নমষ্কার বন্ধুরা, আমাদের ওয়েবসাইট Bengali Sms-এ আপনাদের স্বাগতম। আপনি কি Whatsapp-এ Status Upload করার জন্য Bengali Whatsapp Status খুঁজছেন। তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি বাছাই করা সেরা Sad Whatsapp Status In Bengali, বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস ও Romantic Bangla Whatsapp Status দেখতে পাবেন। আপনি এই Bengali Whatsapp Status গুলি কে খুব সহজেই কপি অথবা ডাউনলোড করে Whatsapp-এ Status হিসাবে Upload করতে পারবেন।।
Best Whatsapp Status In Bengali
ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে,
আর বর্তমান সব সময়ই
তোমার সাথে থাকবে।
তাই সবসময় বর্তমান
নিয়েই ভাবো।”
যে খুব কুস্তি লড়তে পারে।
বরং শক্তিশালী হচ্ছে ঐ ব্যক্তি,
যিনি ক্রোধের সময় নিজেকে
সংযত রাখতে পারে।”
তাকে পরীক্ষা করে নেয়া উচিত,
সে বন্ধুত্বের যোগ্য কিনা।”
আরেকবার চেষ্টা করে দেখি,
পৃথিবীতে এই চিন্তাটাই
অনেক সফল
মানুষের জন্ম দিয়েছে।”
চলতে শিখো কারন যাকে
ছাড়া তুমি চলতে পারবে
না ভাবছো।
সে কিন্তু তোমাকে ছাড়া
ঠিকি চলতে পারবে
এটাই বাস্তবতা,
আর এটাই সত্যি।”
জড়াবেন না।
তারা আপনাকে টেনে হিঁচড়ে
তাদের লেভেলে নিয়ে যাবে।
এবং এরপর তাদের
খারাপ অভিজ্ঞতা দিয়ে
আপনাকে পরাজিত করবে।”
Sad Bengali Whatsspp Status
বর্তমান সময়ে নিজেকে প্রকাশ করার সব থেকে দুর্দান্ত উপায় হল Whatsapp Status. Bengali Whatsapp Status আপনার মতামত, চিন্তাভাবনা এবং আবেগকে আপনার বন্ধু, বান্ধব ও পরিবারের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে।
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে!”
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।”
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।”
রাখার চেষ্টা করি, কিন্তু
সবাই ভুলে যায় আমারাে
একটা মন আছে।”
Romantic Bengali Whatsspp Status
সতেরাে বছর বয়স আমার।
তােমার বাবাকে বলবো আমি,
জামাই হতে চাই আপনার।”
আমি সদাই ভেবে মরি।
কী কারণে অভিমান,
বলােনা গাে সুন্দরী।”
বিশ্বাস করা যায়,
যে বুঝতে পারে হাঁসির
আড়ালে লুকিয়ে থাকা কষ্ট,
রাগের পিছনে ভালবাসা
এবং নিশ্চুপ থাকার কারন।”
Funny Whatsapp Status In Bengali
বা না করুক তারা সবসময় আসামী।”
খুলে দে তাে।
আমি:- Fingerprint
টা ভুলে গেছি।”
হাত ধরাধরি করে ঘুরছিলাে।
তাই দেখা ঘন্টু:- বাহঃ রে ভাই
বিয়ের এত পরেও এত ভালােবাসা!
সন্টু:- ভালােবাসা না ভাই হাত
ছাড়লেই কোনাে না কোনাে
দোকানে ঢুকে যাচ্ছে।”
তুমি চারদিকে কিছুই দেখতে
পাবে না দুনিয়া টা
ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে
এসাে তােমাকে চোখের
ডাক্তারের কাছে নিয়ে যাবো।”
বললো এক বােতল বিষ দিন তো।
দোকানদার:- প্রেসক্রিপশন ছাড়া
দেওয়া যাবে না।
লালুদা নিজের বিয়ের কার্ড
দেখিয়ে বললাে এবার দেওয়া যাবে।
দোকানদার:- ব্যাস চুপ করে যা পাগল!
কাঁদাবি নাকি! বড়ো বােতলে দেবো
নাকি ছােটো বোতলে।”
Bengali Whatsspp Status For Friends
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে।”
কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।”
আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,
সেই তোমার সবচেয়ে বড় শত্রু।”
বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়।”
আর তুমি বেছে নাও তোমার বন্ধু।”
Final word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের bengali whatsapp status গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- 99+ Best বন্ধু নিয়ে কবিতা | বাছাই করা সেরা বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস
- {New} 50+ Cute & Romantic Bangla Love Sms For Wife
- Best 150+ Bangla Miss You Sms | Miss Korar Sms
- 120+ Romantic Bangla Valentines Day Sms For Lover
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো bengali whatsapp status পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।