Holi 2021 Wishes & Status In Bengali | হোলির শুভেচ্ছা বার্তা

যেহেতু করোনাকালে সোশ্যাল ডিস্টেনসিং মেন্টেন করে হোলি খেলা সম্ভব নয় তার ফলস্বরূপ এই বছর হোলির আনন্দে কিছুটা ভাটা পড়েছে। কিন্তু ঘরে বসে হোয়াটস্যাপ অথবা SMS-এর মাধ্যমে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, ও প্রিয় মানুষ গুলোকে হোলির শুভেচ্ছা জানাতে কোনো অসুবিধা নেই।
এই রঙের উৎসবে প্রিয় মানুষ গুলোকে ভালোবাসা এবং স্নেহে ভরা শুভেচ্ছা জানানোর জন্য bengali holi wishes ও holi quotes সেরা কালেকশানটি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি।

-Advertisement-

Holi 2021 Wishes In Bengali

নতুন রং-এ রাঙিয়ে দেব
চুপি চুপি এসে।
নিয়ে যাব লাল গোলাপী
নীল আবির এর দেশে।
ভূত বানাবো তোমায় আমি
খেলব যখন হোলি

Holi 2021 Wishes In Bengali
Holi 2021 Wishes In Bengali

হোলির রং চারিদিক ছড়িয়ে
দিক শান্তি ও ভালবাসার বাণী..
হ্যাপি হোলি

holi wishes in bengali
holi wishes in bengali
-Advertisement-

জীবনের রঙে যখন
মনের রং মিলে যায়
তখন ভবিষ্যত সুখের হয়ে ওঠে..
হ্যাপি হোলি

happy holi wishes in bengali
happy holi wishes in bengali

Read More:- Dol Purnima Wishes In Bengali

-Advertisement-

এই হোলির মরসুমে
শুধু দেহ নয়…
রঙ্গে রঙ্গে রাঙিয়ে তোলো
সবার মন…
নিজেও থাকো খুসি আর
বাকিদেরও রাখো সারাক্ষন..
হ্যাপি হোলি

Happy Holi Bengali Wishes

মায়াবী এই সকালে
রঙিন শুভেচ্ছা জানাই
তোমাদের সকলকে…
হলির দিন এক মাত্র দিন
যেদিন আমরা সবাইকে
রঙিন করে তুলতে পারি…
হ্যাপি হোলি

Happy Holi 2021 Bengali Wishes

হোলির শুভেচ্ছা বার্তা

শুভেচ্ছা যদি রামধনুর রঙে
দেওয়া যেত
তাহলে আমি তোমাকে সবচেয়ে
উজ্জ্বল রং টা শুভেচ্ছা হিসাবে
পাঠাতাম…
যে তোমার গালে আলতু
করে ছুঁয়ে গিয়ে বলত
হ্যাপি হোলি

হোলির শুভেচ্ছা বার্তা
হোলির শুভেচ্ছা বার্তা
-Advertisement-

রঙের আবেশে ভরে
উঠুক তোমার জীবন…
তোমায় ও তোমার পরিবারকে
জানাই হোলির
অনেক অনেক শুভেচ্ছা

হোলির শুভেচ্ছা ছবি
হোলির শুভেচ্ছা ছবি

পিচকারী তে রং ভরে
এসো আমরা সবাই আবার
ছোটবেলার মত মেতে
উঠি রঙের উৎসবে …
হ্যাপি হোলি

হোলির আগাম শুভেচ্ছা

হোলি এলো হোলি!
রঙে রঙে রঙিন হলো
শহর আর গলি।
হ্যাপি হোলি

হোলির আগাম শুভেচ্ছা 2021

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bengali Holi Status গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো হোলির শুভেচ্ছা ছবি পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment