সত্যিকারে ভালোবাসার সবচেয়ে ভাল এবং সবচেয়ে খারাপ বিষয়টি হলো এটি কোথায় প্রকাশ করা যায় না। আমরা যখন হৃদয় থেকে কাউকে ভালোবাসি তখন আমরা আমাদের অনুভূতি গুলো ঠিক মতো প্রকাশ করতে পারিনা। এই রকম পরিস্তিথিতে bengali love shayari ও bengali love poem গুলো ভালোবাসার অনুভূতিকে প্রেমীর কাছে প্রকাশ করতে সাহায্য করে। তাই আমাদের মধ্যে অনেকেই তার প্রেমকে প্রকাশ করার জন্য গুগলে bengali love shayari সার্চ করে থাকে। সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য Bhalobasa Shayari নিয়ে এসেছি।
ভালোবাসার অনুভূতিকে প্রকাশ করার জন্য “I Love You” অথবা “আমি তোমাকে ভালোবাসি” এই তিনটি শুব্দই যথেষ্ট। তবে ভ্যালেন্টাইন্স ডে ও বিবাহ বার্ষিকীর মতো ভালোবাসার অনুষ্ঠানে “I Love You” এর সঙ্গে bangla romantic shayari ব্যাবহার করলে আপনার ভালোবাসার সম্পর্ক আরো মজবুত হয়ে ওঠে।
Latest Love Shayari In Bengali
“হতে পার তুমি মন থেকে দূরে
তবুও,রয়েছো মোর নয়ন পুরে
হয়তো তুমি নেই এই হৃদয়ে,
তবুও রয়েছো পরশের-ই ভিতরে।
কারণ, ভালবাসি শুধুই তোমারে।”
“তুমি চাঁদ নও চাঁদের আলো..
তুমি ফুল নও ফুলের সৌরভ।
তুমি নদী নও তবে নদীর ঢেউ..
তুমি অচেনা নও, তুমি
আমার চেনা কেউ।”
“ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,
চাঁদ যদি পারে রাতকে জাগাতে।
মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে..
তবে! তুমি কি পারোনা..
আমায় আপন করে নিতে।”
“আকাশ পথে তোমার সাথে,
যাবো আমি বেড়াতে।
হাতটি যদি রাখো হাতে,
পারবে না কেউ তোমায় ছুতে।”
“প্রেম মানে হৃদয়ের টান…!
প্রেম মানে একটু অভিমান।
দুটি মনের একটি আশা,
তারই নাম ভালোবাসা!!”
Also Read:- Romantic Kobita
Love Shayari in Bengali for Girlfriend Or Boyfriend
“এই বৃষ্টির নেশা তে,
চাই মন হারা তে।
সব সীমা ছাড়িয়ে,
মন চাই শুধু তোমাকে।”
“ফুল লাল পাতা সবুজ,
মন কেন এতো অবুজ।
কথা কম কাজ বেশি,
মন শুধু চায় তোমার কাছে আসি।”
“মনে বড়াে কষ্ট নিয়ে..
বসে আছি আমি ।
ভাবছি শুধু তােমার কথা
কোথায় আছাে তুমি?
কি করছাে কেমন আছাে..
কিছুই জানিনা ,
তােমার জন্য পাগল আমি
কেনাে বোঝোনা!”
“পাখি বলে ধরেনা আমায়,
গাছ বলে কেটো না আমায়..
ফুল বলে ভেঙোনা আমায়,
আর আমি বলি,
ভুলে যেওনা আমায়।”
“বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।”
Read More:- প্রেমের কবিতা
Bhalobasa Shayari For Lover
“নীরব অনেক কথা থাকে,
হাসির আরালে।
বলতে পারি সব কথাই..
তুমি হাতটা বাড়ালে।”
“তাের ছােঁয়া তে চিন্তা কমে,
মনের আঙিনায়,
তাের নেশাতে তে মগ্ন
এমন প্রেমের দুনিয়ায়।”
“পুকুরে নেই পানি,
পাতা কেনাে ভাসে,
যার সঙ্গে কথা নেই,
সে কেনাে আমায় দেখলে হাসে।”
“চোখ খুলতেই খুঁজি তােকে,
গরম চা এর কাপে।
চোখের কোনের ঘুম তখন
লুকিয়ে মুচকি হাসে”
“চাঁদের গভীরে আছে রাত,
রাতের গভীরে আছে ঘুম।
ঘুমের গভীরে আছে স্বপ্ন,
আর, স্বপ্নের গভীরে আছো শুধু তুমি।”
Read More:- ভালোবাসার কবিতা
Bengali Romantic Shayari – (বাংলা রোমান্টিক সাইরি)
“জানিনা কোন স্বপ্ন তােমার
আঁখিতে আছে যে আঁকা।
শুধু চেয়ে চেয়ে থাকি আমি,
নিজেকে যায় না ধরে রাখা।”
“যদি বলো আমার মনে পড়ে কতবার?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার।
যদি বলো আমায় ভালোবাসো কতো?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত।”
“তুমি সুন্দর তাই মন ভরে
তোমায় দেখি।
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে
তাকিয়ে থাকি।
আর তাই তোমাকে আমি
অনেক ভালোবাসি।
আর তুমি আসবে সেই
অপেক্ষায় সারাদিন পথ
চেয়ে থাকি।”
যদি ভালো লাগে
একটি কবিতা লিখো।
যদি কষ্ট হয়
একটা ছবি এঁকো।
যদি খারাপ লাগে
স্বপ্ন দেখো।
যদি মনে পড়ে তবে
Please একটা SMS দিও।
“তোমায় ভালোবেসে কি পেলাম আমি।
তুমি বা কি দিলে আমায়।
তোমার প্রেমে পাগল পথিক আমি।
তাও কি বুঝতে পারো না তুমি।”
Also Read:- Bengali Sad Shayari
Bangla Premer Shayari
If you want to propose your soulmate then you should go for our Latest “Love Shayari In Bengali“. In our website You will find the the most famous Love Shayari In Bengali of all time. So, now let’s directly jump into the bangla love shayari collection.
তুমি আমার ভালবাসা,
আমি তোমার জান।
ভালবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালবাসা দিয়া।
“ফুলকে নয় ভালোবাসো
তার সুভাস কে।
গান কে নয় ভালোবাসো
তার কথা কে।
পাখি কে নয় ভালোবাসো
তার সূর কে।
মানুষ কে নয় ভালোবাসো
তার মন কে।
তাহলেই তুমি বুঝতে পারবে
কে তোমায় ভালোবাসে সারাক্ষণ।”
“হারিয়ে যেতে ইচ্ছে করে
অনেক দূরে
যেখানে রয়েছে তোমার
ভালোবাসার সূখের নীড়।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে
চাই শত জনম।
আমি কল্পনার সাগরে
ভেসে চলে যাব,
যাব তোমার হৃদয় সৈকতে,
তুমি দিবেনা ধরা?”
চোখে আমার ঝরনা বহে,
মনে দুঃখের গান।
তরে যদি না পাই আমি,
দিব আমার প্রান।
শুনতে চাই তোর কথা,
ধরতে চাই হাত।
কেমন করে তরে ছাড়া,
থাকি দিন রাত?
“নদীর জল শুকিয়ে গেলে
থাকবে শুধু বালি,
তুমি আমায় ভুলে গেলে
ভুলবো না আমি,
অনেক ভালোবাসা আসবে
যাবে জীবনের পাঠশালায়,
আমার নামটা লিখে রেখো
সবার নামের তলায়।”
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের true love bangla shayari গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো love shayari in bengali for boyfriendi পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।