Diwali-র এই পুণ্যলগ্নে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের Happy diwali wishe করুন আমাদের সেরা Bengali Diwali Wishes, Quotes, SMS, Greetings এবং Caption গুলি দিয়ে।
ভারতের সবথেকে বড়ো এবং জনপ্রিয় উৎসব দীপাবলি বা দেওয়ালির দিনটা ছোটো থেকে শুরু করে বয়স্ক সকলেই বিশেষ আনন্দ, উন্মাদনা ও উৎসাহর সাথে সেলিব্রেট করে থাকে। এই দিন সকলের বাড়ি সেজে ওঠে দীপাবলির খুশির আলোতে। প্রদীপ, মোমবাতি ও আতশবাজির আলোয় সেজে ওঠে সারা দেশ। কিন্তু এই বছর আতশবাজি নিয়ে হাই কোর্টের নির্দেশের কারণে দীপাবলির আনন্দেতে কিছুটা ভাটা পড়েছে। তবে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিজনদের ভালোবাসা ও শুভ কামনায় ভরা Happy Diwali Message পাঠানোতে কোনো আপত্তি নেই। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য ২০২২ এর সেরা Diwali Wishes In Bengali ও Diwali Quotes In Bengali নিয়ে এসেছি।
Diwali-র দিন একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য অনেকেই ইন্টারনেটে Happy Diwali Bengali SMS ও Diwali Greetings In Bengali সন্ধান করে থাকে। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনার সন্ধান এখানেই শেষ হলো। কারণ আজকের এই পোস্টে আমরা দীপাবলির সেরা Bengali Wishes, Quotes, Greetings ও SMS নিয়ে এসেছি। তাই আর বেশি দেরি না করে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিজনদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দিন।
Diwali Wishes In Bengali
আকাশে বাতাসে অনেক আলো,
দীপাবলির দিনটা কাটুক ভালো
পূরণ হোক মনের ইচ্ছা
শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
দীপাবলীর এই পবিত্র দিনে
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে, ভালোবাসায় আজকের
দিনটি কাটাই…
শুভ দীপাবলী
Also See:- দীপাবলির শুভেচ্ছা ছবি
দীপাবলির পূর্ণ লগ্নে
চারিদিকে ছড়িয়ে পড়ুক
শান্তি, উন্নতি, সৌভাগ্য
ও সীমাহীন আনন্দ।
শুভ দীপাবলি
দীপাবলির এই খুশীর মুহূর্তে
প্রার্থনা করি তোমার জীবন
যেন অপরিসীম ঐশ্বর্য আর
খুশীতে ভরে ওঠে..
শুভ দীপাবলি
দীপাবলির এই শুভ মুহূর্তে
সকলকে জানাই
অনেক অনেক শুভেচ্ছা…
কামনা করি মা কালীর আশীর্বাদে
সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
শুভ দীপাবলি
ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
তোমার জীবন যেন ভরে ওঠে
অনেক অনেক খুশীতে।
আর তোমার প্রতিটা দিন
যেন হয়ে ওঠে আনন্দ মুখর…
শুভ দীপাবলি
শুভ দীপাবলি
এই দীপাবলিতে অসংখ্য
প্রদীপের আলো আপনাদের,
জীবনে বয়ে আনুক
সুখ, সমৃদ্ধি, ও সৌভাগ্য।
দীপাবলির আন্তরিক,
প্রীতি শুভেচ্ছা রইলো।
মা কালীর আশীর্বাদে তোমার মনের
সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো।
এই কামনা নিয়ে তোমাকে
দীপাবলির শুভেচ্ছা জানাই।
দীপাবলির রাত যেমন
আলোতে ভরে ওঠে,
তেমনই তোমার জীবনও
যেন খুশির আলোতে
ভরে উঠুক।
শুভ দীপাবলির শুভেচ্ছা
জানাই তোমাকে।
Happy Diwali Wishes In Bengali
ঈশ্বরের আশীর্বাদ সর্বদা
আপনার সঙ্গে থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ দীপাবলী
প্রদীপের আলোয়, বাজির শব্দে
ও মিষ্টি মুখে দীপাবলির আনন্দ
বেড়ে উঠুক শতগুণ,
দীপাবলির আনন্দে
মেতে উঠুক সকলে…
শুভ দীপাবলি
দীপাবলির রোশনাই
আলোকিত হয়ে উঠুক
তোমার ও তোমার পরিবারের জীবন।
শুভ দীপাবলি
Also Read See:-
আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
দীপাবলির শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা।
শুভ দীপাবলি
শ্রীশ্রী শ্যামা মায়ের পূজার
এই পুন্য তিথিতে মায়ের
আশীর্বাদে তোমার ও তোমার
পরিবারের মঙ্গল হোক।
শুভ দীপাবলি
তোমার দীপাবলি যেন
আনন্দদের সাথে কাটে
এই কামনাই করি।
শুভ দীপাবলির শুভেচ্ছা
রইলো তোমার ও তোমার
পরিবারের জন্য।
মা কালীর আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট,
ব্যথা-বেদনা, পাপ-অন্যায়,
দীপাবলির পূণ্য-পাবনে
সকলকে শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
জানাই শুভ দীপাবলির
শুভেচ্ছা ও ভালোবাসা।
মা কালী যেন তোমাদের
সকল ইচ্ছা পূরণ করেন
এবং তোমাদের ওপর তাঁর
কৃপাদৃষ্টি বজায় রাখেন।
দীপাবলির পবিত্র আলো
যেন তোমার জীবনে
সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য
বয়ে নিয়ে আসে।
শুভ দীপাবলি
Diwali Quotes In Bengali
প্রদীপ যেমন করে অন্ধকারকে
দূরে সরিয়ে দেয়,
তুমিও যেন তেমন ভাবেই
নিজের কাজের পথে আসা
সকল বাঁধা বিপত্তি কে
ঠেলে দূরে সরিয়ে দাও,
আর এগিয়ে চলো তোমার
সাফল্যের অভিমুখে।
শুভ দীপাবলী
দীপাবলীর লাইট,
করে সবার মন ডিলাইট।
ধরে নাও আনন্দের ফ্লাইট,
আর মজা করো সারা নাইট।
শুভ দীপাবলী
দীপাবলির মতোই আনন্দময়
হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ দীপাবলি
এই দীপাবলীতে ঈশ্বর
যেন তোমার সব
অপূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করেন।
শুভ দীপাবলী
দীপাবলীর এই আলোর
উৎসবে তোমায়
শুভ দীপাবলীর শুভেচ্ছা জানাই।
মা কালী যেন তোমার জীবনের
সকল মুশকিলে তোমাকে
সাহায্য করেন।
শ্রীশ্রী শ্যামা মায়ের আশীর্বাদে
তোমার জীবন সাফল্য আর
আনন্দে ভরে উঠুক।
শুভ দীপাবলি
আলোয় ভুবন ভরিয়ে দে মা,
ঘুচিয়ে দে মা যত কালো!
মনের আঁধার মুছিয়ে দে মা,
মনাকাশে জ্বেলে আলো!!
শ্রী শ্রী শ্যামা মায়ের
আশীর্বাদের সকলে আনন্দে থাকুক!!
শুভ দীপাবলি
আলো আমার আলো ওগো
আলোয় ভুবন ভরা।
এই আলোর উৎসবে তোমায়
জানাই শুভ দীপাবলীর
প্রীতি ও শুভেচ্ছা।
Happy Diwali Bengali SMS
এই দীপাবলি আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসুক,
এই আশা নিয়েই আপনাকে
শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি।
এই দীপাবলিতে,
শ্যামা মায়ের তোমার জীবন
ধনসম্পদ ও সৌভাগ্য দিয়ে ভরিয়ে দিক।
শুভ দীপাবলি
দুঃখ গুলো ভুলে গিয়ে
দীপাবলির আানন্দে
মেতে উঠুক সবার মন।
সবাইকে জানাই দীপাবলির
শুভেচ্ছা ও অভিনন্দন।
দীপাবলীর এই পুণ্য তিথিতে
কামনা করি তুমি ও তোমার
পরিবার যেন চিরকাল
সুখে থাকুক।
শুভ দীপাবলী
শ্রী শ্রী শ্যামা মায়ের
আরাধণায় সবার মন
হয়ে উঠুক ভক্তিতে পরিপূর্ণ।
মায়ের আশীর্বাদে আপনার
জীবন থেকে দূরে চলে
যাক বিপদ ও দুঃখ।
শুভ দীপাবলী
শ্যামা মায়ের আশীর্বাদে
তোমার জীবনে চির সুখ ও সমৃদ্ধি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা
তোমার জন্য খুলে যাক।
শুভ দীপাবলি
স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
দীপাবলির শুভেচ্ছা
তোমার জন্য।
এই দীপাবলিতে,
মায়ের আশীর্বাদ
তোমার ওপর পড়ুক…
তোমার জীবন সুখ-শান্তি
এবং সৌভাগ্যে পরিপূর্ণ থাকুক…
শুভ দীপাবলি
Diwali Caption In Bengali
দীপাবলির এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক ও উষ্ণ
শুভেচ্ছা তোমার জন্য রইলো,
কামনা করি মা কালী
যেন তোমার জীবনে তাঁর
আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ দীপাবলি
শুভ দীপাবলীর শুভেচ্ছা
মনে তোমার অনেক ইচ্ছা,
মেঘে মেঘে শুধু আলো
সবার জীবন কাটুক ভালো।
প্রদীপের শিখার সৌন্দর্য্য
তোমার জীবনকে করে
তুলুক আলোকিত,
কেটে যাক তোমার সব দুঃখ কষ্ট।
তুমি ও তোমার পরিবার যেন চিরজীবন
খুশির সাগরে ভাসতে থাকো।
শুভ দীপাবলী
এই দীপাবলীতে আমি কামনা করি,
তোমার নাম যেন উজ্জ্বল হয়ে ওঠে।
খ্যাতির শীর্ষে অমর হয়ে থাকুক তোমার নাম,
সারা জীবন তুমি যেন সবার সত্পাত্র হয়ে থাকো।
শুভ দীপাবলী
আলোর উৎসবে তোমার জীবনের সব অন্ধকার কেটে যাক,
নতুন সূর্য উঠুক তোমার জীবনকে আলোয় ভরিয়ে দিতে!
আলোর রোশনাই তোমার জীবনের সমস্ত গ্লানি মুছে দিক!
শুভ দীপাবলী
চতুর্দিক আলো করে দাও আজ,
আলোর শুভ শক্তিতে ধ্বংস
হয়ে যাক দুনিয়ার সব আঁধার।
শুভ দীপাবলি
দীপাবলীর রাতে মা কালীর
কাছে আমার একমাত্র প্রার্থনা,
মা যেন সবার মনের
অন্ধকার দূরীভূত করেন।
শুভ দীপাবলি
শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে
আপনার জীবন ভরে উঠুক।
Diwali Greetings In Bengali
এই দীপাবলীতে কামনা করি
তোমার সব স্বপ্ন ও আশা পূরণ হোক।
ঈশ্বর তোমার জীবন রাঙিয়ে তুলুক খুশীর নানা রঙে।
শুভ দীপাবলী
দীপাবলীর পূর্ণ লগ্নে তোমার
চলার পথ হয়ে উঠুক আলোকিত,
সাফল্য যেন সহজেই তোমার হাতে ধরা দেয়,
আর সৌভাগ্য ঘিরে থাকে তোমায়।
শুভ দীপাবলী
প্রদীপের আলো, বাজির শব্দ,
ধুপ-ধুনোর সুগন্ধ, আল্পনার রং
ও ভালবাসায় ভরা অনেকটা
শুভেচ্ছা রইলো তোমার জন্যে।
শুভ দীপাবলী
শ্রী শ্রী শ্যামা পুজোর আরাধনায়
তোমার সব দুঃখ হোক দূরীভুত।
তোমায় ও তোমার পরিবারকে
জানাই শুভ দীপাবলী।
দীপাবলীর উৎসবে আলো দিয়ে
সাজিয়ে তোলো তোমার ঘর,
সেই আলোতেই আলোকিত
হয়ে উঠুক তোমার ও তোমার
পরিবারের জীবন।
শুভ দীপাবলী
প্রদীপ জ্বালাও মোমবাতি জ্বালাও,
চারিদিক আলোকিত করে তোলো।
আলোর মালে সাজিয়ে তোলো তোমার বাড়ি,
কারণ আলোর উৎসব দীপাবলী এসে গেছে।
শুভ দীপাবলী
সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যের উপহার নিয়ে,
মা কালী এলেন সকলের ঘরে।
আজকের এই দিনে সকলের মঙ্গল কামনা করি।
শুভ দীপাবলীর শুভেচ্ছা
শ্যামা মায়ের আশীর্বাদ
থাকুক সকলের ওপর,
সুস্থ্য থাকুক সকলে,
সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে,
ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন।
শুভ দীপাবলী
Deepavali Wishes In Bengali
তোমার জীবন যেন ভরে
ওঠে সৌভাগ্যে, সুখে, সুস্বাস্থ্যে,
যশে, আন্তরিক ভালবাসায় আর
অনেক অনেক গভীর অনুভূতিতে।
হ্যাপি দিওয়ালি
চাঁদের মিষ্টি জ্যোত্স্নার সাথে
তারাদের শীতল ঔজ্জ্বল্য থাকুক।
আর দীপাবলীর প্রদীপের সাথে
তোমার মুখে খুশীর সাগর থাকুক..
