2023’s Best Collection Of Bengali Birthday Wishes & Status For Friends And Family (250+ Bangla Birthday Wishes, Kobita, Shayari, Sms, Captions And Status With Images)
জন্মদিন প্রত্যেক মানুষের কাছেই একটি বিশেষ দিন। এবং আমরা সকলেই আমাদের কাছের মানুষদের তাদের জন্মদিনে একটি ভালো উপহারের সঙ্গে একটি ভালো Bangla Birthday Wish 🎂 করতে চাই। কিন্তু একটি সুন্দর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সঠিক শব্দ গুলো খুঁজে পাওয়া একটু মুশকিল হতে পারে। তাই আমরা আপনাদের বিশেষ দাবিতে নিয়ে এসেছি Birthday Wish Bangla.
আপনি এই Unique Bangla Birthday Wish গুলোকে খুব সহজেই Whatsapp ও Facebook -এর মাধ্যমে, কাছের মানুষ গুলোকে তাদের জন্মদিনে পাঠাতে পারবেন।
Happy Birthday Wish Bangla 2023
“রাত্রি শেষে সূর্য হাঁসে,
আলোয় ভরা দিন।
বারে বারে ফিরে আসুক
তোমার শুভ জন্মদিন।”
“আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমার
❦~শুভ জন্মদিন~❦”
“বছর বছর আসে ফিরে
তোমার শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফটের এই দিন।”
“আরো একটি বছর করলে তুমি পার।
সুস্থ থাকো, ভালো থাকো।
এই কামনাই করি বার বার।
❦~শুভ জন্মদিন~❦”
“আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
❦~Happy Birthday~❦”
“জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
❦~শুভ জন্মদিন~❦”
জন্মদিনে কামনা করি
আপনার এই জন্মদিনে
ঈশ্বর যেন আপনাকে
অনেক অনেক আশীর্বাদ করেন।
শুভ জন্মদিন
আজকের দিনটি যেন তোমার খুব মজা করে কাটুক,
এবং আগামী দিন গুলোও যেন সুখের হয়।
শুভ জন্মদিন
জীবনের এই সুন্দর দিনটাকে
পরিবার, বন্ধু -বান্ধব ও প্রিয়জনদের সাথে মজা
করে কাটাও।
জন্মদিনের শুভেচ্ছা নিও
Unique Birthday Wishes For Best Friend In Bangla
জন্মদিন মানে কিছু নতুন লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে জীবনের নতুন অধ্যায়ের নতুন এক সূচনা। আর বন্ধু বান্ধোব ও পরিবারের সদ্যসের জন্মদিনে, তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো একটা সাধারন ব্যাপার। আর সেই জন্যই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা কিছু Unique Bangla Birthday Wish ও happy birthday wishes in bengali।
শুভ জন্মদিন!
শুভ হোক তোর আগামী দিন।
তোর এই মুখের হাসি যেন সারাজিবন এমনি থাকুক!
“বন্ধু তোমার মনের সকল
আশা পূরন হোক এই জন্মদিনে।
অভিনন্দন জানায় তোমায়
এমন খুশির শুভক্ষণে।”
প্রতিদিনই জন্মদিনের মত
আনন্দে পরিপূর্ণ থাকুক!
আজকের দিনটাকে প্রানখুলে
উপভোগ কর।
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
ধূসর কালো এই দুনিয়ায়,
রঙ্গীন হোক তোর
আগামীর পথ চলা।
আবারো শুভ জন্মদিন জানাই তোকে।
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই,
আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে।
তোর একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক।
অনেক অনেক ভালবাসা ভালোবাসা রইলো তোর জন্যে।
সব তর্কাতর্কি ও ভুল বোঝাবুঝির
সত্বেও তুইই আমার
জীবনের প্রিয়তম মানুষ।
Happy Birthday My Dear Friend
এক বছর পরে এল
ফিরে আজকের এই দিন।
তাই তো তোকে জানাই
শুভ জন্মদিন।
ভালো থাকিস।
আশা করি আগামীর দিন গুলি
তোর হাসি, আনন্দ এবং
সৌভাগ্যের সাথে ভরপুর থাকবে।
জন্মদিনের অনেক অনেক
প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
Romantic Birthday Wishes For Girlfriend In Bangla
Lover-কে তার জন্মদিনে ইমপ্রেস করতে হলে সবার প্রথমে তাকে একটি গোলাপ ফুল দিয়ে দিন। এবং তারপর নিচে দেওয়া রোমান্টিক লাইন গুলির মাধ্যমে তাকে বার্থডে উইশ করুন।
“রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
❦~Happy Birthday~❦
❦~Janu~❦”
“চোখ খুলি বা বন্ধ করি
তুমিই ভেসে আসো!
