এই ইন্টারনেটের যুগে অনেকেই তার প্রিয়জনদের Good Night Wish করার জন্য ইন্টারনেটে Bangla Good Night Sms এর সন্ধান করে থাকে। তাই আজকে আমরা আপনাদের জন্য ২০২১ এর সেরা Bangla Good Night Sms নিয়ে এসেছি। আপনি এই এস এম এস গুলোকে খুব সহজেই কপি করে হোয়াটস্যাপের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে পাঠাতে পারবেন।
রাত্রি হলো এমন একটি শান্তি পূর্ণ সময় যখন আমরা আমাদের সারা দিনের কালান্তিকে ভুলিয়ে একটু বিশ্রাম নিতে পারি এবং আগামীকালকে আজকের তুলনায় আরো উজ্বল করে তোলার স্বপ্ন দেখতে পারি। তাই প্রত্যেক রাতেই আমাদের ইতিবাচক চিন্তাধারা নিয়ে ঘুমাতে যাওয়া উচিত। কিন্তু আমাদের এমন অনেক বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রয়েছে যারা নেতিবাচক চিন্তাধারা ও চাপ নিয়ে রাতে ঘুমাতে যাই। তাদের রাতের স্বপ্নকে সুন্দর করে তুলতে আমরা আপনাদের জন্য এই Bangla Good Night Kobita গুলো নিয়ে এসেছি। আপনি এই এস এম এস গুলোকে খুব সহজেই কপি করে হোয়াটস্যাপের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে পাঠাতে পারবেন।
New Bangla Good Night Sms
“নাই বা মনে করলে আমায়,
নাই বা নিলে খোঁজ,
শুভ রাত্রিটা তবুও আমি,
দিয়ে যাবাে রােজ”
“জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো।
❦~শুভ রাত্রি~❦”
“রাতের পাখিরা পাখনা মেলে,
ডাকছে তোমায় মিষ্টি সুরে,
উঁকি দিয়ে চাঁদের আলো,
বলছে তোমায় রাত্রি হলো,
আকাশ দেশের নীল পরিরা,
বলছে এবার ঘুমিয়ে পড়।”
“মিষ্টি মিষ্টি রাত,
আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ,
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি,
মিটি মিটি আলো দেয় জোনাকি।
তোমাকে জানাই
❦~শুভ রাত্রি~❦”
“রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলাে আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরে”
“চলাে যাই ঘুমের দেশে,
সুন্দর একটা ঘুমের সাথে,
মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে।
❦~শুভ রাত্রি~❦”
Good Night SMS shayari in bengali {গুড নাইট বাংলা সাইরি}
“রাত মানে গভীর নেশা,
স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা
উষ্ণ ভালােবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির
মােড়ক খোলা,
রাত মানে
তোমায় আমার শুভ রাত্রি বলা”
“নিরব রাতের তারার হাসি
মিষ্টি হাওয়া বাজায় বাঁশি
চাদের আলাে ঝিলমিলিয়ে
আসছে নিশি খিলখিলিয়ে
ইচ্ছে আমার দিলাম লিখে
স্বপ্ন আসুক তােমার চোখে”
“গভীর রাত হলাে এখন
ঘুমােতে যাই।
আবার কথা
হবে প্রত্যুষের প্রথম প্রভায়।”
“মিস্টি তারা মুচকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদমামা ঝিমিয়ে গেলাে,
তাই বলি তুমি ঘুমিয়ে পড়াে
❦~শুভ রাত্রি~❦”
“রাতের বেলায় Moon এর
আলোয় ঝিকিমিকি Sky,
তারারা সব Tired হয়ে শুধুই
তােলে হাই, গােপন মনের সব
ইচ্ছা দিলাম আমি লিখে
ফুলের মতাে স্বপ্ন আসুক,
Sleepy দুটি চোখে।”
“আকাশে ছিল ১০০০ তারা
সূর্য দিল আলাের ধারা সন্ধে
হলাে চাঁদের সাথী নিভিয়ে
দিলাম আলাের বাতি এই
দিয়ে জানাই
❦~শুভ রাত্রি~❦”
Bangla Good Night kobita
“মেঘলা আকাশ বইছে বাতাস
আবছা চাদের আলাে রাত হয়েছে
ঘুমিয়ে পর স্বপ্ন দেখাে ভালাে
❦~শুভ রাত্রি~❦”
“তুমি আমার নীল আকাশ
আমি তােমার তারা,
সুখ দুঃখ হাঁসি দিয়ে
জীবন মােদের ভরা,
আঁধার কালাে আকাশ কোনে
তুমি আমার ঊষা,
হৃদয় মাঝে
আছাে তুমি আমার ভালােবাসা।
❦~শুভ রাত্রি~❦”
“যদি মন কাঁদে আমি আসবাে
বর্ষা হয়ে,
যদি মন হাসে আমি
আসবাে রােদূর হয়ে,
যদি মন ওড়ে
আমি আসবাে পাখি হয়ে,
যদি মন খোঁজে
আমি আসবাে বন্ধু হয়ে
❦~শুভ রাত্রি~❦”
“লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দেব দেখা।
মনটা যখন থাকবে খারাফ,
স্বপ্নে গিয়ে করবাে আলাপ।
কষ্ট যখন মন আকাশে,
তারা হয়ে জ্বলবাে পাশে।
❦~শুভ রাত্রি~❦”
“রাত আসে তারা নিয়ে,
ঘুম আসে স্বপ্ন নিয়ে,
আগামীকালের সকাল যেন
তোমার জন্য অনেক
খুশি নিয়ে আসে এই কামনা করি।”
“দিন মিস করে চাঁদকে,
রাত মিস করে সুর্যকে,
বাগান মিস করে ফুলকে আর,
আমি মিস করি তােমাকে
❦~শুভ রাত্রি~❦”
Sad Bengali Good Night Sms
“আমি মেঘ তুমি আকাশ,
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি তুমি কবিতা,
