ভালোবাসা হলো আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ এমন একটা অনুভুতি, যা ভালোবাসার মানুষটির কাছে সহজে প্রকাশ করা যায় না। ঠিক সেই জন্যেই ভালোবাসায় পাগল প্রেমীরা ইন্টারনেটে ভালোবাসার কবিতা ও ভালোবাসার ছন্দ খুঁজে বেড়াই। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি একদম সঠিক ওয়েব পেজটি খুলেছেন। কারণ এই পোস্টে আমরা আপনাদের জন্য ভালোবাসার রোমান্টিক কবিতা থেকে শুরু করে ছোট ছোট ভালোবাসার ছন্দ নিয়ে এসেছি।
কাউকে প্রপোজ করার জন্যই হোক বা বিবাহ বার্ষিকীতে জীবন সাথীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই হোক নিচে দেওয়া Valobasar Kobita গুলো আপনার ভালোবাসার অনুভূতি গুলোকে শব্দে রূপান্তর করতে সাহায্য করবে।
ভালোবাসার কবিতা
তোকে কিভাবে বোঝাবো
তোকে ছারা আমি শূন্য।
তোকে ছারা খুব একা একা লাগে
এই মন শুধু তোর কথাই সারাদিন ভাবে।
“SMS হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবো আমি
মিষ্টি মধুর সুরে,
কখনো ভেবোনা আমি
তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তোমার নয়ন জুড়ে।”
মন চাই তোমায় ভালোবাসি।
মন চাই তোমার কাছে আসি।
মন চাই তোমার মুখের হাঁসি।
মন চাই শুধু থাকতে তোমার কাছাকাছি!
“ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।”
Read More:- প্রেমের কবিতা
আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি,
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি,
শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি,
মন চায় তোমাকে আরো ভালোবাসি।
আমি বৃষ্টি হবো
যদি তুমি ভেজো
আমি হারিয়ে যাবো
যদি তুমি খোঁজো
আমি ভালোবাসার
মতো ভালোবাসবো
যদি তুমি ভালোবাসো
তুমি সাথী হয়ে এলে।
আমি নয়ন ভরে, জীবন ভরে,
রাখবো তোমায় আপন করে।
সুখে দুঃখে দেখবো তোমায়,
প্রেমের প্রদীপ জ্বেলে।
“কৃষ্ণচূড়া রাধাচূড়া
আমি অনেক দেখেছি।
সব ভুলেছি যেদিন
তোমার প্রেমে মজেছি।”
Read More:- ভালোবাসা দিবসের কবিতা
নতুন ভালোবাসার ছন্দ
“বাসি ভাতে কাঁচা লঙ্কা,
গরম ভাতে ঘী..
তুমি আমি প্রেম করবো…
পারার লোকের কি?”
“তুমি যদি হও নীলকণ্ঠ পাখি.
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো.
শুনব না কারো মানা।”
কিছু ইচ্ছা,কিছু আশা,
তোর সাথে ভালোবাসা।
কিছু স্বপ্ন,কিছু গল্প,
এখনো লেখা বাকি অল্প।
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই।
হঠাৎ বৃষ্টি নামলে,
জানলায় বাড়িয়ে দিও
তোমার দুটি হাত…
আমি বৃষ্টি হয়ে খুঁজবো,
তোমায় ছোঁয়ার অজুহাত।
অনুভবে তুমিই থেকো,
হোক গ্রীষ্ম বর্ষা বা শীত,
আমি প্রেম দিয়ে ভুলিয়ে দেবো
তোমার কষ্টের অতীত…
বেশি কিছু চাই না আমি
অল্প হলেই চলবে!
