ভারত সরকার দেশের জনগণের সুবিধার্থে প্রায় প্রত্যেক বছরই বিভিন্ন প্রকল্প তৈরী করে। আর এই রকমেরই একটি প্রকল্প হলো ICDS। যা শিশু ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষাগত সেবা প্রদান করে। এই পোস্টের মাধ্যমে আমরা ICDS সংক্রান্ত বেসিক তথ্য গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেমন আইসিডিএস এর ফুল ফর্ম কি, ICDS এর উদ্দেশ্য কি ইত্যাদি।
ICDS Full Form In Bengali
ICDS-এর ফুল ফর্ম হলো Integrated Child Development Services। বাংলা ভাষায় আইসিডিএস এর পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। একে বাংলাতে সুসংহত শিশু বিকাশ প্রকল্পও বলা হয়। এই প্রকল্পটি ১৯৭৫ সালের ২ অক্টোবর ভারত সরকার দ্বারা চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে ৬ বছরের কম বয়সী শিশু এবং তার মাকে পুষ্টিকর খাবার, প্রাক-বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য চেক-আপ এবং সহযোগী পরিষেবা দেওয়া হয়। আইসিডিএস হলো কেন্দ্র সরকার দ্বারা স্পনসর করা একটি প্রকল্প যা রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দ্বারা কার্যকর করা হয়।
ICDS এর উদ্দেশ্য
১৯৭৫ সালে নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে সুসংহত শিশু বিকাশ প্রকল্প (ICDS) প্রকল্প চালু হয়েছিল।
- ৬ বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতি করা।
- শিশুর যথোপযুক্ত মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি নির্মাণ।
- মৃত্যুর হার, রুগ্নতা, অপুষ্টি, স্কুল ছুটের সংখ্যা কমানো।
- শিশু বিকাশের লক্ষে বিভিন্ন বিভাগের মাধ্যমে নীতি নির্ণয় ও রূপায়ণে কার্যকর সমন্বয় ঘটানো।
- যথার্থ পুষ্টি ও স্বাস্থ্যশিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তার দিকে মায়ের নজর দেওয়ার ক্ষমতা বাড়ানো।
ICDS এর পরিষেবা
ICDS এর উদ্দেশ্য গুলকে সাধন করার জন্য নিম্নলিখিত পরিষেবা গুলি দেওয়া হচ্ছে।
- পরিপূরক পুষ্টি
- প্রতিষেধক প্রদান
- স্বাস্থ্য পরীক্ষা
- সহযোগী পরিষেবা প্রদান
- স্কুল-পূর্ববর্তী অপ্রথাগত শিক্ষা
- পুষ্টি ও স্বাস্থ্যশিক্ষা
কারা এই পরিষেবা গুলো পায়
- 0-6 বছরের শিশুরা
- গর্ভবতী মহিলা
- ও সদ্য মা হওয়া মহিলা
পরিষেবা, উপভোগী ও পরিষেবা প্রদানকারীর তথ্য নিম্নরূপ:-
পরিষেবা | যাদের দেওয়া হচ্ছে | পরিষেবা প্রদানকারী |
পরিপূরক পুষ্টি | 0-6 বছরের শিশুরা গর্ভবতী মহিলা ও সদ্য মা হওয়া মহিলা | অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়ক (মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক) |
টিকাকরণ | 0-6 বছরের শিশুরা গর্ভবতী মহিলা ও সদ্য মা হওয়া মহিলা | ANM /MO |
স্বাস্থ্য চেক-আপ | 0-6 বছরের শিশুরা গর্ভবতী মহিলা ও সদ্য মা হওয়া মহিলা | ANM/MO/AWW |
সহযোগী পরিষেবা | 0-6 বছরের শিশুরা গর্ভবতী মহিলা ও সদ্য মা হওয়া মহিলা | AWW/ANM/MO |
প্রাক-বিদ্যালয় শিক্ষা | 3 থেকে 6 বছরের শিশুরা | AWW |
পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা | 5 থেকে 45 বছরের মহিলা | AWW/ANM/MO |