১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন সপ্তাহের শেষ দিন। প্রেমিক প্রেমিকাদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিন কাপালসরা সারাদিন একসাথে সময় কাটাই এবং মুভি দেখা অথবা পার্কে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করে থাকে।অন্যদিকে যারা প্রপোজ ডে তে তাদের ভালবাসা প্রকাশ করতে পারেনি, তারা আজ তাদের ভালবাসা প্রকাশ করে।
ভালবাসা প্রকাশ করার জন্য আমরা এখানে কিছু সেরা ভ্যালেন্টাইন্স ডে কবিতা নিয়ে এসেছি। এই ভালোবাসা দিবসের কবিতা গুলির মাধ্যমে আপনি আপনার প্রেমিক / প্রেমিকাকে আপনার মনের কথা সহজেই বলে দিতে পারবেন।
সেরা ভ্যালেন্টাইন ডে কবিতা 2021
আমি যদি বৃষ্টি হতাম
ছুঁতাম তোমার অন্তরকে ,
ধুয়ে দিতাম বিষাদকে
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে।
কষ্ট আর পারতাে নাকো
অকারণে কষ্ট দিতে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে
ভালােবাসা মানে এক মুঠো রােদ
বসন্তের ঐ হাওয়া
ভালােবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী বাওয়া।
ভালােবাসা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের জমি ,
ভালােবাসা মানে সব সীমা ছারিয়ে
শুধু তুমি আর আমি।
মনের মাঝে জড়িয়ে আছাে
ভুলবো কেমন করে,
মুখটা তােমার ভেসে উঠে
আমার দুটি চোখে,
সুখের বাসা ফিরে পেলাম
তােমার এই মনে,
থাকবে আবার আপন হয়ে
যাবে নাতাে ভুলে,
তােমার হৃদয় ভরিয়ে দেব
আমি গোলাপ হয়ে
আমার জীবনে থাকবে তুমি
সুখের সাথী হয়ে।
Read More:- ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা
আকাশ হয়ে তারা ফোটাবাে
ভ্যালেন্টাইন ডে কবিতা
যামিনী হয়ে চাঁদ ওঠাবাে
হাওয়া হয়ে ফুল ঝরাবাে
সবুজ হয়ে চোখ জুরাবাে
অবুঝ হয়ে মন ভরাবাে
কুসুম হয়ে রঙ ছড়াবাে
পথিক হয়ে পথ দেখাবাে
প্রেম হয়ে মন ভােলাবাে.
মিষ্টি চাঁদের মিষ্টি আলাে
বাসি তােমায় অনেক ভালাে,
মিটি মিটি তারার মেলা
দেখবাে তােমায় সারাবেলা,
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবাে তােমায় সারাজীবন।
ভালবাসা দিবসের ছোট কবিতা
সাথি তুমি আমার ওগাে
আমি সুধুই তােমার
তােমায় ভালােবাসি আমি
বােলবাে বারংবার
I Love You
জানি না আজকি এমন হলাে ,
হৃদয় বলল বলেই ফেলাে ,
কত ভালবাসি তোমায় .. !!
I Love You
আমি ছিলাম, আমি আছি,
আমি থাকবাে,
শুধু তােমার জন্য
I Love You
Read More:- বিশ্ব ভালবাসা দিবসের এসএমএস
আসলে Valentine’s Day বলে
কিছু হয় না,
সঠিক মানুষের সাথে থাকলে
জীবনের প্রতিটি দিনই
ভালােবাসার দিন
কথা দিলাম তােমারই ছিলাম
তােমারই আছি আর
তােমারই থাকবাে
মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম,
হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয়
আজ ভালােবাসি তােমায় ..।
ভালাে একবার যখন বেসেছি
ছাড়বাে না আর হাল ,
আমি তােমার পাশেই আছি
থাকবাে চিরকাল.
Read More:- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস
ভালবাসা দিবসের সেরা কবিতা
মনেতে আকাশ হয়ে রয়েছাে ছড়িয়ে
বলােনা কোথায় রাখি তােমায় লুকিয়ে।
থাকি যে বিভাের হয়ে শয়নে স্বপনে
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে
আমি যে ভালােবাসি শুধুই তােমাকে।
ভালােবাসার বন্ধন
তােমার আমার মাঝে,
দুখে সুখে বর্ষা বসন্তে
গ্রীষ্মের প্রখর দিনে ,
শীতের অলস দুপুরে
বারাে মাসে তেরাে পার্বনে
পাশে আছি পাশে থাকবাে
চিরবন্ধু হয়ে।
আমি তােমাকে চাই
কল্পনাতে নয় ,বাস্তবে
আমি তােমাকে চাই
ছলনাতে নয়, ভালােবাসায়
আমি তােমাকে চাই
তােমার মতাে করে নয়,
আমার মতাে করে.
দিনের সূচনায় রাতের জোছনায়
ছায়া হয়ে থাকবাে পাশে,
তােমার ভাবনায় মনের আঙিনায়
স্বপ্নেরা বাঁশা বাঁধে।
তুমি যদি বাতাস হও
আমি হবো ধুলিকনা
তােমার সাথে তাল মিলিয়ে
উড়ব আমি একটানা।
তুমি যদি জল হও
আমি হবো ঢেউ
ভালোবাসার গোপন গাথা
তুমি ছাড়া জানবেনা কেউ।
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের ভ্যালেন্টাইন্স ডে কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- Unique Bangla Romantic Sms for Boyfriend and Girlfriend
- Saraswati Puja Wishes & Caption In Bengali | সরস্বতী পূজার শুভেচ্ছা
- 50+ New Bengali Love Quotes Message | Bangla Love Quotes Images
- {New} 300+ Bengali Love Poem | Bengali Poem On Love
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো ভালবাসা দিবসের কবিতা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।