শিক্ষা মানে শুধু স্কুলের চার দেওয়ালের মধ্যে বন্ধ পাঠ্য বইয়ের শিক্ষাকেই বোঝাই না। শিক্ষা মানে প্রতিনিয়ত এই মহা বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে কিছুনা কিছু জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে জীবনে উন্নতির জন্য সঠিক ভাবে প্রয়োগ করাকে বোঝাই। আজকের এই পোস্টে আমার মহা বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে নেওয়া বাছাই করা সেরা কিছু শিক্ষামূলক উক্তি ও শিক্ষামূলক কিছু কথা নিয়ে এসেছি।
কথাই আছে যে মানুষ ভুল করতে করতে শিখে। কিন্তু এই প্রতিযোগিতা মূলক জীবনে আপনি নিজে সব ভুল করে সেই ভুল থেকে শিক্ষা নিলে আপনি পিছিয়ে পড়বেন। তাই আমাদের উচিত যে আমরা অন্যের ভুল থেকেও কিছুনা কিছু শিক্ষা নিই। এই পোস্টে আমরা এমন কিছু মহান ব্যাক্তিদের শিক্ষামূলক বাণী ও মোটিভেশনাল উক্তি নিয়ে এসেছি যারা জীবনে নিজের ভুল থেকে শিখেই সফল হয়েছেন।
শিক্ষামূলক উক্তি
আজ তুমি যেখানে আছো,
সেটা তোমার অতীতের কর্মফল।
কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে,
সেটা তোমার আজকের কর্মফল।
ধৈর্য্য হলো এমন এক শক্তি,
যার মাধ্যমে জীবনের সব কঠিন
বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয়…
ভাগ্য বলে কিছুই নেই,
নিজের চেষ্টা ও পরিশ্রমের
উপর সফলতা নির্ভর করে।
Also Read:- জীবন নিয়ে উক্তি
যদি তুমি গরীব হয়ে জন্মগ্রহণ কর,
তাহলে সেটা মোটেও তোমার অপরাধ নয়,
কিন্তু যদি তুমি গরীব থেকেই মৃত্যু বরণ কর,
তাহলে সেটা অবশ্যই তোমার অপরাধ।
পৃথিবীতে সুখী বা ভালো থাকার বিষয়টাই ক্ষনস্থায়ী।
এটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেননা।
তুলনা তার সাথে করো যে তোমার চেয়ে এগিয়ে আছে…
তার সাথে নয়,
যে তোমার চেয়ে পিছিয়ে আছে…
অন্যের ভুল থেকে শিখুন,
কারণ জীবন এত বড় নয় যে
আপনি নিজে সব ভুল করে শিক্ষা নিবেন।
রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিবেন না।
এবং আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দিবেন না।
সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে
কাজ করো,
তাহলেই সফলতা পাবে।
বিশ্বাস লাইফকে গতিময়তা দান করে,
আর অবিশ্বাস লাইফকে দুর্বিসহ করে তোলে।
Read More:- বিখ্যাত বাংলা উক্তি
শিক্ষামূলক বাণী
যতক্ষন পর্যন্ত নিজেকে অক্ষম ভাববে,
ততক্ষন পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না।
সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো!
আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন।
Also Read:- শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা
কখনই নিজেকে কারো কাছে এতটাও ছোট করে দিও না,
যে তার কাছে তোমার গুরুত্বটাই কমে যায়…
কথা বলতে শক্তির প্রয়োজন হয় না,
শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে।
জ্ঞানী হও,
তবে অহংকারী হয়ো না।
টাকায় ভরা হাতটার চেয়ে,
বিশ্বাসে ভরা হাতটা
অনেক বেশি দামি।
সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হল নীরবতা…
তাই লাফিয়ে-ঝাপিয়ে, ঝগড়া-ঝাঁটি করেও যেখানে কাজ হয় না,
সেখানে এই অস্ত্র খুব বেশী কাজ করে…
আমরা মানুষকে বেশি দাম দিতে গিয়ে,
নিজের দাম কমিয়ে ফেলি।
মানুষের অর্ধেক সৌন্দর্য আসে
তার কথা বলার ধরন থেকে,
ভাল লাগা এমন এক জিনিস যা
১বার শুরু হলে
সব কিছুই ভালো লাগতে থাকে!
বিখ্যাত মনীষীদের শিক্ষামূলক উক্তি ও বাণী
এই পোস্টে আমরা আপনাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, এ.পি.জে আব্দুল কালাম ও আলবার্ট আইনস্টাইন সহ আরও অনেক মহান ও বিখ্যাত ব্যাক্তিদের শিক্ষা মূলক উক্তি ও বাণী নিয়ে এসেছি।
আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়
—জন এ শেড
তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।
সেই সত্যিকারের মানুষ যে
—লর্ড হ্যলি ফক্স
অন্যের দোষত্রুটি নিজেকে
দিয়ে বিবেচনা করতে পারে।
আনন্দকে ভাগ করলে
২টি জিনিস পাওয়া যায়,
একটি হচ্ছে জ্ঞান এবং
অপরটি হচ্ছে প্রেম
কারো অতীত জেনোনা,
—এডিসন
বর্তমানকে জানো এবং
সেই জানাই যথার্থ।
১জন আহত ব্যক্তি তার
—জর্জ লিললো
যন্ত্রনা যত সহজে ভুলে যায়,
একজন অপমানিত ব্যক্তি
তত সহজে অপমান ভোলে না।
যেখানে পরিশ্রম নেই
—উইলিয়াম ল্যাংলয়েড
সেখানে সাফল্যতাও নেই।
কপালে সুখ লেখা না থাকলে
—কাজী নজরুল ইসলাম
সে কপাল পাথরে ঠুকে লাভ নেই।
এতে কপাল ফোলে,
ভাগ্য খোলে না!
স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক উক্তি ও বাণী
“যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই,
—স্বামী বিবেকানন্দ
সে আসলে মরতে বসেছে।
যত দিন বেঁচে আছো শিখতে থাকো।”
“ঘৃণার শক্তি অপেক্ষা…
—স্বামী বিবেকানন্দ
প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান।”
“দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন।
—স্বামী বিবেকানন্দ
আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন,
দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে”
“শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ।”
—স্বামী বিবেকানন্দ
Read More:- স্বামী বিবেকানন্দের বাণী
“অন্য কারোর জন্য অপেক্ষা করো না,
—স্বামী বিবেকানন্দ
তুমি যা করতে পারো সেটা করো
কিন্তু অন্যের উপর আশা করো না”
“সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন,
—স্বামী বিবেকানন্দ
এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল।
দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন”
“মনের শক্তি সূর্যের কিরণের মত,
—স্বামী বিবেকানন্দ
যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।”
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তি ও বাণী
“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।”
—রবীন্দ্রনাথ ঠাকুর
“জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে।”
—রবীন্দ্রনাথ ঠাকুর
“আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না।”
—রবীন্দ্রনাথ ঠাকুর
“ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।”
—রবীন্দ্রনাথ ঠাকুর
“নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই।”
—রবীন্দ্রনাথ ঠাকুর
“আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না”
—রবীন্দ্রনাথ ঠাকুর
“সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে”
—রবীন্দ্রনাথ ঠাকুর
এ.পি.জে আব্দুল কালামের শিক্ষামূলক উক্তি ও বাণী
“স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,
—এ.পি.জে আবুল কালাম
সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।”
“জীবন একটি কঠিন খেলা।
—এ.পি.জে আবুল কালাম
ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার
ধরে রাখার মাধ্যমেই
শুধুমাত্র তুমি সেখানে
জয়ী হতে পারবে।”
“সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।”
—এ.পি.জে আবুল কালাম
“স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে।”
—এ.পি.জে আবুল কালাম
“তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না,
—এ.পি.জে আবুল কালাম
কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে,
এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করবে।”
“সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে।
—এ.পি.জে আবুল কালাম
ব্যার্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারনা পাবে।”
“জীবন হলো এক জটিল খেলা।
—এ.পি.জে আবুল কালাম
ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।”
মহাত্মা গান্ধীর শিক্ষামূলক উক্তি ও বাণী
“দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম।”
—মহাত্মা গান্ধী
“একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত,
—মহাত্মা গান্ধী
তার চিন্তার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়।”
“শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না,
—মহাত্মা গান্ধী
আসে মনের বলের মাধ্যমে।”
“নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে।”
—মহাত্মা গান্ধী
“আমার জিবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়”
—মহাত্মা গান্ধী
“পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজ থেকেই শুরু করো।”
—মহাত্মা গান্ধী
“দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারন আমাদের প্রতিজ্ঞা এক সময় অভ্যাসে পরিণত হয়।
—মহাত্মা গান্ধী
ভাল অভ্যাস করুন, কারন আমাদের অভ্যাস এক সময় মর্যাদায় পরিণত হয়।
মর্যাদা ধরে রাখুন, কারন এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়”
আলবার্ট আইনস্টাইনের শিক্ষামূলক উক্তি ও বাণী
“যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি।”
—আলবার্ট আইনস্টাইন
“পৃথিবীতে সবাই জিনিয়াস,
—আলবার্ট আইনস্টাইন
কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন
তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।”
‘‘যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
—আলবার্ট আইনস্টাইন
কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’’
“স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে, তাই হলো শিক্ষা।”
—আলবার্ট আইনস্টাইন
“সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।”
—আলবার্ট আইনস্টাইন
“আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করিনা। কারণ এটা যথেষ্ট তাড়াতাড়ি আসে।”
—আলবার্ট আইনস্টাইন
“এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।
—আলবার্ট আইনস্টাইন
যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।”
শিক্ষামূলক কিছু কথা
আশপাশের মানুষেরা ভাল কিনা জানার আগে,
নিজের মনের ভেতর পাপ আছে কিনা,
নিজে ভাল কিনা,সেটা আগে নিজে জেনে নাও।
এই ভাবেই যদি আমরা নিজেদের সুন্দর করে গড়ে তুলতে পারি,
তবে একটা সুন্দর সমাজ পাবো।
জীবনে অসাধারন কারো পিছনে ছুটে,
সময় নষ্ট করো না।
সাধারণ কাওকে সময় দাও,
অনেক মূল্য পাবে।
দুঃখ কষ্ট বুকের ভেতর পুষে রাখে বোকারা।
দুঃখ কষ্ট শার্টের ধুলাবালির মতো ঝেড়ে ফেলে দিতে পারলেই আপনি সুখী মানুষ।
আমি মানুষ দেখে সম্মান করি না,
মানুষের ব্যবহার দেখে সম্মান করি।
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের শিক্ষামূলক উক্তি গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো শিক্ষামূলক বাণী পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।
এই বাণী গুলো মানুষকে সচেতন করতে পারে।
আপনাদের কথা গুলো আমার কাছে অনেক ভালো লাগে,শিক্ষামূলক কথা,এবং উক্তি গ্রহণযোগ্য। ধন্যবাদ।
Apndr kotha amr kace o onk vlo lge….Boro lamba sikkhamoluk ukti gola aro bashi porte vlo lage boi er moto…Oiii gola chai aro beshi kore
Nice posts. Really helpful. Thanks!
Protidin update hoi..kivabe janbo
অসাধারণ বানী🥰