100+ Best Painful Sad Bangla breakup sms shayari

নমষ্কার বন্ধুরা, আমাদের ওয়েবসাইট Bengali Sms-এ আপনাদের স্বাগতম। আপনার কি হালফিল breakup হয়েছে এবং আপনি কিছু sad Bangla breakup sms খুঁজছেন। তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি বাছাই করা সেরা Bangla breakup sms shayari পাবেন। এই Bangla breakup sms image -গুলি আপনি খুব সহজেই কপি অথবা ডাউনলোড করে facebook– এ sad status হিসাবে পোস্ট করতে পারবেন।

বেশিরভাগ ক্ষেত্রেই breakup খুবই যন্ত্রণাদায়ক হয়। প্রেমে প্রতারিত হবার পরে আপনি যদি খুব হতাশ বা একাকী বোধ করেন তবে এই Bangla breakup quotes -গুলি আপনাকে নির্জনতা থেকে রক্ষা করবে।

bangla breakup sms

Painful Sad Bangla breakup sms

“যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”

breakup shayari bengali

“কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”

breakup shayari bengali

“মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।”

breakup shayari bengali

“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।”

breakup quotes in bengali

“হয়তাে ভুল করে তােকে
চেয়ে ছিলাম।
আমি জানতাম না।
তুই অনেকটা দামি।”

প্রেমের কষ্টের এস এম এস

“ভুলটা তোমারই ছিল,
আজও তো বুঝলে না।
চলে তো গেলে তুমি,
দিয়ে মোরে যন্ত্রনা।”

bangla dukher kobita

“ভেবেছিলাম ডাইরিতে
লিখবো ভালোবাসার গল্প!
কিন্তু লিখতে হচ্ছে
হাজারো কষ্টের গল্প।”

bewafa shayari bangla

“ভুলটা আমার ছিল,
কারণ স্বপ্নটা যে আমি
একাই দেখে ছিলমা।”

breakup quotes in bengali

“সুখের আকাশটা আজ,
রাতের মতো কালো।
সাজানো স্বপ্ন গুলো হয়ে
গেছে এলোমেলো।”

breakup shayari bengali

“স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!”

breakup shayari bengali

Bangla Sad Status পড়ুন

Breakup Bangla Shayari

আপনি কি প্রেমে প্রতারিত হয়েছেন এবং হৃদয় ভেঙে যাওয়ার কারণে হতাশ অনুভব করছেন। তাহলে আমাদের এই breakup bangla shayari আপনাকে ব্রেকআপের নির্জনতা থেকে নিজেকে সামলে নিতে সাহায্য করবে।

“যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”

breakup shayari bengali

“প্রেম,
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।”

breakup shayari bengali

“যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।”

bengali breakup shayari

“কলিজায় জায়গা দেওয়া
মানুষগুলোই একসময়
কলিজায় আঘাত করে চলে যায়।
এটাই বুঝি বাস্তবতা।”

breakup shayari bangla

“তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী।
আর আমি বদলালে অবিশ্বাসী…!”

breakup shayari in bengali

“একসময় যার হৃদয়ে থাকতাম!!
এখন তার ব্লকলিস্টে।”

breakup sad shayari bengali

“দোষটা তাের না!
হয়তাে আমার ভাগ্যে
ভালােবাসা লেখা ছিলাে না।”

breakup bangla sms

“যদি কাউকে ধোঁকা দিতে পারো,
তাহলে ভেবোনা সে বোকা ছিলো,
মনে রাখবে সে তোমাকে
বিশ্বাস করে ছিলো,
কিন্তু তুমি তার সেই বিশ্বাসের
যোগ্য ছিলেনা..!!”

breakup kobita bangla

“জানি ফিরবে না
এই মনের নীড়ে।
তবুও অপেক্ষায় থাকবো
সারা জীবন ধরে।”

breakup kobita bangla

“সুখে থেকো নিয়ে
ঐ জীবন সাথি,
অভিশাপ দেব না
হও তুমি সুখি।”

sad breakup shayari in bengali

Koster Sms পড়ুন

Best Bangla Breakup Quotes

“ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।”

sad breakup status bangla

“আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা,
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
যেখানে জমা আছে অনেক ব্যাথা।”

bengali shayari breakup

“চলেই যদি যাবে,
তো এসেছিলে কেন?
ভুলেই যদি যাবে,
তো জান বলে ডেকে
ছিলে কেন?”

friendship breakup status bangla

“আমাকে দুঃখ দিতে চাও দাও,
কিন্তু এতটা দুঃখ দিওনা,
যাতে তা যন্ত্রনা রুপ নেয়!!”

“ভালবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো।”

“অচেনা পাখি হয়ে
বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি
ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি
মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি
সুখ পাও?”

“যদি কর সুখের আশা
করিও না ভালবাসা,
ভালবাসা অতি কষ্ট,
এতে হয় জিবন নষ্ট,
ভালবাসার শেষ ফল,
বুকে বেথ্যা চোখে জল।”

“এক সাগর কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম,
সে তো আছে বেশ সুখে।”

“সপ্ন ভরা জীবনে দুঃখ
যখন আসে,
সবাই তখন পর হয়ে যায়
থাকেনা আর পাশে।
কষ্ট যখন মনের মাঝে
দিয়ে যায় ব্যথা,
সবাই তখন ভুলে যায়
সম্পর্কের কথা।”

“মাঝে মাঝে মনে হয় ভালোবেসে
অনেক বড় ভুল করেছি।
আর সেই ভুলের মাশুল
দিতে হচ্ছে এখন
দিন রাত কষ্ট পেয়ে।
সবার জীবনে ভালোবাসা সয় না।”

Bengali Sad Shayari

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bangla breakup sms গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bangla breakup sms পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment