বেস্ট বাংলা ফেসবুক এটিটিউড ক্যাপশন ও শর্ট ক্যাপশন ফর ডিপি (Best Bengali Attitude Caption For Facebook And Instagram 2023)
Facebook প্রোফাইলে ক্যাপশন আপলোড করার জন্য নতুন এবং সেরা Bangla Caption খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক ব্লগ পোস্টে এসেছেন। কারণ এই ব্লগ পোস্টে আমরা আপনাদের জন্য সকল ধরণের Bengali FB Caption নিয়ে এসেছি। এই ক্যাপশন গুলোকে আপনি খুব সহজেই কপি করে নিজের পছন্দ মতো ছবির সাথে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন।
ফেসবুকে লাইকস ও ফলোয়ার বাড়ানোর জন্য আমরা সকলেই সুন্দর সুন্দর ছবি পোস্ট করে থাকি। তবে, সঠিক ক্যাপশন ও শব্দের অভাবে আমরা সেই ছবি গুলোতে ক্যাপশন অ্যাড করতে পারিনা তাই আমাদের পোস্টে সেই রকম লাইকস আসেনা। ঠিক সেই জন্যেই বেশিরভাগ ফেইসবুক উজাররা ফেসবুকে ছবি পোস্ট করার আগে ইন্টারনেটে একটি ভালো বাংলা ক্যাপশন এর সন্ধান করে থাকে। তাই আমরা আজকের এই পোস্টে ১০০ টি সেরা বাংলা ফেইসবুক ক্যাপশন নিয়ে এসেছি।
Bangla Caption For Facebook
সাধারণত আমি খিস্তি মারি না,
আর যদি মেরে থাকি-তাহলে!
You deserve it
যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।
যেচে কথা বলি বলে,
মূল্যহীন ভেবো না।
Also Read:- Bangla Emotional Status For Facebook
দুনিয়া থাক দুনিয়াতে,
আমি থাকি আমাতে।
আমি হয়তো দুষ্টু,
কিন্তু খারাপ না।
দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা।
পড়াশুনা করে অনেক
কিছু করতে হবে আমাকে।
কিন্তু পড়াশুনাটাই
তাে ভাল লাগে না!
সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।
তুই ঠিকই বলেছিলিস,
Yes, I Deserve Better
আমাকে বুঝতে গেলে,
আপনাকে বুদ্ধি GB হতে হবে।
প্রতিদিন থেকে শেখা
অভিনয় আরেক পেশা।
আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার
করতে পারে না।
বেস্ট ক্যাপশন বাংলা
তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী।
আর আমি বদলালে অবিশ্বাসী…!
প্রেম?
নাহ!
ওটা থেকে এখন
দূরে থাকি।
Also Read:- Love Caption In Bengali | Romantic Caption For FB In Bengali
অতাে টাও ভদ্র নই!
যে বাল গালি দেবাে না।
সফল হতে অনেকেই চায়
নিজেকে তেমন করে বানায়না।
ঈগল হয়ে উড়তে গেলে
হাঁসের সঙ্গে সাঁতার মানায় না।
গরিব মানুষ স্যার
দিনে চাঁদ দেখি।
গল্প দিয়েই মেটাতে হয়।
বাস্তবতার দাম,
লেখক হয়ে পাল্টাই
তাই চরিত্র দের নাম।
কেউ ভালবাসে..
কেউ টাইমপাশে..
ফুচকা is LOVE
তেঁতুলজল is EMOTION
আমার কোনাে পােস্ট দেখে যদি,
আপনার ফাটে তবে বুঝবেন
ওটা আপনার জন্যই ছিল।
মানুষ বদলায়,
কারন বদলে যাওয়াটাই
মানুষের স্বভাব।
Attitude Caption In Bangla 2023
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মধ্যে বিশ্বজুড়ে ফেসবুকের ইউজার সর্বাধিক। এককথায় Facebook বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট। এতে ইউজাররা পোস্ট, ফটো, ডিপি, শেয়ার করার সাথে সেগুলিতে bengali caption অথবা লাভ ক্যাপশন add করতে পারে। সেইজন্য আজ আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিছু Bengali Caption For Facebook image নিয়ে এসেছি।
আমার আমি বড্ড দামি।
জন্ম নিয়েছি।
কারাে মনের মতাে
হওয়ার জন্য নয়,
বরং নিজের মতাে
করে বাঁচার জন্য!
শুধু Ego টাই না!