রোজ সকালে নিয়ম করে,
ভালোবাসি বলবে।
Notun Valobasar Kobita
“সাথী হারা মন শোনেনা বারণ,
শুধু কাছে চাই তোমাকে।
কে সেই তুমি, তুমিই কি সেই,
যার মন চাই আমাকে।”
“তোমার মুখের হাঁসি টুকু
লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা,
বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে,
আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন
শূধু মরুভুমি।”
“শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন।
বুঝেনিও আমি আছি
তোমার পাশে সারাক্ষণ।”
ভালোবাসি যত টুকু
ভালোবাসা যায়।
ভালোবাসি ভিসন ভাবনায়।
ভালোবাসি সয়নে, সপনে,
জাগরনে, জানা, অজানায়।
ফুলের বুকে মধু থাকে,
নদীর বুকে ঢেউ,
তুমি ছাড়া এ জীবনে
নেই যে আর কেউ ।
আকাশের বুকে চাঁদ থাকে,
চাঁদের বুকে আলো,
তুমি ছাড়া কেমন
করে থাকি আমি ভালো।
ভাবি তোমায় সারাক্ষণ,
দিলাম তোমায় আমার মন।
যদি আসো কাছে,
থাকবো তোমার পাশে।
যদি না দাও ব্যাথা,
দিলাম তোমায় কথা।
হারাবো না কোনো দিন,
পাশে থাকবো চিরদিন।
তুমি আমার ছন্দের প্রেরণা,
তুমিই রাতের ভাবনা!
আসুক শত তুফান ভারী
মূল্যেও হারাবো না!
স্বপ্ন দেখি তোমায় ঘিরে,
রাখবো তোমার মান,
হৃদয়ে থেকো সাত জনম ধরে,
থাকতে আমার প্রান !!
ভালোবাসার ছোট কবিতা
“আটটার দিকে ভাত রান্না করি,
দশটার দিকে খাই।
তোমার কথা মনে পড়লে,
রাস্তার দিকে যাই।”
“নাই বা হলো প্রতিদিন দেখা,
নাই বা হলো প্রতিদিন কথা,
এই মনের মাঝে শুধু তুমি ছিলে,
আছো আর সারাজীবন থাকবে।”
“চোখ খুলি বা বন্ধ করি..
তুমি ই ভেসে আসো!
বন্ধু তুমি আমায় কি…
এমনি ভালোবাসো?”
“বলবো না ভালোবাসি,
করবো না জোর..
ইচ্ছে হলে ফিরে আসিস,
জায়গাটা শুধু তোর।”
“এসে গেলো রাসের মেলা
মোরা যাবো দুজনাতে।
একটি কোণে বসবো দুজন
বাদাম নিয়ে হাতে।”
“কেমন করে জানলে তুমি
আমার মনের কথা?
নামলে সন্ধ্যা আসব আবার
তোমার সাথে হেথা।”
“মন চেয়েছে আজকে আমি
হারিয়ে যাবো তোমার সাথে।
অঙ্গীকারের রাখী,
পরিয়ে দিলাম তোমার হাতে।”
ভালোবাসার রোমান্টিক কবিতা
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা।
আমার প্রতিটা ছন্দের বাক্য তুমি,
আমার প্রতিটা কবিতার কথা তুমি।
আমার প্রতিটা গানের কলি তুমি,
আমার জীবনের চলার সাথি তুমি।
আমার জীবনের ভালবাসা তুমি,
আমার হৃদয়ের সব টুকু ভালবাসার উৎস তুমি।
Read More:- Bangla Romantic Kobita
এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথেও
দেবো আমি আড়ি!
সত্যিকারের ভালোবাসার
আলাদা কোনো দিন হয়না,
প্রতিটা দিনই আমি তোমাকে
নতুন নতুন ভাবে ভালোবাসতে চাই।
জাপটে রাখো নিজের করে
হাতটা ছাড়া বারণ,
সব অভিমান কাটিয়ে দিতে
ভালোবাসাই কারণ।
তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শত শত ঝুঁকি।
তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।
তুমি যদি পাখি হও আমি হবো খর।
দুই জন মিলে এক সাথে থাকবো জীবন ভর।
তুমি যদি চাঁদ হও আমি আমি হবো তারা।
তোমায় দেখে দেখে আমি হবো দিশাহারা।
তুমি যদি বাতাস হও আমি হবো ধুলো,
দুইজন মিলে সব সময় এক সাথে পথ চলবো।
ভালোবাসার ছন্দ কবিতা
তোমায় পেয়ে পূর্ণ হলো
এলোমেলো সব কবিতা,
ভাবনারা সব তোমায় নিয়ে
আদরে আছে সেই স্মৃতিটা।
দুটি পাখির দুটি মন,
যদি হয় এক,
দুটি মনের একটি আশা,
লোকে বলে তার নাম ভালবাসা,
ফুল ফুটে বাগানে,
প্রেম হয় গোপনে,
বাড়ির আসে পাশে প্রেম করলে
সুখ হয় সবার জীবনে।
মন ছুঁটে যায় মনের টানে,
ভালোবাসা তারই যে মানে,
তুমি এসো না আমার প্রানে,
ভালোবাসি বলবো গানে গানে।
তুমি আমার আশার আলো,
তোমায় ভেবে দিনটা কাটে ভালো,
চোখ বুঝলে তোমায় দেখি,
চোখ খুললেই আলো,
তোমার ওই চোখের কাজল
লাগে আমার ভালো,
চোখের ওই পলক তোমার
নিশী রাতের আলো ,
ভোরের ফোটা গোলাপ তুমি,
পাপড়ি তোমার ঠোঁট।
তোমার চোখের মরনফাঁদে,
যেই দিয়েছি ডুব…
আর পারিনি উঠতে আমি,
তলিয়ে গেছি খুব….
