২০২৩ এর এই খুশির উৎসবে আমরা আপনাদের জন্য সেরা কিছু কালী পূজার ক্যাপশন, কালী পূজার শুভেচ্ছা, কালী পূজার কবিতা ও উক্তি নিয়ে এসেছি – (Top 25 Bengali Maa Kali Caption, Maa Kali Quotes And Wishes)
ইতি মধ্যেই সারা দেশ মেতে উঠেছে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায়। দূর্গা মায়ের কৈলাসে ফেরার পর শ্যামা মায়ের মর্ত ধামে ফেরার আনন্দে সেজে উঠেছে সারা দেশ। গ্রাম বাংলার কুটির থেকে শুরু করে মহানগরীর অট্টালিকা, সকলের বাড়িই কালী পূজার উৎসাহ ও আনন্দের আলোতে সেজে উঠেছে। এই আনন্দের দিনটাকে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছে আরো বর্ণময় করে তুলতে আমরা আপনাদের জন্য ২০২৩ এর সেরা কালী পূজার শুভেচ্ছা বার্তা ও কালী পূজার ক্যাপশন নিয়ে এসেছি।
পুরান অনুযায়ী অশুভ শক্তির বিরুদ্ধে দেবতাদের পরাজয়ের পর অশুভ শক্তির হাত থেকে পৃথিবী বাসীকে রক্ষা করার জন্য মা দুর্গার কপাল থেকে জন্ম হয় মা কালীর। তিনি কার্তিক মাসের শুক্ল পক্ষে অমাবস্যা তিথিতে অসুরের নাশ করে পৃথিবী বাসীকে অসুরদের হাত থেকে রক্ষা করেন। এবং এর পর থেকেই প্রতি বছর এই বিশেষ দিনে মা কালীর আরাধনায় মেতে ওঠে পৃথিবী বাসী। এই বিশেষ দিনে নিচে দেওয়া bengali kali puja quotes ও wishes গুলি দিয়ে বন্ধু-বান্ধবদের কালী পূজার শুভেচ্ছা জানিয়ে দিন।
কালী পূজার শুভেচ্ছা বার্তা
শুভ কালী পূজা
এই কালী পূজাতে অসংখ্য
প্রদীপের আলো আপনাদের,
জীবনে বয়ে আনুক
সুখ, সমৃদ্ধি, ও সৌভাগ্য।
কালী পূজার আন্তরিক,
প্রীতি শুভেচ্ছা রইলো।
শ্যামা মায়ের কাছে প্রার্থনা করি,
তোমার জীবন যেন ভরে ওঠে
অনেক অনেক খুশীতে।
আর তোমার প্রতিটা দিন
যেন হয়ে ওঠে আনন্দ মুখর।
শুভ কালী পূজা
Also See:- দীপাবলির শুভেচ্ছা ছবি
কালী পূজার এই শুভ মুহূর্তে
সকলকে জানাই
অনেক অনেক শুভেচ্ছা…
কামনা করি মা কালীর আশীর্বাদে
সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
শুভ কালী পূজা
কালী পূজার এই খুশীর মুহূর্তে
প্রার্থনা করি তোমার জীবন
যেন অপরিসীম ঐশ্বর্য আর
খুশীতে ভরে ওঠে..
