বেস্ট বাংলা ক্যাপশন | Bengali Attitude Caption For Facebook And Instagram

বেস্ট বাংলা ফেসবুক এটিটিউড ক্যাপশন ও শর্ট ক্যাপশন ফর ডিপি (Best Bengali Attitude Caption For Facebook And Instagram 2023)

Facebook প্রোফাইলে ক্যাপশন আপলোড করার জন্য নতুন এবং সেরা Bangla Caption খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক ব্লগ পোস্টে এসেছেন। কারণ এই ব্লগ পোস্টে আমরা আপনাদের জন্য সকল ধরণের Bengali FB Caption নিয়ে এসেছি। এই ক্যাপশন গুলোকে আপনি খুব সহজেই কপি করে নিজের পছন্দ মতো ছবির সাথে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন।

ফেসবুকে লাইকস ও ফলোয়ার বাড়ানোর জন্য আমরা সকলেই সুন্দর সুন্দর ছবি পোস্ট করে থাকি। তবে, সঠিক ক্যাপশন ও শব্দের অভাবে আমরা সেই ছবি গুলোতে ক্যাপশন অ্যাড করতে পারিনা তাই আমাদের পোস্টে সেই রকম লাইকস আসেনা। ঠিক সেই জন্যেই বেশিরভাগ ফেইসবুক উজাররা ফেসবুকে ছবি পোস্ট করার আগে ইন্টারনেটে একটি ভালো বাংলা ক্যাপশন এর সন্ধান করে থাকে। তাই আমরা আজকের এই পোস্টে ১০০ টি সেরা বাংলা ফেইসবুক ক্যাপশন নিয়ে এসেছি।

Bangla Caption For Facebook

সাধারণত আমি খিস্তি মারি না,
আর যদি মেরে থাকি-তাহলে!
You deserve it

Bangla Caption For Facebook
Bangla Caption For Facebook

যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।

Bangla Caption
Bangla Caption

যেচে কথা বলি বলে,
মূল্যহীন ভেবো না।

Bengali Caption
Bengali Caption

Also Read:- Bangla Emotional Status For Facebook

দুনিয়া থাক দুনিয়াতে,
আমি থাকি আমাতে।

fb caption bangla
fb caption bangla

আমি হয়তো দুষ্টু,
কিন্তু খারাপ না

bengali caption for fb
caption for facebook bangla

দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা

short caption for profile picture bangla
short caption for profile picture bangla

পড়াশুনা করে অনেক
কিছু করতে হবে আমাকে।
কিন্তু পড়াশুনাটাই
তাে ভাল লাগে না!

facebook caption in bengali
facebook caption in bengali

সবার সাথে তাল মিলিয়ে
চলা আমার পক্ষে সম্ভব নয়
কারন আমি মানুষ
তবলা নই।

caption in bengali
caption in bengali

তুই ঠিকই বলেছিলিস,
Yes, I Deserve Better

facebook bangla caption
facebook bangla caption

আমাকে বুঝতে গেলে,
আপনাকে বুদ্ধি GB হতে হবে।

fb caption english to bangla
fb caption english to bangla

প্রতিদিন থেকে শেখা
অভিনয় আরেক পেশা

bengali caption for dp
bengali caption for dp

আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার
করতে পারে না।

bangla caption for profile picture
bangla caption for profile picture

বেস্ট ক্যাপশন বাংলা

তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী
আর আমি বদলালে অবিশ্বাসী…!

বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা

প্রেম?
নাহ!
ওটা থেকে এখন
দূরে থাকি।

বাংলা ক্যাপশন
ক্যাপশন

Also Read:- Love Caption In Bengali | Romantic Caption For FB In Bengali

অতাে টাও ভদ্র নই!
যে বাল গালি দেবাে না

বেস্ট ক্যাপশন বাংলা attitude
বেস্ট ক্যাপশন বাংলা attitude

সফল হতে অনেকেই চায়
নিজেকে তেমন করে বানায়না।
ঈগল হয়ে উড়তে গেলে
হাঁসের সঙ্গে সাঁতার মানায় না

ফেসবুক ক্যাপশন
ফেসবুক ক্যাপশন

গরিব মানুষ স্যার
দিনে চাঁদ দেখি

বেস্ট ক্যাপশন বাংলা 2023
বেস্ট ক্যাপশন বাংলা 2023

গল্প দিয়েই মেটাতে হয়।
বাস্তবতার দাম,
লেখক হয়ে পাল্টাই
তাই চরিত্র দের নাম।

প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা
প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা

কেউ ভালবাসে..
কেউ টাইমপাশে..

বেস্ট ক্যাপশন বাংলা মনোভাব
বেস্ট ক্যাপশন বাংলা মনোভাব

ফুচকা is LOVE
তেঁতুলজল is EMOTION

বাংলা ক্যাপশন ফর ডিপি
বাংলা ক্যাপশন ফর ডিপি

আমার কোনাে পােস্ট দেখে যদি,
আপনার ফাটে তবে বুঝবেন
ওটা আপনার জন্যই ছিল

বাংলা কেপশন ফেসবুক
বাংলা কেপশন ফেসবুক

মানুষ বদলায়,
কারন বদলে যাওয়াটাই
মানুষের স্বভাব

ফোটো ক্যাপশন বাংলা
ফোটো ক্যাপশন বাংলা

Attitude Caption In Bangla 2023

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মধ্যে বিশ্বজুড়ে ফেসবুকের ইউজার সর্বাধিক। এককথায় Facebook বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট। এতে ইউজাররা পোস্ট, ফটো, ডিপি, শেয়ার করার সাথে সেগুলিতে bengali caption অথবা লাভ ক্যাপশন add করতে পারে। সেইজন্য আজ আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিছু Bengali Caption For Facebook image নিয়ে এসেছি।

আমার আমি বড্ড দামি

Attitude Caption In Bangla 2023
Attitude Caption In Bangla 2023

জন্ম নিয়েছি
কারাে মনের মতাে
হওয়ার জন্য নয়,
বরং নিজের মতাে
করে বাঁচার জন্য!

attitude caption bangla
attitude caption bangla

শুধু Ego টাই না!
দূরত্ব টাও বেড়ে গেছে
পারলে Ego টা সরিয়ে,
Ogo বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।

fb caption bangla attitude
fb caption bangla attitude

বন্ধুত্ব কখনাে হাড়ায় না
হাড়িয়ে যায় সেই মানুষটা
যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না!

attitude caption bangla 2023
attitude caption bangla 2023

Also Read:- Friendship Status In Bangla

দেখে নিস আমিও
একদিন বদলে যাবাে,
তারপর শতবার ডাকলেও
আর ফিরে আসবাে না

bangla attitude caption
bangla attitude caption

Camera..
দিয়ে মানুষের ছবিটা
তুলা যায় But চরিত্রটা নয়!

fb caption bangla attitude 2023
fb caption bangla attitude 2023

কেউ কাউকে কিছু শেখায় না,
ধাক্কা খেতে খেতে নিজেকে
শিখে নিতে হয়

বাংলা শায়েরী লেখা attitude
বাংলা শায়েরী লেখা attitude

আমি এমন একটা তুমি চাই
যে তুমিতে আমি ছাড়া
অন্য কেউ নাই

facebook caption bangla attitude
facebook caption bangla attitude

একদিন তো মরেই যাবো

জিরাফের সাধ নাই মাঠে-ঘাটে,
ঘুরিতে ফড়িঙের ঢং ধরি
সেও চায় উড়িতে

বাংলা শর্ট ক্যাপশন

আমিও প্রেমে পরতে চাই।
কেউ একটু ধাক্কা দিবি?

বাংলা শর্ট ক্যাপশন
বাংলা শর্ট ক্যাপশন

প্রেমের মধ্যে ভয় না থাকলে
রস নিবিড় হয় না।

যার ভালােবাসা যত গভীর
তার ভালােবাসার প্রকাশ তত কম।
ভালােবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়,
প্রকাশ করার বিষয় নয়।

বাংলা শর্ট ক্যাপশন happy
বাংলা শর্ট ক্যাপশন happy

সম্পর্ক শব্দটা খুব ছােট!
কিন্তু গড়াটা ভীষণ কঠিন!

