আমাদের জীবনের মুশকিল সময় গুলোতে কেউ পাশে থাকুক বা না থাকুক, কিন্তু সত্যিকারের বন্ধু গুলোকে আপনি সব সময় পাশে পেয়ে যাবেন। ঈশ্বরের দেওয়া সেরা উপহার গুলোর মধ্যে একটি হল বেস্ট ফ্রেন্ড। আর সেই ফ্রেন্ড দের জন্যেই আজকে আমরা নিয়ে এসেছি বাছাই করা সেরা “বন্ধু নিয়ে কবিতা” ও ‘স্ট্যাটাস‘। আপনি এই বন্ধুত্বের কবিতা ও ছন্দ গুলোকে আপনার প্রিয় বন্ধুকে পাঠিয়ে তার প্রতি আপনার বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসা কে প্রকাশ করতে পারবেন।
সত্যি কারের বন্ধু গুলি কেবল আনন্দের সময়েই নয়, কষ্টের সময়েও আমাদের পাশে থাকে। আমরা আমাদের মনের কথা গুলি একটি সত্যিকারের বন্ধুর কাছেই বলতে পারি। সেই জন্যই আমরা আপনাদের বিষেশ দাবিতে নিয়ে এসেছি প্রিয় বন্ধু কে পাঠানর বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস ও বন্ধুত্ব নিয়ে উক্তি।
বাছাই করা সেরা বন্ধু নিয়ে কবিতা
“বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে।”
“বন্ধু তুমি আপন হয়ে,
বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি,
করে দাও পর।
সুখের নদী হয়না যেন
দুঃখের বালু চর।
সব সময় নিও বন্ধু তুমি
আমার খবর..!!”
Also Read:- বন্ধু নিয়ে উক্তি
“বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক,
গল্প করবো তোমার সাথে
আমি সারা রাত,
তুমি যদি কষ্ট পাও,
আমায় দিও ভাগ,
তোমার কষ্ট শেয়ার করব,
হাতে রেখে হাত।”
“পৃথিবীতে সবচেয়ে মূল্যবান,
সম্পর্ক হলো খাঁটি বন্ধুত্ব,
যদি বন্ধু ভালো হয়
তাহলে সেখানে,
অশ্রুর কোনো ঠাই নেই।”
“বন্ধু মানে No Thanks No Sorry
বন্ধু মানে Fun Is Very Very
বন্ধু মানে আমি আছিতো
Don’t Worry”
“বুকের ভিতর মন আছে।
মনের ভিতর তুমি।
বন্ধু হয়ে তােমার হৃদয়ে,
থাকতে চাই আমি।”
“বন্ধুত্ব হয় Onetime,
But সত্যিকারের বন্ধুত্ব গুলােই
টিকে থাকে Lifetime”
“মেঘের হাতে একটি চিঠি
পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছি অনেক দূরে,
হাতে অনেক কাজ।
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে
দিও তাকে,
বন্ধু তােমার পাশেই আছি
হাজার কাজের ফাঁকে!”
Best বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস 2021
বন্ধুত্ব কেবল মানুষের মধ্যে পারস্পরিক স্নেহের সম্পর্ক নয়, এটি যত্ন, শ্রদ্ধা, প্রশংসা, উদ্বেগ, ও ভালবাসার আসল অর্থ। একটি প্রকৃত বন্ধু খুঁজে পাওয় ভাগ্যের বিষয়। নীচে দেওয়া বন্ধুত্বের কবিতা গুলিকে শেয়ার করে, আপনি খুব সহজেই আপনার প্রকৃত বন্ধুর কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন।
“সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে।
অনেকটাই মিল আছে।
কারণ, সত্যিকারের বন্ধু সুখে–দুঃখে
ছায়ার মতোই পাশে থাকে।”
“ভালো একজন বন্ধু যতোই ভুল করুক,
তাকে কখন্ও ভুলে যেও না।
কারন,জল যতোই ময়লা হোক,
আগুন নিভাতে সেই জলই
সবচেয়ে বেশি কাজে লাগে।”
“আকাশ দেখেছি,
নদী দেখেছি,
দেখেছি অনেক তারা..
দেখেনি আজও ফেসবুকে
আমার আসল বন্ধু কারা।”
“অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা,
আলোতে একা হাঁটার চেয়েও ভালো।”
“কষ্ট করে লিখলাম বন্ধু,
মন দিয়ে পড়াে।
পড়ার পরে হৃদয় দিয়ে আমায়
মনে করাে।
তােমার কাছে কে প্রিয়
জানি না তাে আমি,
আমার কাছে সাবার চেয়ে
প্রিয় বন্ধু তুমি।”
“বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয় ,
বন্ধু হল সুখ-দুঃখের সাথী,
এমন বন্ধু রেখাে না যে
তােমার করে ক্ষতি!”
“বন্ধু আমার অনেক দামি,
সবচেয়ে সেরা বন্ধু তুমি।
বন্ধু আমার কষ্ট বােঝে
বন্ধু শুধু আমাই খোঁজে।
বন্ধু তুমি থাকলে পাশে,
কাঁদে না মন শুধু-ই হাঁসে।
বন্ধু আমার হাঁসি মুখে,
যেন সারা জীবন বেঁচে থাকে।
থাকব মােরা মিলেমিশে,
হাঁসি কান্না যাইবা আসে।”
জনপ্রিয় বন্ধুত্ব এবং বন্ধু নিয়ে উক্তি
“নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়,
আর তুমি বেছে নাও তোমার বন্ধু।”
“বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে,
বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়।”
“যে বন্ধু সুদিনে ভাগ বসায়..
আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,
সেই তোমার সবচেয়ে বড় শত্রু।”
“তুমি কখনও বন্ধুত্বকে
কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।”
“আমাদের এই বন্ধুত্ব,
যেন সমুদ্রের মাঝে গভীর ঘনত্ব।
আজ হৃদয় মাঝে বন্ধু শুধু
তােমার-ই রাজত্ব।
হে ঈশ্বর, যেন অমর রহে
আমাদের এই বন্ধুত্ব।”
Bondhutto Kobita In Bengali
“ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে,
স্বপ্ন তৈরী হয়,কল্পনা থেকে,
অনুভব তৈরী হয় অনুভূতি থেকে,
আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।”
“দুঃখ তুমি প্রমিস করো,
আমায় ছোবে না!
সুখ তুমি প্রমিস কর,
আমায় ছাড়বে না!
চোখ তুমি প্রমিস কর,
আমায় কাঁদাবে না!
আর বন্ধু তুমি প্রমিস কর,
আমায় ভুলবে না।”
“নরমাল হাতের Sweet লেখা।
বন্ধু আমি ভারী একা।
চাঁদের গায়ে জোৎসনা মাখা,
মনটা আমার ভিষন ফাঁকা।
ফাঁকা মনটা পূরণ কর,
একটু আমায় স্বরন কর।”
“বন্ধু আমার জানের জান,
SMS শুধু পড়তে চান,
লিখতে গেলে মন আনচান,
ব্যালেন্স নিয়ে শুধু টেনশান,
এই করে শুধু-টাকা বাচান,
কিপটামী ছেড়ে-SMS পাঠান!”
“কোন মানুষই অপ্রয়োজনীয় নয়,
যতোক্ষন তার একটিও বন্ধু আছে।”
“একটি ভালো বই
একশ জন বন্ধুর সমান।
কিন্তু একজন ভালো বন্ধু
একটি লাইব্রেরীর সমান।”
“বন্ধুত্ব হচ্ছে চুইংগামের মতো,
যা একবার মনে স্থান করে নিলে,
ছাড়াতে চাইলেও তা সম্ভব হয় না।”
“যে মানুষটি তোমার
বিপদের সময় এড়িয়ে,
সুখের সময় কাছে থাকে।
সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।
বরং যে মানুষটি তোমার
বিপদের সময় পাশে থাকে,
সেই তোমার প্রকৃত বন্ধু।”
“সত্যিকারের বন্ধু
জীবন থেকে হারিয়ে যেতে পারে,
কিন্তু মন থেকে নয়।
সত্যিকারের ভালবাসার মানুষ
জীবন থেকে চলে যেতে পারে,
কিন্তু হৃদয় থেকে নয়।”
“হয়তো সময় যাবে থেমে,
হয়তো সুর্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি
তোমার বন্ধুর দেখা।”
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের বন্ধু নিয়ে কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো বন্ধু নিয়ে কবিতা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।
all is well
বন্ধু ও বন্ধুত্ব নিয়ে কবিতাগুলি খুব ভালো লাগলো এমন সুন্দর কবিতা লেখার জন্য অভিনন্দন জানাচ্ছি ৷
ধন্যবাদ!
Nic vaiya upnar kobita gulo osam
খুভ ভাল হয়েছে।
🌹🌹🌹অসাধারণ 🌹🌹🌹
Darun
oshadharon apnader bondhukter kobita gulli thanks
খুব সুন্দর সুন্দর এম এস এস উপহার দিবার জন্য অনেক ধন্যবাদ।
খুব সুন্দর সুন্দর এস এম এস উপহার দিবার জন্য অনেক ধন্যবাদ।