দূরত্ব টাও বেড়ে গেছে।
পারলে Ego টা সরিয়ে,
Ogo বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।
বন্ধুত্ব কখনাে হাড়ায় না
হাড়িয়ে যায় সেই মানুষটা
যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না!
Also Read:- Friendship Status In Bangla
দেখে নিস আমিও
একদিন বদলে যাবাে,
তারপর শতবার ডাকলেও
আর ফিরে আসবাে না।
Camera..
দিয়ে মানুষের ছবিটা
তুলা যায় But চরিত্রটা নয়!
কেউ কাউকে কিছু শেখায় না,
ধাক্কা খেতে খেতে নিজেকে
শিখে নিতে হয়।
আমি এমন একটা তুমি চাই।
যে তুমিতে আমি ছাড়া
অন্য কেউ নাই।
একদিন তো মরেই যাবো।
জিরাফের সাধ নাই মাঠে-ঘাটে,
ঘুরিতে ফড়িঙের ঢং ধরি
সেও চায় উড়িতে।
বাংলা শর্ট ক্যাপশন
আমিও প্রেমে পরতে চাই।
কেউ একটু ধাক্কা দিবি?
প্রেমের মধ্যে ভয় না থাকলে
রস নিবিড় হয় না।
যার ভালােবাসা যত গভীর
তার ভালােবাসার প্রকাশ তত কম।
ভালােবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়,
প্রকাশ করার বিষয় নয়।
সম্পর্ক শব্দটা খুব ছােট!
কিন্তু গড়াটা ভীষণ কঠিন!
আপনারে দীপ করি জ্বালাে,
আপনার যাত্রা পথে আপনি
দিতে হবে যে আলাে।
প্রিয়জনকে প্রয়ােজন বানাও,
প্রয়োজনে কাউকে প্রিয়জন
বানিও না!!
সম্পর্ক চলা কালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।
ভালােবাসাতেও বাড়ছে রােজই
মন্দবাসার হার,
অনাদরে থেকেই বরং
বাড়ুক আবদার।
ভালােবাসা হােক কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই বিশ্বাস
শুধু তুমি চাও যদি,
সাজাবাে আবার নদী।
না বয়ে সময়ের চোরা স্রোতে,
আজ ভেসে যাই কল্পনাতে।
Bengali Captions For Instagram
চেনা মানুষের মুখে নতুন মুখোশ।
সময়ও তাে বদলায় ওদের কি দোষ!
একমাত্র গল্পকারই জানে,
সব চরিত্র কাল্পনিক হয় না,
সব গল্প গল্প হয় না…
আগে ভালােবাসতে গেলে মন লাগতাে,
এখন যােগ্যতা লাগে…!!
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।
ভেবে ছিলাম তাের রাজ্যের রাজা হবাে।
But জানতাম না।
তাের রাজ্যে প্রহরীর চেয়ে
রাজার সংখ্যা বেশি।
ভালােবাসা থেকে বিয়ের দূরত্ব,
হল বেকারত্ব।
ভালো থাকিস,
বলেই আমাদের গল্পটা শেষ।
কোথাই খুঁজবাে তাকে..?
সে তো হরাইনি বদলে গেছে।
বেশি Take Care করলে
সে তাে তােমাকে Over Take
করেই চলে যাবে।
মনটাও কি জিনিস বুকের
মধ্যে তাে থাকে কিন্তু আয়ত্বে থাকে না…
Short Caption For Profile Picture Bangla
দোষটা তাের না!
হয়তাে আমার ভাগ্যে
ভালােবাসা লেখা ছিলাে না।
যাহারা শান্তভাবে সহ্য করে
তাহারা গভীরতররূপে আহত হয়।
দেখতে হয়তাে মন্দ,
তাই তাে ভালােবাসার
দরজা বন্ধ।
দূরত্ব বাড়লে যোগাযোগ নিভে যায়।
সময়কে সময় দিন
সব ঠিক হয়ে যাবে।
মন অনেকের ভাল হলেও
কপালটা সবার ভাল হয় না!
আমার এ পথে নেই
যে কোনো পাপ।
ভালােবাসাটা ছিলাে
শুধুই অভিশাপ।
আমি হাঁসতে ভালােবাসি কারণ,
হাঁসিটাই তাে দুঃখ
লুকানাের একমাত্র অস্ত্র!
পারলে গিয়ে স্বপ্ন কিনিস বাজারে…
মিথ্যে প্রতিশ্রুতি বিকিয়ে আসিস না।
একসময় যার হৃদয়ে থাকতাম!!
এখন তার ব্লকলিস্টে।
বাংলা ফেসবুক ক্যাপশন
অভিমান জমে জমে
আমি আজ ব্যাথাহীন।
আজ হয়তাে অন্য কারাে
ভালােবাসার মানুষ তুমি,
অন্য কারাে ক্যানভাসে আঁকা ছবি..
ধৈর্য মানুষের উন্নতি করে।
আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।
অবহেলায় লােহাতেও মরচে পরে,
আর, আমরা তাে
রক্তমাংসের মানুষ মাত্র।
হঠাৎ একদিন চলে
গেছাে তাতে ক্ষতি নেই।
কারণ, জীবন তবুও চলবে
জীবনের গতিতেই।
অভিমানী মন
কুড়ে কুড়ে খাচ্ছে
আমায় সারাটাক্ষণ।
ওই ব্যাকস্পেস টাই জানে,
কত না বলা কথার মানে!
উড়ে যেতে চায়?
যাক না সে অন্য দেশে।
ভুল হয়েছে, হতেই পারে।
জন্ম যখন মানুষ বেশে।
নদীর এপাড় ভাঙ্গে ওপর গড়ে।
আমার সপ্ন গুলােও তেমনি
প্রতিদিনই কিছু ভাঙ্গছে।
আবার কিছু গড়ে উঠেছে।
সবাইকে খুশি করার
চেষ্টা করে কোনাে লাভ নেই,
কারণ প্রদীপের নিচেই
থাকে জমাট বাঁধা অন্ধকার।
আজকাল কারাে সাথে
মন খুলে কথা বলতেও
ভয় লাগে।
বাংলা ক্যাপশন ফর ডিপি (DP)
গলেছে একটা মন,
চেনা আলিঙ্গনে!
ভিজেছে একটা মন সামান্য চুম্বনে।
তুমিও বােঝ আমিও বুঝি
বুঝেও বুঝি না,
তুমিও বলাে আমিও বলি তবে
সােজাসুজি না।
মাথার উপর যে শূন্যতা তার
নাম আকাশ বুকে
ভেতর যে শূণ্যতা তার
নাম দীর্ঘশ্বাস।
সময়ের সমুদ্রে আছি,
কিন্তু একমুহূর্ত সময় নেই।
নাই যদি বা এলে তুমি
এড়িয়ে যাবে তাই বলে?
অন্তরেতে নাই কি তুমি
সামনে আমার নাই বলে।
মানুষ রােগে কম মরে।
ভালােবাসায় বেশি ..
কিচ্ছু চাইনি আমি।
আজীবন ভালবাসা ছাড়া।
নিঃসঙ্গতার খাঁচায় বন্দি প্রাণ!
Funny & Comedy caption for FB in Bengali
আমি খুব শান্ত আর ভদ্র।
শুধু সাক্ষীর অভাবে
প্রমাণ করতে পারছি না।
Read More:- Latest Funny Jokes In Bangla
গবীর হতে পারি,
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।
শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।
বাবা:-তাের ফোনের লক টা খুলে দে তাে।
আমি:- Fingerprint টা ভুলে গেছি।
যখন তােমার একা লাগবে
তুমি চারদিকে কিছুই দেখতে
পাবে না দুনিয়াটা
ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে
এসাে তােমাকে চোখের
ডাক্তারের কাছে নিয়ে যাবো।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
সেরা Bangla Caption কোনটি?
আমাদের এই পোস্টে দেওয়া প্রতিটি caption-ই সেরা। তবে নিচে দেওয়া bangla caption টিকে সেরার সেরা বলা যাই।
❝যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।❞
সেরা Attitude Caption কোনটি?
নিচে দেওয়া Attitude Caption টিকে সেরা বলা যাই।
❝আমার আমি বড্ড দামি।❞
আরো Bengali Funny Caption কোথায় পাবেন?
আমরা আপনাদের জন্য সেরা কয়েকটি Bengali Funny Caption এসেছি। তবে আপনি যদি আরো Bengali Funny Caption পড়তে চান তাহলে আপনি আমাদের এই পোষ্টটি ভিসিট করতে পারেন। 👉👉 Bangla Funny Sms
Final Word
আমরা এই Bangla caption গুলি আপনাদের স্পেশাল ডিমান্ড অনুসারে বানিয়েছি। সুতরাং যদি এগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন-এ আমাদের প্রচেষ্টার প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bangla caption পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।