আজকাল মন খারাপ থাকলে অথবা কারো ব্যাবহারে কষ্ট পেলে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অভ্যন্তরীন অনুভূতি প্রকাশ করে থাকি। মনের দুঃখ প্রকাশ করার জন্য অনেকেই এই সময় ইন্টারনেটে নতুন নতুন sad shayari বা কষ্টের স্টেটাস সার্চ করে থাকে। সেই কথা মাথায় রেখে আমরা এখানে ছবি সহ এক বৃহৎ bangla sad shayari কালেকশন নিয়ে এসেছি।
এই স্বার্থপর পৃথিবীতে এমন অনেক কারন রয়েছে যা আমাদের মনে কষ্ট দিতে পারে। তাবলে সেই কষ্ট গুলোকে মনের ভেতর জমিয়ে রাখা উচিৎ নয়। বরং মনের ভেতর জমে থাকা কষ্ট গুলোকে প্রিয় মানুষ গুলোর সাথে অথবা সোশ্যাল মিডিয়াই শেয়ার করে মন হালকা করে ফেলা দরকার। মনের কষ্ট হালকা করার জন্য এখানে Best Sad Shayari Bengali গুলি দেওয়া হোলো।
Very Sad Bengali Sad Shayari
“পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা…
সবার নেই।”
“মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ,
বুকে কতটা কান্না চাপা থাকে
জানতে পারেনা কেউ ।”
“কে রাখে কার খোঁজ..
নতুন পেলে সবাই নিখোঁজ।”
“কেউ কেউ পুড়ছে বলেই,
কেউ কেউ আলাে পায়!
কেউ কেউ পূর্ন শুধু,
কারাে কারাে শুন্যতায়।”
Also Read:- Durga puja shayari in bengali
“ধরতে গিয়ে প্রজাপতি,
হারিয়ে গেলাম বনে!
একজন কে ভালােবেসে
কষ্ট পেলাম মনে!”
“কখনাে কখনাে
দূরে সরে যাওয়াটাই
সমাধান!”
Also Read:- Love Shayari In Bengali
“জীবন নিয়ে গল্প
লেখা খুব সহজ।
কিন্তু গল্পের মতাে করে
জীবন সাজানাে খুব কঠিন।”
“সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই।
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই।”
আরও পড়ুন:- Koster Sms Bangla
“ভেবেছিলাম ডাইরিতে
লিখবো ভালোবাসার গল্প!
কিন্তু লিখতে হচ্ছে
হাজারো কষ্টের গল্প।”
“কষ্টে ভরা জীবন আমার
দুঃখে ভরা মন…
আমি যে এক আজব ছেলে
দুঃখ পেলেও হাসি।”
“চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা..!”
আরও পড়ুন:- Bangla breakup sms
“দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে,
তাতে কি যায় আসে।”
Latest Sad Shayari In Bengali
Bengalisms.com-এর দেওয়া Latest Sad Shayari In Bengali গুলোকে ব্য়াবহার করে আপনি খুব সহজেই আপনার মনের ভেতর জমে থাকা দুঃখ, কষ্ট ও বেদনা গুলোকে বন্ধু বান্ধব ও পরিবারের সদ্যদের সাথে শেয়ার করে আপনি আপনার মনকে হালকা করতে পারবেন।
“যতো দূরেই যাই না কেন,
আমি আছি তোমার পাশেই।
তাকিয়ে দেখো আকাশ পানে,
যদি আমায় পরে মনে।”
“ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না..
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।”
“দুঃখের এই জীবনে
দুঃখ আমার সাথী!
দুঃখ কে ভাগ করে নিতে..
হলো না কেউ রাজি।”
“কষ্টটা যখন সীমা
ছাড়িয়ে যায়…
তখন মানুষ কাঁদে না
চুপ হয়ে যায়। ”
“স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!”
“যেটা ভাগ্যে নেই…
সেটা কাঁদলেও পাওয়া যায় না!”
“সুখের নাম জীবন নয়..
কষ্ট কে জয় করে বেঁচে
থাকার নামই জীবন।”
“মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।”
“বেশি Take Care
করলে সে তাে তােমাকে..
Over Take করেই
চলে যাবে।”
“স্বার্থের দুনিয়া বস
যাকে তুমি ভাববে প্রিয়জন।
সেই তােমাকে বুঝিয়ে দেবে
তুমি ছিলে তার প্রয়ােজন!”
