২০২৩ এর সেরা ৪০ টি শুভ বড়দিনের শুভেচ্ছা বার্তা, কবিতা ও ছবি (Merry Christmas Wishes, Shubhechha, Photo and Pic in Bengali)
খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বড়দিন। এটি খ্রিস্টধর্মের একটি বিশেষ উৎসব। প্রতি বছর ২৫শে ডিসেম্বর বড়দিন (ক্রিসমাস ডে) উৎসব পালিত হয়। খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ঈশ্বর যীশু খ্রীষ্টের জন্ম হয়েছিল। তাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে এই উৎসবটি উদযাপন করে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও সব ধর্মের মানুষই একে অপরকে ভালোবাসায় ভরা ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে থাকে। তাই ২০২৩ ক্রিসমাস ডে উপলক্ষে আমরা বড়দিনের সেরা শুভেচ্ছা বার্তা ছবির কলেকশন নিয়ে হাজির হলাম।
সকল ধর্মীয় উৎসবের মতো বড়দিন পালনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। এই দিন গির্জায় ধ্যান প্রার্থনা সেরে প্রিয়জনদের সাথে দেখা করে শুভেচ্ছা কার্ড, উপহার এবং কেক খায়ানোর রীতি আছে। এছাড়া শিশুদের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস বজায় রাখতে এই দিনে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই খুশির বড়দিনে সোশ্যাল মিডিয়ায় প্রিয়জনদের হ্যাপী ক্রিসমাস ডে উইশ করুন আমাদের এই সেরা বড়দিনের শুভেচ্ছা ছবি গুলি দিয়ে।
বড়দিনের শুভেচ্ছা বার্তা 2023
“❦~শুভ বড়দিন~❦
এই শীতের সকালে তোমার
বড়দিনটা ভালো কাটুক।”
“বড়দিনের আলোয় তোমার
জীবনে হয়ে উঠুক আলোকোজ্জ্বল!!
শুভ বড়দিন”
“উপভোগ করো একটি
অসাধারণ বড়দিন,
বড়দিনের আবেশ তোমার
জীবনকে সুখে ভরপুর
করে তুলুক।
❦~শুভ বড়দিন~❦”
Also Read:- New Year Wishes In Bengali
“আশা করি তোমার বড়দিনটা
ভীষণ ভালো কাটবে!!
পরিবারের সবাইকে খুশী রেখো,
❦~মেরি ক্রিসমাস~❦”
“আমার ঠিকানাটা জানো নিশ্চই!
বড়দিনের কেকটা পাঠিয়ে
দিও তাহলে!!
❦~শুভ বড়দিন~❦”
“বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা
তোমায় ও তোমার পরিবারকে..!”
বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।
এই বড়দিনে সবার মন ভরে
উঠুক সুখে, সম্প্রীতিতে ও সততায়।
Merry Christmas Wishes In Bengali
“আমার তরফ থেকে সকলকে
বড়দিন এর অনেক অনেক শুভেচ্ছা
ভালাে কাটুক সকলের এই শুভ দিনটি।”
“❦~Merry Christmas~❦
বিশ্বপিতা তুমি হে প্রভু,
আমাদের প্রার্থনা এই শুধু,
তােমারি করুণা হতে বঞ্চিত না হই কভু।”
“আমার তরফ থেকে
তােমাকে ও তােমার পরিবারের
সকলকে ২৫-শে ডিসেম্বর
শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো।”
“ক্রিসমাস হলো এমন
একটা যাদুর কাঠি
যার পরশে পৃথিবীর সকল
মানুষকে ছুয়ে যায়
আর দেখায় সুখ,
সান্তি ও সমৃদ্ধির পথ।”
“❦~শুভ বড়দিন~❦
এই বড়দিনটি তােমার জীবনে
নিয়ে আসুক
অনেক অনেক শুভেচ্ছা,
তুমি ও তােমার পরিবার
সদা যেন সুখে থাকো।”
“বিপদ তোমাকে এড়িয়ে যাক,
বিধাতা তোমায় রক্ষা করুক
সর্গ তোমার অপেক্ষায় থাকুক,
ভালোবাসা তোমায় ছুয়ে যাক
এই বড়দিনে।”
“প্রত্যাশা করি সুন্দর একটি দিনের,
যে দিনটা শুধু তোমার হবে
প্রত্যাশা করি সুন্দর একটি সময়ের,
যেটা তোমার কথাই বলবে।”
Borodiner Shubhechha
এই বড়দিনটি তোমার
জীবনে নিয়ে আসুক
অনেক অনেক শুভেচ্ছা।
তুমি যেন তোমার পরিবার
নিয়ে সদা যেন সুখে থাকো।
শুভ বড়দিন।
আগত নতুন বছর তোমার
জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক।
শুভ বড়দিনের শুভেচ্ছা ও
নতুন বছরের আগাম শুভেচ্ছা
রইলো তোমার জন্য।
“বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা,
এই বড়দিন যেন তোমায় পৃথিবীর সব খুশী এনে দেয়”
“আজ বড়দিন উপলক্ষ্যে কামনা করি,
তোমার মনে যেন কখনও
কোনো খারাপ চিন্তা না আসে।
ঈশ্বর যেন সর্বদা তোমার
উপর সদয় থাকেন।
❦~শুভ বড়দিন~❦”
“আমাকে তোমার একটা
ছবি পাঠাও তো,
কারণ আমি Santa Claus-কে
বোঝাতে পারছি না,
যে আমি এই বড়দিনে
তাঁর থেকে কি উপহার চাই!!
❦~শুভ বড়দিন~❦”
অনেক অনেক ভালবাসা আর খুশিতে ভরে উঠুক তোমার জীবন।
বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে
তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে।
শুভ বড়দিন
ভালোবাসা, আনন্দ এবং
সুন্দর মুহূর্ত গুলির মধ্যে দিয়ে
দিয়ে বড়দিন হয়ে উঠুক রঙিন।
বড়দিনের শুভেচ্ছা
বড়দিনের শুভেচ্ছা কবিতা
“সুন্দর একটা মাসের নাম ডিসেম্বর
সব মুহূর্ত কাটুক তোমার অনাড়ম্বর
বড়ো দিনের আনন্দে ধুয়ে যাক সব কষ্ট
মধুর হোক তোমার প্রতিটি মুহূর্ত
Happy Merry Christmas”
“শত্রু তোমার বন্ধু হোক,
বন্ধু যে, সে আরো কাছে আসুক
বিপদে ধৈর্য ধরার শক্তি
যেন প্রভু তোমাকে দেয়,
সব বাধা পিছনে ফেলে
যেন সুন্দর জীবন গড়তে
পারো সেই প্রত্যাশা করি।”
“তুমি আমার বন্ধু যীশু,
তুমি মম সাথী,
অন্ধকারে তুমি যে মোর
পথ দেখানো বাতি।
শুভ বড়দিন”
সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোকটির
আবার আসার সময় হয়ে গেছে।
যার ঝোলাতে আছে সবার
জন্যে অনেক অনেক উপহার।
কারণ বড়দিন এসে গেছে
শুভ বড়দিন
সান্তা ক্লস যেন তার স্লেজগাড়ি
ভরে তোমার জন্য উপহার নিয়ে আসে।
সাথে তোমার জীবনটাকেও করে
তোলে আরো সুখকর।
মেরি ক্রিসমাস
বড়দিনের শুভেচ্ছা ছবি 2023
Christmas হল একটি খুশির এবং ভালবাসার দিন। এই দিনটিতে আমরা একে অপরকে কেক খাইয়ে ও শুভেচ্ছা জানিয়ে ক্রিসমাস সেলিব্রেট করে থাকি। ক্রিসমাস এর এই বিশেষ দিনে বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানানোর জন্য আমরা আপনাদের জন্য বেস কিছু মেরি ক্রিসমাস ফটো ও Merry Christmas Images নিয়ে এসেছি।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
বড়দিনের শুভেচ্ছা ছবি গুলোকে কিভাবে ডাউনলোড করবেন?
বড়দিনের শুভেচ্ছা ছবি গুলোর ওপরে লং প্রেস (Long Press) করে ডাউনলোড ইমেজে (Download image) ক্লিক করলে ছবি গুলি ডাউনলোড হয়ে যাবে।
এবছরের সেরা বাংলা Merry Christmas Wish কোনটি?
এবছরের সেরা Merry Christmas Wish টি হলো:-
“আশা করি তোমার বড়দিনটা
ভীষণ ভালো কাটবে!!
পরিবারের সবাইকে খুশী রেখো,
❦~মেরি ক্রিসমাস~❦”
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।