65+ Bangla Sad Status In 2023 | Bangla Emotional Status For Facebook

দুঃখ হলো আমাদের জীবনের সবথেকে গভীর অনুভূতি যা আমাদেরকে ভেতর থেকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এই পৃথিবীতে এমন অনেক কারণ রয়েছে যা আমাদেরকে দুঃখিত করতে পারে। সেই দুঃখের অনুভূতি গুলোকে হোয়াটস্যাপ, ফেইসবুক অথবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে বন্ধু-বান্ধবের সাথে ভাগ করে নিলে আমাদের মন হালকা হয়ে যাই। বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য দুঃখে-কষ্টে ভরা ৬৫ টি bangla sad statusbangla emotional status নিয়ে এসেছি।

এই ইন্টারনেটের যুগে অনেকেই তার দুঃখ-কষ্ট ও বেদনার emotion কে প্রকাশ করার জন্য WhatsApp, Facebook ও Instagram-এর মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে sad bangla status আপলোড করে থাকে। এবং আপনিও যদি তাদের মধ্যেই একজন হন তাহলে নিচে দেওয়া Emotional status in bengali ও Koster SMS গুলো আপনার sad emotion গুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে সাহায্য করবে।

Sad Status Bangla

“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।”

কষ্টের কবিতা

“আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।”

ইমোশনাল স্ট্যাটাস

Also Read:- দূর্গা পূজার স্ট্যাটাস

“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !”

দুঃখের উক্তি

Read More:- Koster Status

“চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !”

মন খারাপের উক্তি

“যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”

ভালবাসার কষ্টের পিকচার

Also Read:- Subho maha panchami in bengali

Emotional Status Bangla 2023

“চায়ের কাপে ভেজানাে বিস্কুট
একটাই শিক্ষা দেয়। কারাে
প্রতি এতটাও ডুবে যেওনা
যাতে নিজেকেই
ভেংগে পড়তে হয়।”

bengali love shayari

“যেখানে স্বপ্নয় আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।”

bangla sad shayari

Read More:- Bengali Caption For Facebook DP

“কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …”

bangladeshi shayari

“নিজেকে যদি শক্তিশালী করে
তুলতে চাও।
তাহলে একলা
কিভাবে থাকতে হয়,
তা শিখে নাও।”

new bangla sad shayari

“আমি সবার মন ভালাে
রাখার চেষ্টা করি, কিন্তু
সবাই ভুলে যায় আমারাে
একটা মন আছে।”

bangla premer shayari

Also See:- শুভ মহালয়ার শুভেচ্ছা ছবি

Sad Post Bangla

“চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা ?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা..!”

sad love poems in bengali

“তীরটা যখন বুকে ডুখলো তখন
একটুও কষ্ট পায়নি,
যখন দেখলামলা মানুষটা
আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।”

sad kobita bengali

“মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।”

sad premer kobita

“মন ভাঙ্গলে চোখের কোনে
আছড়ে পড়ে ঢেউ ,
বুকে কতটা কান্না চাপা থাকে,
জানতে পারেনা কেউ ।”

sad love poem in bengali

“ছেড়ে দিল যদি ভালাে থাকে
তাহলে ছেড়ে দাও,
কারন ভালো রাখার নাম
ভালোবাসা।”

bangla dukher kobita

Sad Love Status Bangla

“মন তাকেই পছন্দ করে
যে ভাগ্যে থাকে না !”

love shayari bengali

“যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ
নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম
দুচোখের জল লুকায়।”

valobashar koster sms

“তাকেই বেশি মনে পরে
যে সারাদিন একবার ও আমার
খোঁজ নেয় না !!”

bangla koster kobita sms

“পৃথিবীতে সবকিছু বুজতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট !”

khub koster sms

“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।”

abegi sms

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের ইমোশনাল স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো bangla sad status পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

56 thoughts on “65+ Bangla Sad Status In 2023 | Bangla Emotional Status For Facebook”

        • আমি সেই স্বপ্নের পিছু ছুটি না
          যে স্বপ্ন আমায় নিরাশ করে
          আমি সেই কল্পনাকে দূরে সরিয়ে রাখি-
          যে কল্পনা আমার অনুভূতিকে আঘাত করে কারো প্রতি অন্ধ বিশ্বাসে আমি_
          নিজেকে ছোট করি না
          আমি জানি,
          সেই
          বিশ্বাসের মূল্য খুবই তুচ্ছ!!

          Reply
    • তাকে ভালোবাসার পর
      নির্জন নিঃসঙ্গ নির্ঘুম ভালো লাগে আমার🙂💔

      Reply
      • বৃত্তান্ত তুলে ধরে লাভ নেই।
        সবার জীবন সুন্দর নয়।
        জীবনে ব্যক্তিত্ব সৌন্দর্যের সাথে রাখতে পারলে কেবল জীবন সুন্দর 😅🥀

        Reply
  1. যে আমার কান্নার কারণ খুঁজে না ,
    সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না ।

    Reply
  2. __ღ বিশ্বাস আর নিশ্বাস খুব মূল্যবান⁉️
    এক বার হারিয়ে গেলে আর ফিরে আসে না….

    Reply
    • ༅༎🌺🌸༅༎
      💓T𝐡𝐢𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐥𝐢𝐧𝐞 🖤🦋🌸
      ____ — 🦋 “আগলে রাখুন সেই মানুষটাকে যে কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনাকে ভালোবাসে,”!💖💖

      Reply
  3. অন্ধের মতো ভালবাসে ছিলাম😔।পথটা তো আমারই হারাবার কথা 😭

    Reply
  4. এখনো মনে পরে সেই দিন গুলোর কথা 😭ওই দিন গুলোর কথা মনে পরলে নিজেকে সান্তনা দিতে পারি না প্রিয়।

    Reply
  5. চোখ না থাকলেই হয়তো ভালো হতো।কারন সমাজের কিছু শ্রেণির মানুষের নোংরামী চোখে পরতনা।

    Reply
  6. ভালো লাগে তাকে বলতে পারিনা,,,
    তবে আমি Establish হয়ে তাকে Propose করবো,,

    Reply
  7. – পুরনো হলে সব কিছুর ই কদর কমে.!🙂

    – সেটা জিনিস হোক বা মানুষ..!❤

    Reply
  8. শূন্য পকেটে যে নারী ধরেছে প্রিয় মানুষটির হাত,অযুহাত দিয়ে ছেড়ে যাওয়া নারী কিভাবে বুঝবে সেই পূর্ণতারSAD

    Reply
  9. জীবন একটাই মানুষ ও একটা
    তাহলে মরবে কেনো
    তার জন্য…।

    Reply
  10. বিশ্বাস তো আমার
    সে দিন চলে গেলে
    যে দিন দেখলাম মশা
    মারার কয়েল এর উপর
    মশা বসে আছে।।

    Reply
  11. বিশ্বাস তো আমার সে দিন
    চলে গেলে যে দিন দেখলাম
    মশা মারার কয়েল এর উপর
    মশা বসে আছে।।

    Reply
  12. ভালো থাকে লাগে যে কখনো আমার হবে না।মন তাকে চাই যেই আমাকে চাই না।কি অদ্ভুত মন আমার থাকে অন্য ঘরে।

    Reply
  13. আমার ভালোবাসার মানুষ টি আজ অন্যের ভালোবাসাই আসক্ত!!!!
    Let me love 😍

    Reply
  14. তুই আমার কল্পনা মাত্র
    কিন্তু বাস্তবতা না!!!!
    ♡M♡

    Reply
  15. কেন জানিনা অন্যের বাজে ব্যবহার এ মন খারাপ হল না!!
    কিন্ত তার ছোট্ট কথাই চোখে জল চলে এলো।।।
    ♡M♡

    Reply
  16. মানুষের মন হলো কবরস্থানের মতো ভিতরে কি চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানেনা..😭

    Reply
  17. aj ami kadsi😢 tomar valobasa♥️ na pauar gnoo 💔akdin tomiu kadbe kinto
    seta tomar voler gnoo sedin tomar
    Kase hajar sokh thakleu thkbe na
    amar nispap valobasa geta tomi
    diner por din bozeu na bozar vab
    doreso 😔🥀🥀🥀🥀🥀
    ♥️I love you vromor ♥️ but l miss you vromor 😭💔💔💔🥀

    Reply
  18. ভালোবেসেছিলাম একজনকে , তাকেই ভালোবাসবো ,
    নিজের জীবনে সুখ না থাকুক,
    তার সুখেতেই হাসবো 🙂🙂

    Reply
  19. ভালোবাসা অনেক সুন্দর💔
    কিন্তু এইটা আমার জন্য নাহ🙂

    Reply

Leave a Comment