Hey, Bengali shayari lover welcome to BengaliSms. If you are looking for some unique collection of Bangla Shayari or Bengali Shayri photos then we must say you are on the proper webpage. Here we have some eye-catching and original Bengali shayari. You can download & share these shayri images to your friends, family and lover through Whatsapp, Facebook and other social media sites.
There is many filings and thoughts in our mind and we want to express our filings to the world. But some of us can’t express theirs filings and thoughts in a eye-catching way. For that reason we have prepared the most effective and unique collection of Bengali shayari photos on the special demand of our visitors. Here In this page You will find the the most famous Bangla Shayari of all time. So, now let’s directly jump into the best Shayari in Bengali collection.
Bangla Shayari For Lover
“পুকুর পাড়ে বসে যখন
লিখছি কবিতা দু – নয়নে
ভাসছে শুধু তােমার ছবিটা।
মেঘলা আকাশ একলা
আমি একলা আমার মন
ভাবছি কবে তুমি হবে
আমার আপন জন।”
“আমি তোমাকে ভালোবাসি,
আর সারা জীবন তোমাকে
ভালোবেসে যাবো।
ভালোবাসার মানুষের মুখে
এই কথা টুকু শুনলেই
যেন মন জুড়িয়ে যায়।”
“কিছু না, এই কথার মাঝে
অনেক কিছু লুকিয়ে থাকে,
কখনো থাকে রাগ,
কখনো থাকে, না বলা কষ্ট,
আবার কখনো থাকে
আবেগ মিশ্রিত ভালোবাসা।”
“ভালোলাগা থেকে জন্ম
নেয় ভালোবাসা।
আর তার মাঝে গড়ে
ওঠে ছোট ছোট আশা।”
“কাউকে সারা জীবন কাছে
পেতে চাও?
তাহলে প্রেম দিয়ে নয়,
বন্ধুত্ব দিয়ে আগলে রেখো,
কারন প্রেম একদিন
হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব
কোনদিন হারায় না।”
Also Read:- Bengali Sad Shayari | Latest Sad Shayari In Bengali
“পাখি নয় যে উড়ে যাবো
সূর্য নয় যে ডুবে যাবো
প্রদীপ নয় যে নিভে যাবো
আমি তোমার বন্ধু
তাই চিরদিন পাশে রব।”
“বন্ধু তো সবারই থাকে,
তবে জড়িয়ে ধরে কাঁদ
তে পারার মত
বন্ধু খুব কম থাকে।”
“গোলাপ যেমন একটি
বিশেষ ধরনের ফুল,
বন্ধুও তেমনি একটি
বিশেষ ধরনের মানুষ।”
Sad Bangla Shayari
“চায়ের কাপে ভেজানাে বিস্কুট
একটাই শিক্ষা দেয়। কারাে
প্রতি এতটাও ডুবে যেওনা
যাতে নিজেকেই
ভেংগে পড়তে হয়।”
“যেখানে স্বপ্নয় আমাদের
এক করতে পারে না
সেখানে বাস্তবতা তাে নির্মম।”
Must Read:- 50+ Bengali Romantic Kobita | Best Collection of Romantic Bangla Poems
“কার ভিতরে কেমন মানুষ
লুকিয়ে আছে সেটা
শুধু সময় বলে দেয় …”
“নিজেকে যদি শক্তিশালী করে
তুলতে চাও। তাহলে একলা
কিভাবে থাকতে হয়,
তা শিখে নাও।”
“আমি সবার মন ভালাে
রাখার চেষ্টা করি, কিন্তু
সবাই ভুলে যায় আমারাে
একটা মন আছে।”
Bengali Shayri 2020
“কাউকে নিয়ে সমালােচনা
করা যতটা সহজ।
তার জায়গায় দাঁড়িয়ে,
তার পরিস্থিতি বােঝা ঠিক
ততটাই কঠিন।”
“অতীতের কথা ভুলে যাও,
ভবিষ্যতের কথা মনে করো না,
আজকের দিনটা ভালোভাবে
উপভোগ করো।”
“হয়তাে সবার কাছে ভালাে
হতে পারিনি , তবে এতটুকু
বলতে পারি কখনাে
কারাে খারাপ চাই নি।”
Read This:- 199+ Jokes in Bengali | Latest Funny Bangla Jokes Sms
“অতীতের সব না পাওয়া,
গুলো ভুলে গিয়ে আগামির
স্বপ্ন গুলো, সত্যি করার
পথে এগিয়ে চলো।”
“জীবনে কষ্ট পাওয়া খুব
দরকার ,কারণ কষ্ট পেলেই
মানুষ নিজেকে বদলাতে পারে !”
