বন্ধু-বান্ধব, ভাই-বোন, দাদা-দিদি ও অন্যান্য পরিবারের সদস্যদের জন্য ১৫০ টি সেরা শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা, দোয়া, উক্তি, কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন, এসএমএস, কার্ড ও ছবি।
বন্ধু, বান্ধব অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য জন্মদিন এর শুভেচ্ছা বার্তা খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক পোস্টটি খুলেছেন। কারন এই পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা এবং জন্মদিনের শুভেচ্ছা কবিতার সেরা কালেকশন। আপনি এই কবিতা গুলোকে খুব সহজেই Whatsapp অথবা SMS এর মাধ্যমে আপনার বন্ধু, বান্ধবী ও পরিবারের যেকোনো সদস্যকে পাঠাতে পারবেন।
ইন্টারনেটের এই যুগে বন্ধু-বান্ধবদের জন্মদিনের উপহার দেওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানানো। কাছের মানুষ গুলির জন্মদিনে একটি সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য প্রায় সকলেই ইন্টারনেটের জন্মদিন এর শুভেচ্ছা বার্তা ও কবিতা সার্চ করে। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যেই। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা হৃদয়কে স্পর্শ করে যাওয়ার মতো সেরা কিছু জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা
এক বছর পরে এল
ফিরে আজকের এই দিন।
তাই তো তোকে জানাই
শুভ জন্মদিন।
ভালো থাকিস।
জন্মদিনের প্রতিটি মুহূর্ত
তোমার সুন্দর ভাবে কাটুক।
শুভ জন্মদিন
“আরও একটি বছর এসে গেলো,
বেড়ে যাবে আরও একটি মোমবাতি।
কালও ছিলাম আজও আছি,
তোমার জন্মদিনের সাথি।
❦~শুভ জন্মদিন~❦”
“জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
❦~শুভ জন্মদিন~❦”
Read More:- Bengali Birthday Wishes
“আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন
শুভেচ্ছা জানাই আজ তোমার
❦~শুভ জন্মদিন~❦”
“আরো একটি বছর করলে তুমি পার।
সুস্থ থাকো, ভালো থাকো।
এই কামনা করি বার বার।
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়ে
❦~শুভ জন্মদিন~❦”
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
তোমার স্বপ্ন গুলি পূর্ণতা পাক,
আশীর্বাদে ভরা থাকুক তোমার ভবিষ্যৎ,
আজকের দিনটি আনন্দে কাটাও।
শুভ জন্মদিন
সুখের ঘরে হোক তোমার বসবাস,
স্বপ্নগুলো সত্যি হয়ে,
কেটে যাক ১২ মাস।
শুভ জন্মদিন
আসুক ফিরে এমন দিন,
হয়ে উঠুক তোমার জীবন রঙিন।
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা
জন্মদিনের এই বিশেষ মুহূর্তটাকে,
বন্দু-বান্ধব ও পরিবারের সাথে
বিশেষ আনন্দ ও উৎসাহের
সাথে সেলিব্রেট করুন।
শুভ জন্মদিন স্যার
তোমার এই বিশেষ দিনে,
কামনা করি তোমার জীবন
আনন্দে ভরে উঠুক,
সুখে থাকো সারাজীবন,
শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
“আজ তোমার জন্মদিন
এলো খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনো তোমার মন,
এমনি আনন্দে রঙিন।
❦~হ্যাপি বার্থডে~❦”
“এসেছে জন্মদিন এক বছর পরে,
দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাঁসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই এবারে।
হাঁসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।”
জন্মদিনের শুভেচ্ছা উক্তি ও বাণী
তুমি তোমার জীবনের একটি
নতুন বছর শুরু করতে চলেছো,
তোমার অতীত, ব্যর্থতা, ভুল
সব পিছনে ফেলে,
নতুন ভাবে সাফল্যের, আনন্দের জীবন শুরু করো।
জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
জন্মদিনটা হল জীবনের সবচেয়ে
বিশেষ দিনগুলোর মধ্যে একটা,
তোমার এই বিশেষ দিনটাকে
প্রাণ ভরে উপভোগ করো
আরও একশ বছর।
তোমার বিশেষ দিনে,
কামনা করি তোমার জীবন
আনন্দে ভরে উঠুক,
সুখে থাকো সারাজীবন।
শুভ জন্মদিন
“❦~শুভ জন্মদিন~❦
সূর্যের মত উজ্জ্বল হও,
সাগরের মত হও চঞ্চল।
আকাশের মত হও উদার,
আর ঢেউ এর মত উচ্ছল।”
“আজকের এই দিনে,
আশা রাখি জীবনের আনন্দ
যাত্রায় কখনই সত্যের পথ
থেকে সরে যাবে না,
জন্মদিনের শুভেচ্ছা নিও।
❦~শুভ জন্মদিন~❦”
“অতীতের সব দুঃখজনক
ঘটনাকে ভুলে যাও…
মন দাও বর্তমানের দিকে…
অনেক অনেক খুশির জোয়ার
আসুক তোমার জীবন জুড়ে…
শুভ জন্মদিন”
“কারও প্রিয়দিন Sunday
কারও প্রিয়দিন Monday,
আমার প্রিয়দিন তোমার Birthday
❦~শুভ জন্মদিন~❦”
জন্মদিনের শুভেচ্ছা কবিতা
কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানর একটি অন্যতম উপায় হল জন্মদিনের কবিতা। আপনি নিচে দেওয়া কবিতা গুলোকে ব্যাবহার করে খুব সহজেই যেকনো ব্যাক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। এবং সেই ব্যাক্তি যদি আমার মত কবিতা প্রেমি হয় তাহলে তিনি আপনার জন্মদিনের শুভেচ্ছা পেয়ে খুশি হবেন। প্রিয় মানুষ গুলির জন্মদিনের জন্য ২০২৩ সালের ৭টি সেরা জন্মদিনের শুভেচ্ছা কবিতা:-
“দিন যায় রাত আসে
মাস যায় বছর আসে,
সবাই থাকে শুদিনের আশায়,
আমি থাকি শুধু তোমার
জন্মদিনের আশায়!
❦~শুভ জন্মদিন~❦”
“আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোন দিন।
তোমায় জানায় শুভ জন্মদিন।”
“নতুন সকাল, নতুন দিন,
নতুন করে শুরু।
যা হয় না যেন শেষ।
জন্মদিনের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS।
❦~শুভ জন্মদিন~❦”
“ফুলের হাসিতে প্রাণের খুশিতে
সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে
করেছে ভুবন রঙ্গীন
তোমাকে জানায় হৃদয় থেকে
❦~শুভ জন্মদিন~❦”
“গ্রীষ্মের ফুলগুলি,
বর্ষার অঞ্জলি।
শরতের গীতালি,
হেমন্তের মিতালী।
শিতের পিঠা-ফুলি,
বসন্তের ফুল-কলি ।
এমনি করে ভরে থাক,
তোমার জীবনের দিনগুলি ।
❦~শুভ জন্মদিন~❦”
“আধার ভেঙ্গে সূর্য হাঁসে
বিশ্বভুবন আলোয় ভাসে।
পাক-পাখালি ধরলো গান
নদীর বুকে ওই কলতান।
তর তরিয়ে চললো তরী
মহাসাগর দেবো পাড়ি।
তরু শাখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন।
❦~শুভ জন্মদিন~❦”
“তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
❦~শুভ জন্মদিন~❦”
হ্যাপি বার্থডে উইশ (Jonmodiner Suveccha In Bengali)
“জানাই শুভ জন্মদিন,
তোমার জন্য এই পৃথিবীটা
হয়ে যাক রঙিন।
❦~শুভ জন্মদিন~❦”
আসুক ফিরে দিনটি বারবার,
ভালো কাটুক বছরটা তোমার,
প্রিয়জনের সঙ্গে থাকো ভালো,
ভরে উঠুক জীবনে তোমার আলো,
শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।
একটা বছর পেরিয়ে এলো,
তোমার জন্মদিন।
আনন্দে কাটুক সারাটাদিন।
রামধনুর সাতরঙ্গে সেজে উঠুক তোমার জীবন,
ভালোবাসায় ভরে যাক তোমার মন।
শুভ জন্মদিনের শুভেচ্ছা
আজকের এই বিশেষ দিনটাকে
আনন্দ ও মজা করে উপভোগ করো।
পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার কাছে আসে।
প্রার্থনা করি তোমার সব স্বপ্ন পূরণ হোক।
শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা
“A ফর আমি,
B ফর বলতে,
C ফর চাই,
D ফর দারুণ,
E ফর একটা,
F ফর ফাটাফাটি,
G ফর গোপন কথা,
H ফর হ্যাপি বার্থডে!”
ঈশ্বরের আশীর্বাদে তোমার
প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে।
আর তোমার চারিপাশে ছড়িয়ে
থাকুক খুশির নানান আভাস।
আজকের এই শুভক্ষণে তোমাকে জানাই,
শুভ জন্মদিন
“আজ বারোটায়,
একটু খানি কাটিয়ে
ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
❦~শুভ জন্মদিন~❦”
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও ছবি
“পাখির গানে পরিবেশে
মায়াবি এক ধোঁয়া,
পেয়েছে ওরা তোমার
শুভ জন্মদিনের ছোঁয়া।
❦~শুভ জন্মদিন~❦”
শুভ জন্মদিন
আজকের দিনটি ভালো কাটুক,
এবং আগামী দিনগুলোও আনন্দে কাটুক।
তোমার এই শুভদিন উজ্জ্বল হয়ে উঠুক
ভালোবাসার সূর্যালোকে এবং
হাসির রামধনুতে।
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।
“স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পুরন হোক
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা যাক ভরে।
জীবনটা হোক ধন্য
শুভ কামনা তোমার জন্য।
❦~শুভ জন্মদিন~❦”
“আজকের এই দিন,
তোমার জন্য হোক রঙিন।
❦~শুভ জন্মদিন~❦”
“সবাইতো ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,
আমি না হয় Sms দিয়ে বললাম ।
❦~শুভ জন্মদিন~❦”
কাছের মানুষ গুলির জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিন প্রতিটি মানুষের কাছেই একটা বিশেষ দিন। জন্মদিন মানে কিছু নতুন লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। আর এই দিনে নিজের কাছের মানুষকে তার জন্মদিনে শুভেচ্ছা জানানো একটা সাধারণ ব্যাপার। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা কিছু বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা এবং জন্মদিনের কবিতা। আমাদের শুভ জন্মদিন এর শুভেচ্ছা বার্তা গুলো কে ব্যাবহার করে আপনি আপনার বন্ধু, বান্ধবী ও পরিবারের মনুষকে খুব সহজেই শুভেচ্ছা জানাতে পারবেন।
বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা
বান্ধবীকে Impress করতে চান? তাহলে তার জন্মদিনে তাকে একটি ভালো উপহারের সঙ্গে একটি ভালো জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান। কিন্তু একটি ভালো শুভেচ্ছা বার্তা খুঁজে পাওয়া একটু মুশকিল হতে পারে। ঠিক সেই জন্যই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর শুভেচ্ছা বার্তা। নিচে দেওয়া শুভেচ্ছা বার্তা গুলো ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।
“জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
❦~শুভ জন্মদিন~❦”
“তোর জন্য ভালোবাসার লক্ষ..
গোলাপ জুঁই..
হাজার লোকের ভিড়ে
আমার থাকবি হৃদয়ে তুই।
❦~শুভ জন্মদিন প্রিয়~❦”
“রাজার আছে অনেক ধন
আমার আছে সুন্দর মন
পাখির আছে ছোট্ট বাসা
আমার মনে একটি আশা
দিবো তোমায় ভালোবাসা।
❦~HAPPY BIRTHDAY~❦”
“চোখ খুলি বা বন্ধ করি
তুমিই ভেসে আসো!
মেয়ে তুমি আমায় কি
এমনি ভালবাসো?
❦~শুভ জন্মদিন প্রিয়তমা~❦”
“রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
❦~Happy Birthday~❦
❦~Janu~❦”
“আমাদের ভালোবাসায়,
পুরন হোক তোমার
মনের সব আশা,
সুখী থাকবে তুমি নিয়ে
আমাদের ভালোবাসা!!
❦~শুভ জন্মদিন~❦”
“কোন রাজার সিংহাসন
থেকে নয়,
হিমালয়ের পাদদেশ
থেকে নয়।
৭ সমুদ্র ১৩ নদীর ওপাড়
থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির
থেকে জানাই শুভ জন্মদিন।”
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা মেসেজ
বন্ধুদের জন্মদিন মানেই একটি মজার দিন। বন্ধুর জন্মদিনে বন্ধুকে কেক মাখানো থেকে শুরু করে তার কাছ থেকে পার্টি নেওয়া জন্মদিনের একটা অংশ হয়ে উঠেছে। নিচে দেওয়া আনকমন জন্মদিনের শুভেচ্ছা গুলি এই বিশেষ দিনটাকে আরো মজাদার করে তুলতে সাহায্য করবে।
সাফল্য আর ভালোবাসায় ভরা থাকুক তোর জীবন,
আশীর্বাদ ও আন্তরিকতায় ভরে উঠুক আজকের এই দিনটি।
শুভ জন্মদিন বন্ধু
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি।
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,
তোমার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি।
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে।
তোমার মতো বন্ধু সবচেয়ে
সুন্দর হীরার চেয়েও বেশি দামি।
তুমি কেবল শক্তিশালী এবং জ্ঞানীই নও,
পাশাপাশি দয়াবান এবং চিন্তাশীলও…
তোমার জন্মদিনের এই শুভদিনে
কামনা করি তুমি যেন জীবনের
সকল সুখ পাও।
মাঝে মাঝে ভাবি তোর জন্মদিনটা
একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত।
আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ।
যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি আমরাই জানায় তোকে,
শুভ জন্মদিন দোস্ত
জীবনের গাড়ি এগিয়ে চলুক এই ভাবেই,
সাফল্যের চর শিখরে আহরণ করো,
মনের সব আকাঙ্খা পূর্ণ হোক তোমার,
ভালোবাসার সাগরে ভেসে বেড়াও সর্বদা।
শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমাকে
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
বেঁচে থাকো আরো হাজার বছর।বিঃদ্রঃ এই শুভ দিনে একটি ট্রিট পাওনা থাকে। চাইলে তুই নিজ ইচ্ছায় দিতে পারিস, না হলে আমাদের কেই অন্য পথ অবলম্বন করতে হবে।
“সকাল থেকে সন্ধ্যা,
তোমার জন্মদিন হোক উজ্জ্বল,
জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
❦~শুভ জন্মদিন~❦”
দাদা ও ভাই এর জন্মদিনের শুভেচ্ছা কার্ড
প্রতিটি জন্মদিন একটি নতুন শুরুর ইঙ্গিত।
কামনা করি তোমার জন্মদিন তোমার জীবনে
যেন একটি নতুন সূচনা করে।
শুভ জন্মদিন ভাই
শুভ জন্মদিন প্রিয় ভাই,
সুন্দর ও শুভ হউক তোমার আগামীর পথ চলা,
আমার শুভ কামনা রইলো।
ভালোবাসায় ভরে উঠুক আজকের দিনটি,
বড়দের আশীর্বাদ থাক মাথার ওপরে,
ছোটদের স্নেহ নিয়ে এগিয়ে চলো জীবনের পথে।
আনন্দে কাটুক দিনটি।
শুভ জন্মদিনের শুভেচ্ছা দাদা
“মুছে দাও পুরনো বেদনা,
খুলে দাও মনেরি জানালা,
ভুলে যাও ব্যাথার দিনগুলি,
মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা,
মনে জাগাও
নতুন নতুন আশা।
❦~শুভ জন্মদিন~❦”
“বাড়লো আরেকটা বছর
তোমার জীবনের,
এগিয়ে যাও সন্মানের সাথে,
আনন্দের সাথে আরো দূরে।
ইচ্ছে হোক তোমার পুরন।
শান্তি থাকুক তোমার প্রানে।
ভালোবাসুক সবাই তোমায়
এই জন্মদিনে।
❦~শুভ জন্মদিন~❦”
“চারিদিকে আজ সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা গাইছে গান, ফিরেছে মুগ্ধতা।
প্রকৃতি যেন হেলে দুলে হয়েছে রঙিন,
আজ আমার প্রিয় দাদার জন্মদিন।
❦~শুভ জন্মদিন দাদা~❦”
দিদি ও বোনের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস
নিচে দেওয়া শুভ জন্মদিন এস এম এস গুলোকে আপনি খুব সহজেই “কপি করুন” বাটানে কিল্কি করে কপি করতে পারবেন। এবং এই Sms গুলো কে আপনি Whatsapp-এর মাধ্যমে আপনার বন্ধু, বান্ধব বা পরিবারের সদ্যসেদের পাঠাতে পারবেন।
তোমার জীবনের এই নতুন বছর যেন হাসিতে ভরে থাকে,
আজকের দিনটি মজা আর আনন্দ করে কাটুক।
বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলো।
শুভ জন্মদিন প্রিয় বোন
তোমার জন্য আমার আন্তরিক প্রার্থনা রইলো,
সবসময় ঈশ্বরের ভালবাসা তোমার সাথে থাকুক,
তাঁর অন্তহীন, সীমাহীন অনুগ্রহের মধ্য দিয়ে তিনি তোমাকে আশীর্বাদ করুক।
তোমার জীবনে অনেক সুখ এবং সাফল্য আসুক।
শুভ জন্মদিন প্রিয় দিদি
আজকের শুভ দিনে মায়ের কোল আলো করে,
তুমি এসেছিলে এই ভুবনে।
এমনি করেই ভুবন ভরে থাকো তুমি চিরতরে।
শুভ জন্মদিন বোন
“জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি আর ভালোবাসা,
পৌছবে তোমার কাছে,
এই আমার আশা।
এই কবিতা পড়ে তুমি
হাসবে হয়তো,
কে বা জানে উদ্যেশ্য
সফল হবে!
যদি এই SMS একটা হাঁসি
তোমার মুখে আনে।
❦~শুভ জন্মদিন দিদি~❦”
“বাইরে তাকিয়ে দেখো
কি মনোরম পরিবেশ।
তোমার জন্য সূর্য হাঁসছে,
গাছেরা নাচছে,
পাখিরা গান গাইছে,
কারন আমি সবাইকে
বলেছি শুভেচ্ছা জানাতে।
❦~শুভ জন্মদিন~❦”
“চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
❦~Happy Birthday~❦”
ছেলে ও মেয়ের জন্মদিনের শুভেচ্ছা কবিতা
প্রার্থনা করি সাফল্যের শিখরে তোমার নাম লেখা হোক,
তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আরো সুন্দর করে তুলুক,
সাহস নিয়ে সব মুশকিল সম্মুখীন হও,
কামনা করি তোমার এই দিনটি খুব ভালো কাটুক।
জীবনের সব আকাঙ্খা পূর্ণ হোক তোমার,
বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলো জীবনের পথে।
শুভ জন্মদিন
“এই দারুন দিনটায় জানাই
তোমাকে অভিনন্দন
জীবনে চলার পথে
সৌভাগ্যবান থেকো,
আগামি জীবনটা আনন্দময় হোক,
এই আশা করি।
আজ দিনটা ভালোভাবে
উপভোগ করো।
❦~শুভ জন্মদিন~❦”
আজকের এই দিনটির জন্য
একটা বছর ধরে ওয়েট করছি।
কারন এই স্পেশাল দিনে
সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে
স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে।
শুভ জন্মদিন
“ফুলে ফুলে ভরে যাক
তোমার ভুবন,
রংধনুর মত সাত রঙ্গে
রাঙ্গুক তোমার জীবন।
দুঃখ কষ্ট গুলো হারিয়ে
যাক দূর অজানার দেশে।
তোমার জীবন যেনো
সুখের সাগরে ভাসে।
এই কামনা করি বিধাতার কাছে।
❦~শুভ জন্মদিন~❦”
বাবা মায়ের জন্মদিন নিয়ে কিছু কথা
যতই ঝগড়া হোক,
রাগ হোক তোমার শাসনে,
কষ্ট হোক তোমার বকুনিতে,
তবু তোমাকে ছাড়া একদিনও
চলে না আমার..
Love You মা
শুভ জন্মদিন মা
এই সাধারণ ধন্যবাদ ও আলিঙ্গনটি
তোমার মত এক অসাধারণ বাবার জন্যে।
তোমাকে খুব ভালোবাসি বাবা…
শুভ জন্মদিন বাবা
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই
আমার জানা সবচেয়ে সুন্দর মানুষটিকে,
তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে,
অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!
আজকের দিনটি সুন্দরভাবে উপভোগ করো।
শুভ জন্মদিন বাবা
“আজকের এই সময়টা,
শুধু তোমার জন্য আর
কারো নয়।
❦~শুভ জন্মদিন মা~❦”
“এই দিনটা আসে যেন
বছর বছর ফিরে।
যেনঃ অনেক স্বপ্ন দেখতে
পারি তোমায় আমি ঘিরে ।
❦~শুভ জন্মদিন বাবা~❦”
জন্মদিনের সেরা কিছু গান
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
বান্ধবীকে তার শুভ জন্মদিনে কি উপহার দেবেন ?
বান্ধবীকে তার জন্মদিনে উপহার দেওয়ার জন্য একটি গোলাপ ও আপনার পছন্দ মতো একটি টেডি বেয়ার নইলে লেডিস পার্স নিন এবং তার সঙ্গে ওপরে দেওয়া জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলোর মধ্যে থেকে একটি সুন্দর শুভেচ্ছা বার্তা জন্মদিনের শুভেচ্ছা কার্ডে লিখে তাকে দিয়ে দিন।
প্রিয় বন্ধুকে তার জন্মদিনে কি উপহার দেবেন?
প্রিয় বন্ধুকে তার জন্মদিনে আপনি একটি কীচেন (Keychain) অথবা একটি হেডফোন উপহার হিসাবে দিতে পারেন।
একটি বাচ্চাকে তার জন্মদিনে কি উপহার দেবেন ?
একটি বাচ্চাকে তার বয়স অনুযায়ী জন্মদিনে আপনি পেন্সিল বাক্স থেকে শুরু করে খেলনা, ক্রিকেট ব্যাট, বল ইত্যাদি দিতে পারেন।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনাদের সাহায্য করতে পেরেছে। এই আর্টিকেলটির সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।