বাংলা ভালবাসা কবিতার মধ্যে অন্যতম কবিতা হল রোম্যান্টিক কবিতা । এবং আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছ ভালবাসায় মাখা কিছু Bengali Romantic Kobita । এই কবিতা গুলোকে আপনি খুব সহজেই কপি অথবা Download করে আপনার ভালবাসার মানুষকে পাঠাতে পারবেন।
Best Bangla Romantic Kobita of 2021
“সন্ধে আসছে, পাখিরা সব
ফিরছে তাদের বাড়ি।
ধরাে হাত অচিন দেশে
পালাই তাড়াতাড়ি।”
“চা আছে চিনি নেই,
খেতে কেমন লাগে।
বিছানাতে তুমি নেই,
শুতে কেমন লাগে।”
“ইস ইস ইস খাবো মাছের পিস,
সব থেকে ভালাে লাগে
তোমার ঠোঁটের কিস।”
“আবার যদি বৃষ্টি নামে,
আমিই তোমার প্রথম হবো।
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো।”
“মাছের ভিতরে রুই,
শাকের ভিতরে পুই।
খেতে খেতে মনে পড়ে,
তােমার কাছে সুই।”
“লােকে লােকে লােকারণ্য,
যেদিকেই তাকাই।
একটু একলা পাবো তােমাই,
ধ্যৎ, তেমন সুযােগ নাই”
“প্রেমের আগুন মনের
ভেতর জ্বলে।
দাঁড়িয়ে আছি সারাক্ষণ
তুমি আসবে বলে।”
Also Read:- Bangla Love Sms
Bangla Romantic Poem For Girlfriend
“যাক ভেসে যাক,
দুনিয়া রসাতলে।
চিন্তা কোনাে নাই গো প্রিয়ে
শুধু তুমি আমি থাকলে।”
“জড়িয়ে ধরাে না বন্ধু তুমি,
সন্ধে হতে দাও।
দুদিন হল খুব বুঝেছি,
কিবা তুমি চাও।”
“তাের ভােরের অপেক্ষায়,
আমার রাত কেটে যায়।
তোর অচেনা তাকানো,
আমার ঘুম কেড়ে নেয়…!!”
“ফুলের প্রয়োজন সূর্যের আলো,
ভোরের প্রয়োজন শিশির,
আর আমার প্রয়োজন তুমি,
আমি তোমাকে ভালবাসি।”
“ফুলের মতাে দেখতে তুমি,
চাঁদের মতো হাঁসি।
সত্যি করে বলছি আমি,
তােমায় ভালােবাসি।”
“লাল গোলাপের পাপড়ি দিয়ে,
লিখবো তোমার নাম,
হাজার পাখির সুর দিয়ে
গাইবো প্রেমের গান।”
“জলে থাকে মাছ
গাছে থাকে পাখি।
আমার তুমি, তোমায় আমি,
খুব ভালোবাসি।”
Also Read:- Bengali Love Poem
Bengali Romantic Poem
If you want to impress your GF or BF with some romantic lines then “রোম্যান্টিক কবিতা” will help you to do that very easily. For that reason we have prepared the most effective and unique collection of Bengali Romantic Poems images.
“প্রেম যদি রােগ হয়,
আর ওষুধ হও তুমি,
বারে বারে রােগি হতে,
রাজি আছি আমি।”
“লােকালয় ছেড়ে চলো না
যাই গভীর নির্জনেতে।
ভরিয়ে দেব মনপ্রাণ
তােমার লক্ষ চুম্বনেতে।”
“সারাদিন ঝরোঝরো
খুব হচ্ছে বরিষণ।
সন্ধ্যা হলে তােমায় পেতে
খুব চাই আমার মন।”
“কলঙ্কের কালি যেমন
ডেখেছে আকাশের চাঁদ।
আমার গায়ে দিলো কালি
তােমার প্রেমের ফাঁদ।”
“সত্যি করে বলাে দেখি,
প্রথম কে চেয়ে দেখেছি।
ভালােবাসার ফাঁদে পড়ে
মনে মনে মরেছি।”
“চলাে না দীঘার সৈকত
ছেড়ে ঝাউবনের জঙ্গলে।
ঢেউ উঠেছে আমার মনে
আমি নেব তােমায় কোলে।”
Must Read:- Bengali Love Quotes
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের “Romantic Bengali Quotes“গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- Inspiring Bengali Quotes | Best Bangla Quotes In 2021
- বিখ্যাত বাংলা উক্তি | বাছাই করা সেরা মোটিভেশনাল উক্তি {ছবি সহ}
- নতুন বৃষ্টির রোমান্টিক কবিতা | বাছাই করা সেরা সকালের বৃষ্টির কবিতা
- সেরা 50 টি বড়দিনের শুভেচ্ছা ছবি | Merry Christmas Wishes In Bengali
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali Romantic Poem পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।