পৌষ মাসের ক্যালেন্ডার 2022-2023 | ১৪২৯ সালের বাংলা ক্যালেন্ডার পৌষ মাস

১৪২৯ সালের পৌষ মাসের ক্যালেন্ডার, পৌষ মাসের পুজোর দিন, ছুটির দিন, পৌষ মাসের অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর দিন-ক্ষণ, পৌষ মাসের বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদির তারিখ – (Bengali Calendar Poush 1429, Festival, Holliday and Marriage Dates In Poush Mas)

পৌষ মাস, বাংলা ক্যালেন্ডারের নবম মাস অন্য ভাবে বলতে গেলে ইংরেজি ক্যালেন্ডারে শেষ এবং শুরুর মাস। পৌষ মাস সাধারণত ডিসেম্বরের ১৭-১৮ তারিখ থেকে শুরু হয় এবং জানুয়ারির ১৫ তারিখে শেষ হয়। পৌষ মাসে মকর সংক্রান্তি বাদে সেইরকম কোনো বাঙালি উৎসব নেই তবে এই মাসে পশ্চিমী সংস্কৃতির সবথেকে বড়ো দুটি উৎসব খ্রীস্টমাস ও নিউ ইয়ার পালিত হয়।

আরো পড়ুন:- Bengali Calendar 2023 January

পৌষ মাসে যেমন মকর সংক্রান্তি বাদে কোনো বাঙালি উৎসব নেই ঠিক তেমনি এই মাসে অন্নপ্রাশন ও সাধভক্ষন ছাড়া সেই রকম কোনো অনুষ্ঠানেরও দিন নেই। এই মাসে যেসকল উৎসব ও অনুষ্ঠান গুলি আছে সেগুলির দিন-ক্ষণ পৌষ মাসের ক্যালেন্ডারের সাথে আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

পৌষ মাসের ক্যালেন্ডার ১৪২৯ – Bengali Calendar Poush

পৌষ মাসের ক্যালেন্ডার ১৪২৯ - Bengali Calendar Poush
পৌষ মাসের ক্যালেন্ডার ১৪২৯ – Bengali Calendar Poush

পৌষ মাসের ছুটির দিন – Poush Maas 2022-2023 Holiday Dates

পৌষ মাস, ইংরেজি বছরের শেষ এবং শুরুর হয় এই মাসেই। ফলত পৌষ মাসে বড়দিন ও ইংরেজি নববর্ষের মতো বেশকিছু ছুটির দিন আছে যার বাংলা তারিখ নিচে দেওয়া রইলো।

পর্ব্বদিনবাংলা তারিখইংরেজি তারিখ
বড়দিন৯ই পৌষ, রবিবার25th December
ইংরেজি নববর্ষ১৬ই পৌষ, রবিবার1st January
মকর সংক্রান্তি৩০শে পৌষ, রবিবার15th January
পৌষ মাসের ছুটির দিন

পৌষ মাসের উৎসবের দিন – Poush Maas 2022-2023 Festival Dates

এবছর পৌষ মাসে অনুষ্ঠিত সকল উৎসবের দিন নিম্নরূপ:-

পর্ব্বদিনবাংলা তারিখইংরেজি তারিখ
বড়দিন৯ই পৌষ, রবিবার25th December
কল্পতরু উৎসব১৬ই পৌষ, রবিবার1st January
ইংরেজি নববর্ষ১৬ই পৌষ, রবিবার1st January
সত্যেন্দ্রনাথ বসু জন্মদিন১৬ই পৌষ, রবিবার1st January
স্বামী বিবেকানন্দ জন্মদিন২৭শে পৌষ, বৃহস্পতিবার12th January
মকর সংক্রান্তি৩০শে পৌষ, রবিবার15th January
পৌষ মাসের উৎসবের দিন

পৌষ মাসের পুণ্যতিথি গুলি

পৌষ ১৪২৯ এর একাদশী, পূর্ণিমাঅমাবস্যার মতো পুণ্যতিথি গুলির দিন-ক্ষণ ও সময় নিম্নরূপ:-

পুণ্যতিথিআরম্ভশেষ
কৃষ্ণ একাদশী২রা পৌষ, রাত্রি ১০:৫২৩রা পৌষ, রাত্রি ১০:২০
অমাবস্যা৬ই পৌষ, রাত্রি ০৬:১৩৭ই পৌষ, অপরাহ্ণ ০৪:১৪
শুক্ল একাদশী১৬ই পৌষ, রাত্রি ১০:৩০১৭ই পৌষ, রাত্রি ১০:৩২
পূর্ণিমা২০শে পৌষ, রাত্রি ০১:৪১২১শে পৌষ, রাত্রি ০৩:৩৩
পৌষ ১৪২৯ এর একাদশী, পূর্ণিমা ও অমাবস্যার দিন-ক্ষণ

পৌষ মাসের শুভদিনের নির্ঘন্ট

পৌষ মাসের বিবাহ, অন্নপ্রাশন, সাধভক্ষণ ও গৃহপ্রবেশ মতো অনুষ্ঠান গুলির দিন ক্ষণ নিম্নরূপ:-

অনুষ্ঠানবাংলা তারিখ
বিবাহNo Date.
অন্নপ্রাশন১৬ ও ১৯শে পৌষ।
গৃহপ্রবেশNo Date.
গৃহারম্ভNo Date.
সাধভক্ষণ১২ ও ১৯শে পৌষ।
পৌষ মাসের বিবাহ, অন্নপ্রাশন ও গৃহপ্রবেশ দিন ক্ষণ

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

পৌষ মাসে কি বিয়ের দিন আছে?

না, এবছর পৌষ মাসে বিয়ের দিন নেই।

পৌষ মাসের অমাবস্যা কবে পরছে?

পৌষ মাসের অমাবস্যা ৬ই পৌষ, রাত্রি ০৬:১৩ আরম্ভ হচ্ছে এবং ৭ই পৌষ, অপরাহ্ণ ০৪:১৪ শেষ হচ্ছে।

পৌষ মাসে কি অন্নপ্রাশনের দিন আছে?

হ্যাঁ, এবছর পৌষ মাসের ১৬ ও ১৯ তারিখে অন্নপ্রাশনের দিন আছে।

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি পৌষ মাসের এই বাংলা ক্যালেন্ডারটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন

Leave a Comment