মনের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট ও বেদনাকে এস এম এস এর মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে মন হালকা করার জন্য অনেকেই গুগলে Koster Sms বা Dukher Sms এর সন্ধান করে থাকে। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন, তাহলে আপনি একদম সঠিক পোস্টে এসেছেন। কারণ এই পোস্টে আমরা আপনাদের জন্য ছবি সহ বাছাই করা সেরা ৭০ টি Khub Koster Sms ও Bengali Sad Poem নিয়ে এসেছি। এই SMS গুলোকে আপনি খুব সহজেই কপি করে আপনার প্রিয়জনদের পাঠিয়ে মন হালকা করতে পারবেন।
সকল ধরণের অনুভূতি দিয়েই আমাদের আমাদের জীবন তৈরী হয়েছে। এবং দুঃখ-কষ্ট হলো সেই অনুভূতি গুলোর একটা অংশ। আনন্দকে যেমন আমরা বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে ভাগ করে নিয় ঠিক সেরকমই কষ্টকেও বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে হয়। কিন্তু সঠিক বাক্যের অভাবে আপনি যদি আপনার কষ্টের অনুভূতি গুলোকে প্রিয়জনদের সাথে শেয়ার না করতে পারেন, তাহলে এই Koster SMS গুলো আপনার কষ্টের অনুভূতি গুলোকে শেয়ার করতে সাহায্য করবে।
Bangla Koster Sms
“প্রচন্ড অপমান নিয়ে
যারা হারিয়ে যায়!!
তারা শত অনুরােধেও
আর ফিরে আসে না!”
“মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না!”
“ভালােবাসা পেতে ভাগ্য লাগে,
আর আমার তাে ভাগ্য নেই
সব দুর্ভাগ্য!!”
“যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায় ,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।”
“ভাগ্যের কাছে নয়,
হেরে গেছি বিশ্বাসের কাছে!!”
“তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবার ও আমার
খোঁজ নেয় না!!”
“গুরুত্ব বেশি দিলে
একসময় নিজেকেই
গুরুত্বহীন হয়ে যেতে হয়!”
“পৃথিবীতে সবকিছু বুঝতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট!”
“শুরুতে সবই ভালাে লেগে যায়,
মনে হয় সে একই নয়।
কালের নিয়মে ভুলও ভেঙে যায়,
পড়ে থাকে শুধু অভিনয়..”
Khub Koster Sms
“ব্যাথা সবসময় কান্না দিয়ে
প্রকাশ করা যায় না ,
কিছু কিছু সময় সেটা
হাসি দিয়ে প্রকাশ করতে হয়।”
“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।”
“বৃষ্টি না আসলে বােঝা যায়না
নিখুঁত ঘরের ছিদ্র কোথায় টিনে।
খারাপ সময় না আসলে।
বােঝা যায় না কি আছে কার মনে।”
“একা থাকার কষ্টটা
একমাত্র সেই মানুষটাই
ভালােভাবে উপলব্ধি করতে পারে ..
যে এক বুক ভালােবাসা দিয়েও
শুধু অবহেলাই পেয়েছে।”
“অভিযােগ, অভিমান আজ থেকে
সব বন্ধ, ভালােবাসা যে
আজ বড়ই ক্লান্ত।”
“ভরা পকেট…
পৃথিবী কিনিয়ে দেয়
খালি পকেট…
মানুষ চিনিয়ে দেয়।”
“লােকে ঠিকই বলে
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷”
“কাউকে মিথ্যা প্রতিশ্রুতি
দিয়ে হাসানাের চেয়ে ,
সত্য বলে কাদানাে শ্রেয়…”
Bangla Khub Dukher Sms
“অবহেলা বোঝার জন্য
ভাষার প্রয়োজন হয়না
ব্যবহারই যথেষ্ট।”
“বর্তমান সম্পর্কগুলাে
কাঁচের ঘরের মতাে,
অল্প আঘাতে ভেঙে যায়।”
“প্রয়েজন শেষ তাই
ব্যবহার টা বদলে গিয়েছে…”
“খুব কষ্ট হয় যখন
পরিস্থিতি না বুঝেই ভুল
বোঝে কাছের মানুষগুলাে!”
“এখন আর অন্ধকার কে
ভয় পাই না,
কারণ জীবনটাই পুরাে
অন্ধকার হয়ে গেছে।”
“বন্ধুত্র কখনো নকল হয় না
নকল তো সেই মানুষটা হয়
যে বন্ধুরতের মূল্য দিতে পারে না!”
“মনটাও কি জিনিস
বুকের মধ্যে তাে থাকে
কিন্তু আয়ত্বে থাকে না…”
Bangla Valobashar Koster Sms
“তোমার হারানো স্মৃতি আমাকে
এখনো কাঁদায়।
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক
চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি না…”
“যখন তোমাকে খুব মিস করি,
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি…
জানি সেখানে তোমাকে
দেখতে পাবনা…
কিন্তু এই ভেবে শান্তনা পাই যে,
দুজনে এক আকাশের
নিচেই তো আছি….”
“টিপ-টিপ বৃস্টি পরছে আজ
সারা দিন ধরে।
বিসন্নভাবনায় কাটে না সময়,
তাকে শুধু মনে পরে।”
“গোলাপকে ছিড়তে গেলে
কাঁটা লাগে হাতে।
মনের মানুষকে ভুলতে চাইলে
ব্যথা লাগে বুকে।
তাই শত কষ্টের মাঝে মনে
রাখতে চাই তোমাকে…”
“যখন তোমায় মনে পরে,
মনজে আমার কেমন করে
তোমায় মিস করছি ভীষন
যত দিন এদেহে প্রান আছে,
তোমায় বধহয় আমার
ভুলে থাকা সম্ভব নয়।”
“বুঝবে একদিন তুমি,
আমি তোমাকে কতটা ভালোবাসি।
সেই দিন হইতো আমি হারিয়ে
যাবো ঔ দুরে নিল আকাশে
তারার মাঝে।
বুঝবে একদিন তুমি,
আমি তোমাকে কতটা মিস করি।
সেইদিন হইতো আমি হারিয়ে
যাবো ঔ মরুভুমির বালির মাঝে।
বুঝবে একদিন তুমি,
আমি তোমাকে ছাড়া কতটা
একা একা থাকি।
সেই দিন হইতো আমি থাকবো না,
এই পৃথিবীতে হারিয়ে যাবো
ঔ মাটির ছোট্ট ছোট্ট কনাই…!
তুমি অনেক সুখে থেকো।”
“মাঝে মাঝে তোমার কথা ভেবে
আমার চোখে জল এসে পড়ে…
এতটা Miss করি তোমাকে…
আবার সাথে সাথে যখন
তোমার সাথে কাটানো প্রিয়
মুহূর্ত গুলোর কথা মনে পড়ে,
তখন আমি কান্না ভেজা
চোখেই হেঁসে উঠি।”
“তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও
আমার সপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে
তবে আমাকে একা ফেলে
চলে যেতে না I Miss U”
Koster Status Bangla
“মাঝে মাঝে তোমার স্মৃতি
গুলো ভীষন কাঁদায়।
আনমনে ভাবতে থাকি,
কোথায় যেন হারিয়ে যাই।
তখন তোমাকে কাছে
পাবার বাসনা খুব তীব্র হয়।”
“মন ভালো নেই,
বারে বারে মনে হয়
তুমি কাছে নেই।
কেন কাটেনা সময়,
সাতটি রঙে তোমাকে
খুঁজে বেরাই।
বৃষ্টি শেষে দেখা না হলে
বড়ো অভিমান হয়।
রাত কাটে নিরঘুম,
আমি নিশচুপ,
নিঃশব্দ ভেবে যাই।
কাছে চাই তোমায় এতোটাই।”
“এখনও তোমায় খুঁজি হাজার
লোকের ভিড়ে।
এখনও তোমার স্মৃতি আছে
হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা
এখনও আমি বুঝি,
লোকালয় ছেঁড়ে
নির্জনেতে তোমায় খুঁজি…”
“মানুষের জীবনে চাওয়ার
শেষ নেই।
স্বপ্নের সমাপ্তি নেই।
আকুলতার অন্তিম নেই।
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি।
আমার সব আকুলতা
শুধু তোমার মাঝে।
আমার জীবন
শুধু তোমাকে ঘিরে।”
“আমাদের চাওয়া পাওয়া
পুড়ে পুড়ে হলো ছাই।
হৃদয়ের ঋন, শুধু হৃদয় বাড়াই।
মনে কি পরে না স্মৃতির
ফুল তোলা।
সোনালী সুতোয় বোনা
হারানো সে দিন।
মনে কি পরে না রোদেলা সুখে
দুজনে ছিলাম কত কাছাকাছি।
মনে কি পরে না…”
“জানিনা কিভাবে তোমার
দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে
কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাবো
তুমি আমায়।
শুধু জানি এই অবুজ মনটা
অনেক মিস করে তোমায়।”
“তুমিও আমাকে এক দিন
ভালোবাসবে,
যেভাবে তোমাকে আমি
ভালোবাসতাম।”
“আমার সত্যিকারের ভালোবাসাটা
হয়তো তোমার কাছে
কিছুই ছিলোনা…
কিন্তু তোমার সেই মিছে মিছি
ভালোবাসাটাই ছিল আমার
কাছে অনেক কিছু…”
Bangla Sad Sms
“প্রেমে পরলে এই দুআ
পড়তে হয় I LOVE YOU,
প্রেম ভাঙ্গিলে এই দুআ
পড়তে হয় I HATE YOU,
তাঁরপর আজীবন কেঁদে কেঁদে
এই দুআ পরতে হয় I MISS YOU,”
“তুমি চলে যেতে পারবে,
কিন্তু তোমার সাথে জড়িয়ে
থাকা স্মৃতি গুলোকে নিয়ে
যেতে পারবে না।
হয়তো তুমি আমাকে ভুলে
যেতে পারবে,
কিন্তু আমার ভালোবাসাকে
কোনদিনও ভুলতে পারবে না।
প্রতিটি মূহুর্ত তোমাকে স্মরণ
করিয়ে দিবে,
নিরবে চোখের জল ফেলতে হবে,
আমার এই নিঃস্বার্থ
ভালোবাসার জন্য…”
“তুমি নেই বলে,
রাত আসে চাঁদ হাঁসে না।
তুমি নেই বলে,
ফুল ফোঁটে ভ্রোমর আসেনা।
তুমি নেই বলে,
ভোর হয় পাখি ডাকে না।
তুমি নেই বলে,
একা একা কিছুভালো লাগে না”
“কখনো জানতে চাওনী
কেমন আছি,
দুরে থাকি বলে ভাবছ
ভুলেই গেছি,
ভাবছ আমি অন্য কাওকে
নিয়ে ভাবি,
সবি যদি বুঝ তাহলে
কেন বুঝনা আমি তোমায়
কতটা মিস করি।”
“ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে তবে জলে কেনো?
জল তো সাগরে তবে চোখে কেনো?
মন তো আমার তবে বার বার তোমাকে
মনে পরে কেনো?”
“ভাবছো ভুলে গেছি,
না আজও ভুলিনি…
ভুলবো তো সে দিন,
যে দিন সাগরে আর জল
থাকবে না
পূর্ব আকাশে আর সূর্য
উঠবে না,
ভুলবো তো সেই দিন,
যে দিন এ দেহে আর
প্রাণ থাকবে না…!!”
“ভালোবাসা মানে কাউকে
জয় করা নয়…
বরং নিজেই কারো জন্য
হেরে যাওয়া…”
“মানুষ জীবনে দুইবার বদলায়,
প্রথমবার:- যখন সে প্রেমে পড়ে
দ্বিতীয়বার:- যখন সে তার মনের
মানুষকে হারায়…”
“শ্রাবনে ওই বৃষ্টি ধারায়,
আজ শুধু তোমাকে
খুঁজে বেড়াই।
যদিও তুমি অনেকদুরে,
তবুও রেখেছি তোমায়
মন পাঁজরে।
নীরবে তোমায় মিস
করি সারাক্ষণ,
অথচ তা তোমার কাছে
আজও গোপন!!”
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের khub koster sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Koster Sms পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।