“মনটাও কি জিনিস
বুকের মধ্যে তাে থাকে
কিন্তু আয়ত্বে থাকে না।”
“পরেশান করত তােমাকে
আমার কথা বলা..
এবার এখন বলাে
কেমন লাগছে আমার নীরবতা..”
“যদি খেয়ালেও LOCK DOWN হত
তাহলে অনেক ভাল হত।”
বাংলা sad শায়েরি
“নয়ন তােমারে পায় না দেখিতে
রয়েছ তুমি নয়নে নয়নে।
হৃদয় তােমারে পায় না জানিতে,
হ্নদয়ে তুমি রয়েছ গােপনে।”
“মিথ্যে হাসি ঝুলিয়ে রাখি মুখে,
তবুও এ মন আগের মতাে শান্ত না,
ভাঙলাে হৃদয়,বুঝলাে না কেউ,
সবাই শুধু মিথ্যে দিলাে সান্ত্বনা..!”
“আমি সেই পাখি..
যার বাসা নেই,
আমি সেই আকাশ..
যার বুকে চাদ নেই,
আমি সেই সাগর..
যার তীরে জল নেই,
আমি সেই মানুষ..
যার ভালোবাসা নেই!”
আরও পড়ুন:- Bangla Sad Status
“আছি আর কয় দিন,
চলে যাবাে একদিন!
ভালােবাসি তােমায়
বলবাে না কোনােদিন!
যে দিন যাবাে চলে,
ক্ষমা করে দিও মােরে!
হয়তাে কষ্ট দিয়েছি তােমাকে,
হাসি মুখে বিদায় দিও আমাকে!”
“আমি আর তােমাকে বিরক্ত করব না।
আমি বিদায় নিচ্ছি তােমার কাছ থেকে
ভালাে থেকো, সুখে থেকো
আর কখনাে ফিরে আসবাে না!”
“সে এক সময় ছিল
আর এখন এক সময়!
যার পুরাে পৃথিবী একসময়
আমি ছিলাম
এখন তার পৃথিবী অন্য কেউ।”
Sad Shayari Bangla DP
নিচে দেওয়া Bangla Sad Shayari DP-ছবি গুলি আপনি খুব সহজেই Download করে Facebook, Whatsapp ও Instagram-এ DP হিসাবে Upload করতে পারবেন।
“সময়ের সাথে সাথে যদি
ভালোবাসা কমে যায়,
বুঝে নিও এটা কখনো
ভালোবাসা ছিলো না।
এটা ছিলো সময়ের প্রয়োজনে
একটু ভালো লাগা।”
“সাগরে কত জল,
করেছো কত ছল।
ভুলতে পারবোনা,
ক্ষমাতো করবো না।”
“কারো মনে আঘাত দিও না,
সুখী হতে পারবে না।
ভালবাসতে না পারলে
অভিনয় করো না।
মনে রেখো কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ
হয়ে ঝরতে পারে।”
“আজ আর মনে পরে না
পুরানো সেই দিনের কথা।
ভুলেও গেছি আজ পুরোনো
দিনের সেই সকল ব্যাথা।”
“যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।”
“চলে গেলে চলে যাবে
পিছু আর ডাকবো না।
কথা যদি না বলো
মনে আর রাখবো না।”
“সুখে ছিলাম ভালোই ছিলাম,
যখন ছিলাম একা।
চলে যখন যাবেই তুমি,
দিয়ে ছিলে কেন দেখা।”
“সম্পর্ক যত এগোতে থাকে,
ততই ফুরিয়ে যায় কথা।
এক সময়ে এসে থেকে যায়
শুধু নীরবতা।”
“রাগ আর তুফান, দুটোই এক
শান্ত হলে বোঝা যায়
কতটা ক্ষতি হয়েছে!!”
Bangla Dukkho Shayari
“বেইমান কখনো অপরিচিত
মানুষজন হয় না!!
নিজের খুব পরিচিত কাছের
মানুষ গুলোই বেইমান হয়।”
“হাজার নদীর জল দিয়া
আমার দুটি চোখে।
অনেক সুখে ঘুমায় প্রিয়া
নতুন সাথীর বুকে।”
“নিজের থেকে ও বেশি
ভালোবেসে ছিলাম যারে।
অনেক দূরে চলে গেলো সে,
দূঃখ দিয়ে মোরে।”
“এই পৃথিবীতে যারা যত
বেশি কষ্ট দিতে জানে।
তারাই পৃথিবীতে ততো
বেশি ভালো থাকে।
আজব পৃথীবি!”
“কষ্ট গুলো বুকে নিয়ে
কেঁদেছি কতো রাত।
একবিন্দু সুখ নিয়ে
বারায়নি কেউ হাত।
সার্থের টানে দূরে আজ,
আপন ছিলো যতো।
আজো আমি বড়ো একা
সেই দিনের মত।”
“এই শহরে ঘুরতে থাকা
প্রতিটা মানুষ জীবিত নয়!!
কারো কারো আত্মার মৃত্যু
হয়েছে অনেক আগেই…”
“যারা ধোঁকা দেয়
তারা খুব চালাক।
কিন্তু, যারা ধোঁকা খায়,
তারা বোকা হলেও
বিশ্বাসী…”
“যে জীবনে সপ্ন দেখার
আগেই সপ্ন ভেঙ্গে যায়।
আশা করার আগেই
সব নিরাশা হয়ে যায়।
থমকে যায় জীবনের সব গতি।
কি করে টানবো বলো
জীবনের এই ইতি।”
“মাঝে মাঝে সম্পর্ক এমন
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।”
“যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bengali Sad Shayari ( Bangla Sad poem) গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali Sad Shayari পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।
Thx so much ! Appreciate the helpful information.
আমিতো খুব মজা পেলাম। আর আরেকটা লিখেও নিলাম। আমার খুব ভালো লাগলো।
Onek sundor golpo gulo
Ar ekta request chilo ami ki ei gulo copy kore video baniye you tube dite pari
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
আপনি এই Sad সায়ারি গুলোকে কপি করে YouTube এ আপলোড করতে পারবেন। কিন্তু আপনাকে ভিডিওর ডেস্ক্রিপশনে আমাদের সাইটের লিংকটাকে নিচের মতো করে দিতে হবে।
Bengali Sad Shayari Credit :- https://bengalisms.com/bengali-sad-shayari/
ok
Ok Bhai
Tnx vaiya
Paro
Ok Bhai
Bpk
So nice 😊👍👍👍👍
Khub Valo Laglo
Ok
অপেক্ষাটা তার জন্যই করতে হয়✨
যে দূরে থেকেও পাশে থাকার উপলব্ধি করায়😌🥀
তারপর,
কথা না বলতে বলতে অভ্যাস হয়ে গেলো। যেমন কথা বলতে বলতে অভ্যাস হয়েছিল.! 🙂🥀
-সুখে থাকার দুটো পদ্ধতি 👇
পরিস্থিতিকে বদলে দাও
নয়ত পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও ♥️🖤
স্বপ্ন দেখা ভালো,স্বপ্ন পূরণের চেষ্টা করাও ভালো
কিন্তু কারো সাথে বেইমানী করে নয়,কারন তারও
কিছু স্বপ্ন রয়েছে যেগুলো তুমি নষ্ট করে দেবে।
যে আমাকে পেলে আর দ্বিতীয় কাউকে ভাববে না,
তার প্রতি আমার আকাশ সমান ভালোবাসা জন্মাক !🖤😌
মনের দাবি উপেক্ষা করে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে,মনের দাবি মেনে নিয়ে মৃত লাশ হয়ে যাওয়া অনেক ভালো! 🙃
তাতে অন্তঃত যে কয়টা দিন তুমি বেঁচে থাকবে, সেই কয়টা দিন বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে 😅💔
দম বন্ধ হয়ে আসা পরিস্থিতির থেকে দম বন্ধ হয়ে মরে যাওয়া অনেক কম কষ্টের🙂
এখন আমি বেকার তাই কেউ আমার পাশে নেই,
কিন্তু আমি জানি বেকারত্ব কাটিয়ে সফল হলেই সবাই আসবে!🙂
– খারাপ কেউ জন্মগত হয় না.!🙂
– খারাপ বানায় কিছু বিশ্বাসঘাতক বেইমান আর পরিস্থিতি.!💔
পৃথিবীতে কতো সুন্দর সুন্দর মুখ 😊
কিন্তুু কোনটা মুখ আর ….. 😐😐
কোনটা মুখোশ😷😷
চেনাটাই বড় কঠিন ।🥴🥀🤣🤣
★***তারে বাস্তবে খুঁজি…
সে কেন কল্পনাতে রয়..?