বাংলা শর্ট ক্যাপশন 2023
বাংলা শর্ট ক্যাপশন 2023

আপনারে দীপ করি জ্বালাে,
আপনার যাত্রা পথে আপনি
দিতে হবে যে আলাে

প্রিয়জনকে প্রয়ােজন বানাও,
প্রয়োজনে কাউকে প্রিয়জন
বানিও না!!

বাংলা শর্ট ক্যাপশন স্ট্যাটাস
বাংলা শর্ট ক্যাপশন স্ট্যাটাস

সম্পর্ক চলা কালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল

ফেসবুক ক্যাপশন ২০২৩
ফেসবুক ক্যাপশন ২০২৩

ভালােবাসাতেও বাড়ছে রােজই
মন্দবাসার হার,
অনাদরে থেকেই বরং
বাড়ুক আবদার।

বাংলা ক্যাপশন ফর ফেইসবুক
বাংলা ক্যাপশন ফর ফেইসবুক

ভালােবাসা হােক কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই বিশ্বাস

বেঙ্গলি ক্যাপশন
বেঙ্গলি ক্যাপশন

শুধু তুমি চাও যদি,
সাজাবাে আবার নদী।

না বয়ে সময়ের চোরা স্রোতে,
আজ ভেসে যাই কল্পনাতে।

Bengali Captions For Instagram

চেনা মানুষের মুখে নতুন মুখোশ।
সময়ও তাে বদলায় ওদের কি দোষ!

Bengali Captions For Instagram
Bengali Captions For Instagram

একমাত্র গল্পকারই জানে,
সব চরিত্র কাল্পনিক হয় না,
সব গল্প গল্প হয় না…

bengali attitude captions for instagram
bengali attitude captions for instagram

আগে ভালােবাসতে গেলে মন লাগতাে,
এখন যােগ্যতা লাগে…!!

bengali love captions for instagram
bengali love captions for instagram

টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি।

ভেবে ছিলাম তাের রাজ্যের রাজা হবাে।
But জানতাম না।
তাের রাজ্যে প্রহরীর চেয়ে
রাজার সংখ্যা বেশি।

ভালােবাসা থেকে বিয়ের দূরত্ব,
হল বেকারত্ব।

ভালো থাকিস,
বলেই আমাদের গল্পটা শেষ।

কোথাই খুঁজবাে তাকে..?
সে তো হরাইনি বদলে গেছে।

বেশি Take Care করলে
সে তাে তােমাকে Over Take
করেই চলে যাবে।

মনটাও কি জিনিস বুকের
মধ্যে তাে থাকে কিন্তু আয়ত্বে থাকে না…

Short Caption For Profile Picture Bangla

দোষটা তাের না!
হয়তাে আমার ভাগ্যে
ভালােবাসা লেখা ছিলাে না।

Short Caption For Profile Picture Bangla
Short Caption For Profile Picture Bangla

যাহারা শান্তভাবে সহ্য করে
তাহারা গভীরতররূপে আহত হয়।

bangla short caption
bangla short caption

দেখতে হয়তাে মন্দ,
তাই তাে ভালােবাসার
দরজা বন্ধ।

short bengali caption for fb
short bengali caption for fb

দূরত্ব বাড়লে যোগাযোগ নিভে যায়।

সময়কে সময় দিন
সব ঠিক হয়ে যাবে।

মন অনেকের ভাল হলেও
কপালটা সবার ভাল হয় না!

আমার এ পথে নেই
যে কোনো পাপ।
ভালােবাসাটা ছিলাে
শুধুই অভিশাপ।

আমি হাঁসতে ভালােবাসি কারণ,
হাঁসিটাই তাে দুঃখ
লুকানাের একমাত্র অস্ত্র!