“অতীতের সব দুঃখ জনক
ঘটনা কে ভুলে যাও,
মন দাও বর্তমানের দিকে,
অনেক অনেক খুশীর
জোয়ার আসুক তোমার
জীবন জুড়ে।”
বাংলা দুঃখের শায়েরী
“আমাদের দেশে হবে, সেই মেয়ে কবে? মিস কল না দিয়ে, ডাইরেক্ট কল দিবে। পাঁচ জনকে মন না দিয়ে, একজনকে দিবে। সারা জীবন একজন কে ভালবেসে যাবে।” |
“মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ । ভালবেসে যেতাম শুধু, হাতে রেখে হাত। সুখ যদি হৃদয়ে হত, তুমি হতে সুখি। হৃদয়ের দুয়ার খুলে বলতাম, তোমায় ভালবাসি।” |
“তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি। তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি। তুমি আমর নদীর মাঝে, একটি মাত্র কূল। তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।” |
“বন্ধু তোমায় আকাশ দেবো, দেবো ফুলের মালা। তুমি শুধু মনে রেখো, আমায় সারা বেলা। চোখের কান্না মুছে দেবো, দেবো তোমায় হাঁসি। তাইতো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি।” |
“রাত নয় চাঁদ আমি, সেই চাঁদের আলো তুমি। মাটি নয় ফুল আমি, সেই ফুলের কলি তুমি। আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি। এভাবেই মিশে থাকব, তুমি আর আমি।” |
“জীবন টা খুব অল্প, মাঝখানে একটা গল্প। যাবে একদিন ঝরে, থাকবে সৃতি পড়ে। তবু কত আসা, বাদবো সুখের বাঁসা। আপন হবে মাটির খাঁচা।” |
“আমার চোখে জল, আর তোমার ঠোটে হাসি। তারপরও আমি তোমাকেই ভালবাসি।” |
“ভালোবাসা কি জানিনা, তাই কাউকে ভালবাসি না। প্রপোজ করতে পারিনা, তাই কাউকে করিনা। শুধু একটি অপেক্ষায় আছি, কখন কেউ বলবে এসে, আমি তোমায় ভালবাসি।” |
“আমি তোমাকে ভালবেসেছি, তোমার রূপকে নয়। আমি তোমার মনকে ভালবেসেছি, তোমার দেহকে নয়।” |
“মন তুমি কাদঁছো কেন, প্রিয় জনের জন্য। সে তোমায় কষ্ট দিয়ে, হয়েছে খুব ধন্য। কেঁদনা আর মন তুমি, চুপটি হয়ে যাও। কষ্ট গুলি ভুলে গিয়ে, বাড়ি ফিরে যাও।” |
বাংলা রোমান্টিক সাইরি
“স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা। হৃদয় দিয়ে খুঁজি আমি, মনের ঠিকানা।” |
“কেউ দুঃখ পেয়ে সুখী, কেউ দুঃখ দিয়ে সুখী। কেউ হাঁসতে পেরে সুখী, কেউ বেশি বেশি কথা বলে সুখী। কেউ কথা গুলা নিরবে শুনে সুখী। তবে কেউই প্রকৃত সুখী না, কিন্তু অভিনয়ে সবাই সুখী।” |
“একটু খানি শোনো একটু আমায় জানো.. একটু খবর নিয়ো.. একটু যখন একা, একটু দিয়ো দেখা.. একটু নিয়ো খোঁজ Sms দিয়ো রোজ” |
“ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে। যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।” |
“প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এতো ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেনো থাকো আমায় ছেড়ে দূরে দূরে, আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি হীনা নিঃশ্ব লাগে নিজেকে। শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।” |
“সাজিয়েছি তোমার ছবি র জনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দিয়নি বলে, তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাইতো তোমাই সব সময় মিস করি আমি।” |
“একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি, কল্পনাতে শুধু তারি ছবি আঁকি। বর্ষার কাব্য লাগেনা যে ভালো, তাকে শুধু মনে পড়ে।” |
“মনে রাখবো তোমাকে চিরদিন, তুমি যেখানেই থাক যতদিন। তোমাকে নিয়ে ঘুরবো সৃতির ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার পর, তবুও Miss করব তোমায় জীবনভর।” |
“যদি দেখা না হয়, ভেবো না দূরে আছি। যদি কথা না হয়, ভেবো না ভুলে গেছি। যদি না হাঁসি, ভেবো না অভিমান করেছি। যদি কল না দি, ভেবো না বদলে গেছি। সত্যি বলতে কি- আমি সব সময় তোমায় মিস করি।” |
“অনুরোধে নয়, অনুরাগে তোমাকে চাই। অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই। বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই। সর্বপরি জানতে চাই তুমি কেমনআছো ?” |
“বসে আছি একলা আমি নিঝুম নিরালায়ে। পরছে মনে তোমার কথা ভাবছি আমি তাই। তুমি ছারা আমার এ মন একলা রয়ে যায়। বন্ধু তুমি কেমন আছো মনটা জানতে চায়।” |
“ফুলে ফুলে সাজিয়ে দেবো তোমার জীবন। তুমি শুধু আমায় দিও সুন্দর একটা মন। জানি না কতটা আপনভাবো তুমি আমায়, শুধু জানি এই অবুজ মনটা… অনেক মিস করে তোমায়।” |
“অনেক মিস করছি, মন পাখি তোরে… কোথায় আছিস কেমন আছিস, আমার চোখের আড়ালে… শুনতে ইচ্ছে করে তোর মিষ্টি মধুর সুর, বলনা পাখি তুই কোথায় আছিস কতো দূর।” |
“জানিনা কিভাবে তোমার দেখা পাবো, জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো, জানিনা কতটা আপনভাবো তুমি আমায়। শুধু জানি এই অবুজমনটা অনেক মিস করে তোমায়।” |
Final Word
Thanks for visiting, hope you all liked all the above collections of Bengali shayari photos (Bangla Shayari). We have made all these Bengali shayari images on the special demand of our visitors. So, if you guys really think we have made some efforts then don’t forget to appreciate our efforts in the comments section.
Also, In our site You will find the the most famous updated heart touching unique love sms, bengali love sayari images, sad sms, Birthday Wishes, valobasar kobita status & Koster Poem In Bangla of all time. So, please stay connected with us for more Bengali shayari.
Please note: Our content is updated on a regular basis, so please stay connected with us for more bengali sms. For more heart touching unique unique love sms, bengali love sayari images, sad sms, Birthday Wishes, valobasar kobita status, jokes in bengali & quotes please visit some other post.