Hey, Reader welcome to Bengali sms. If you are looking for some latest and unique collection of Jokes in Bengali picture then we must say you are on the proper article. Here we have some funny and original Bengali Jokes Massages. You can download these images and share with your friends via Whatsapp, Facebook and other social media platforms.
Funny jokes in Bengali for Whatsapp and Facebook
যেদিন দেখলাম, মশা মারার
কয়েলের ওপর মশা বসে আছে।”
বা না করুক তারা সবসময় আসামী।”
খুলে দে তাে।
আমি:- Fingerprint
টা ভুলে গেছি।”
আর বাসন মাজতে দেখা যায়
একমাত্র টিভির >বিজ্ঞাপনেই।”
হাত ধরাধরি করে ঘুরছিলাে।
তাই দেখা
ঘন্টু:- বাহঃ রে ভাই
বিয়ের এত পরেও এত ভালােবাসা!
সন্টু:- ভালােবাসা না ভাই হাত
ছাড়লেই কোনাে না কোনাে
দোকানে ঢুকে যাচ্ছে।”
গুলােকে দ্যাখ,
ওদের দেখেও কিছু শেখ।
আমি:- ওরা আমাকে দ্যাখে?
আমি কেনাে ওদের দেখতে যাবাে।
**Flying চপ্পল Coming to Me**”
তুমি চারদিকে কিছুই দেখতে
পাবে না দুনিয়া টা
ঝাপসা হয়ে আসবে।
তখন তুমি আমার কাছে
এসাে তােমাকে চোখের
ডাক্তারের কাছে নিয়ে যাবো।”
বললো এক বােতল বিষ দিন তো।
দোকানদার:- প্রেসক্রিপশন ছাড়া
দেওয়া যাবে না।
লালুদা নিজের বিয়ের কার্ড
দেখিয়ে বললাে এবার দেওয়া যাবে।
দোকানদার:- ব্যাস চুপ করে যা পাগল!
কাঁদাবি নাকি! বড়ো বােতলে দেবো
নাকি ছােটো বোতলে।”
দিন তো, পুরােনােটার
একটা কাঁটা ভেঙে গেছে।
দোকানদার:- একটা কাঁটা
ভেঙে গছে বলে আবার
নতুন চিরুনি কিনবেন কেন?
ওতেই তো চুল অচড়ে
নেওয়া যায়।
কালু:-আরে না দাদা ওটাই
চিরুনির শেষ কাঁটা ছিল।”
মাংস সােজা ভাগাড় থেকে,
ডিম, চাল প্লাস্টিকের।
দুধে ফিনাইল সাবান গোলাজল,
সব নির্বিকারে হজম হয় যাচ্ছে।
কেমন যেন নিজেকে
ঈশ্বর ঈশ্বর হচ্ছে।”
Best Bangla Funny Jokes
It is true that smile is the cure of all problems. Smile helps us to establish a relationship between peoples. Putting a smile on your any-one’s face is a hard task. But you can do it very easily by using our unique & original collection of ‘Jokes in Bengali‘ images.
আসামি:- কিন্তু স্যার আমার ফাঁসি
তাে আরােও একমাস
পরে হওয়ার কথা ছিল।
পুলিশ:- জেলার সাহেব বললাে
তুই নাকি ওনার গ্রামের লােক,
তোর কাজটা আগে
করে দিতে বললাে।”
শুধু সাক্ষীর অভাবে
প্রমাণ করতে পারছি না।”
আঁধার লিঙ্ক করাতে হবে।
যাতে কেউ একটার বেশি
প্রেম না করতে পারে।”
খুব খুশি লাগে।
কারণ তারাও আমার মতাে
পড়তে বসে নে।”
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।”
কিনে ৪ জন বন্ধুদের
খাওয়ানাের পর।
নিজেকে কেমন বড়োলোক
বড়োলোক মনে হয়।”
কোনাে উপায় চাই কি করা যায়?
আমি:- ওদের কে পরের জন্মে
পশ্চিমবঙ্গে জেনারেল
ক্যাটাগরিতে পাঠিয়ে দিও।”
ভাগ্যের ব্যাপার।
আমি শুধু ভাবি আমার বন্ধু
গুলাে আমাকে কিভাবে খুঁজে পেলো?”
পর টিভির সাথে ব্রেকআপ
করে ফেলেছি।
কারণ দুই নৌকায় পা দিয়ে
চলার স্বভাব আমার নেই।”
Bengali Funny Jokes Sms
ওজোন কত?
লালু:- ৮০ কেজি স্যার !
স্যার:- কীভাবে?
লালু:- ভালােবাসা হলো
২ টি মনের মিলন,
আর আমরা জানি
১ মণ = ৪০ কেজি,
২ মণ = ২ × ৪০ = ৮০ কেজি
অতএব,
ভালােবাসা = ৮০ কেজি কেজি।
(প্রমাণিত)”
ঝগড়া হােক না কেন
শেষমেষ আমার মােবাইল
ঘাটার কথা উঠবেই।”
নাকি ভীষণ যন্ত্রণা থাকে!!
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।”
কথা বলতে পারেনা কেন?
সন্টু:-ম্যাডাম আমি যদি
আপনার মাথাটা জলের মধ্যেধরি
আপনি পারবেন কথাবলতে?”
ঈশ্বরচন্দ্র পড়তেন, ল্যাম্প পােষ্টের আলােয়৷
শেক্সপিয়ার পড়তেন মশালের আলােয়।
প্রশ্ন হলাে তারা দিনের আলােয় করতাে টা কি?”
এখন লুচি দিয়ে আলু সেদ্ধ
মাখা খাচ্ছি,
সাথে টক জল ও আছে।”
পরীক্ষায় ফেল করবে।
ঘন্টু:- সর্বনাশ এখন কি হবে?
স্যার:- কি হইছে তাের?
ঘন্টু:- আমি তো মন অনেক
আগেই একজনকে দিয়ে ফেলছি।
স্যার:- আমাকে কেউ মারো।”
Final word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Jokes in Bengali images গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- Inspiring Bengali Quotes | Best Bangla Quotes In 2021
- বিখ্যাত বাংলা উক্তি | বাছাই করা সেরা মোটিভেশনাল উক্তি {ছবি সহ}
- নতুন বৃষ্টির রোমান্টিক কবিতা | বাছাই করা সেরা সকালের বৃষ্টির কবিতা
- সেরা 50 টি বড়দিনের শুভেচ্ছা ছবি | Merry Christmas Wishes In Bengali
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bengali Jokes পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।