এই ইন্টারনেটের যুগে বন্ধু-বন্ধদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা সকলেই হোয়াটস্যাপ ব্যবহার করে থাকি। আর এই হোয়াটসাপের একটা অন্যতম ফীচার হলো স্টেটাস। আমরা হোয়াটসাপে স্ট্যাটাস আপলোড করার মাধ্যমে আমাদের মনের অনুভূতি গুলোকে বন্ধু-বান্ধবদের কাছে প্রকাশ করা থেকে শুরু করে কোনো প্রিয়জনের জন্মদিনে বা অন্য কোনো শুভ অনুষ্টানে তাকে শুভেচ্ছা জানাতে পারি। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের বিশেষ দাবিতে ৭৫ টি সেরা Bengali Whatsapp Status নিয়ে এসেছি।
বর্তমানে প্রায় সকলেই হোয়াটসাপে স্টেটাস আপলোড করার জন্য ইন্টারনেটে নতুন নতুন bangla whatsapp status এর সন্ধান করে থাকে। সেই কথাই মাথায় রেখে আজকেই আমরা আপনাদের জন্য bengali sad status থেকে শুরু করে Bangla Love Status সহ আরও অনেক whatsapp status নিয়ে এসেছি। আপনি এখন থেকে নিজের পছন্দ মতো ছবি গুলোকে ডাউনলোড করে খুব সহজেই হোয়াটসাপে স্টেটাস হিসাবে আপলোড করতে পারবেন।
Bengali Whatsapp Status 2023
অতীত তোমাকে কষ্ট দিবে,
ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে,
আর বর্তমান সব সময়ই
তোমার সাথে থাকবে।
তাই সবসময় বর্তমান
নিয়েই ভাবো।
শক্তিশালী সেই ব্যক্তি নয়
যে খুব কুস্তি লড়তে পারে।
বরং শক্তিশালী হচ্ছে ঐ ব্যক্তি,
যিনি ক্রোধের সময় নিজেকে
সংযত রাখতে পারে।
কারো সাথে বন্ধুত্ব করার আগে
তাকে পরীক্ষা করে নেয়া উচিত,
সে বন্ধুত্বের যোগ্য কিনা।
Read More:- Bengali Caption For Facebook
শেষ বারের মতো
আরেকবার চেষ্টা করে দেখি,
পৃথিবীতে এই চিন্তাটাই
অনেক সফল
মানুষের জন্ম দিয়েছে।
একটু কষ্ট হলেও একা
চলতে শিখো কারন যাকে
ছাড়া তুমি চলতে পারবে
না ভাবছো।
সে কিন্তু তোমাকে ছাড়া
ঠিকি চলতে পারবে
এটাই বাস্তবতা,
আর এটাই সত্যি।
খারাপ মানুষের সাথে তর্কে
জড়াবেন না।
তারা আপনাকে টেনে হিঁচড়ে
তাদের লেভেলে নিয়ে যাবে।
এবং এরপর তাদের
খারাপ অভিজ্ঞতা দিয়ে
আপনাকে পরাজিত করবে।
মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে!
আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।
যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!
Best Bangla Whatsapp Status
যেখানে স্বপ্নয় আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।
আমি সবার মন ভালাে
রাখার চেষ্টা করি, কিন্তু
সবাই ভুলে যায় আমারাে
একটা মন আছে।
তেরাে বছর বয়স তােমার,
সতেরাে বছর বয়স আমার।
তােমার বাবাকে বলবো আমি,
জামাই হতে চাই আপনার।
হায় হায় হরি হরি,
আমি সদাই ভেবে মরি।
কী কারণে অভিমান,
বলােনা গাে সুন্দরী।
সেই মানুষের ওপর
বিশ্বাস করা যায়,
যে বুঝতে পারে হাঁসির
আড়ালে লুকিয়ে থাকা কষ্ট,
রাগের পিছনে ভালবাসা
এবং নিশ্চুপ থাকার কারন।
বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে।
তুমি কখনও বন্ধুত্বকে
কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
যে বন্ধু সুদিনে ভাগ বসায়..
আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,
সেই তোমার সবচেয়ে বড় শত্রু।
বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে,
বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়।
Whatsapp Caption In Bengali
নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়,
আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
নীরবতার ভাষা কেউই বোঝে না,
একটু চুপ করে থাকো…
দেখবে, সবাই ভুল বুঝে চলে গেছে।
ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়,
কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়।
একমাত্র মৃত্যুই পারে,
সব কিছু মুছে দিতে…
মৃত্যুর চেয়ে বড় কোন সমাপ্তি নেই…
ভালোবাসা মানুষকে অন্ধ করে না,
মানুষ নিজেই অন্ধ হয়ে যায় ভালোবাসার কাছে…
আমিও ভালো থাকতে চাই!
কিন্তু স্মৃতি গুলো মনে পড়লে
আর ভালো থাকা হয় না!
এগিয়ে যাও,কিন্তু কখনো
মেপে দেখতে যেও না কতটা
এগিয়েছো, তাহলে পিছিয়ে পড়বে…
সত্যি বলতে,
অতীতের দাগটাও মুছে ফেলা যায়,
যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান,
যত্ন আর ভালোবাসা দিতে পারে।
ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি,
মনের’ই মাঝে আজও আছো তুমি।
অভিযোগ নয়,
অভিজ্ঞতা থেকে বলছি,
যে সবার কদর করে,
তার কদর কেউ করে না!
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস
ঝড় বৃষ্টি এসে বুঝিয়ে দেয় টিনের চালে ছিদ্র কোথায়,
খারাপ পরিস্থিতি এসে বুঝিয়ে দেয়,
আপন পরের পার্থক্য কোথায়!
মানুষ ভালো সময়ে “ভালোবাসি” বলে,
আর খারাপ সময়ে “ভালো থেকো” বলে চলে যায়।
ভালোবাসার মানুষটি ভুলে গেলে যতটা কষ্ট হয়,
তার চেয়ে হাজার গুন কষ্ট বেশি হয়…
যখন সেই মানুষটি চোখের সামনে অন্য কারো সাথে জীবন সাজায়…
তোমার মনে শুধু আমিই আছি,
এই ভুল ধারণাতেই আমি বরবাদ হয়েছি।
গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না,
কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!
পুরনো হয়ে গেছে আমার স্বপ্ন গুলো তুমিও বদলে গেছো নেই আর আগের মত…
শুধু আমিই রয়ে গেলাম সেই আগের মত, যেখানে ছিলাম সেখানেই আছি এভাবেই থাকব হয়তো…
আমি আজও
ভালবাসি তাকে,
যে অনেক আগেই
ভূলে গেছে আমাকে…
তবু নেই কোন অভিযোগ,
চাই সে সুখি হোক…
কষ্ট নামের কোন শব্দ যেন তার
জীবনে না আসুক…
এমন একটা মানুষের হাত ধরো,
যে মানুষটি সারাজীবন তোমার হাতটি ধরে রাখতে পারবে,
হাতটি ধরে পাশাপাশি চলতে পারবে।
ভালবেসে আমি হেরে গেলাম,
আর আভিনয় করে তুমি জিতে গেলে।
একটা সময় ছিল যখন পৃথিবীর সব কিছুর বিনিময়ে তোমাকে চাইতাম…
আর এখন সব কিছুর বিনিময়ে তোমাকে ভুলতে চাই…
Funny Whatsapp Status In Bengali
আসামের মানুষরা দোষ করুক
বা না করুক তারা সবসময় আসামী।
বাবা:- তাের ফোনের লক টা
খুলে দে তাে।
আমি:- Fingerprint
টা ভুলে গেছি।
সন্টু বউয়ের সাথে বাজারে
হাত ধরাধরি করে ঘুরছিলাে।
তাই দেখা ঘন্টু:- বাহঃ রে ভাই
বিয়ের এত পরেও এত ভালােবাসা!
সন্টু:- ভালােবাসা না ভাই হাত
ছাড়লেই কোনাে না কোনাে
দোকানে ঢুকে যাচ্ছে।
যখন তােমার একা লাগবে
তুমি চারদিকে কিছুই দেখতে
পাবে না দুনিয়া টা
ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে
এসাে তােমাকে চোখের
ডাক্তারের কাছে নিয়ে যাবো।
লালুদা ওষুধের দোকানে গিয়ে
বললো এক বােতল বিষ দিন তো।
দোকানদার:- প্রেসক্রিপশন ছাড়া
দেওয়া যাবে না।
লালুদা নিজের বিয়ের কার্ড
দেখিয়ে বললাে এবার দেওয়া যাবে।
দোকানদার:- ব্যাস চুপ করে যা পাগল!
কাঁদাবি নাকি! বড়ো বােতলে দেবো
নাকি ছােটো বোতলে।
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bengali Whatsapp Status গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।