65 New Bengali Sad Poem In 2022 | Sad Kobita In Bengali

দুঃখ হলো এমন একটা অনুভূতি যা আমাদের ভেতর থেকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাই দুঃখ ও দুঃখের কারণ গুলোকে মনের ভেতর চেপে রাখতে নেই। দুঃখের অনুভূতি গুলোকে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে মন হালকা করে নিতে হয়। আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য মন হালকা করে দেওয়ার মতো সেরা কিছু Bengali Sad Poem নিয়ে এসেছি।

এই স্বার্থপর পৃথিবীতে শুধু মাত্র কাছের মানুষ গুলোই আমাদের কষ্ট দিয়ে থাকে, কখনো মিথ্যা ভালোবাসার মাধ্যমে আবার কখনো খারাপ আচরণের মাধ্যমে। কাছের মানুষ গুলোর দেওয়া কষ্ট গুলোকে সবার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হয়না এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন। কারণ এই পোস্টে আমরা আপনাদের জন্য ৬৫ টি এমন Bangla Sad Kobitaকষ্টের স্ট্যাটাস নিয়ে এসেছি যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই আপনার মন হালকা করে নিতে পারবেন।

Bengali Sad Kobita

সুখের দিনে হাত বাড়ালেই
অনেক বন্ধু পাই,
দুখের দিনে আমার পাশে
এখন কেউ নাই
সুখের দিনে দেখলে বলে
কেমন আছ ভাই?
দুঃখের দিনে দেখলে বলে
আমার সময় নাই..

Bengali Sad Kobita
Bengali Sad Kobita

যে মানুষটা মান অভিমান
নানান কথার ছলে,
খবর নিতো রোজ।
তাকে আজও ভুলা যায়নি,
কেবল ঠিকানা হারিয়ে সে নিখোঁজ।

Bangla Sad Kobita
Bangla Sad Kobita

Read More:- Sad Bangla Status 

চোখ দিয়ে ঝরে পড়ে জল,
মনেতে তখন শোক বেশি,
জানলায় চোখ, হৃদয়ে শ্রাবণ,
ভালোবাসা ভিনদেশী

New Bangla Sad Kobita
New Bangla Sad Kobita

নিঃসঙ্গতা যখন আঁকড়ে ধরে,
পথ হারায় মনের সুখ…
চেষ্টা চলে বারবার ফেরাতে তাকে,
বাঁধা হয় বিষণ্ণতা নামের অসুখ

New Bengali Sad Kobita
New Bengali Sad Kobita

রাত জাগাগুলো কালশিটে হয়ে,
চোখের নিচে ফেলেছে ছাপ,
অভিমান পুষেছি আদর করে,
নাম দিয়েছি মন খারাপ

New Bengali Sad Kobita in 2021
New Bengali Sad Kobita in 2021

যাকে বাঁধতে চাইছো মনের কোণে,
সেও ভালোবাসে, স্বপ্ন দেখে,
অন্য কারো স্বপ্ন বোনে।

sad bangla kobita
sad bangla kobita

যা কিছু স্বপ্ন দেখেছিলাম সব দুঃস্বপ্ন হয়ে গেল…
যা কিছু ইচ্ছা ছিল সব ইচ্ছা নদীর ধারায় বয়ে চলে গেল…

kobita bangla sad
kobita bangla sad

বসে বসে ভাবি শুধু তারই কথা
সে কি বুঝে আমার মনের ব্যাথা…

sad kobita bangla
sad kobita bangla

যার জন্য থাকি বসে
ঘরে আর দোরে,
সে আসে না কখনো
আমারে আপন মনে করে।

ভালোবাসার sad কবিতা
ভালোবাসার sad কবিতা

তুমি আমার কান্নার মাঝে শুধু জলটাই দেখেছ,
বাধ ভাঙ্গা আবেগ দেখনি।
তুমি আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ
আরালে থাকা কষ্টটা দেখনি।

koster kobita
koster kobita

সে আজ অন্য কারো কথা রাখতে ব্যস্ত,
আমার কি! আমি এভাবেই অভ্যস্ত…
কথা তো আমারও রাখার কিছু ছিলো,
তোমার অবহেলা সবটা ভুলিয়ে দিলো..

দুঃখিত কবিতা
দুঃখিত কবিতা

সহ্য করতে করতে ধৈর্য্য হারিয়ে ফেলেছি,
তবুও মনকে অবিরত বুঝিয়ে চলেছি,
আজ না হয় কাল সব ঠিক হবেই।

bangla koster kobita
bangla koster kobita

Sad Poem In Bengali

প্রতিশ্রুতি লুপ্ত হয়েছে
ক্ষয়ে যাওয়া মন কাননে।
বাঁধ ভাঙা দুই নয়ণ তারা
অশ্রু ঝরায় গোপনে।

Sad Poem In Bengali
Sad Poem In Bengali

হারিয়ে গেছে অনেক কিছু,
চাইনা আর খুঁজিতে!
তাইতো এখন চুপ থাকি,
সব কিছুর মাঝেতে!

Sad Poem In bangla
Sad Poem In bangla

ওটা ক্ষনিকের মোহ ছিলো,
ভালোবাসা সে তো নয়।
মোহটা কেটেছে এখন,
প্রেম তাইতো মুক্তি চায়।

New Sad Poem In bangla
New Sad Poem In bangla

আমি যখন থাকবো না,
ক্ষমা করিও আমায়,
চোখের পাতায় আমার নামটি রেখো,
যদি কষ্ট না হয়।

সব কিছুই বদলে গেছে
বদলে গেছি আমি
আবেগ এর মাঝে ডুবেছিলাম
বাস্তবতায় ছিলে তুমি।

জানালার ওপাশে জল বৃষ্টির
হাত পাতলেই ভরে যায় শূন্য করতল
জানালার এপাশে জল বেদনার
অলক্ষ্যে ভিজিয়ে দেয় চোখের কাজল

ভুলটা তোমারও ছিল,
আজও তো বুঝলে না।
চলে তো গেলে তুমি,
দিয়ে মোরে যন্ত্রনা।

দুঃখের এই জীবনে
দুঃখ আমার সাথী!
দুঃখ কে ভাগ করে নিতে,
হলো না কেউ রাজি।

মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।

হ্যাঁ বদলে গেছি,
সময়ের সাথে তাল মিলিয়ে।
অনুভূতির পাতা ছিঁড়ে,
আমিও হারিয়ে গেছি।

ভেজা ভেজা চোখ আমি
রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে
কি করে তা লুকাবো।

ফেলে আসা এক
নদীর ধারে খুজে
বেড়াই আমি তারে..!
দেয়না দেখা আমায় কভু
তার খেয়াল তুমি
রেখো প্রভু।

কষ্ট বুকে চেপে
একলা থাকি,
কান্নার নোনাজল
অধরে মাখি,
লাভ কি বৃথা মনে,
কষ্ট চেপে,
আয় না ফিরে তুই,
আমারি বুকে.!

জানি না হারিয়ে গেছো
কোন দূর অজানায়।
জানি না কি ভূল ছিল
আমার ভাবনায়।
তাই পেয়েও হারিয়েছি
আজ তোমায়!

অভিযোগে, অভিমান আজ থেকে
সব বন্ধ, ভালোবাসা যে
আজ বড়ই ক্লান্ত।

Koster Kobita

ছেড়ে দিল যদি ভালাে থাকে
তাহলে ছেড়ে দাও,
কারন ভালো রাখার নাম
ভালোবাসা।

কে রাখে কার খোঁজ..
নতুন পেলে সবাই নিখোঁজ।

মনটা সবাই বোঝে
কিন্তু হারিয়ে ফেলার পর।

কষ্টে ভরা জীবন আমার
দুঃখে ভরা মন….
আমি যে এক আজব ছেলে
দুঃখ পেলেও হাসি।

তীরটা যখন বুকে ডুখলো তখন
একটুও কষ্ট পায়নি,
যখন দেখলামলা মানুষটা
আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি

কাউকে প্রয়োজনের চেয়ে
বেশি দাম দিতে নেই, দিলে,
সে তোমাকে সস্তা ভেবে বস্তায়
পুরে ডাস্টবিনে ফেলে দেবে।

অপ্রয়োজনে অনেক মানুষ
কাছে আসে, কিন্তু কেউ
প্রয়ােজনে পাশে থাকে না।

সব গল্পের Happy ending
হয় না, কিছু কিছু গল্পের
শেষ পাতাটাই থাকে না।

সময় লাগে না ভুল করতে,
বেশি সময় লাগে ভুল শোধরাতে।

জীবনে খারাপ সময় আসা
খুব দরকার, খারাপ সময়
আসলে মুখোশ পরা বেইমান
মানুষ গুলােকে চেনা যায়!

ভবিষ্যৎ তাকেই‌ ‍‍‌করো যে
তোমার অতীত জেনেও
বর্তমানে হাতটা শক্ত
করে ধরে আছে।

লােকে ঠিকই বলে
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷৷

ঝগড়ার পর যে প্রথম কথা বলে,
সে নির্লজ্জ নয়।
তার কাছে সম্পর্কটার মূল্য বেশি।

মন থেকে একবার কাউকে
আপন করে ফেললে,
মন থেকে তাকে মুছে
ফেলা কখনও সম্ভব নয়।

ভরা পকেট …
পৃথিবী কিনিয়ে দেয়
খালি পকেট …
মানুষ চিনিয়ে দেয়।

কখনো কারো সাথে কথা
বলার অভ্যাস করো না,
কারণ সে যখন কথা বলা
বন্ধ করে দেবে,
তখন তোমায় অনেক
কষ্ট সহ্য করতে হবে।

গিরগিটি রং বদলায়
আত্ম রক্ষার্থে।
আর মানুষ রং বদলায়
স্বার্থ রক্ষার্থে।

স্তব্দ রাতগুলো একসময়
হাঁসিতে পূর্ণ থাকতো,
আজ নীরবতায় পূর্ণ থাকে।

Bangla Dukher Kobita

তার খোঁজ​ আমি আর
রাখি না।
ডাক নামে আমি তারে
ডাকি না।

পৃথিবীতে মৃত লাশ
দেখে সবাই কাঁদে,
কিন্তু জীবিত লাশের দিকে
কেও ফিরেও তাকায় না।

কাউকে ঠকিয়ে নিজেকে
বড় ভেবো না!!
সময়ের ব্যবধানে তুমিও
একদিন ঠকে যাবে।

কোথায় স্বর্গ,কোথায় নরক
কে বলে তা বহুদূর।
মানুষের মাঝে স্বর্গ, নরক
মানুষেতে সূর অসুর।

সেই মানুষটার ভরসা
ভেঙ্গো না,
যে সব হারিয়ে শুধু তোমার
ভরসায় বেঁচে আছে!!

তুই তার প্রেমেতে অন্ধ,
আমি তোর প্রেমেতে
সীমাবদ্ধ।

খোলা চোখে হাজারো
মানুষ দেখলে,
বন্ধ চোখের সামনে যে
দাঁড়িয়ে থাকে তার
নাম ভালোবাসা।

ভালবাসার মানুষ টা কাছে
না থাকলে ও
তার জন্য পাশের সিটটা
খালি ই পড়ে থাকে!

আমার স্বপ্নগুলোতে,
দেয়ালে জমে থাকা শেওলার
মত শেওলা পরে গেছে।

আমি রাগ করি না,
কারণ আমি জানি,
আমার রাগের মূল্য
নেই কারো কাছে..!

আজীবন সাজাপ্রাপ্ত,
দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি..!

মাঝে মাঝে কষ্ট
পাওয়া ভালো !
কষ্ট মানুষ কে
পরিবর্তন করে,
আবার কষ্ট মানুষ কে
শক্তি শালি করে।

সত্য বলছি তবু যেনো
লাগছে যে মিথ্যে,
কল্পনাতে বন্দী হয়ে
জীবন কাটছে।

ভুলটা আমার ছিল
কারণ স্বপ্নটা যে আমি
একাই দেখে ছিলমা।

কষ্ট মানুষ কে
পরিবর্তন করে,
কষ্ট মানুষ কে
শক্তিশালি করে,
আর প্রতিটি কষ্টের
অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা।

সময় জুড়ে শুধু শুন্যতা
নীরবে ছুঁয়ে থাকে।
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখানো তোমায় এভাবে।

এগিয়ে গিয়েও পিছিয়ে আসি
পেরোতে চাই না একা !
এই পথের নাম পাবে নিজের দাম
তুমি একবার দিলে দেখা!

প্রত্যেক ভালবাসায়
দুইজন সুখী হলেও,
তৃতীয় জন অবশ্যই
কষ্ট পাবে !
এটাই হয়তো পৃথীবির নিয়ম.!

নিষ্পাপ হয়ে এসেছিলাম,
পাপী হয়ে যাবো।
ভাবিনি এই পৃথিবীতে
এতো কষ্ট পাবো।
বন্ধু বলো বান্ধ বলো
কেউই আপন নয়।
ক্ষনিকের এই পৃথিবীতে
সবই অভিনয়..!

যে তোমায় পেয়ে অন্যকে
ভুলে যায়সে,
তোমার থেকে ভালো
আরেক জনকে পেলে
তোমাকে ওভুলে যাবে।
কারন সে কাউকে
ভালবাসে না সে
শুধু নিজের স্বার্থ খোঁজে.!

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bengali Sad Poem গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali Sad Poem পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment