শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা ও মেসেজ | বিবাহ বার্ষিকী শুভেচ্ছা SMS

নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা ও কবিতা। আসা করছি আজকের এই পোস্টটা আপনাদের ভালো লাগবে।

বিবাহ বার্ষিকী হলো এমন একটি অনুষ্ঠান যা আমাদের পরিবারে প্রচুর খুশি ও আনন্দ নিয়ে আসে। এই দিনে বিবাহিত দম্পতিরা তাদের বিবাহের সময়ের সমস্ত আনন্দের মুহূর্ত গুলোকে মাথায় রেখে নতুন নতুন প্রতিশুতি নিয়ে অনেক আনন্দের স্মৃতি তৈরী করে। বিবাহ বার্ষিকীর দিনটি সেই দম্পতির পরিবারের কাছেও একটি বিশেষ খুশির দিন কারণ এই দিনে শুধু দুটি মনের মিলন হয়নি বরং মিলন হয়েছিল দুটি পরিবারে। এই আনন্দের দিনের কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস ও পিকচার।

শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

তোমাদের বৈবাহিক সম্পর্ক
অমলিন,অটুট থাকুক….
শুভ বিবাহ বার্ষিকী-র শুভেচ্ছা

শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

পৃথিবীর সেরা জুটিকে জানাই
বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা
তোমাদের ভালোবাসার এই নতুনত্ব যেন
সারাজীবন এরকম ভাবেই বজায় থাকে,
সুখে ভরে উঠুক তোমাদের জীবন

বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

তোমাদের এই বিশেষ দিনে
আমি এই ফুলের গুচ্ছ দিয়ে
তোমাদের জন্যে আমার
ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি…
শুভ বিবাহবার্ষিকী

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা

Also Read:- Marriage Anniversary Wishes In Bengali

শুভ বিবাহ বার্ষিকীতে
আমার শুভেচ্ছা সব সময়
তোমাদের সাথে থাকবে…
কামনা করি তোমরা দুজনে
দুজনের হাত ধরে আরো
একশোটা বছর
একসাথে কাটিয়ে দাও..
শুভ বিবাহবার্ষিকী

শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

তোমাদের দুজনকে জানাই
বিবাহ বার্ষিকীর
অনেক অনেক শুভেচ্ছা,
আজকের এই শুভ দিন
এবং জীবনের আগামী
দিনগুলি তোমরা যেন
সুখে থাকো,
তোমাদের ভালোবাসা
যেন অটুট থাকে।

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা

“আজকের এই বিশেষ দিনে
তোমাদের জানাই
আন্তরিক শুভেচ্ছা,
এই দিনটি বছর বছর ফিরে
আসুক তোমাদের জীবনে..
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦”

বন্ধুর,​ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা

“আজ শুভদিনে রইল সাথে,
গুরুজনদের অনেক আশীর্বাদ,
হীরকজয়ন্তী যুগলে পারি দাও একসাথে,
থাকুক ভালবাসায় ভরা অগাধ।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦”

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা

মা বাবার বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

এই শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে
সুন্দর দম্পতির জন্যে,
সর্বদা যেন বসন্ত বিরাজ করে
তোমাদের খুশীর অরণ্যে…
শুভ বিবাহবার্ষিকী…

বিবাহের এত বছর পরেও
তোমাদের মধ্যের এই
ভালবাসা হোক চিরন্তন…
সুখী হও তোমরা…
শুভ বিবাহবার্ষিকী

তোমাদের জীবনের বাকি
বছরগুলো যেন এমনই
একসাথে হেসে খেলে
তোমরা কাটিয়ে দিতে পারো…
ঈশ্বর তোমাদের মঙ্গল করুন…
শুভ বিবাহবার্ষিকী

শুভ বিবাহ বার্ষিকী..
কামনা করি তোমাদের
এই বন্ধন যেন সময়ের
শেষ অবধিও একইরকম
অবিচ্ছেদ্য থাকে..

তোমাদের শুভ বিবাহ বার্ষিকীতে
আমার শুভেচ্ছা সবসময়
তোমাদের সাথে থাকবে…
কামনা করি তোমরা
দুজনে দুজনের হাত ধরে
আরো একশোটা বছর
একসাথে কাটিয়ে দাও..
শুভ বিবাহবার্ষিকী

নিজের বিবাহ বার্ষিকী

তোমার মধ্যে আমি
নিজেকে হারিয়ে ফেলি,
আর তোমায় ছাড়া আমি
আবার শুধু তোমায় খুঁজি…
শুভ বিবাহবার্ষিকী…

জীবন আমাকে হয়ত আরও
অনেক কারণ দিয়েছে খুশি থাকার..
কিন্তু আমি সবথেকে খুশি কারণ
জীবন আমাকে তোমার মতন
একট উপহার দিয়েছে…
শুভ বিবাহবার্ষিকী

“যেমনভাবে আমরা একসাথে
সব সমস্যার সমাধান
করতে করতে আমরা
এগিয়ে চলছি, তেমনভাবেই
যেন চিরটাকাল যেন আমরা
এভাবেই এগিয়ে চলি।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦”

marriage anniversary wishes in bengali language

“আমার সবটুকু ভালবাসা তোমার
জন্যে বিনামূল্যে..
তোমায় জানাই শুভ বিবাহ বার্ষিকীর
অনেক অনেক শুভেচ্ছা..
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦”

bengali marriage anniversary wishes

শুভ বিবাহবার্ষিকী সোনা
আমাদের বিবাহ বার্ষিকীতে
আমি তোমার থেকে
একটা উপহার চাই…
কথা দাও আমায় যে
তুমি চিরকাল আমায়
এভাবেই ভালবাসবে…
আর কিছুই চাই না আমি..

হয়তো আমাদের তেমন কিছুই নেই..
কিন্তু তোমার ভালোবাসাই
আমার খুশী থাকার জন্যে যথেষ্ঠ..
আমায় এতটা ভালবাসার
জন্যে Thank You…
শুভ বিবাহবার্ষিকী..

একটি বাড়ি তৈরী হয় ইঁট,
বালি দিয়ে…
কিনতু সেটি প্রকৃত অর্থে
বাড়ি হয়ে ওঠে
হৃদয়ের পরশে…
আমার বাড়িকে
Home Sweet Home
করে তোলার জন্যে ধন্যবাদ…
শুভ বিবাহবার্ষিকী.

যদি আমাদের আগে দেখা
না হয়ে আগামীকাল হত,
তবে আমি আবার তোমায়
আমার মন দিয়ে বসতাম…
কারণ আমরা পরষ্পরের পরিপূরক…
শুভ বিবাহবার্ষিকী…

যদি তুমি আমায় জিজ্ঞেস
কর যে আমি এখনও
তোমায় আগের মতন
ভালবাসি কিনা,
আমি বলব, হ্যাঁ সোনা…
যতই সময় যাক…
কিম্বা বয়স বাড়ুক,
শেষ দিন অবধিও ভালবাসব
তোমায়…
তুমি আমার চিরনতুনা…
শুভ বিবাহবার্ষিকী

বউকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

ধন্যবাদ আমার জীবনের
সবচেয়ে গভীর দুঃখগুলো
তোমার ভালবাসা দিয়ে
ভুলিয়ে দেওয়ার জন্যে…
শুভ বিবাহবার্ষিকী

আজ থেকে অনেক বছর পর
এই ছোট্ট Message টার
হয়তো আর অস্তিত্বও থাকবে না,
শুধু থাকবে আমাদের ভালবাসা…
আজকের মতই…
শুভ বিবাহবার্ষিকী…

আজ সেই বিশেষ দিনটি
আমাদের জীবনে আবার
ফিরে এসেছে…
যেদিন আমরা সাত পাকে
বাঁধা পড়েছিলাম…
তুমি আমার কাছে এখনও
তেমন বিশেষ জায়গাতেই
আছো…
আর চিরকাল থাকবেও…
শুভ বিবাহবার্ষিকী..

অচেনা ভাবে আমরা শুরু
করেছিলাম আমাদের জীবন…
কিন্তু এখন তুমি ধীরে ধীরে
হয়ে উঠেছ আমার জীবনের অংশ…
আজ তোমায় ছাড়া জীবনের
পথ চলা অসম্ভব…
সারাজীবন এভাবেই আমার
হাতটা ধরে থেকো…
শুভ বিবাহ বার্ষিকী

তোমায় পাওয়ার আগে
আমার জীবনটা একটা
সাদা পাতার মত ছিল…
যেখানে তুমি এসে লিখেছ
অনেক খুশীর সময় আর
এঁকেছ একরাশ হাসি…
এইজন্যেই তো তোমায়
আমি এত্ত ভালবাসি…
শুভ বিবাহবার্ষিকী

আমার জীবনে হয়তো
অনেক না-পাওয়া আছে…
কিন্তু তা সত্ত্বেও আমি খুশী
এবং সুখী,কারণ আমার
জীবনের সেরা পাওয়া
তো আমি তোমায় পেয়েই পেয়ে গেছি…
লাভ ইউ ফরেভার…
শুভ বিবাহবার্ষিকী…

মন বলত,এমন কাউকে
বিবাহ কোরো না যাকে
নিয়ে তুমি থাকতে চাও…
বরং এমন কাউকে বিবাহ
কোরো যাকে ছাড়া তুমি
থাকতে পারবে না…
আমি ভাগ্যবান যে আমি
তোমাকে পেয়েছি…
শুভ বিবাহবার্ষিকী…

স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

জীবনের আমায় দেওয়া সবচেয়ে
দামী উপহার হল
তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য পাওয়া…
সেই দামী মুহূর্তটার আজ
এক বছর সম্পূর্ণ হল যখন
আমরা পরস্পরের সাথে
বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম..
শুভ বিবাহবার্ষিকী

“জোনাকি হলো রাতের বাতি,
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
এই মন হলো এক মায়াবী পাখি,
আর তুই আমার সারা জীবনের সাথী।”

“এই বুকেতে লিখেছি যে
শুধু তোমার নাম।
স্বপ্ন তুমি, সাধনা তুমি,
তুমি আমার প্রান।”

“তােমায় নিয়েই আমার মনের
মাঝে হাজার চাওয়া-পাওয়া।
তােমার বধূ হয়ে আমার
সারাজীবন গান গাওয়া।”

আমার স্বামী আমাকে হাসিয়েছে,
আমার চোখের জল মুচেছে,
আমাকে সফলতা পেতে দেখেছে,
আমাকে ব্যার্থতা দেখেছে…
আমার স্বামী আমার কাছে সারাজীবনের বন্ধুত্বের উপহার…
আমাদের এই বন্ধন আরো দৃঢ় হোক প্রার্থনা করি…
শুভ বিবাহবার্ষিকী প্রিয়

সেই দিনটি কি কখনও ভোলার যেদিন আমাদের বিয়ে হয়েছিল?
তুমি আমার ভালবাসা হয়ে এলে যেদিন, সেদিন থেকেই খুশির স্রোত বয়েছিল…
তোমার ভালবাসা আর ভাবনায় আজ আমরা দুজন সুখী হয়েছি,
তোমার হাসিই আজ জীবন আমার, আমার সৌভাগ্য আমি তোমায় পেয়েছি…
শুভ বিবাহবার্ষিকী

কিছুটা পথ চলেছি একসাথে
অনেকটা পথ চলতে আছে বাকী,
তোমার সাথে থাকবো সারাজীবন
যেমন থাকে তারার সাথে আঁখি।
আমার হাতে রেখে তোমার হাত
সারাজীবন থেকো আমার সাথে
তোমার সঙ্গ ছাড়বো সেই দিন
যেদিন যাবো পরলোকের পথে।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦

তোমার সাথে ঘর বেঁধেছি
সাতাশ বছর আগে।
আজও তোমায় একলা পেলে
প্রেমের জোয়ার জাগে।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦

marriage anniversary wishes for wife in bangla

বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস ও পিকচার

অভিযোগ যদি থেকে
থাকে মনে,
করে দিও তুমি ক্ষমা।
এই শুভ দিনে শুভেচ্ছা
জানাই তোমায় প্রিয় তমা।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦

marriage anniversary sms bangla

ভালোবাসা পরিমাপের একক হল
বিশ্বাস, একে অপরের প্রতি যত
বিশ্বাস থাকবে,
তাদের ভালোবাসার পাল্লা
তত ভারি হবে।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦

25th marriage anniversary wishes in bengali

পূর্ণ হল আজ চব্বিশটা বছর,
এভাবেই থেকো শতবার
ফিরে ফিরে আসুক এই সুখের দিন,
আসুক সহস্রবার।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦

তোমার দানের পাত্র খানি
এ সংসারে দামী।
বিনিময়ে কিছুই তোমায়
দিলেম না গো আমি।
❦~শুভ বিবাহ বার্ষিকী~❦

wedding anniversary wishes in bengali language

Final Word

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা SMS পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Leave a Comment