মেয়ে তুমি আমায় কি
এমনি ভালবাসো?
❦~Happy Birthday~❦”
“রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন
পাখির আছে ছোট্ট বাসা
আমার মনে একটি আশা
দিবো তোমায় ভালোবাসা।
❦~Happy Birthday~❦”
“দিনের শেষে বলছি বটে
শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই
শুধু ভাবছি সারাদিন।
❦~শুভ জন্মদিন~❦”
“তোর জন্য ভালোবাসার লক্ষ গোলাপ জুঁই,
হাজার লোকের ভিড়ে
আমার থাকবি হৃদয়ে তুই।
❦~শুভ জন্মদিন~❦”
“তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
❦~শুভ জন্মদিন~❦”
“দিন যায় রাত আসে
মাস যায় বছর আসে,
সবাই থাকে শুদিনের আশায়,
আমি থাকি শুধু তোমার
জন্মদিনের আশায়!
❦~শুভ জন্মদিন~❦”
Happy Birthday Wishes And Status For Brother In Bangla
পৃথিবীতে সবথেকে পবিত্র সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। আর আজকে সেই ভাই, বোনেদের উদ্যেশে আমরা নিয়ে এসেছি Bengali happy birthday msg.
“চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
❦~Happy Birthday~❦”
কামনা করি তুমি যেন
পৃথিবীর সব সুখ আস্বাদন
করতে পারো।
শুভ জন্মদিন
তোমার জীবন হয়ে উঠুক
রামধনুর সাত রঙে রঙিন।
প্রতি বছর তোমার বয়সের
সাথে সাথে বাড়ুক তোমার বুদ্ধি ও যশ।
শুভ জন্মদিন
আশা রাখি জীবনের আনন্দযাত্রায়
কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না..
জন্মদিনের শুভেচ্ছা নিও
আমার জীবনের সেরা সময়
তোমার মত প্রাণবন্ত
ভাইয়ের সাথে বড় হওয়া,
জীবনকে বর্ণময় করে
তোলার জন্য ধন্যবাদ!
..শুভ জন্মদিন..
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা,
তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে,
শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে
যেন একটা সমতা থাকে।
“ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে,
সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে,
করেছে ভুবন রঙ্গীন,
তোমাকে জানায় হৃদয় থেকে
❦~শুভ জন্মদিন~❦”
“জন্মদিন এলো ফিরে,
জীবন থাকুক আলোয় ভরে
আছে যত ইচ্ছে মনে
বদ্ধ রেখোনা মনের কোণে,
পৃথিবীর সুখ তোমার থাক
দুঃখ গুলো নিপাত যাক,
স্বপ্ন গুলো হক রঙিন,
হৃদয় ভোরে জানাই
❦~শুভ জন্মদিন~❦”
“শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন,
মুখে তোমার দিপ্ত হাঁসি,
ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে
গোলাপ যেমন হাঁসে,
তেমন করে বন্ধু তোমার
জীবন যেন সুখের
সাগরে ভাসে।”
Happy Birthday Wishes For Sister In Bangla
“প্রিয় বোন আশা করি তোর এই জন্মদিনটি আনন্দে ভরপুর থাকুক।
শুভ জন্মদিন”
“আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়
❦~শুভ জন্মদিন~❦”
“জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের দিনে মায়ের কোলে
আলো হয়ে তুমি এসেছিলে,
সবার আশা পূর্ণ করে
আনন্দ বুক ভরিয়েছিলে,
এমনি করেই ভুবন ভরে
থাকো তুমি চিরতরে
❦~শুভ জন্মদিন~❦”
“শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন,
জন্মদিনে কি দেবো তোমায়,
এক তোড়া গোলাপ আর এক বুক
ভালোবাসা ছাড়া আর কিছু
নেই যে আমার !!!”
“এই বারেতে একটু খানি,
কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
❦~শুভ জন্মদিন~❦”
“শাশ্বত, এই জন্মদিন তোমার
স্বগত হোক বার বার
ধরণীর ম্লান অভ্র কুঞ্জে,
রূপ রঙে করুক আবার
ধুয়ে যাক সব কষ্ট দুঃখ গ্লানি
তোমার হাঁসির ছোয়া লেগে
সুরভিত হোক সকল প্রাণী
❦~শুভ জন্মদিন~❦”
Happy Birthday Wishes For Husband Wife In Bengali
জীবন সঙ্গীর জন্মদিনের উদ্যেশে আমরা আপনাদের জন্য বাছাই করা সেরা birthday wish for husband bangla ও birthday wish for wife in bangla নিয়ে এসেছি।
“কারও প্রিয়দিন Sunday
কারও প্রিয়দিন Monday,
আমার প্রিয়দিন তোমার Birthday
❦~শুভ জন্মদিন প্রিয়~❦”
“আর একটি বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কালও ছিলাম আজও আছি।
তোমার জন্মদিনের সাথী।
❦~শুভ জন্মদিন~❦”
“আমি আমার জীবনকে ভালবাসি
কারণ এটি তোমাকে দিয়েছি !!
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমিই আমার জীবন !!!
❦~শুভ জন্মদিন প্রিয়~❦”
“আমাদের ভালোবাসায়,
পুরন হোক তোমার
মনের সব আশা,
সুখী থাকবে তুমি নিয়ে
আমাদের ভালোবাসা!!
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের এই দিনটির জন্য
একটা বছর ধরে ওয়েট করছি,
কারন এই স্পেশিয়াল দিনে
সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে
স্পেশিয়াল করে আমার
জন্য পাঠিয়েছে।
❦~শুভ জন্মদিন~❦”
“একসাথে অনেক গুলো বছর
পার করলাম তোমার সাথে।
মান অভিমান ও করেছি অনেক।
তবে আমাদের সম্পর্ক আজও
আছে সেই আগের মতোই,
যেমনটা ছিলো আগে।
আজকে তোমার জন্মদিনে
তোমার জন্য অগুন্তি
শুভ কামনা রইলো।
❦~শুভ জন্মদিন~❦”
“মনে বড়াে কষ্ট নিয়ে..
বসে আছি আমি।
ভাবছি শুধু তােমার কথা
কোথায় আছাে তুমি?
কি করছাে কেমন আছাে..
কিছুই জানিনা,
তােমার জন্য রইলো
জন্মদিনের শুভেচ্ছা।”
Funny Happy Birthday Wishes For Best Friend In Bengali
বন্ধুকে একটু অন্য ভাবে বার্থডে উইশ করার জন্য আমরা আপনাদের জন্য সেরা কিছু funny birthday wishes for best friend in bengali নিয়ে হাজির হয়েছি।
আরো একবছর বুড়ো হয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
অতীতের ব্যাপারে ভুলে যা, কারণ তুই সেটা পরিবর্তন করতে পারবিনা।
ভবিষ্যতের ব্যাপারেও ভুলে যা, কারণ তুই ভবিষৎবাণী করতে জানিস না।
আর তোর জন্মদিনের উপহারটার ব্যাপারেও ভুলে যা, কারণ সেটা আমি নিয়ে আসতে ভুলে গেছি।
শুভ জন্মদিন
“বন্ধুর জন্মদিন কিভাবে পালন করে?
(১) মুখে কেক মাখিয়ে।
(২) মাথায় বেলুন ফাটিয়ে।
(৩) শুভ জন্মদিন স্ট্যাটাস দিয়ে।
এখন তুমি ঠিক করো তোমার জন্মদিন কিভাবে পালন করবো।
৩টি উপায় থেকে
১টি উপায় বেছে নেও।”
Insulting Birthday Wishes For Best Friend In Bengali
Best Friend-এর জন্মদিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সাথে Insult করারা মজাই আলাদা, তাই আমরা আপনাদের বিশেষ দাবিতে Insulting Birthday Wishes For Best Friend নিয়ে এসেছি। এই Insulting শুভেচ্ছা বার্তা গুলো ব্যাবহার করে আপনি আপনার বন্ধু কে শুভেচ্ছা জানানোর সঙ্গে Insult ও করতে পারবেন।
“দোয়া করি বন্ধু তুই আরো অনেক বড় হবি। চিন্তা করিস না, তুই যথেষ্ট লম্বা আছিস, তোর মান সম্মান ইজ্জতের দিক দিয়ে বড় হবার দোয়া করলাম। আরো দোয়া করি যেনো তোর তাড়াতাড়ি বিয়ে হয় আর ১০/১৫ টা বাচ্চা কাচ্চা হয়।
শুভ ডাউনলোড দিবস বন্ধু।”
“তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আর আমি জানি যে আমি তোকে যা দেই, তুই সব সময় আমাকে তার ১০ গুন বেশি দিয়ে থাকিস। আজকের তোর জন্মদিনে আমার পক্ষ থেকে পার্টি দিলাম, তবে মনে রাখিস, ১০ গুন বেশি।
❦~শুভ জন্মদিন~❦”
তোর জন্য উপহার কিনতে গিয়েছিলাম, কিন্তু তোর জন্য কি উপহার নুব তা বুঝতে পারিনি তাই আমি কিছু নিয়ে আসিনি।
শুভ জন্মদিন
“তুমি কি জানো, যে তোমার ভাগ্য অনেক ভালো?
আমার মতো বন্ধু যার আছে, তার ভাগ্য ভালো না হয়ে কি পারে!
আমি তোমার জন্মদিন মনে রেখেছি, সেই জন্য তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিৎ, কারন এই প্রথমবার কোনো বন্ধুর জন্মদিনের তারিখ মনে রাখতে পেরেছি।
❦~শুভ জন্মদিন~❦”
বার্থডে উইশ ফর বেস্ট ফ্রেন্ড বাংলা
ভগবানের দেওয়া সবথেকে ভালো উপহার গুলির মধ্যে একটি হল Best Friend, এবং সেই Best Friend-এর জন্মদিনে তাকে একটি ভালো উপহারের সঙ্গে একটি ভালো জন্মদিনের শুভেচ্ছা জানানো উচিৎ। নিচে দেওয়া ফানি বার্থডে উইশ গুলোকে আপনি খুব সহজেই কপি অথবা ডাউনলড করে আপনার বন্ধু কে পাঠাতে পারবেন।
শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে
যার জন্মদিনের কথাটা ফেসবুক
রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!
ঘড়ির কাঁটাতে ১২ বাজার
আগেই আমি তোকে
জানিয়ে দি যে,
বয়সটা তো আরো একবছর বেড়ে গেল!
শুভ জন্মদিন
“খুশীর আকাশে পাল
তুলে যেও চিরদিন,
হাঁসি গানে শোধ হয়ে
যাবে যত ঋণ,
আলোর পরশে ভোর
হয়ে এই রাত
কোনদিন ছেড়ে দিওনা
এই বন্ধুত্তের হাত।
❦~Happy Birthday~❦”
“বন্ধু তোমার মনের আশা পূরন
হোক জন্মদিনে..
অভিনন্দন জানায় তোমায়
এমন খুশির শুভক্ষণে..
ভালোলাগার স্বপ্ন
আসুক তোমার চোখের
মণিকোঠায়..
জীবন তোমার ভরে উঠুক
আনন্দ ভরা উচ্ছলতায়
❦~শুভ জন্মদিন~❦”
“হাঁসি, ঠাট্টা, অভিমান, সব মিলিয়েই আমাদের বন্ধুত্ব চলছে, আর চলবে।
শুরু হয়েছিলো একসময়, তবে শেষ হবার নয়।
তোমার প্রতিটা জন্মদিনেই তোমাকে এভাবে শুভ জন্মদিন বন্ধু বলে শুভেচ্ছা জানাতে চাই প্রতি বছর।
❦~শুভ জন্মদিন~❦”
“এই যুগে সত্যিকারের বন্ধু যার আছে সে হচ্ছে সবচাইতে ভাগ্যবানদের মধ্যে একজন। আমি সেই একজন যার আছে এক সত্যিকারের বন্ধু। আজকে আমার সেই বন্ধুর জন্মদিন। দোয়া করি আমার বন্ধু যেনো ১০০ বছরেরও বেশি বাঁচে।
❦~শুভ জন্মদিন~❦”
Happy Birthday FB Status And Quotes For Friends Bangla
“সবাইতো ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,
আমি না হয় Status দিয়ে বললাম।
❦~শুভ জন্মদিন~❦”
“আমার কখনো মনেই হয়নি যে আমার কোনো আপন ভাই নেই। কারন আমরা এমন একটা বন্ধু আছে যে, সে আমার এতোটাই আপন যে তাকে আমি নিজের বন্ধু না, ভাই মনে করি। আজকে আমার সেই ভাইয়ের জন্মদিন। জন্মদিনের অগণিত শুভেচ্ছা রইলো তার জন্য।”
“কামনা বাসনা স্বপ্ন সাধনা
তুমি প্রদীপের আলো।
তোমার হাঁসিতে তোমার খুশিতে
ভুবন লাগে ভালো।
পৃথিবী যত দিন থাকবে
ততোদিন থাকুক তোমার ঐ হাঁসি।
অনেক বড় হও
দেখুক তোমাকে এই বিশ্ববাসী।
❦~শুভ জন্মদিন~❦”
“গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলী,
শরতের গিতালী, হেমোন্তের মিতালী,
শীতের পিঠাফুলি, বসন্তের ফুলকলী,
এমনি করে ভরে থাক
তোমার জীবনের দিনগুলি।
❦~শুভ জন্মদিন~❦”
“আজ তোমার জন্মদিন,
কি দেবো বলো উপহার ?
হৃদয় ছাড়া দেবার মত
কিছু নেই তো আমার,
আজ জন্মদিনে তোমার,
এই গান দিলাম উপহার।”
“দিনের পরে রাত যাই, রাতের পরে দিন।
মাসের পরে মাস যাই, তারপর বছর।
একটা বছর যাবার পরে আজকে আসলো আবার তোমার সেই দিন।
এই দিনটি তোমার আসুক ফিরে বারে বারে খুব ভালো ভাবে।
❦~শুভ জন্মদিন~❦”
“রাতের আকাশে চাঁদনি আলো
লাগছে দেখো কতো ভালো,
তারা সবাই অপেক্ষা করছে
রাত্রি কখন 12 টা বাজে,
ঘড়িতে যখন 12 টা বাজে,
নতুন বছর তোমার শুরু হবে।
এমন দিন যেনো
তোমার আসে বারে বারে।
❦~শুভ জন্মদিন~❦”
Happy Birthday Wish Caption Bangla
বর্তমানে অকনেকেই তার প্রিয়জনের জন্মদিনে শুভেচ্ছা জানানোর উদ্যেশে ইন্টারনেটে bangla birthday Status, Quotes ও Caption সার্চ করে থাকে। সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য এই Quotes ও Caption গুলো নিয়ে এসেছি।
“আকাশ ভরা সূর্য্য তারা,
জীবন হোক আনন্দে ভরা,
রংধনুর ওই সাতটি রঙে
শ্রেষ্ঠ হও তুমি এই ভুবনে,
পড়ুক এসে আলোর আভাস
প্রাণে লাগুক খুশির বাতাস।
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে,
আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে।
জীবনে আরো উন্নতি, সৌভাগ্য, ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
❦~শুভ জন্মদিন~❦”
“সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন,
হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ,
বেচে থাক হাজার বছর
❦~শুভ জন্মদিন~❦”
“তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনেন্দর,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের,
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৫৬০০ মিনট
সৌভাগ্যের হয়….!
❦~শুভ জন্মদিন~❦”
“আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার, প্রিয় মানুষের
❦~শুভ জন্মদিন~❦”
Happy Birthday Wishes Sms Bangla
আপনি খুব সজেই নিচে দেওয়া Bangla Birthday SMS গুলোকে “কপি করুন” বাটানে কিল্কি করে কপি করতে পারবেন। এবং এই sms গুলোকে Whatsapp-এর মাধ্যমে Birthday Boy কে পাঠাতে পারবেন।
তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা..
যারা তোমাকে প্রতিদিন হাসাবে, আনন্দ দেবে..
শুভ জন্মদিন
কামনা করি সমস্যার সব
পাহাড়ের শিখরে চড়ে তুমি
জয়ের নিশান যেন ওড়াতে
পারো চিরকাল…
শুভ জন্মদিন
কামনা করি তোমার আয়ু দীর্ঘায়িত হোক,
তোমার জীবনের সব বিপদের অকালবিয়োগ ঘটুক,
ঈশ্বর তোমার সহায় হোক।
শুভ জন্মদিন
আশা করি যে, হাসি, আনন্দ, সৌভাগ্য এই বছরটায় সর্বদা তোমার সাথে থাকে!
তোমাকে জানাই জন্মদিনের অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা, আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি।
শুভ জন্মদিনের অভিনন্দন !
গত বছর ঈশ্বর এই দিনটাতে স্বর্গ থেকে সবচেয়ে মিষ্টি এঞ্জেল-টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ এক বছর বয়সী হয়ে উঠেছে।
শুভ জন্মদিন প্রিয়
Bangla Birthday Kobita And Poem
আপনার বন্ধু যদি একটি কবিতা প্রেমি হয় তাহলে তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য নিচে দেওয়া Bangla Birthday Kobita গুলো ব্যাবহার করুন। আপনার বন্ধু এই কবিতা শুভেচ্ছা গুলো দেখে খুব খুশি হবে।
স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পূরণ হোক।
দুঃখ গুলো দূরে যাক
সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য।
~ শুভ জন্মদিন ~
“ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে,
সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে,
অলিরা গানে গানে ফুলের কানে কানে,
বলছে আজ সেই শুভ দিন।
❦~শুভ জন্মদিন~❦”
“বিধাতার সুখের নিরে হোক তোমার বসবাস।
স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস।
ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো।
মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত।
❦~Happy Birthday~❦”
“আজকেরই এই দিনে, সবকিছু হউক নতুন করে।
সুখের স্মৃতিটুক থাক কাছে, দুঃখ গুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে।
নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
❦~শুভ জন্মদিন~❦”
“আজ তোমার জন্মদিন,
কি উপহার নিবে বলো?
জন্মদিনে তোমায়
হৃদয় দিলাম উপহারে।
অভিমানের মেঘ ভাসিয়ে
দাও অনেক দূরে,
মন খারাপ এর দিন গুলো
দাও উরিয়ে ওই আকাশের নীড়ে।
অসীম শুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে।
❦~Happy Birthday~❦”
“মামা তোমার জন্মদিনে,
শেয়াল বলে সঙ্গে যাবো,
বিড়াল বলে, মিউ মিউ
সঙ্গে গিয়ে কেক খাবো।
ময়না বলে, আমিও যাবো।
ক জনকে আর থামিয়ে রাখি,
মাসি পিসি বনকাপাসি,
চাঁদের খুড়ি ঘুঁটের ঝুড়ি
সঙ্গে নিয়ে আসি যদি,
তাইতো আজি একলা এলাম,
মামা তোমার জন্মদিনে।”
“আজ মেঘেদের মুখে হাঁসি
বর্ষার লুকোচুরি..
বৃষ্টিটা যেনো আজ লাগছে
অনেক সুন্দরী
আজ আকাশটা উদাসী,
আনন্দের রঙ মিছিল..
ধরণীর বুকে ছড়িয়ে
পড়েছে খুশির সলিল
❦~Happy Birthday~❦”
Birthday Shayari In Bengali
“হাজার ভিড়ের মাঝে হোক
তোমার একটা আলাদা পরিচয়…
দুঃখ যেন তোমায় ধরা
না দেয় কখনই,
সবসময় যেন তোমার
থাকে ভালো সময়….
এই কামনায় করি সব সময়
❦~শুভ জন্মদিন~❦”
জীবন একটা বইয়ের মতন,
আর তার প্রতিটি পাতা
হল এক একটা বছর,
সেই পাতাগুলোকে তুমি
কিভাবে সাজাবে তা নির্ভর
করছে তোমার উপর..
শুধু খেয়াল রেখো বইটি যেন
দেখতে সুন্দর হয়…
শুভ জন্মদিন
এই দিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক..
আর তোমার আয়ুতে দিন কম পড়লে
ঈশ্বর যেন আমার আয়ু থেকে তোমায় সময় দান করেন…
শুভ জন্মদিন..
জন্মদিন মানে শুধু বন্ধুদের সাথে এনজয় করা নয়…
জন্মদিন মানে তোমার কাছে নিজেকে প্রমান করার জন্যে
আগের বছর অবধিও যা সময় ছিল,
তার চেয়ে এখন এক বছর কম আছে..
তাই নিজের প্রতি যত্নশীল হও,
নিজের দায়িত্ব পালন করতে শেখ…
আরো বড় হও-তোমার জন্মদিনে আমি এই কামনা করি..
শুভ জন্মদিন
Happy Birthday Songs And Speech In Bengali
নিচে আমরা আপনাদের জন্য বাছাই করা সেরা কিছু Happy Birthday Songs এবং Speech দিলাম।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
How do you wish Happy Birthday in Bengali?
The traditional greeting for Bengalis in his/her birthday is “Śubha Janmadina” (শুভ জন্মদিন) which is means “Happy Birthday”. But if you want to send him/her a special message in his/her birthday then you can send him/her one of our unique bangla birthday wish.
What is the Bengali meaning of wish you a very happy birthday?
The meaning of wish you a very happy birthday is “তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই” (Tōmākē janmadinēra anēka anēka śubhēcchā jānā’i).
Girlfriend এর জন্য সেরা Bengali Birthday wish কোনটি?
নিচে দেওয়া Bengali Birthday Wish-টি Girlfriend-কে তার জন্মদিনে পাঠাতে পারেন।
“রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
❦~Happy Birthday~❦
❦~Janu~❦”
Boyfriend এর জন্য সেরা Bangla Birthday wish কোনটি?
নিচে দেওয়া Bangla Birthday Wish-টি Boyfriend-কে তার জন্মদিনে পাঠাতে পারেন।
“তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
❦~শুভ জন্মদিন~❦”
Wife এর জন্য সেরা Bangla Birthday wish কোনটি?
নিচে দেওয়া Bangla Birthday Wish-টির সাহায্যে আপনি আপনার Wife-কে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারেন।
“আর একটি বছর এসে গেলো
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কালও ছিলাম আজও আছি।
তোমার জন্মদিনের সাথী।
❦~শুভ জন্মদিন~❦”
Husband এর জন্য সেরা Bangla Birthday wish কোনটি?
নিচে দেওয়া Bangla Birthday Wish-টির সাহায্যে আপনি আপনার Husband-কে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারেন।
“আমি আমার জীবনকে ভালবাসি
কারণ এটি তোমাকে দিয়েছি !!
আমি তোমাকে ভালোবাসি
কারণ তুমিই আমার জীবন !!!
❦~শুভ জন্মদিন প্রিয়~❦”
Baba-র জন্য সেরা Bengali Happy Birthday Quotes কোনটি?
নিচে দেওয়া Bengali Happy Birthday Quotes-টির সাহায্যে আপনি আপনার Baba-কে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারেন।
“এই সাধারণ ধন্যবাদ ও আলিঙ্গনটি
তোমার মত এক অসাধারণ বাবার জন্যে।
তোমাকে খুব ভালোবাসি বাবা…
শুভ জন্মদিন বাবা”
Mother এর জন্য সেরা Bengali Birthday Poem কোনটি?
নিচে দেওয়া Bengali Birthday Poem-টির সাহায্যে আপনি আপনার Ma-কে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারেন।
“যতই ঝগড়া হোক,
রাগ হোক তোমার শাসনে,
কষ্ট হোক তোমার বকুনিতে,
তবু তোমাকে ছাড়া একদিনও
চলে না আমার..
Love You মা
শুভ জন্মদিন মা”
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের bengali birthday sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali Birthday Wishes পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।