আমি সূর তুমি গান,
আমি দিন তুমি রবি,
আমি রাত তুমি চাঁদ।
❦~শুভ রাত্রি~❦”
“চাঁদের আলো ঝিমিয়ে গেছে,
ঝিঁঝিঁ পোকারাও চুপ,
আমি তোমায় এখন
মিস করছি খুব,
রাতের আঁধার ঘন কালো,
এবার প্রিয়া ঘুমাতে চল।
❦~শুভ রাত্রি~❦”
“দিন নিভলো রাত্রি হলো
আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাঁসছে
দেখতে কতো ভালো,
রাত তো দেখি অনেক হলো
যাও গো সুতে যাও,
এসেছি আমি পাহারা দিতে
নিশ্চিন্তে ঘুমাও।
❦~শুভ রাত্রি~❦”
“মিষ্টি তারা মুছকি হাঁসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে আলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরি,
স্বপ্ন তোমার করবে চুরি।
❦~শুভ রাত্রি~❦”
“রাত জাগা পাখি হয়ে
যার কথা ভাবি,
এই মনে একা একা তার
ছবি আঁকি ,
জোস্নার নীল আলো তার
চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি
চিরদিন পাশে।
❦~শুভ রাত্রি~❦”
“ছোট ছোট স্বপ্ন দেখো
মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও
খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি
সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে
বলবে গুড নাইট।
❦~শুভ রাত্রি~❦”
“কোন ব্যাপার না আকাশ
নীল বা কালো,
কোন ব্যাপার না আঁধার
থাক বা আলো,
কোন ব্যাপার না দিনটা
আমার কেমন গেলো,
শুধু বন্ধু তুমি থেকো ভালো।
❦~শুভ রাত্রি~❦”
“চোখ তুমি বুঝিয়ে ফেলো
অনেক হলো রাত,
কালকে আবার দেখবো
নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে
স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার দাও
ঘুমের সাগরে ডুব।
❦~শুভ রাত্রি~❦”
“ভরের আলো উঠবে ফুটে
রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন
আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন
পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইতো জানাই
❦~শুভ রাত্রি~❦”
“নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক
পোকার সাথে।
দেখছি আমি ঐ দূর
আকাশের চাঁদ,
এই ভাবে কেটে যায়
আমার দুঃখ ভরা রাত।
❦~Good Night~❦”
Romantic Bengali Good Night Sms
“সবার চোখে ঘুম এখন
নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো
বলতে পারো ?
কোন শুখের আসায় আমার
এই রাত জাগা?
কেনো মন আজ দিশে-হারা।
❦~Good Night~❦”
“যদি চাদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে
আমি রোজ বলতে
আসতাম একটা কথা।
❦~Good Night~❦”
“রাতে এক লোক কে
মসা কামড়াচ্ছে,
লোকটা বিষ খেয়ে বললো
রক্তে বিষ মিশে গেছে,
এবার কামড়া,
তুমি কিন্তু এটা করো না!
❦~Good Night~❦”
“আজ রাতে তুমি ঝাল ঝাল
স্বপ্ন দেখো,
কারন রোজ মিষ্টি স্বপ্ন দেখা
শরিরের জন্য ভালো নয়!!
❦~Good Night~❦”
“এই তোমার জন্য একটা
গিফট আছে,
তুমি কি নেবে?
ওকে দিচ্ছি!
কিন্তু আগে তুমি ঘুমাও।
কারন আমার গিফট টা
হলো মিষ্টি একটি স্বপ্ন।
❦~Good Night~❦”
“একটা দিন হারিয়ে গেলো
রাত্রী আসবে বলে,
একটা পাখি ডাকছে আপন
সুরে নীড়ে ফিরবে বলে।
একটা সূর্য হারিয়ে গেলো
চাঁদ উঠবে বলে,
আমি আজ জেগে আছি
তোমাকে শুভ রাত্রি
বলবো বলে।
❦~শুভ রাত্রি~❦”
“জানালার কাছে গিয়ে দেখো,
কেও একজন তোমার হাঁসি
মুখটা দেখবে বলে বসে আছে,
কি ভাবছো?
চাঁদ বসে আছে…
কারণ ওকে আমি
তোমাকে গুড নাইট উইশ
করতে পাঠিয়েছি।
❦~Good Night~❦”
“পাগলী আমার ঘুমিয়ে পড়েছে,
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত।
এই কথা যদি সে শুনতো?
❦~শুভ রাত্রি~❦”
“আজ রাতে কি আসবো
একটু রোমাঞ্চ করতে?
আজ মুড ভালো আছে,
শুধু কিছু মিষ্টি কামড় দিবো,
জলদি রিপ্লাই দাও,
ইতি তোমার মশা।
❦~Good Night~❦”
“বলবো না তোমায় আজ,
রাতের পাখি হতে,
বলবো না তোমায় আজ,
স্বপ্ন ছায়ায় পদ্ম পাতায় ভাসতে।
তুমি কি শুনবে,
আমি যা বলবো।
আমি শুধু বলবো তোমায়
❦~শুভ রাত্রি~❦”
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bangla Good Night Sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bangla Good Night Sms পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।
“আজ রাতে কি আসবো
একটু রোমাঞ্চ করতে?
আজ মুড ভালো আছে,
শুধু কিছু মিষ্টি কামড় দিবো,
জলদি রিপ্লাই দাও,
ইতি তোমার মশা।
❦~Good Night~❦”
Love this bro.