শুভ কালী পূজা
কালী পূজার পূর্ণ লগ্নে
চারিদিকে ছড়িয়ে পড়ুক
শান্তি, উন্নতি, সৌভাগ্য
ও সীমাহীন আনন্দ।
শুভ কালী পূজা
কালী পূজার এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ কালী পূজা
আকাশে বাতাসে অনেক আলো,
কালী পূজার দিনটা কাটুক ভালো
পূরণ হোক মনের ইচ্ছা
শুভ কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা।
কালী পূজার রাত যেমন
আলোতে ভরে ওঠে,
তেমনই তোমার জীবনও
যেন খুশির আলোতে
ভরে উঠুক।
শুভ কালী পূজার শুভেচ্ছা
জানাই তোমাকে।
Also Read:- diwali quotes in bengali
কালী পূজার শুভেচ্ছা ছবি
মা কালীর আশীর্বাদে তোমার মনের
সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
কালী পূজার শুভেচ্ছা জানাই।
কালী পূজার এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক ও উষ্ণ
শুভেচ্ছা তোমার জন্য রইলো,
কামনা করি মা কালী
যেন তোমার জীবনে তাঁর
আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ কালী পূজা
তোমাকে ও তোমার পরিবারকে
জানাই শুভ কালী পূজার
শুভেচ্ছা ও ভালোবাসা।
মা কালী যেন তোমাদের
সকল ইচ্ছা পূরণ করেন
এবং তোমাদের ওপর তাঁর
কৃপাদৃষ্টি বজায় রাখেন।
মা কালীর আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট,
ব্যথা-বেদনা, পাপ-অন্যায়,
কালী পূজার পূণ্য-পাবনে
সকলকে শুভেচ্ছা জানাই।
Also Read:- শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা
তোমার কালী পূজা যেন
আনন্দদের সাথে কাটে
এই কামনাই করি।
শুভ কালী পূজার শুভেচ্ছা
রইলো তোমার ও তোমার
পরিবারের জন্য।
শ্রীশ্রী শ্যামা মায়ের পূজার
এই পুন্য তিথিতে মায়ের
আশীর্বাদে তোমার ও তোমার
পরিবারের মঙ্গল হোক।
শুভ কালী পূজা
আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
কালী পূজার শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা।
শুভ কালী পূজা
কালী পূজার রোশনাই
আলোকিত হয়ে উঠুক
তোমার ও তোমার পরিবারের জীবন।
শুভ কালী পূজা
কালী পূজার ক্যাপশন
প্রদীপের আলোয়, বাজির শব্দে
ও মিষ্টি মুখে কালী পূজার আনন্দ
বেড়ে উঠুক শতগুণ,
কালী পূজার আনন্দে
মেতে উঠুক সকলে…
শুভ কালী পূজা
শ্যামা মায়ের আশীর্বাদ সর্বদা
আপনার সঙ্গে থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ কালী পূজা
আলো আমার আলো ওগো
আলোয় ভুবন ভরা।
এই আলোর উৎসবে তোমায়
জানাই শুভ কালী পূজার
প্রীতি ও শুভেচ্ছা।
আলোয় ভুবন ভরিয়ে দে মা,
ঘুচিয়ে দে মা যত কালো!
মনের আঁধার মুছিয়ে দে মা,
মনাকাশে জ্বেলে আলো!!
শ্রী শ্রী শ্যামা মায়ের
আশীর্বাদের সকলে আনন্দে থাকুক!!
শুভ কালী পূজা
শ্রীশ্রী শ্যামা মায়ের আশীর্বাদে
তোমার জীবন সাফল্য আর
আনন্দে ভরে উঠুক।
শুভ কালী পূজা
কালী পূজার এই উৎসবে
তোমায় মনের অন্তর
থেকে শুভেচ্ছা জানাই।
মা কালী যেন তোমার জীবনের
সকল মুশকিলে তোমাকে
সাহায্য করেন।
এই কালী পূজাতে মা
যেন তোমার সব
অপূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করেন।
শুভ কালী পূজা
কালী পূজার মতোই আনন্দময়
হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ কালী পূজা
Kali Puja Quotes In Bengali
শ্যামা মায়ের আশীর্বাদ
থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে,
সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে,
ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন।
শুভ কালী পূজা
সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যের উপহার নিয়ে,
মা কালী এলেন সকলের ঘরে।
আজকের এই দিনে সকলের মঙ্গল কামনা করি।
শুভ কালী পূজার শুভেচ্ছা
এই কালী পূজাতে,
মায়ের আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ-শান্তি
এবং সৌভাগ্যে পরিপূর্ণ থাকুক…
শুভ কালী পূজা
স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
কালী পূজার শুভেচ্ছা
তোমার জন্য।
শ্যামা মায়ের আশীর্বাদে
তোমার জীবনে চির সুখ ও সমৃদ্ধি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা
তোমার জন্য খুলে যাক।
শুভ কালী পূজা
শ্রী শ্রী শ্যামা মায়ের
আরাধণায় সবার মন
হয়ে উঠুক ভক্তিতে পরিপূর্ণ।
মায়ের আশীর্বাদে আপনার
জীবন থেকে দূরে চলে
যাক বিপদ ও দুঃখ।
শুভ কালী পূজা
কালী পূজার এই পুণ্য তিথিতে
কামনা করি তুমি ও তোমার
পরিবার যেন চিরকাল
সুখে থাকুক।
শুভ কালী পূজা
দুঃখ গুলো ভুলে গিয়ে
কালী পূজার আানন্দে
মেতে উঠুক সবার মন।
সবাইকে জানাই দীপাবলির
শুভেচ্ছা ও অভিনন্দন।
Kali Puja Wishes In Bengali
এই কালী পূজাতে,
শ্যামা মায়ের তোমার জীবন
ধনসম্পদ ও সৌভাগ্য দিয়ে ভরিয়ে দিক।
শুভ কালী পূজা
এই কালী পূজা আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসুক,
এই আশা নিয়েই আপনাকে
শুভ কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি।
শুভ কালী পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে
আপনার জীবন ভরে উঠুক।
কালী পূজার রাতে মা কালীর
কাছে আমার একমাত্র প্রার্থনা,
মা যেন সবার মনের
অন্ধকার দূরীভূত করেন।
শুভ কালী পূজা
চতুর্দিক আলো করে দাও আজ,
আলোর শুভ শক্তিতে ধ্বংস
হয়ে যাক দুনিয়ার সব আঁধার।
শুভ কালী পূজা
শ্রী শ্রী শ্যামা পুজোর আরাধনায়
তোমার সব দুঃখ হোক দূরীভুত।
তোমায় ও তোমার পরিবারকে
জানাই শুভ কালী পূজা।
এই কালী পূজাতে আমি কামনা করি,
তোমার নাম যেন উজ্জ্বল হয়ে ওঠে।
খ্যাতির শীর্ষে অমর হয়ে থাকুক তোমার নাম,
সারা জীবন তুমি যেন সবার সত্পাত্র হয়ে থাকো।
শুভ কালী পূজা
Maa Kali Caption in Bengali
কালী পূজার শুভেচ্ছা
জানাই সকলকে,
মা কালী সকলের জীবন
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য ভরিয়ে তুলুন।
কালী পূজার এই দিনে আনন্দে থাকুক সকলে,
তোমাকে ও তোমার পরিবারের
সকলকে সমৃদ্ধি ও সৌভাগ্য দান করুক মা।
শুভ কালী পূজা
এই পবিত্র অনুষ্ঠানে তোমার
জীবন সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে উঠুক..
শ্যামা মা দু-হাত ভরে
তোমাকে আশীর্বাদ করুক….
শুভ কালী পূজা
সকলকে জানাই কালী পূজার প্রীতি ও শুভেচ্ছা।
সকলের মনোবাসনা পূর্ণ হোক।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
শুভ কালী পূজা
কালী পূজার এই শুভক্ষণে
জানাই মা-কে প্রণাম,
সারাবছর তোমার আশীর্বাদ
রেখো মোদের ওপর…
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে
ভোরে যাক সকলের জীবন।
শুভ কালী পূজা
সমৃদ্ধি আর সৌভাগ্য থাকুক সকলের ঘরে,
পরিবার ও ভালোবাসার মানুষদের
নিয়ে সুখী হোক সকলে ..
শুভ কালী পূজা
এই কালী পূজাতে কামনা করি
তোমার সব স্বপ্ন ও আশা পূরণ হোক।
শ্রী শ্রী শ্যামা মা তোমার জীবন রাঙিয়ে তুলুক খুশীর নানা রঙে।
শুভ কালী পূজা
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
ফেসবুকে শেয়ার করার জন্য সেরা কালী পূজার ক্যাপশন (Bengali Caption) কোনটি?
ফেসবুকে শেয়ার করার জন্য সেরা কালী পূজার ক্যাপশনটি হলো:-
শুভ কালী পূজা
এই কালী পূজাতে অসংখ্য
প্রদীপের আলো আপনাদের,
জীবনে বয়ে আনুক
সুখ, সমৃদ্ধি, ও সৌভাগ্য।
কালী পূজার আন্তরিক,
প্রীতি শুভেচ্ছা রইলো।
প্রিয়জনদের কালী পূজার শুভেচ্ছা জানানোর জন্য কোন শুভেচ্ছা বার্তাটি ব্যবহার করবেন?
প্রিয়জনদের কালী পূজার শুভেচ্ছা জানানোর জন্য এই শুভেচ্ছা বার্তাটি ব্যবহার ককরতে পারেন:-
আকাশে বাতাসে অনেক আলো,
কালী পূজার দিনটা কাটুক ভালো
পূরণ হোক মনের ইচ্ছা
শুভ কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা।
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের Bengali kali puja quotes গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali kali puja wishes পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।