আপনি কি আপনার লাভার কে ইমপ্রেস করার জন্য Bengali Love Poem বা মিষ্টি প্রেমের কবিতা খুঁজছেন? তাহলে আপনার Love Poem -এর সন্ধান এখানেই শেষ হল। কারন, Bengali Sms আপনাদের জন্য বাছাই করা সেরা বাংলা লাভ কবিতা কালেকশন নিয়ে হাজির হয়েছে। এই পোয়েম গুলোকে ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার প্রেমিক / প্রেমিকাকে কে মুগ্ধ করতে পারবেন।
আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তা প্রকাশ করতে অসুবিধা বোধ করেন। তাহলেও আপনি আমাদের সর্বশেষ Bangla Poem On Love কবিতা গুলির সাহায্য নিতে পারেন। এই সন্ত্রস্ত বাংলা রোমান্টিক কবিতা গুলি পড়ে তার হৃদয়ে আপনার প্রতি প্রেমের মিষ্টি অনুভূতি জেগে উঠবে। নিচে বিখ্যাত ভালোবাসার love poem গুলি দেওয়া হলো।
Latest Love Poem Bangla
“আমি একটা দিন চাই
আলােয় আলােয় ভরা।
আমি একটা রাত চাই
অন্ধকার ছাড়া।
আমি একটা ফুল চাই
সুন্দর সুবাস ভরা।
আর একটা ভালাে বন্ধু চাই
সবার চেয়ে সেরা।”
“যত দূরেই যাইনা কেনো..
থাকবো তোমার পাশে।
যেমন করে শিশির ফোঁটা..
জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে..
দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি..
তোমাকেই ভালোবাসি।”
“মনে পরে তোমাকে
যখন থাকি নীরবে,
ভাবি শুধু তোমাকে..
সব সময় অনুভবে,
সপ্নে দেখি তোমাকে..
চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে..
আমার প্রতি নিঃস্বাসে ও বিশ্বাসে।”
“চুপি চুপি বলছি তোমায়..
কাউকে বলো না।
এত সুন্দর লাগছে তোমায়..
হয় না তুলনা।
কি সুন্দর ঠোঁট তোমার..
কি সুন্দর আঁখি।
যে দেখবে সেই বলবে..
আমি তোমায় ভালোবাসি।”
“চোখের আড়াল হতে পারি
মনের আড়াল নয়।
মন যে আমার সব সময়..
তোমার কথা কয়।
মনকে যদি প্রশ্ন করো..
তোমার আপন কে ?
মন বলে, এখন
তোমার লেখা পড়ছে যে ।”
“তােমার জন্য রইলাে আমার..
স্বপ্নে ভেজা ঘুম ,
একলা থাকা শান্ত দুপুর..
রাত্রি নিঝুম,
তােমার জন্য রইলাে আমার..
দুষ্ট চোখের ভাষা,
মনের মাঝে লুকিয়ে রাখা ..
অনেক ভালোবাসা।”
“মিষ্টি মিষ্টি SMS দিয়ে
কেড়ে নিলে মন ,
তােমায় দেখতে ব্যাকুল বন্ধু..
আমার দুনয়ন ।
মন বসেনা কোনাে কাজে..
ভাবি গাে তােমারে ,
বল না বন্ধু কি জাদু
করলে তুমি আমারে।”
“চোখে চোখে কথা বল..
হৃদয়ে রাখ হৃদয় ।
মনে মনে ভাসি চল..
হয়ে যাক না প্রণয় ।
বুকের ভেতর তোমার জন্য..
মাতাল হাওয়া বয় ।
অনুভবে না বলা কথা
বুঝে নিতে হয় ।”
আরও পড়ুন:- বন্ধু নিয়ে কবিতা
Bengali Love Poem For Girlfriend
গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে একটি মিষ্টি Bangla Love Poem বলে তাঁর মন জয় করতে চান। তাহলে আপনি আমাদের Best Bengali Love Poem গুলি ব্যবহার করতে পারেন। আপনার মুখে এইরকম সুন্দর একটি ভালোবাসার কবিতা শুনে সে অবশ্যই খুশি হবে।
“যত দূরে যাওনা কেনো আছি
তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে,
ঘুম যদি না আসে।
কাছে আমায় পাবে তুমি
হাত বাড়াবেই যেই,
ঘদি না পাও,
জানবে সেদিন আমি আর নেই।”
“হৃদয় দিয়ে ভেবাে শুধু
হৃদয়ের কথা,
আজ থেকে তুমি হবে
প্রজাপতির পাখা,
ভেবােনা কখনাে আছাে একা,
হাত বাড়ালেই পাবে
তুমি আমার দেখা।”
“মিষ্টি হেসে কথা বলে,
পাগল করে দিলে।
তােমায় নিয়ে হারিয়ে যাবাে,
আকাশের নীলে।
তােমার জন্য মনে আমার,
অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই,
তােমার ভালােবাসা।”
“একটি বাগান, একটি ফুল
একটি ফুলের তােড়া ,
তাহার মাঝে থাকবে তুমি..
পাপড়ি দিয়ে মােড়া ।
কোনদিনও পাপড়ি ছিড়ে..
করবাে না যে ভুল।
কারণ তুমি আমার কাছে..
লাল গােলাপ ফুল । ”
“ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে।
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে..
আর তোমায় সাজাবো..
শুধু আমার ভালোবাসা দিয়ে। ”
“ফুল যদি লাল হয়..
মেঘ হয় কালাে ,
পাখি যাদি গায় গান..
সূর্য দেয় আলাে ,
তুমি যদি আমার হও..
বাসবাে অনেক ভালাে,
চুপ করে থেকো না..
কেমন আছো বলাে?”
“অল্প অল্প মেঘ থেকে
হালকা হালকা বৃষ্টি হয়।
ছােট্ট ছােট্ট গল্প থেকে
ভালােবাসার সৃষ্টি হয়।
মাঝে মাঝে ফোন করলে
সম্পর্কটা মিষ্টি হয়।”
“জীবন মরন তােমার নামে..
দিব আমি লিখে..
মিষ্টি করে বন্ধু তুমি..
তাকাও আমার দিকে।
তােমার মনের সব খবর..
রাখতে চাই আমি,
সব শেষে বল বন্ধু..
কেমন আছ তুমি।”
Love Poem In Bengali For Boyfriend
বয়ফ্রেন্ড কে ইমপ্রেস করার জন্য সেরা Love Poem খুঁজে পাওয়া একটু মুশকিল হতে পারে। ঠিক সেই জন্যই আমরা আপনাদের জন্য় নিয়ে এসেছি Love Poem In Bengali For Boyfriend.
“মনটা শুধু তােমায় দিলাম,
তােমায় পাবো বলে।
হৃদয় দরজা খুলে রেখেছি,
তুমি আসবে বলে।
আসবে তুমি বসবে পাসে,
গাইবে তুমি গান।
মন পাজরে তুমি আছো,
তুমি আমার জান।”
“হৃদয় জুড়ে আছো তুমি,
সারা জীবন থেকো,
আমায় শুধু আপন করে
বুকের মাঝে রেখ!!
তোমায় ছেড়ে যাবো নাতো
আমি খুব দূরে,
ঝড় তুফান যতই আসুক
আমার জীবন জুড়ে!!”
“মনটা আমার সুখের নদী,
বুকে অনেক ঢেউ।
সেই নদীতে পাল উড়িয়ে,
আসবে হয়তো কেউ।
সেই আসাতে নদীর পাশে,
বসে আছি আমি।
ভালবাসার সাথি হয়ে,
আসবে হয়তো তুমি।”
“ফুল দিয়ে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি এলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
বন্ধু তুমি এলে দেবো আমার সব ভালোবাসা।”
“ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষণ।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঁঝে।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।
ভালবেসে ভালবাসা বেঁধেছি
আমি হৃদয়ের বাঁধনে,
ছিরবেনা বাধন তুমি না চাইলে।”
আরও পড়ুন:- নতুন বৃষ্টির রোমান্টিক কবিতা
“বন্ধু আমি চাইনা
তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখ
দিও আমার ডাক,
তোমার মুখে কান্না নয়
দেখতে চাই হাঁসি?
মনে রেখো বন্ধু তোমায়
অনেক ভালোবাসি!”
“টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু তোমার জন্যে”
“তোমার সাথে হয়না দেখা
হয়না কথা রোজ,
ভাবলে তোমায় কঠিন হৃদয়
যাচ্ছে হয়ে ন্যূব্জ।
মোচড়ে উঠে হৃদয় আমার
দেখলে তোমায় কভূ,
মনের ভাষা হয়না প্রকাশ
গোপনে রয় তবু।”
Best Bengali Love Poem
“তােমার কথা ভেবে
আমার দিন কেটে যায়।
তােমার মুখ ভেসে ওঠে
স্বপ্নের পর্দায়।
তােমায় নিয়ে স্বপ্ন দেখি,
তােমার ছবি আঁকি।
তুমি আমার মনের মাঝের
মিষ্টি কোকিল পাখি।”
“প্রাণ দিতে চাই, মন দিতে চাই..
সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই।
তােমাকে, ও তােমাকে..
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি।
তুমি আসলে জোনাকি রাশি রাশি..
রাখি আগলে তােমায় তােমায় ।
অনুরাগে বােলাে, কিভাবে
বােঝাই তােমায় ভালােবাসি ? ”
“জোনাকির আলো জেলে,
ইচ্ছের ডানা মেলে,
মন চায় হারিয়ে যাই,
কোনো এক দুর অজানায়,
যেখানে আকাশ মিশে
হবে একাকার,
আর তুমি রাজকুমারী
হবে শুধু আমার!!”
“ঘুম নেই দুটি চোখে
বসে আছি একা।
স্বপ্ন হয়ে এসে তুমি
দওনা কেন দেখা।
বুকে আমার অনেক কষ্ট,
নেই কোনাে সুখ।
আজ দেখতে মন চায়
শুধু তােমার মুখ।”
“রিসিপশানের সেই মেয়েটির
বাঁকা চোখের খাদে,
আটকে গেলো হৃদয় আমার
পড়ে প্রেমের ফাঁদে।
তাকে দেখলেই বিষম খাই
মাথা নত লাজে,
বসের জ্বালায় হয়না প্রেম
মন বসেনা কাজে।”
“তুমি সেই কবিতা
যা প্রতি দিন ভাবি
কিন্তু লিখতে পারিনা।
তুমি সেই ছবি…
যা কল্পনা করি
কিন্তুআঁকতে পারি না।
তুমি সেই ভালবাসা…
যা প্রতিদিন চাই
কিন্তু তা কখনো-ই পাই না।”
“জীবনের স্বপ্ন নিয়ে
বেধেছি একটি ঘর,
তোমাকে পাবো বলে
সাজিয়েছি প্রেমের বাসর,
আবেগ ভরা মনে
অফুরন্ত ভালোবাসা,
সারা দেয় কোনে কোনে
শিহরন জাগে মনে,
তোমাকে পাওয়ার আশায়।”
Bengali Short Love Poem
“মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।”
“ভালোবাসা তো যায়না টাকা
দিয়ে কেনা, ভালোবাসা তো
যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।”
“আঁধার রাতে জলে আলাে
তারায় তারায়।
প্রেয়সী গাে জ্বালাে প্রদীপ হয়ে
আমার আঁধার হিয়ায়।”
“ধ্বংস হলো জীবন আমার
তোমার প্রেমের টানে।
বোতল আমার সঙ্গী সাথী
ধোঁয়ায় জীবন বাঁধা,
তবুও ভাবি কৃষ্ণ আমি
তুমিই আমার রাধা।”
“তুমি সেই স্বপ্ন পরী
যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি
যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা
যার ভালবাসার ছন্দ
প্রেমিক আমি।”
আরও পড়ুন:- ভ্যালেন্টাইন ডে কবিতা
Sweet Bengali Love Poem Lines
“স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা।
হৃদয় দিয়ে খুজি আমি,
মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,
যদি বলে সে আমায়
সত্যি ভালবাসে।”
“টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে..!
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে,
বলবো আমি তোমায় পেয়ে।
সাত সমুদ্র পাড়ি দিয়ে
পেয়েছি তোমায় খুঁজে..!!”
“আকাশেতে তুমি মোর
সোনালি আলো,
জানিনা তোমায় কেন
লেগেছে ভালো।
পান খেলে স্বাদ লাগেনা
স্বাদ লাগে তার চুনে,
সুন্দরেতে মন ভরে না,
মন ভরে তার গুনে।”
“দূর পাল্লার বাসে তুমি
ছিলে সহযাত্রী,
মিষ্টি মিষ্টি হরেক কথায়
কাটলো দিবা রাত্রি।
নামতে গিয়ে নাম্বার দিলে
তোমার সেল ফোনের,
ডায়াল করে টাশকি খেলাম
নাম্বার অন্য জনের।”
Final Word
ধন্যবাদ, আসা করছি ওপরের Bengali Love Poem ( Bangla Romantic Poem ) গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali Love Poem পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।