পারলে গিয়ে স্বপ্ন কিনিস বাজারে…
মিথ্যে প্রতিশ্রুতি বিকিয়ে আসিস না।

একসময় যার হৃদয়ে থাকতাম!!
এখন তার ব্লকলিস্টে।

বাংলা ফেসবুক ক্যাপশন

অভিমান জমে জমে
আমি আজ ব্যাথাহীন।

বাংলা ফেসবুক ক্যাপশন
বাংলা ফেসবুক ক্যাপশন

আজ হয়তাে অন্য কারাে
ভালােবাসার মানুষ তুমি,
অন্য কারাে ক্যানভাসে আঁকা ছবি..

ফেসবুক ক্যাপশন বাংলা
ফেসবুক ক্যাপশন বাংলা

ধৈর্য মানুষের উন্নতি করে।
আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।

কেপশন ফেসবুক
কেপশন ফেসবুক

অবহেলায় লােহাতেও মরচে পরে,
আর, আমরা তাে
রক্তমাংসের মানুষ মাত্র।

হঠাৎ একদিন চলে
গেছাে তাতে ক্ষতি নেই।
কারণ, জীবন তবুও চলবে
জীবনের গতিতেই।

অভিমানী মন
কুড়ে কুড়ে খাচ্ছে
আমায় সারাটাক্ষণ।

ওই ব্যাকস্পেস টাই জানে,
কত না বলা কথার মানে!

উড়ে যেতে চায়?
যাক না সে অন্য দেশে।
ভুল হয়েছে, হতেই পারে।
জন্ম যখন মানুষ বেশে।

নদীর এপাড় ভাঙ্গে ওপর গড়ে।
আমার সপ্ন গুলােও তেমনি
প্রতিদিনই কিছু ভাঙ্গছে।
আবার কিছু গড়ে উঠেছে।

সবাইকে খুশি করার
চেষ্টা করে কোনাে লাভ নেই,
কারণ প্রদীপের নিচেই
থাকে জমাট বাঁধা অন্ধকার।

আজকাল কারাে সাথে
মন খুলে কথা বলতেও
ভয় লাগে।

বাংলা ক্যাপশন ফর ডিপি (DP)

গলেছে একটা মন,
চেনা আলিঙ্গনে!
ভিজেছে একটা মন সামান্য চুম্বনে

বাংলা ক্যাপশন ফর ডিপি (DP)
বাংলা ক্যাপশন ফর ডিপি (DP)

তুমিও বােঝ আমিও বুঝি
বুঝেও বুঝি না,
তুমিও বলাে আমিও বলি তবে
সােজাসুজি না।

captions for dp
captions for dp

মাথার উপর যে শূন্যতা তার
নাম আকাশ বুকে
ভেতর যে শূণ্যতা তার
নাম দীর্ঘশ্বাস।

dp caption bangla
dp caption bangla

সময়ের সমুদ্রে আছি,
কিন্তু একমুহূর্ত সময় নেই।

নাই যদি বা এলে তুমি
এড়িয়ে যাবে তাই বলে?
অন্তরেতে নাই কি তুমি
সামনে আমার নাই বলে।

মানুষ রােগে কম মরে।
ভালােবাসায় বেশি ..

কিচ্ছু চাইনি আমি।
আজীবন ভালবাসা ছাড়া।

নিঃসঙ্গতার খাঁচায় বন্দি প্রাণ!

Funny & Comedy caption for FB in Bengali

আমি খুব শান্ত আর ভদ্র।
শুধু সাক্ষীর অভাবে
প্রমাণ করতে পারছি না।

Funny caption for FB in Bengali
Funny caption for FB in Bengali

Read More:- Latest Funny Jokes In Bangla

গবীর হতে পারি,
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।

Comedy caption for FB in Bengali
Comedy caption for FB in Bengali

শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।

Funny caption for Facebook Bangla
Funny caption for Facebook Bangla

বাবা:-তাের ফোনের লক টা খুলে দে তাে।
আমি:- Fingerprint টা ভুলে গেছি।

Bangla funny captions for Facebook
Bangla funny captions for Facebook

যখন তােমার একা লাগবে
তুমি চারদিকে কিছুই দেখতে
পাবে না দুনিয়াটা
ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে
এসাে তােমাকে চোখের
ডাক্তারের কাছে নিয়ে যাবো

Funny captions for Facebook Bangla
Funny captions for Facebook Bangla

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

সেরা Bangla Caption কোনটি?

আমাদের এই পোস্টে দেওয়া প্রতিটি caption-ই সেরা। তবে নিচে দেওয়া bangla caption টিকে সেরার সেরা বলা যাই।
যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।

সেরা Attitude Caption কোনটি?

নিচে দেওয়া Attitude Caption টিকে সেরা বলা যাই।
আমার আমি বড্ড দামি।

আরো Bengali Funny Caption কোথায় পাবেন?

আমরা আপনাদের জন্য সেরা কয়েকটি Bengali Funny Caption এসেছি। তবে আপনি যদি আরো Bengali Funny Caption পড়তে চান তাহলে আপনি আমাদের এই পোষ্টটি ভিসিট করতে পারেন। 👉👉 Bangla Funny Sms

Final Word

আমরা এই Bangla caption গুলি আপনাদের স্পেশাল ডিমান্ড অনুসারে বানিয়েছি। সুতরাং যদি এগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন-এ আমাদের প্রচেষ্টার প্রশংসা করতে ভুলবেন না।

অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bangla caption পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

37 thoughts on “বেস্ট বাংলা ক্যাপশন | Bengali Attitude Caption For Facebook And Instagram”

  1. সবাই তো তার মনের মানুষ কেই
    চাই
    কিন্তু কে কয়জন তার মনের মানুষ কে
    পায়

    Reply
  2. ভালোবাসার রং যদি লাল হয়।
    নীল হবে তার সৌন্দর্য।
    প্রমিত রায়

    Reply
  3. – বিয়ের গাড়ীতে শুধু বর-বউ যায় না!
    – অন্য কারো বেচে থাকার স্বপ্নটাও চলে যায়
    যে টা আমার সাথেও হয়তো হতে চলেছে! 😒..😭
    26/01/2023

    Reply
  4. – নিষিদ্ধ করা হোক ভালোবাসা!😍😒 – নয়তো নিষিদ্ধ করা হোক ছেড়ে যাওয়া!😞🌸

    Reply
  5. কি চাস তুই?

    – এই জীবনে যা চাই তা’ই হারিয়ে ফেলি,
    তাই আর চাওয়ার মত কিছু নেই!😭
    🙂🥀

    Reply
  6. -নিঃস্বাসটাও একদিন নিজের দেহের সাথে বেইমানি করবে..!😓

    -আর তুমি তো মানুষ..!😞

    Reply
  7. কেমনে ভুইলা যামু ওস্তাদ 💔

    সে তো আমায় ধ্বংস করে,অন্যজনকে বাচিঁয়ে নিয়েছিলো.! 😓🥀

    Reply
  8. #পরিস্থিতি_যেকোনো_সময়_পরিবর্তন_হতে_পারে* , #জীবনে_কাউকে_কষ্ট_দিও_না 😑 ! *
    #আজ_হয়তো_তুমি_শক্তিশালী😑
    #কিন্তু_সময়_তোমার_থেকেও_বেশি_শক্তিশালী😑🤗

    Reply
  9. #ভালোবেসে_আগলে_রেখো_কখনো_ছেড়ে_যেও_না_প্রিয়😍
    #আমার_খারাপ_লাগা, ??
    #ভালো_লাগা_গুলো_একটু_মানিয়ে_নিও !!♥️

    Reply
  10. ওস্তাদ 😅
    তারপর, আমি একসময় বিশ্বাস করেই নিলাম সে আর আমার নাহ.! 🙂💔

    Reply
  11. ইচ্ছে থাকলেও সামর্থ নেই !🙂

    প্রতিটা মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্ন 😒

    🤟Every new day is another. Chance to change your life. ..

    Reply
  12. #আদ_খাওয়া_সিগারেটের_গল্পের_কোনো_ইতি_থাকে_না_বরং
    #চাহিদা_ফুরিয়ে_যায়,,,,!!! ###
    #সময়_আবার_নতুন_বিড়ির_চাহিদা_বাড়িয়ে_দেয়,,,!!!

    Reply
  13. – ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও
    না.! 😊
    – আমি নিজেই অনেক কিছু ছেড়ে
    এসেছি.! 😓

    Reply
  14. – খারাপ কেউ জন্মগত হয় না 😣😓
    – খারাপ বানায় কিছু বিশ্বাসঘাতক বেইমান আর পরিস্থিতি..! 💔😭

    Reply
  15. #মুখের_ভাষা_খারাপ_হলেই ” #চরিত্র_খারাপ_হয়_না 🙂
    #ভালো_মানুষের_আড়ালেও_নোংরা_চরিত্র_লুকিয়ে_থাকে 🙂

    Reply
    • আমি কোনো দিন ও কারো গল্পে প্রিয়
      হতে পারলাম না

      Reply
  16. #একদিন_পাশে_এসে_বসো 😑,
    #দেখো _আমি_কেমন_আছি ! 😔
    #দূর_থেকে_ফোনে_জিজ্ঞেস_করলে_তো_এইটা_বলবো_যে ” #ভালো_আছি “🙂🙂

    Reply
  17. #এইতো_আর_কয়েকটা_দিন_তারপর_তো_মরেই_যাবো…!!!😑😑
    #তাহলে_মানুষগুলা_কেন_এত_কষ্ট_দেয়…😭😭😭😭😭

    Reply
  18. মর্গে পরে থাকা বেওয়ারিশ লাশগুলোও ….
    চিৎকার করে বলে…😇😇😇
    এই শহরের মানুষেরা অনুভুতি নিয়ে খেলা করে….!!!😭😭😭😭

    Reply
  19. “#প্রিয়া_আমার_প্রিয়া
    #শুনো_মনোযোগ_দিয়া
    #আমার_সাথে_খেলছো_তুমি_সর্বনাশা_খেলা
    #অন্যের_সাথে_বিয়ে_হলে_বুঝবে_এর_জালা ।
    #প্রিয়া_আমার_প্রিয়া
    #জানি_তোমার_পরিবার_করছে_বাড়াবাড়ি
    #এ_কারনে_সিদ্ধান্ত নাও_অতি_তাড়াতাড়ি ।
    #প্রিয়া_আমার_প্রিয়া
    #দিও_না_আমায়_কস্ট
    #তোমার_আমার_সুন্দর_ভবিষ্যত_হয়ে_যাবে_নষ্ট ।
    #বিশ্বাস-থেকে_হয়_ভালবাসার_জন্ম
    #প্রিয়া_তুমি_বুঝলেনা_ভালবাসার_মর্ম ।
    #প্রিয়া , #ইতি_তোমার_সৌরভ_

    Reply
  20. সময়কে সময় দিন
    সব ঠিক হয়ে যাবে।
    আমি কেন তার জন্য মন খারাপ করবো সে তো আমার ছিলোই না😭😭

    Reply
  21. – নিষিদ্ধ করা হোক ভালোবাসা!😍😒 – নয়তো নিষিদ্ধ করা হোক ছেড়ে যাওয়া!😞🌸

    Reply
  22. 💗🥀❣️আমার কপালে Gf নেই💔নাকি Gf এর কপালে আমি নেই💓Confusion এ আছি….📴🔦

    Reply
  23. আমি জানি আমি খারাপ….
    তাই তো বলছি খারাপ
    সময় ডেকো পাশে থাকবো…😔

    Reply
  24. যদিও_তোমার_যোগ্য_নই..!!😔
    আমি_একজন_ছেলে..!!😌
    মন_খুলে_বলবো_কথা..!!🥹
    তোমায়_কাছে_পেলে..!!😊

    🌹সৌমিক:-

    Reply
  25. ~চুপি_চুপি_চুপি… …করে😜
    ~একটু_কাছে_আসো_না🫣
    ~মনের_মাঝে_মনটি_রেখে💗
    ~একটু_ভালো_বাসো_না🫶

    🌹সৌমিক:-

    Reply

Leave a Comment