মনের ভেতর থাকা গভীর অনুভূতি গুলোকে বন্ধু-বান্ধব ও অন্যান্য প্রিয়জনদের কাছে প্রকাশ করার একটি দুর্দান্ত এবং সহজ উপায় হলো Bangla Shayari। কারণ শায়েরীর মাধ্যমে কবিতার ছলে মনের অনুভূতি গুলোকে প্রিয় মানুষ গুলোর সঙ্গে শেয়ার করলে সেটি তাদের মনে একটি গভীর প্রভাব ফেলে। তাই অনেকেই গুগলে bangla shayari সার্চ করে থাকে। এবং আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি একদম সঠিক ওয়েবপেজটি খুলেছেন। কারণ এই পোস্টে আমরা আপনাদের জন্য Bengali Love Shayari থেকে শুরু করে Bangla Romantic Shayari ও আরো অন্যান্য bengali shayari নিয়ে এসেছি।
আজকের এই পোস্টে আমরা ভালোবাসা, দুঃখ, মজা, রোমান্টিক ও আরো অন্যান্য অনুভূতির উপর লেখা ৭৫ টি সেরা বাংলা সাইরি নিয়ে এসেছি। এই Bangla Shayari ও বাংলা শায়েরীর ছবি গুলোকে আপনি খুব সহজেই কপি অথবা ডাউনলোড করে ফেইসবুক ও হোয়াটস্যাপ এর মাধ্যমে বন্ধু-বান্ধব ও অন্যান্য প্রিয়জনদের পাঠাতে পারবেন।
Best Bangla Shayari In 2022
নদীর বুকের ঢেউ যে তুমি
নৌকা হব আমি।
তোমার আমার ভালোবাসা
হীরের চেয়েও দামী।
পুকুর পাড়ে বসে যখন
লিখছি প্রেমের কবিতা,
দু-নয়নে ভাসছে শুধু
তোমার ছবিটা।
মেঘলা আকাশ একলা আমি,
একলা আমার মন
ভাবছি কবে তুমি হবে
আমার আপন জন।
Read More:- বাংলা রোমান্টিক সাইরি
তুমি আমার সকল পাওয়া
সকল চাওয়ার শেষ,
ভালোবেসে গড়বো মোড়া
স্বর্গ সুখের দেশ।
কষ্ট গুলোকে আজ ছুটি দিলাম
ভাসিয়ে দিলাম চোখের জলে।
মুক্তি দিলাম তোমায় আজ,
আসবোনা আর জ্বালাতে।
আমায় ছেড়ে অন্য কাউকে
যদি কর বরণ
জেনে রেখো সেদিন প্রিয়
হবে আমার মরণ।
ঘুম হয়ে চলে আয়..
স্বপ্নে পাবি ঠাঁই…
এই রাত ঠিকানাহীন..
দুজনের ঘুম অর্থহীন..
কবীর কবিতা তুমি,
তুমি সুরের বাঁশি,
ইচ্ছে করে পাখি হয়ে
তোমার কাছে ছুটে আসি।
Bhalobasa Shayari
কাছে পাওয়ার চেষ্টায়..
শেষ হলো রাতটাই..
ঘুম দিলো আমাকে ফাঁকি..
ভালোবাসার জ্যোৎস্নায়..!!
তুমি আমার সুখের সাগর
তুমি সুখ পাখি
যেদিন তুমি উড়ে যাবে
ভরবে জলে আঁখি।
পাখি নয় যে উড়ে যাবো
সূর্য নয় যে ডুবে যাবো
প্রদীপ নয় যে নিভে যাবো
আমি তোমার বন্ধু
তাই চিরদিন পাশে রব।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে।
যদি সে আমায়
সত্যি ভালোবাসে।
হারিয়ে যাই ভাবনার সাগরে
তোমায় ভেবে ভেবে।
মনের ঘরে স্বপ্ন সাজাই
তোমায় নিয়ে ঘেরে।
প্রতিক্ষণে পড়ে মনে
শুধু তোমার কথা,
তোমার জন্য আমার
মনে এতো ব্যাকুলতা।
একা একা সারাহ্মন পথ
চেয়ে থাকি,
কল্পনাতে শুধু তারি
ছবি আঁকি।
Bangla Romantic Shayari
অনুরোধে নয়,
অনুরাগে তোমাকে চাই।
অভিলাসে নয়
অনুভবে তোমাকে চাই।
চোখের কান্না মুছে দেবো,
দেবো তোমায় হাঁসি।
আমি তোমায় অনেক ভালবাসি।
রাত নয় চাঁদ আমি,
সেই চাঁদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি,
সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবেই মিশে থাকব,
তুমি আর আমি।
মনে রাখবো তোমায়
আমি চিরদিন,
তুমি যেখানেই থাকো যতদিন।
বন্ধু তোমায় আকাশ দেবো,
দেবো ফুলের মালা।
তুমি শুধু মনে রেখো,
আমায় সারা বেলা।
তুমি আমার স্বপ্নে ভরা
একটি সুখের ভোর।
যেদিন তুমি আমার হবে
সকল অন্ধকার হবে দূর।
বসে আছি একলা আমি
নিঝুম নিরালায়ে।
পরছে মনে তোমার কথা
ভাবছি আমি তাই।
তুমি ছারা আমার
এ মন একলা রয়ে যায়।
বন্ধু তুমি কেমন আছো
মনটা জানতে চায়।
New Bengali Shayari In 2022
যেতে পারো তুমি অন্য কোথাও
যদি অন্য কাউকে লাগে ভালো।
দাঁড়াবো না আর সামনে কখনো
নিয়ে ভালোবাসার আলো।
আমার চোখে জল,
আর তোমার ঠোটে হাসি।
তারপরেও আমি
তোমাকেই ভালবাসি।
মন তুমি কাদঁছো কেন,
প্রিয় জনের জন্য।
সে যে তোমায় কষ্ট দিয়ে,
হয়েছে খুব ধন্য।
তোমাকে নিয়েই গড়বো
সৃতির ঘর,
যদিও তুমি হয়ে গেছ পর।
অনেক মিস করছি,
মন পাখি তোরে…
কোথায় আছিস কেমন আছিস,
আমার চোখের আড়ালে।
জীবন টা খুব অল্প,
মাঝখানে একটা গল্প।
যাবে একদিন ঝরে,
থাকবে সৃতি পড়ে।
তবু কত আসা,
বাদবো সুখের বাঁসা।
আপন হবে মাটির খাঁচা।
Read More:- Bengali Sad Shayari
Bengali Shayari For Lover
ভালোবাসা কি জানিনা,
তাই কাউকে ভালবাসি না।
প্রপোজ করতে পারিনা,
তাই কাউকে করিনা।
শুধু একটি অপেক্ষায় আছি,
কখন কেউ বলবে এসে,
আমি তোমায় ভালবাসি।
সাজিয়েছি তোমার ছবি
রজনীগন্ধা ফুলে,
তুমি কি রাগ করেছো
গোলাপ দিয়নি বলে,
তুমি তো বন্ধু আমার
গোলাপের চেয়েও দামি,
তাইতো তোমাই সব
সময় মিস করি আমি।
জানিনা কিভাবে তোমার
দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে
কাছে পাবো,
জানিনা কতটা আপনভাবো
তুমি আমায়।
শুধু জানি এই মন
ভালোবাসে তোমায়।
ভালোবাসা যায় যত সহজে,
ভুলা যায় না তত সহজে।
ভালোবাসা পাওয়া সহজ,
কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন।
ভালোবাসার রং এক,
কিন্তু মানুষের মন অনেক।
তুমি আমার নাম জানো,
আমার গল্প জানো না..
আমার কর্ম জানো,
কিন্তু তার পরিস্থিতি জানো না…
কেন এলেনা চেনা ঠিকানায়,
তবে কি ফিরবে না হৃদয়ের মাঝে?
আজও নিরালায় দিন কেটে যায়,
স্বপ্নের আঙ্গিনায় তোমায় ভেবে!
অভিমান জমলে মনে
অভিযোগ থাকেনা আর,
বাড়তে থাকে ঘৃণা,
জানতে চাওয়ার আগ্রহ
হয় ভীষণ রকম,
তুমি আবার ফিরবে কিনা!
যাকে তুমি ভালোবাসো,
সে কি মনে রাখে?
ভুলের আগুনে দগ্ধ প্রেম,
শুধু ছাই টুকুই পরে থাকে…
ভালো তো সবাই হয়
খারাপ তো সময় হয়,
সেই জন্যই তো মানুষকে
বদলে যেতে দেখতে হয়।
ভালোবাসায় যে ঠকায় সেও হারায়,
আর যে ঠকে সেও হারায়।
পার্থ্যকটা শুধু,যে ঠকায় সে হারায় এক বিশ্বস্ত ভালোবাসার মানুষকে,
আর যে ঠকে সে হারায় ভালোবাসার উপর থেকে বিশ্বাস।
জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়…
তবে কিছু দিতে গিয়ে…
মানুষ কখনো কখনো ধংস হয়ে যায়…
আর পৃথীবিতে এটাই হল বাস্তবতা…
একদিন ছুটির অজুহাতে চলে যাবো,
মিশে যাবো ঐ হাজারো লাশের ভিড়ে।
যে তোমাকে বিশ্বাস করে
তার সাথে কখনো প্রতারনা করো না,
তাতে তোমার কিছু না হলেও
তার সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে..
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Bangla Shayari গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Bangla Shayari Picture পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।