২৫ সেরা টি ভালবাসা দিবসের কবিতা | ভ্যালেন্টাইন ডে কবিতা ও ছন্দ ২০২২

ভ্যালেন্টাইন্স ডে কবিতা ও ছন্দের সেরা কালেকশান (২০২২ এর সেরা কিছু ভালবাসা দিবসের কবিতা)

১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন সপ্তাহের শেষ দিন। প্রেমিক প্রেমিকাদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন কাপালসরা সারাদিন একসাথে সময় কাটাই এবং মুভি দেখা অথবা পার্কে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করে থাকে। অন্যদিকে যারা প্রপোজ ডে তে তাদের ভালবাসা প্রকাশ করতে পারেনি, তারা আজ তাদের ভালবাসাকে প্রকাশ করার আরো একটি সুযোগ পেয়ে যাই।

ভালোবাসা দিবসের এই রোমান্টিক দিনের উদ্যেশে আমরা এখানে কিছু সেরা ভ্যালেন্টাইন্স ডে কবিতা নিয়ে এসেছি। এই ভালোবাসা দিবসের কবিতা গুলির মাধ্যমে আপনি আপনার প্রেমিক / প্রেমিকাকে আপনার মনের কথা খুব সহজেই বলে দিতে পারবেন।

ভ্যালেন্টাইন ডে কবিতা (প্রেম দিবসের কবিতা)

আমি যদি বৃষ্টি হতাম
ছুঁতাম তোমার অন্তরকে ,
ধুয়ে দিতাম বিষাদকে
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে
কষ্ট আর পারতাে নাকো
অকারণে কষ্ট দিতে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে

সেরা ভ্যালেন্টাইন ডে কবিতা 2021
সেরা ভ্যালেন্টাইন ডে কবিতা 2021

ভালােবাসা মানে এক মুঠো রােদ
বসন্তের ঐ হাওয়া
ভালােবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী বাওয়া।
ভালােবাসা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের জমি ,
ভালােবাসা মানে সব সীমা ছারিয়ে
শুধু তুমি আর আমি

ভ্যালেন্টাইন ডে কবিতা
ভ্যালেন্টাইন ডে কবিতা

মনের মাঝে জড়িয়ে আছাে
ভুলবো কেমন করে,
মুখটা তােমার ভেসে উঠে
আমার দুটি চোখে,
সুখের বাসা ফিরে পেলাম
তােমার এই মনে,
থাকবে আবার আপন হয়ে
যাবে নাতাে ভুলে,
তােমার হৃদয় ভরিয়ে দেব
আমি গোলাপ হয়ে
আমার জীবনে থাকবে তুমি
সুখের সাথী হয়ে।

ভালোবাসা দিবসের কবিতা
ভালোবাসা দিবসের কবিতা

Read More:- ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা

আকাশ হয়ে তারা ফোটাবাে
যামিনী হয়ে চাঁদ ওঠাবাে
হাওয়া হয়ে ফুল ঝরাবাে
সবুজ হয়ে চোখ জুরাবাে
অবুঝ হয়ে মন ভরাবাে
কুসুম হয়ে রঙ ছড়াবাে
পথিক হয়ে পথ দেখাবাে
প্রেম হয়ে মন ভােলাবাে.

ভ্যালেন্টাইন ডে কবিতা
ভালোবাসা দিবসের ছবি
ভালোবাসা দিবসের ছবি

মিষ্টি চাঁদের মিষ্টি আলাে
বাসি তােমায় অনেক ভালাে,
মিটি মিটি তারার মেলা
দেখবাে তােমায় সারাবেলা,
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবাে তােমায় সারাজীবন।

হ্যাপি ভ্যালেন্টাইন ডে কবিতা
হ্যাপি ভ্যালেন্টাইন ডে কবিতা

ভালোবাসা দিবস নিয়ে কবিতা (ভালোবাসা দিবসের ছন্দ)

সাথি তুমি আমার ওগাে
আমি সুধুই তােমার
তােমায় ভালােবাসি আমি
বােলবাে বারংবার
I Love You

ভালবাসা দিবসের ছোট কবিতা
ভালবাসা দিবসের ছোট কবিতা

জানি না আজকি এমন হলাে ,
হৃদয় বলল বলেই ফেলাে ,
কত ভালবাসি তোমায় .. !!
I Love You

ভালোবাসা দিবসের ছোট কবিতা
ভালোবাসা দিবসের ছোট কবিতা

আমি ছিলাম, আমি আছি,
আমি থাকবাে,
শুধু তােমার জন্য
I Love You

ভালোবাসা দিবসের নতুন কবিতা
ভালোবাসা দিবসের নতুন কবিতা

Read More:- বিশ্ব ভালবাসা দিবসের এসএমএস

আসলে Valentine’s Day বলে
কিছু হয় না,
সঠিক মানুষের সাথে থাকলে
জীবনের প্রতিটি দিনই
ভালােবাসার দিন

ভালোবাসা দিবসের ছবি 2021
ভালোবাসা দিবসের ছবি 2021

কথা দিলাম তােমারই ছিলাম
তােমারই আছি আর
তােমারই থাকবাে

বিশ্ব ভালোবাসা দিবসের কবিতা
বিশ্ব ভালোবাসা দিবসের কবিতা

মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম,
হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয়
আজ ভালােবাসি তােমায় ..।

নতুন ভালোবাসা দিবসের কবিতা

ভালাে একবার যখন বেসেছি
ছাড়বাে না আর হাল ,
আমি তােমার পাশেই আছি
থাকবাে চিরকাল.

valentine day kobita

Read More:- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস

Valentine Day Kobita (Valentine’s Day Poem In Bengali)

মনেতে আকাশ হয়ে রয়েছাে ছড়িয়ে
বলােনা কোথায় রাখি তােমায় লুকিয়ে।
থাকি যে বিভাের হয়ে শয়নে স্বপনে
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে
আমি যে ভালােবাসি শুধুই তােমাকে

ভালবাসা দিবসের সেরা কবিতা

ভালােবাসার বন্ধন
তােমার আমার মাঝে,
দুখে সুখে বর্ষা বসন্তে
গ্রীষ্মের প্রখর দিনে ,
শীতের অলস দুপুরে
বারাে মাসে তেরাে পার্বনে
পাশে আছি পাশে থাকবাে
চিরবন্ধু হয়ে।

ভ্যালেন্টাইন ডে কবিতা 2021

আমি তােমাকে চাই
কল্পনাতে নয় ,বাস্তবে
আমি তােমাকে চাই
ছলনাতে নয়, ভালােবাসায়
আমি তােমাকে চাই
তােমার মতাে করে নয়,
আমার মতাে করে.

ভালোবাসা দিবসের পিকচার

দিনের সূচনায় রাতের জোছনায়
ছায়া হয়ে থাকবাে পাশে,
তােমার ভাবনায় মনের আঙিনায়
স্বপ্নেরা বাঁশা বাঁধে।

ভালোবাসা দিবসের পিকচার ২০২১

তুমি যদি বাতাস হও
আমি হবো ধুলিকনা
তােমার সাথে তাল মিলিয়ে
উড়ব আমি একটানা।
তুমি যদি জল হও
আমি হবো ঢেউ
ভালোবাসার গোপন গাথা
তুমি ছাড়া জানবেনা কেউ

ভালোবাসা দিবসের লাভ পিকচার

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য কোন কবিতাটি পাঠাবেন ?

প্রেমিকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য নিচের কবিতা টি পাঠাতে পারেন :-
তুমি যদি বাতাস হও
আমি হবো ধুলিকনা
তােমার সাথে তাল মিলিয়ে
উড়ব আমি একটানা।
তুমি যদি জল হও
আমি হবো ঢেউ
ভালোবাসার গোপন গাথা
তুমি ছাড়া জানবেনা কেউ।

প্রেমিকে পাঠানোর জন্য ভালোবাসা দিবসের সেরা ছন্দ কোনটি ?

প্রেমিকে পাঠানোর জন্য ভালোবাসা দিবসের সেরা ছন্দটি হলো :-
আমি ছিলাম, আমি আছি,
আমি থাকবাে,
শুধু তােমার জন্য
I Love You

ভালোবাসা দিবসের দিন প্রেমিকাকে কোন উপহারটি দিবেন?

ভালোবাসা দিবসের দিন প্রেমিকাকে আপনি একটি Personalised Photo Clock অথবা একটি হ্যান্ড ব্যাগ দিতে পারেন।

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের ভ্যালেন্টাইন্স ডে কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

Valentine’s Week এর অন্যান্য দিন গুলির শুভেচ্ছা পিকচার, স্ট্যাটাস, এসএমএস, মেসেজ ও কবিতা পেতে নিচের পোস্ট গুলি ভিসিট করতে পারেন।

Valentine’s Week এর অন্যান্য পোষ্ট গুলি পড়ুন:-

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো ভালবাসা দিবসের কবিতা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment