এই পৃথিবীতে আমরা কেবলমাত্র একটি জিনিস কেই সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করতে পারি, আর সেটা হলো আমাদের চিন্তাভাবনা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ডিমোটিভেটে হয়ে কোনো কাজ থেকে হাল ছাড়ার পরিস্থিতিতে চলে আসি। এমন সময়ে কর্মের প্রতি মোটিভেট থাকার জন্য আমরা আপনাদের উদ্যেশে ১০০ টি সেরা মোটিভেশনাল উক্তি ও কবিতা নিয়ে এসেছি।
আমরা আমাদের জীবনে কি করতে সক্ষম তা আমাদের বিশ্বাস ও প্রত্যাশার ওপর নির্ভর করে। আমরা যখন আমাদের জীবন সম্পর্কের ধারণা গুলোকে এক ধাপ এগিয়ে নিয়ে যাই তখন আমরা জীবনের সফলতার সিঁড়িতেও এক ধাপ এগিয়ে যাই। একটি Bangla Funny Jokes যেমন করে আমাদের হাসিয়ে তুলে ঠিক তেমন করেই একটি ইতিবাচক মোটিভেশনাল উক্তি ( Motivational Quotes in Bengali ) আমাদের বিশ্বাস ও প্রত্যাশাকে প্রভাবিত করে।
বাংলা মোটিভেশনাল উক্তি
সাফল্য দেরিতে আসলেও
ঠিকই আসবে,
একমাত্র যদি তুমি পরিশ্রম করো
এবং মন থেকে কিছু চাও।
সকালে উঠে প্রথম চিন্তা
সেটাই হোক..
যেটা আপনি অর্জন করতে চান,
মনে রেখো তোমার
প্রতিটি সংকল্পই তোমার
ভাগ্য নির্ধারণ করে।
Read More:- শিক্ষামূলক উক্তি
মানুষ সেটাই পায়,
যেটার জন্য সে চেষ্টা করে।
জীবনে যদি তুমি এমন
কিছু পেতে চাও
যেটা তুমি আগে কখনো পাও নি,
তাহলে তোমাকে তার জন্যে
এমন কিছু করতেও হবে
যেটা তুমি আগে কখনো করোনি…
এটা পড়ুন:- জীবন নিয়ে উক্তি
জীবনে ভুল করাও দরকার,
ঠিকটাকে উপলদ্ধি করার জন্যে।
তোমার পরে যাওয়া
মানে হেরে যাওয়া নয়,
তুমি মানুষ কোনো দেবতা নয়..
পরে যাও, ওঠো, দৌড়াও,
নিজেকে গড়ে তোলো…
সবাইকে অপমানের জবাব
চড় মেরে দেওয়া যায় না,
মাঝে মাঝে যোগ্য জবাব
কাজের মাধ্যমেও দিতে হয়..
Also Read:- শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা
শুধু পেরে ওঠা নয়,
চেষ্টার চেয়ে বড় সফলতা,
আর কিছুই হয় না…
Motivational Quotes in Bengali
সাহস মানে ভয় না থাকা নয়,
সাহস মানে,
ভয় থাকা সত্ত্বেও তাকে
জয় করার চেষ্টায়,
আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা
নিজেকে নিজেই টেনে তুলতে হবে..
কেউ আসবেনা ভরসা হতে…
যদিও কেউ আসে,
তবে হয় তোমাকে ভেঙে দেবে,
নাহয় দুর্বল করে দেবে…
প্রতিটা অপমানের প্রতিশোধ
নিতে শেখো,
নিজেকে তার চেয়েও বেশি
উন্নত ও প্রতিষ্ঠিত করে।
উদ্দেশ্য যদি সৎ হয়,
তাহলে কাউকে পরোয়া
করতে হবে না,
সফলতার সিঁড়ি নিজেই
বাইতে পারবে…
কাল তোমাদের করা অপমান,
আজ আমার উন্নতির কারণ…
অন্যের দয়ায় নয়,
নিজের চেষ্টায় নিজের
পায়ে দাঁড়িয়ে,
মাথা উঁচু করে সারাজীবন
চলতে চাই।
অন্যদের তুলনায় সফলতা
যদি দেরি করেও আসে,
তবুও নিরাশ হয়ো না,
কারণ ছোটো বাড়ি
তাড়াতাড়ি তৈরী করা যায়,
কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে।
মনের ভেতর খুশির দীপ
জ্বেলে এগিয়ে যাও,
চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন
পালন করতে থাকো,
যতই মুশকিল আসুক
রাস্তা চলতে গিয়ে,
কখনো ভেঙে পড়বে না।
কোনো সফলতা এক মাসে
পাওয়া যায় না,
তার পিছনে বছরের পর বছর
করা কঠোর পরিশ্রম
আর বিশ্বাস থাকে।
মোটিভেশনাল উক্তি ছবি
যা পেয়েছ তা সহজে হারিয়েও না.
যা হারিয়েছ তা ফিরে পেতে চেওনা,
যা পাওনি ভেবে নিও তা
কখনো তোমার ছিল না।
তোমার আজকের পরিশ্রম,
তোমার আগামীকালের খুশির চাবি…
যখন মানুষ তোমাকে পাগল বলবে,
তখন মনে রাখবে,
শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ
মস্তিষ্ক থেকে আসে না…
যদি কেউ তোমাকে অপমান করে,
তাহলে নিজেকে এতো বেশি যোগ্য বানাও,
যাতে সে তোমার সাথে
দেখা করার জন্য ছটফট করে..
রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো,
আমার আজকের দিন,
গতকালের থেকে বেশি ভালো হবে।
আলো ছড়ানোর দু’টি উপায় আছে।
এক :- নিজে মোমবাতি হয়ে জ্বলো,
দুই :- আয়নার মত আলোকে প্রতিফলিত করো
জীবনে তো কষ্ট আসবেই,
শুধু নিজেকে শক্ত রাখা
শিখতে হবে।
যেদিন তুমি নিজের ওপর
বিশ্বাস করতে শিখবে,
সেদিন দেখবে আর কোনো
কিছুই তোমাকে এফেক্ট
করছে না।
নিজের ভালো থাকার
দায়িত্ব নিজেই নিয়েছি,
কারণ প্রিয়জন শুধু গল্পমাত্র।
বাংলা মোটিভেশনাল কবিতা
পথ চলতে যদি মনে কোন দ্বিধা থাকে,
তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে…
নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস
নিয়ে এগিয়ে যাও…
দেখবে সাফল্য পাবেই…
যা কিছু তুমি চাও,
সব কিছুই তোমার মধ্যে আছে…
অন্যদের জন্য অপেক্ষা করো না,
যে কখন তারা এসে তোমার জন্য
আগুন জ্বালিয়ে দেবে…
কারণ তোমার কাছে তোমার
নিজের দেশলাই আছে…
তোমার যোগ্যতাতে প্রশ্ন তোলে যারা,
তাদের দিকে আলতো হাসি ছুঁড়ো,
নিজের নামের সাহস কিনে তুমি,
দিনের শেষে জিতেই বাড়ি ফিরো…
জীবনের এই গোলকধাঁধায়,
আত্মরশিই আত্মবল।
আবেগের সুর সংযম আর,
ফটোজেনিকই সম্বল।
আমার কাছে চেষ্টা মানে,
যুদ্ধে হেরে যাওয়াটাও “জয়”।
কারণ আমি লড়াই করেছি,
তাই আমি ব্যর্থ নই…
যখন তুমি ক্লান্ত,
চলতে থাকো…
যখন তুমি দুঃখে আছো,
চলতে থাকো…
যখন তুমি কষ্ট পাবে,
চলতে থাকো…
যাই করোনা কেনো,
নিজের ওপর বিশ্বাস হারিও না…
অনেক জিনিস অন্যের ভাগে পড়ে,,,
যা আমার ভাগে পড়েনা।
তাই নিয়ে দুঃখ করে লাভ নেই…
কেননা, আমার ভাগে যা পড়েছে,,,
তা অন্যের ভাগে হয়তো পড়েনি।
বাংলা মোটিভেশনাল কথা
যে পথ বেছে নিয়েছি আমি,
সে পথে রয়েছে শুধু অশ্রুজল।
জলের মাঝে পথ বানাতে,
প্রয়োজন শুধুই দৃঢ় মনোবল।
জরুরী নয় সবার শুরু ভালোই হবে,
কেউ কেউ হেরে গিয়েও
অনেক সময় জিতে যায়।
দেওয়ালে পিঠ ঠেকে গেলে
সেই দেওয়াল থেকেই শুরু করো,
বাকি সব অহেতুক খেয়াল দূরে সরে যাবে।
একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে
একবারের বেশি লড়াই করতে হবে
নিজের পাশে নিজেকে পাবে,
অন্য কাউকে নয়।
মানুষের জায়গায় পশু পুষবো,
তারাই বিশ্বাসযোগ্য হয়।
নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ,
কারণ অনুভূতি যাবে আবার আসবে।
নিজেকে সন্দেহ করা এবং ভয় পাওয়া বন্ধ করো।
যদি তুমি কঠোর পরিশ্রম করো,
তাহলে তোমার কাম্য সাফল্য নিশ্চই আসবে।
ভয়কে সাথে নিয়ে চললে
সহজ কাজও কঠিন মনে হয়।
নিজের ওপর বিশ্বাস রাখো
আর ভয়কে দূরে রাখো,
তোমার পরিশ্রমের মূল্য ঠিক পাবে।
মোটিভেশনাল এসএমএস ও স্ট্যাটাস
সফল ব্যক্তিদের ভয় থাকে,
সফল ব্যক্তিদের সন্দেহ থাকে,
এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে…
কিন্তু তারা এইসব অনুভূতিকে
নিজের ওপর চেপে বসতে দেয় না…
এত সহজে ভেঙে পড়বো,
তেমন মানুষ আমি নই।
আমি অপমান সহ্য করেও,
আঘাতে রোজ শক্ত হই।
আপনি সফল না হওয়া পর্যন্ত,
আপনার ব্যর্থতার গল্প কারো
জন্য অনুপ্রেরণা হবে না।
যে যা খুশি বলুক না কেনো,
নিজেকে শান্ত রাখো।
কারণ রোদ যতই চড়া হোক না কেনো,
তা সমুদ্রকে কখনোই শুকিয়ে
ফেলতে পারে না।
তুমি সাহস,শক্তি এবং আত্মবিশ্বাস অর্জন করো
সেসব ঘটনার মাধ্যমে যেগুলির মুখোমুখি হতে তুমি ভয় পেতে…
তুমি নিজেকে বলতে পারো ‘ আমি এই ভয়াবহতা পেরিয়ে এসেছি একবার,
তাই পরবর্তী যেকোনো সমস্যার মুখোমুখি আমি হতে পারবো’।
মোটিভেশনাল বক্তব্য
জীবনে কোনো কিছু না পেলে হতাশ হয়ে থমকে যেও না,
বেঁচে থাকার জন্য এগিয়ে যাওয়াটা খুব জরুরি।
তুমি আজ যা পাওনি তা হয়তো তুমি ভবিষ্যতে পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারবে,
তাই থেমে না থেকে আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করো এবং এগিয়ে চলো।
ভাগ্যের রেখা হয়তো কমজোর,
কিন্তু পরিশ্রম বন্ধ করা উচিত না…
অভিযোগ,অভিমান অনেক হয়,
কিন্তু আশা কখনো ছাড়া উচিত নয়…
বাস্তবতার রাস্তায় হাঁটো,
কিন্তু মনের ইচ্ছা থাকুক প্রবল…
স্বপ্নের চাদর বিছিয়ে,
শান্তির ঘুম ঘুমাও…
তুমি হাজা চেষ্টা করেও সবার মনে মতো হতে পারবেনা…
কিন্তু তুমি অন্তত নিজের মনের মতো হয়ো…
তুমি বিশ্বাস করে ঠকেছো, কষ্ট পেয়ো না,
বরং গর্ব করো তুমি কাউকে ঠকাও নি…
দিনের শেষে অন্তত,
আয়নার সামনে চোখ তুলে দাঁড়াতে পারবে…
লোকে কি বলবে সেটা না ভেবে,
নিজে কি করবো বা কি করছি,
সেটাতে মনোনিবেশ করলে দেখবেন,
নিজের জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাবেন।
আর তখন ওই “লোকে কি বলবে” কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়েই থেকে যাবে।
কোনো একটা কাজ যদি আমরা মন থেকে শুরু করি আর করতে থাকি,
সেই পথে নিজেদের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাই,
যতো বাধাই আসুক না কেন আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারেনা,
আমরা কোনো না কোনো ভাবে সেই পথে এগিয়ে যাই।
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের মোটিভেশনাল উক্তির ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো বাংলা মোটিভেশনাল উক্তি পড়তে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।
ধন্যবাদ
eigulo ki ami youtube e use korte pari?
Korte paren kintu description a credit dite hobe.
অনেক আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবল তৈরি কারক,ধন্যবাদ।।
ভাই আমি কি আপনার এই উক্তি গুলি ইউটিউব এ ছাড়তে পারি আমার বয়েস দিয়ে আর যদি ছারি আমি কি কপি ড়াইট ইস্টেক খাব বলবেন plg…. ভাই
Creadit ki dibo?
Image Source:- https://bengalisms.com/motivational-ukti/
Ki Debo
খুব ভালো
Nijer voice diye video te use korte parbo…???
হ্যাঁ পারবেন!
Credit dile amar youtube channel er kono khoti hobi ki?
And Credit dile apnader ki lab hoi please tell me in detail.
Credit dile khoti to hobe na kintu Credit na dile khoti hobe (Copyright Strike from Bengalisms.com).
Ar Credit dile amader lav bolte kono ki6ui noy sudhu brand value barbe.
Ki credit Debo please ektu bolbe
Image Source:- https://bengalisms.com/motivational-ukti/
sir credit dila r kono voi nai to i meen r kono copy rite issu asbe na to.
asbe na
Onk valo laglo thank you so much
Aguli jodi ami youtube Chanel a nijer voice diye video banai tao credit dite habe ? Ami kichu korte chai plz help me
Na
আপনার উক্তি গুলি খুবই ভালো লাগলো।আমি কি এই উক্তি গুলি আমার ভয়েস দিয়ে ইউটিউব পোস্ট করতে পারি, দয়া করে উত্তর দিবেন।
আপনার উক্তি গুলি খুবই ভালো লাগলো।আমি কি এই উক্তি গুলি আমার ভয়েস দিয়ে ইউটিউব পোস্ট করতে পারি, দয়া করে উত্তর দিবেন।
Reply
please ans me