যে সাগরের ঢেউ পৌঁছে যাবে তোমার হৃদয়ে।
শুভ দীপাবলী
এই আলোর উৎসব তোমার
জীবন ভরিয়ে দিক অপরিসীম
খুশি ও আনন্দে।
শুভ দীপাবলীর আন্তরিক শুভেচ্ছা।
আমার সকল সহকর্মী ও তাদের পরিবারকে জানাই দীপাবলীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
দীপাবলীর এই দিনে আনন্দে থাকুক সকলে,
তোমাকে ও তোমার পরিবারের
সকলকে সমৃদ্ধি ও সৌভাগ্য দান করুক মা।
শুভ দীপাবলী
দীপাবলির শুভেচ্ছা
জানাই সকলকে,
মা কালী সকলের জীবন
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য ভরিয়ে তুলুন।
লক্ষ লক্ষ প্রদীপের এর আলোয়
তোমার জীবন হয়ে উঠুক আলোকজ্বল।
সুখ, সম্পত্তি, ঐশ্বর্য আর সুস্বাস্থ্যে
ভরে উঠুক তোমার জীবন।
শুভ দীপাবলি
প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে
উঠুক তোমার ঘরের প্রতিটি কোণ,
অশুভ শক্তিরা যেন তোমার
আশেপাশেও না আসতে পারে।
শুভ দীপাবলী
Diwali Greetings In Bengali Language
সমৃদ্ধি আর সৌভাগ্য থাকুক সকলের ঘরে,
পরিবার ও ভালোবাসার মানুষদের
নিয়ে সুখী হোক সকলে ..
শুভ দীপাবলী
এসে গেল দীপাবলী,
আলোর উৎসব, বাজির উৎসব, খুশীর উৎসব।
সব উৎসবের সেরা এই উৎসবে তোমায় জানাই
দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা।
দীপাবলির এই শুভক্ষণে
জানাই মা-কে প্রণাম,
সারাবছর তোমার আশীর্বাদ
রেখো মোদের ওপর…
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে
ভোরে যাক সকলের জীবন।
শুভ দীপাবলি
চোখের কাজল থেকে,
স্বপ্নের আঁচল থেকে,
মনের গভীর থেকে,
অনেকটা আন্তরিকতা নিয়ে
তোমায় জানাতে চাই
দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা।
রাতে তাড়াতাড়ি ঘুম এসে গেল,
সকালে উঠলাম তো দীপাবলি এসে গেল,
ভাবলাম তোমায় দীপাবলীর শুভেচ্ছা জানাই,
তার আগেই দেখি তোমার মেসেজ এসে গেল।
শুভ দীপাবলী
সকলকে জানাই দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা।
সকলের মনোবাসনা পূর্ণ হোক।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
শুভ দীপাবলী
এই পবিত্র অনুষ্ঠানে তোমার
জীবন সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে উঠুক..
শ্যামা মা দু-হাত ভরে
তোমাকে আশীর্বাদ করুক….
শুভ দীপাবলী
আট থেকে আশি, সবার মুখে হাসি।
ছোটদের হই চই আর নাচা-নাচি
বাবা তুমি এনে দাও,পটাকা, ঝুর-ঝুরি
আনন্দে মতোয়ারা,বাড়ির সবাই।
মাগো তুমি বিনাশ করো, দেশের সন্ত্রাসী
চীনা আলো নয়, চাই প্রদীপের আলো,
মহান আমাদের দেশ, জ্বালো আরও প্রদীপ জ্বালো।
দীপাবলি সবার ভালো কাটুক।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
Happy Diwali 2022 এর সেরা Bengali Wish কোনটি?
Happy Diwali 2022 এর সেরা Bengali Wish টি হলো:-
আকাশে বাতাসে অনেক আলো,
দীপাবলির দিনটা কাটুক ভালো
পূরণ হোক মনের ইচ্ছা
শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
এবছরের সেরা Bengali Diwali Quote কোনটি?
এবছরের সেরা Bengali Diwali Quote টি হলো:-
দীপাবলির মতোই আনন্দময়
হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ দীপাবলি
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের happy diwali wishes in bengali গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো diwali quotes in bengali পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।