের ক্যালেন্ডারের এই সকল শুভ দিন এবং শ্রাবণ মাসের ছুটির দিন গুলির তালিকাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি।

বাংলা ক্যালেন্ডার শ্রাবণ মাস ১৪২৯ – Srabon Mash 2022

বাংলা ক্যালেন্ডার শ্রাবণ মাস ১৪২৯ - Srabon Mash 2022
বাংলা ক্যালেন্ডার শ্রাবণ মাস ১৪২৯ – Srabon Mash 2022

শ্রাবণ মাসের ছুটির দিন – Srabon Mash 2022 Holiday Dates

শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ কিছু উৎসব রয়েছে যা বাংলা ও ইংরেজি তারিখ সহ নিচে দেওয়া রইলো।

পর্ব্বদিনবাংলা তারিখইংরেজি তারিখ
মহরম২৩শে শ্রাবণ, মঙ্গলবার9th August
রাখি পূর্ণিমা২৬শে শ্রাবণ, শুত্রুবার12th August
স্বাধীনতা দিবস২৯শে শ্রাবণ, সোমবার15th August
শ্রাবণ মাসের ছুটির দিন

শ্রাবণ মাসের উৎসবের দিন – Aashar Mash 2022 Festival Dates

এবছর শ্রাবণ মাসে অনুষ্ঠিত সকল উৎসবের দিন নিম্নরূপ:-

পর্ব্বদিনবাংলা তারিখইংরেজি তারিখ
নাগপঞ্চমী১লা শ্রাবণ, সোমবার18th July
বালগঙ্গাধর তিলক জন্মদিন৬ই শ্রাবণ, শনিবার23rd July
প্রফুল্লচন্দ্র রায় জন্মদিন১৬ই শ্রাবণ, মঙ্গলবার2nd August
শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা২১শে শ্রাবণ, রবিবার7th August
মহরম২৩শে শ্রাবণ, মঙ্গলবার9th August
রাখি পূর্ণিমা২৬শে শ্রাবণ, শুত্রুবার12th August
স্বাধীনতা দিবস২৯শে শ্রাবণ, সোমবার15th August
মনসা পূজা৩১শে শ্রাবণ, বুধবার17th August
শ্রাবণ মাসের উৎসবের দিন

শ্রাবণ মাসের পুণ্যতিথি গুলি

শ্রাবণ ১৪২৯ এর একাদশী, পূর্ণিমাঅমাবস্যার মতো পুণ্যতিথি গুলির দিন-ক্ষণ ও সময় নিম্নরূপ:-

পুণ্যতিথিআরম্ভশেষ
কৃষ্ণ একাদশী৬ই শ্রাবণ, দিবা ০১:৩৭৭ই শ্রাবণ, দিবা ০২:৫৬
অমাবস্যা১০ই শ্রাবণ, রাত্রি ০৮:৩৮১১ই শ্রাবণ, রাত্রি ১০:৩১
শুক্ল একাদশী২১শে শ্রাবণ, রাত্রি ০৭:৩৭২২শে শ্রাবণ, অপরাহ্ণ ০৫:১৬
পূর্ণিমা২৫শে শ্রাবণ, দিবা ০৯:৫৬২৬শে শ্রাবণ, দিবা ০৭:৩৭
শ্রাবণ ১৪২৯ এর একাদশী, পূর্ণিমা ও অমাবস্যার দিন-ক্ষণ

শ্রাবণ মাসের শুভদিনের নির্ঘন্ট

শ্রাবণ মাসের বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ ও গৃহপ্রবেশ মতো অনুষ্ঠান গুলির দিন ক্ষণ নিম্নরূপ:-

অনুষ্ঠানবাংলা তারিখ
বিবাহ২, ৬, ৭, ৮, ১৫, ১৭, ১৮, ২৯ ও ৩০ শে শ্রাবণ।
অন্নপ্রাশন১৪, ২১ ও ২৪ শে শ্রাবণ।
গৃহপ্রবেশ১২, ১৭, ১৮, ১৯, ২৪ ও ২৬ শে শ্রাবণ।
গৃহারম্ভ১২, ১৭, ১৮, ১৯, ২৪ ও ২৬ শে শ্রাবণ।
সাধভক্ষণ১২, ১৭, ১৮, ১৯ ও ২১ শে শ্রাবণ।
শ্রাবণ মাসের বিবাহ, অন্নপ্রাশন ও গৃহপ্রবেশ দিন ক্ষণ

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

এবছর শ্রাবণ মাসে কি গৃহপ্রবেশের দিন আছে?

হ্যাঁ, এবছর শ্রাবণ মাসে গৃহপ্রবেশের দিন আছে এবং এর তালিকা আমাদের এই পেজে দেওয়া রয়েছে।

শ্রাবণ মাসে কত গুলি ছুটির দিন রয়েছে?

শ্রাবণ মাসে রবিবার বাদে ৩ টি ছুটির দিন রয়েছে।

এবছর শ্রাবণ মাসে কি অন্নপ্রাশনের দিন আছে?

হ্যাঁ, এবছর শ্রাবণ মাসে অন্নপ্রাশনের দিন আছে এবং এর তালিকা আমাদের এই পেজে দেওয়া রয়েছে।

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি শ্রাবণ মাসের এই বাংলা ক্যালেন্ডারটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment