৪৫ টি সেরা বৃষ্টির কবিতা | বৃষ্টি নিয়ে রোমান্টিক উক্তি, কবিতা ও ছবি

একটি বৃষ্টির দিন শীতল বাতাস ও মাটির সুগন্ধর সাথে মনোরম আবহাওয়া নিয়ে আসে। বৃষ্টি ছোট থেকে শুরুকরে প্রাপ্তবয়স্ক ও সব ধরনের মানুষের কাছেই একটি স্পেশাল আবহাওয়া। বৃষ্টির দিন যেমন প্রেমিক প্রেমিকার কাছে একটি রোমান্টিক ও ভালোবাসার দিন ঠিক তেমনি এটি নিঃসঙ্গ এবং দুঃখিত ব্যাক্তিদের হৃদয়ে কষ্ট ও বেদনার বৃষ্টি নিয়ে আসে। ভালোবাসা এবং দুঃখ-কষ্টের মধ্যদিয়ে বৃষ্টির ঠান্ডা বাতাস সবাইকে গরম এবং আর্দ্র জলবায়ু থেকে একটু স্বস্তি দেয়। বৃষ্টির দিনে অনেকেই তার ভালোবাসা অথবা কষ্টের অনুভূতি গুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ইন্টারনেটে বৃষ্টির রোমান্টিক কবিতা বা বৃষ্টি নিয়ে কষ্টের স্ট্যাটাস সার্চ করে। তাই আমরা আজকে ৪৫ টি সেরা বৃষ্টির কবিতা নিয়ে এসেছি।

বৃষ্টি যেমন প্রকিতিকে সতেজ করে তোলে, ঠিক তেমনি বৃষ্টির শীতল বাতাস ও মাটির সুগন্ধ আমাদেরকে ভেতর থেকে সতেজ করে তোলে। বৃষ্টির দিনে বন্ধু-বন্ধ ও প্রিয়জনদের বৃষ্টির এস এম এস পাঠানোর জন্য আমরা এই বৃষ্টির কবিতা {bristir kobita} গুলো নিয়ে এসেছি।

বৃষ্টি নিয়ে কবিতা

“সাদা মেঘ আকাশ ঢেকে
বেলার কেড়েছে গতি,
রোদ্দুর আজ না হয়
নিলো ক্ষনিকের বিরতি।”

সকালের বৃষ্টির কবিতা
বৃষ্টি নিয়ে কবিতা

ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।”

হঠাৎ বৃষ্টির কবিতা

“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”

বৃষ্টি নিয়ে কবিতা
বৃষ্টি নিয়ে কবিতা

“মেঘ তোর সঙ্গে যাবো,
হাওয়ায় ভেসে শীল কুরাবো।
মেঘ তোর সঙ্গে যাবো,
ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো।”

বৃষ্টি ভেজা কবিতা

“বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস এর ভীড়ে বারে।
ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে।”

bristi kobita in bengali

“বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ
ভেজা কাকটা ডানা
ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো
মাথায় খায় ঘুরাপক।”

বৃষ্টি কবিতা

টিপ টিপ বৃষ্টি পরে।
একা বসে আছি ঘরে।
তুমি আছো কেমন করে
জানাও আমায় SMS করে।
তোমার কথা মনে করে।
মেসেজ দিলাম সেন্ড করে।”

Bengali Quotes on Rain

“মেঘের উপর মেঘ জমেছে..
মুখ ঢেকেছে অন্ধকারে..
বৃষ্টি তখন ফন্দি আঁটে
চোখের নজর ঝাপসা করে।”

rain quotes in bengali

Also Read:- বন্ধু নিয়ে কবিতা

বৃষ্টির রোমান্টিক কবিতা

“এই বৃষ্টির নেশা তে,
চাই মন হারা তে।
সব সীমা ছাড়িয়ে,
মন চাই শুধু তোমাকে।”

বৃষ্টির রোমান্টিক কবিতা
বৃষ্টির রোমান্টিক কবিতা

“বৃষ্টি হলে খবর দিস
হাঁটবো দু’জন একটি ছাতায়,
খালি পায়ে শহর ঘুরে,
বৃষ্টি ভেজা প্রেমের গল্প,
লিখে রাখব ডায়রির পাতায়।”

bristir diner kobita

“বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।”

বৃষ্টির রোমান্টিক কবিতা
বৃষ্টির রোমান্টিক কবিতা

“আবার যদি বৃষ্টি নামে,
আমিই তোমার প্রথম হবো।
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো।”

বৃষ্টির রোমান্টিক কবিতা

শহর জুড়ে বৃষ্টি নামুক,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,
আমি তোমাকে চাই।

ছুঁয়ে ছুঁয়ে হাঁতটা তোমার হয়ে যাবো বৃষ্টি
তোমার দিকে তাকিয়ে রবো সরবে না এই দৃষ্টি..

Read More:- প্রেমের কবিতা

ভালবাসার বৃষ্টি কবিতা

“অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।”

ভালবাসার বৃষ্টি কবিতা
ভালবাসার বৃষ্টি কবিতা

“হোকনা সেই বৃষ্টি,
যে বৃষ্টির প্রতিটি ফোটায়,
তোমার স্পন্দন খুঁজে পাই!”

bristir romantic kobita

Also Read:- মা দিবসের কবিতা

“ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,
চাঁদ যদি পারে রাতকে জাগাতে।
মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে..
তবে! তুমি কি পারোনা..
আমায় আপন করে নিতে।”

ভালবাসার বৃষ্টি কবিতা

“বৃষ্টি মানে অনুভুতি,
সাথে আছে কেউ।
বৃষ্টি মানে নতুন করে,
ভালবাসার ঢেউ।
বৃষ্টি মানে মনের মাঝে লুকিয়ে,
থাকা আশা।
বৃষ্টি মানে বন্ধুর দেওয়া,
একটু ভালোবাসা।”

প্রিয়,
দূরত্ব তো শুধু অজুহাত,
তোমার ভালোবাসায় আমার বৃষ্টিপাত।

সকাল হলো নেই সূর্য,
ঝরছে শুধু বৃষ্টি…
আজ লাগছে তোমায়
কি দারুণ মিষ্টি…

Read More:- ভালোবাসার কবিতা

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

“মেঘ চায় বৃষ্টি,
চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায়
অনেক ভালোবাসি..!!”

ছুঁয়ে দেব তোমায়
বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
হৃদয়ে শীতল শিহরণে
ভালবাসা জাগাবো তোমার মনে
সেই ভালবাসায় জড়িয়ে নিও আমাকে।

“আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম
শুধু শ্রাবন সন্ধ্যা টুকু
তোমার কাছে চেয়ে নিলাম।”

শ্রাবনে ওই বৃষ্টি ধারায়,
আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই.,
যদিও তুমি অনেক দূরে,
তবুও রেখেছি তোমায় মন পাঁজরে,
নীরবে তোমায় মিস করি সারাক্ষণ,
অথচ তা তোমারকাছে আজও গোপন…

শহর জুড়ে ভ্যাপসা গরম,
স্মৃতির মেলায় দারুন ভিড়,
অনেক কষ্টে জোড়া লাগানো,
ভালোবাসার শূন্য কুঠির,
আজও বৃষ্টি নামে তোমার নামে,
আঙ্গুল ধরতে চাওয়া নরম হাত,
গোপনে জমানো আবেগ আর,
চিঠির খামটা ভিজলো হঠাৎ।

“আকাশ জুড়ে বৃষ্টি,
আর বৃষ্টি ভেজা মন,
মন চাইছে খুশি থাকুক
আমার আপনজন,
নীর রঙে আকাশ এখন
মেঘে ঢাকা কালো,
আমি আছি দারুন,
বন্ধু তুমি থেকো ভালো।”

“শহর জুড়ে বৃষ্টি আজ
ভিজতে ভালো লাগে।
তোমার কথা মনে পড়ে
রাগে অনুরাগ।
একলা তুমি বসে আছো
জানালা আছে খোলা।
আমার সেই বন্ধু তুমি
যায়না যারে ভোলা।”

বৃষ্টি নিয়ে কষ্টের কবিতা

“কাঁচের গায়ে বৃষ্টি ফোটা
জলছবি আর আঁকবে না।
জমানো অনেক গল্প ছিলো
থাক! তুমি বুঝবে না.!”

বৃষ্টি নিয়ে কষ্টের কবিতা
বৃষ্টি নিয়ে কষ্টের কবিতা

একলা পথিক জীবন পথে,
সাথে থাকে নি কেউ…
ঝড়-বৃষ্টি চোখে লুকিয়ে,
বুকে ভেঙেছি সব ঢেউ…

যেসব কথা ভুলে গেলে ভালো থাকা যায়,
শ্রাবণ তাদের ফিরিয়ে আনে,বৃষ্টি পায়ে পায়ে…
নষ্ট কাজ,নষ্ট সাজ,নষ্ট সারাটা দিন,
এই শ্রাবণ কি ভীষন,মায়াদয়া হীন…

“মন খারাপ এর বৃষ্টিতে
চোখ কেন ভিজতে চায়,
কাঁচ ভাঙা এ আয়নায়
তোর ছবি পাল্টে যায়।
তুই ফিরে আয় আমার কল্পনায়।”

“তুমি ভাবছ মেঘ করেছে,
বৃষ্টি পড়বে অনেকক্ষন,
আসলে তো মেঘ করেনি,
ওটা মন খারাপের বিজ্ঞাপন।”

“কতটা অভিমান জমিয়েছো
ওই বুকে?
জানি আসবে না ফিরে,
তবু আজ চাইছি তোমায় ডাকতে,
মনে জমা মেঘ-বৃষ্টি
আপন হল আমাতে।”

“ঝরঝর ঝরে জল,
বিজুলি হানে,
পবন মাতিছে বনে
পাগল গানে,
আমার পরানপুটে
কোনখানে ব্যথা ফুটে,
তার কথা জেগে
উঠে হৃদয় কোণে।”

রাতের বৃষ্টি নিয়ে কবিতা

মেঘ করলেও বৃষ্টি হয় না,
বদলে গেছে আবহাওয়া…
তোমার ছাদে রামধনু উঠুক,
ব্যাস এটুকুই চাওয়া….
শুভ রাত্রি

“যদি কোন বৃষ্টি ভেজা রাতে,
তোমার চোখে ঘুম না আসে
জানালার পাশে তুমি ..
এসে দাঁড়িও
হিমেল হাওয়া হয়ে আমি..
তেমায় ছুয়ে দেবো।”

“শ্রাবনের বৃষ্টি এসে
জুড়িয়ে দিল জ্বালা।
বর্ষা এলো শুরু হলো
মেঘ বৃষ্টির খেলা।
নব বর্ষায় ভিজলো সবাই
ভিজলো সবার মন।
আর যে কিছু দিন পরেই
হবে মায়ের আগমন।”

“বৃষ্টি ভেজা সিক্ত শহর
জল রঙেতে ভাসছো তুমি,
সময় পেরোয় ভীষণ রকম
আমার দেশ তুমি বড্ডো দামি।”

“বৃষ্টি ভেজা বিকেল
একাকী বারান্দা
এক কাপ উষ্ণ কফি
পছন্দের গল্পের বই।”

“টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে!
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে,
বলবো আমি তোমায় পেয়ে।
সাত সমুদ্র পাড়ি দিয়ে
পেয়েছি তোমায় খুঁজে..!!”

বৃষ্টির কবিতা

সুদূর পারে কালো মেঘের দেশে,
নেই আজ ঝড়ের পরোয়ানা,
আছে শুধুই বৃষ্টি ভালোবেসে,
শিকল ভাঙা একলা শামিয়ানা…

ঝিরঝিরে বাতাসের স্পর্শে
ছিঁটকে পড়া সেই কৃষ্ণচূড়ার রঙে,
রাঙিয়ে নেওয়া কিছু মূহুর্তে
ছুঁয়ে দিয়েছি বৃষ্টির কণা
সেই সাথে কিছু অচেনা মায়া।

ভিজলো শহর,ভিজলো স্মৃতি…
খোলা হাওয়ার মাতাল আদর…
শেষ রাত্রে পুরোনো ব্যাথায়,
শহর জুড়ে ঘুমের চাদর…
খোলা হাওয়ায় প্রেম রইলো,
বৃষ্টির মতোই আমার আসা,
কবিতা হয়েই ঝড়বো দেখো,
তোমার জন্য ভালোবাসা…

রিমঝিম বৃষ্টিরা কানে কানে,
আমায় চুপি চুপি এসে বলে,
শাড়ির আঁচল একটু ভিজুক,
না হয় একটু ভিজলো চিবুক।
তবু শীতলতা ছুঁয়ে দেখুক!
প্রকৃতির যত জমানো কথা,
ঝুম ঝুম নেচে গানের সুরে,
মন ভরে আজ বলুক…

“বৃষ্টি হলে নাকি
সবার প্রেম পাই
আমার তো শুধু ঘুম পায়।”

“বৃষ্টি ভেজা বিকেল
সাথে এক কাপ গরম কফি
আর পুরোনো ডায়েরির
কোনো এক পাতা খুলে,
পুরোনো স্মৃতিতে নিজেকে
হারিয়ে ফেলার নামই
Nostalagia…”

বহুযুগ পর বৃষ্টি-ভোরের সকাল,
গলির মুখে তখনও পাড়া নিঝুম,
নীল পাহারায় কৃষ্ণচূড়ার লাল,
মুহূর্তদের স্বপ্ন পাড়ায় ঘুম…
রাঙা ছাদ আজ পাখিদের আশ্রয়,
রং-পেন্সিল রামধনু রং আঁকে,
ফোঁটা ফোঁটা জল সাজানো হলুদ টবে,
আছড়ে পরে অলস বারান্দাতে…

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের বৃষ্টির কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো bristir kobita পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment