এটা তো আমরা সকলেই জানি যে সামাজিক ও শিক্ষামূলক ভাবে পিছিয়ে পরা জনজাতিদের ওবিসি বলা হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই OBC-র ফুল ফর্ম ও OBC শ্রেণীর সুবিধা গুলির সম্বন্ধে কিছুই জানেনা। আজ এই পোস্টের মাধ্যমে আমরা ওবিসি সংক্রান্ত বেসিক তথ্য গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
OBC Full Form In Bengali
OBC-র ফুল ফর্ম হলো Other Backward Class। বাংলা ভাষায় ওবিসির পূর্ণরূপ হলো আদার ব্যাকওয়ার্ড ক্লাস। যাকে বাংলাতে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিও বলা হয়। ওবিসি হলো একটি সমষ্টিগত শব্দ যা সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষামূলকভাবে পিছিয়ে পরা জাতিদের চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়। এটি ভারতের জনসংখ্যার বেশ কয়েকটি সরকারী শ্রেণিবিন্যাসের মধ্যে একটি। ১৯৮০ সালের মণ্ডল কমিশনের রিপোর্ট অনুসারে ভারতের প্রায় ৫২% জনগণ এই শ্রেণীর অন্তর্গত ছিল কিন্তু ২০০৬ সালের National Sample Survey Organisation এর রিপোর্ট অনুসারে প্রায় ৪১% জনগণ এই শ্রেণীর অন্তর্গত ছিল। তাই ভারতে ওবিসির সঠিক সংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।
OBC শ্রেণীর সুবিধা
যেহেতু ওবিসি একটি পিছিয়ে পরা শ্রেণী সেহেতু ভারত সরকার এর অন্তর্গত আসা নাগরিকদের সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। যেমন-
- সরকারী চাকরি গুলোতে ২৭% আসন সংরক্ষণ করা থাকে ।
- সরকারী চাকরি গুলোতে উচ্চ বয়সের সীমা শিথিল করা থাকে।
- সরকারী বিশবিদ্যালয় গুলোতে ২৭% আসন সংরক্ষণ করা থাকে।
- গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলোতে উচ্চ বয়সের সীমা শিথিল করা থাকে।
- ইত্যাদি
OBC-র অন্যান্য ফুল ফর্ম
- Oriental Bank of Commerce 👉 ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স
- Organic & Biomolecular Chemistry 👉 অর্গানিক এন্ড বায়োমোলিকুলার কেমিস্ট্রি
- Order of British Columbia 👉 অর্ডার অফ ব্রিটিশ কলম্বিয়া
- Osaka Broadcasting Corporation 👉 ওসাকা ব্রডকাস্টিং কর্পোরেশন
- Ontario Building Code 👉 অন্টারিও বিল্ডিং কোড
- Over Betuwe College 👉 ওভার বেটুওয়ে কলেজ