কি বাঁধনে বেঁধেছো তুমি…
প্রেম ,প্রীতি আর আশায়..!
তারার মতো জ্বলছি তাই
মিষ্টি মধুর ভালবাসায়…
ভালবাসা মানেই,
এক নতুন স্বপ্ন দেখা।
ভালবাসা মানেই,
অচেনা তোমাকে চিনতে পারা।
ভালবাসা মানেই,
আঁধার ছেড়ে আলোতে আসা।
ভালবাসা মানেই,
এক সুন্দর সকালবেলা।
ভালবাসা মানেই,
তোমার অপেক্ষায় থাকা।
ভালোবাসার ছড়া
ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি,
পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি,
তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উরাই আকাশ নীলে,
তোমার বিভোরে থাকি আমি বারো মাসি,
ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি।
আমি তোমার প্রেমে পড়েছি
হয়নি কখনো বলা,
দেবীতূল্য তোমার ঐ রূপে হয়েছি মাতাল
মুক্তি মেলেনি আজো,
আমার যতো প্রেমের কবিতা
লিখেছি তোমায় নিয়ে,
যতো আমার ভালোবাসার গান
তুমি আছো সুর হয়ে,
মন যে আমার চাইছে তোমায়
এই বাদলভরা ঝোড়ো বাতাসে,
ক্ষণিকের জন্য মেঘ হয়ে
আসো যদি আমার আকাশে।
বাতাসের মধ্যেই জড়িয়ে থেকো মিশিয়ে নেব প্রশ্বাসে,
আমি ভাবতে চাই তুমি চুপিসারে আছো আমারই পাশে।
তুই যে আমার বুকের ভিতর
হঠাৎ পাওয়া সুখ,
তোকে হারানোর ভয়ে
নিত্য কাঁপে বুক!!
তুই যে আমার আঁধার রাতে
হাজার তারার মেলা,
তুই যে আমার ভালবাসার
স্বর্গে যাওয়ার ভেলা…
যেখানে যতন করে রেখেছো এই মন,
সেখানে রেখো আমায় সারাটি জীবন,
তোমাকে ছাড়া যেখানে থাকি,
সারাক্ষন মনে থাকে শুধু ভয়,
তোমারি বুকের মাঝে যেন,
আমার নিরাপধ আশ্রয়।
তোমাকে দেখার পরে এই জানলাম,
যাকে মন চেয়ে ছিল তাকেই পেলাম।
চোঁখে স্বপ্ন ছিল শুধু যাকে ঘিরে,
অনেক খোঁজার পর তাকেই পেলাম।
হয়তো ভালবাসতে জানি না আমি,
তোমার মতো করে।
কিন্তু তোমার মনটা রেখেছি,
আমার হৃদয়ে খুব যত্নো করে।
হয়তো তুমি এখনো পুরোপুরি,
বুঝতে পারনি আমাকে।
কিন্তু হাজার কষ্টের মাঝেও,
শুধু ভালবাসি তোমাকে।
Final Word
ধন্যবাদ, আসা করছি ওপরের ভালোবাসার ছন্দ গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bhalobashar kobita পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।