প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা, কবিতা, ছবি, উক্তি, বাণী, স্টেটাস ও ক্যাপশন (Happy Republic Day Wishes And Greetings In Bengali 2023)
২৬ শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসটা সকল ভারতবাসীর কাছেই একটি গৌরবময় দিন। কারণ ১৯৫০ সালের এই দিনেই আমাদের দেশে সংবিধান লাগু করার মাধ্যমে দেশের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছিলো। এই গৌরবময় দিনে ইন্টারনেটে দেশপ্রেমের বার্তা শেয়ার করার জন্য আজ আমরা ২০২৩ এর সেরা কিছু প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা ও ছবি নিয়ে হাজির হলাম।
স্বাধীনতা দিবসের মতোই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় দিন হলো এই প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত দিবসের দিনেই ভারতের পরাধীনতার দাগ অর্থাৎ ইংরেজদের দ্বারা তৈরী ১৯৩৫ সালের ভারত সরকার আইনেকে পরিবর্তন করে সেই সংবিধানকে লাগু করা হয়েছিল যার মধ্যে সরকারের গঠন থেকে শুরু করে কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির রূপরেখাটি নির্দিষ্ট রয়েছে।
শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা
সকল গর্বিত ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
আশা করি ২০২৩ সালটি সকলের ভালো কাটবে।
🧡💚জয় হিন্দ💚🧡
গর্ব তো অনেক কিছুতেই হয়, কিন্তু ভারতের এই পবিত্র মাটিতে জন্ম নেওয়ার মতো গর্ব, আর অন্য কিছুতে হয় না।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
শুধু প্রজাতন্ত্র দিবসের দিন নয়, দেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা থাকুক বছরের বাকি দিনগুলােতেও।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
প্রজাতন্ত্র দিবসের এই শুভ মুহূর্তে চলো আমরা সকলে শপথ নিই যে সকল প্রকার অনিষ্ট থেকে আমাদের দেশকে রক্ষা করবো।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইলো সকল গর্বিত ভারতীয়দের উদ্দেশ্যে।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
চলো আজ আমরা সবাই শপথ গ্রহণ করি যে দেশের অসম্মান হোক এমন কোনো কাজ কখনও করবো না।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
বন্ধুকের গুলিকে ভয় না পেয়ে, দেশকে রক্ষা করার জন্য লড়াই করে যাওয়া সকল বীরের উদ্যেশে রইলো আমার শ্রদ্বাঞ্জলি।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
আমার সকল গর্বিত ভারতীয় ভাই-বোনেদের জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
প্রজাতন্ত্র দিবসের এই শুভ দিনে, আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের নীতি এবং আমাদের আইনকে সমৃদ্ধ ও সংরক্ষণ করব।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
চলো এই প্রজাতন্ত্র দিবসটি তাদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেট করি যারা আমাদের জন্য দিন রাত বর্ডারে লড়াই করে চলছে।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
শুভ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কবিতা
ভারত আমার ভারত বর্ষ
স্বদেশ আমার সপ্ন গো
তোমাতে আমরা লইয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো।
🧡💚শুভ প্রজাতন্ত্র দিবস💚🧡
তুমি আমার দেশ,
তুমি আমার অহংকার,
তােমায় কি ভুলিতে পারি
আমার প্রিয় জন্মভূমি।
সকল দেশবাসীর জন্য রইলো প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।
পরাধীনতার দাগ মুছেছি কতশত প্রাণ হারিয়ে,
স্বাধীনতার প্রদীপ জ্বালিয়েছি কত প্রদীপ নিভিয়ে,
এত কষ্টে যে স্বাধীনতা হয়েছে হস্তগত,
রাখতে হবে তাকে সব শত্রুদের হাত থেকে বাঁচিয়ে!
শুভ প্রজাতন্ত্র দিবস
শত শহীদের রক্তের বলিদানে
স্বাধীন হয়েছি আমরা,
কেউ পরিচয় জানতে চাইলে
গর্বিত হয়ে বলি ভারতীয় আমরা।
শুভ প্রজাতন্ত্র দিবস
১৩০ কোটি জনগণ
একমাত্র যার সাথে
ভালবাসার বন্ধনে আবদ্ধ,
সে আমাদের দেশ-ভারত।
শুভ প্রজাতন্ত্র দিবস
আসো দেশের সম্মান করি,
সম্মান করি আমাদের জন্মভূমির,
সম্মান করি সেই সমস্ত শহীদদের
যারা আমাদের স্বাধীনতা দিয়েছে।
শুভ প্রজাতন্ত্র দিবস
ধৈর্য্য এবং স্বাধীনতা
যে কোনো ভালো প্রজাতন্ত্রের ভিত!
শুভ প্রজাতন্ত্র দিবস
প্রজাতন্ত্র দিবসের উক্তি ও বাণী
“দেশের সেবায় মারা গেলে আমি গর্বিত হব কারণ আমার রক্তের প্রতিটি ফোঁটা, এই দেশের বৃদ্ধিতে এবং একে শক্তিশালী ও গতিশীল করতে অবদান রাখবে।”
—ইন্দিরা গান্ধী
দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা শক্তিশালীদের বৈশিষ্ট্য।
—মহাত্মা গান্ধী
প্রতিটি ভারতীয়কে এখন ভুলে যাওয়া উচিত যে সে একজন রাজপুত, শিখ বা জাট। তাকে মনে রাখতে হবে যে সে একজন ভারতীয়।
—সর্দার বল্লভভাই পটেল
বিশ্বাস হল সেই পাখি যে ভোরের অন্ধকারেই আলো অনুভব করতে পারে।
—রবীন্দ্রনাথ ঠাকুর
যে গুলিটি আমাকে আঘাত করেছে সেই গুলিটিই ব্রিটিশ শাসনের কফিনের শেষ পেরেক হবে।
—লালা লাজপত রায়
আসুন আমরা একসাথে দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতির যাত্রা শুরু করি।
—অটল বিহারী বাজপেয়ী
স্বাধীনতা দেওয়া হয় না, নেওয়া হয়।
—নেতাজি সুভাষ চন্দ্র বসু
বোমা অথবা পিস্তল বিপ্লব ঘটায় না। বিপ্লবের তরবারি ধারালো হয় চিন্তার ঝাঁকুনিতে।
—ভগৎ সিং
Happy Republic Day Wishes and Greetings In Bengali
যেমনভাবে তুমি তোমার মা-বাবাকে সম্মান করো,
তেমনভাবেই স্বাধীন ভারতের সংবিধানকেও শ্রদ্ধা করো।
Happy Republic Day
আমাদের সংবিধানটা শুধু কয়েক তরা কাগজের টুকরোমাত্র নয়,
এটা আমাদের জীবনে যানবাহনের মতনই প্রয়োজনীয়!
শুভ প্রজাতন্ত্র দিবস
শুভ প্রজাতন্ত্র দিবস
সব ভারতবাসীরা এক হয়ে গেলে ভারত আবার সকল দেশের সেরা হয়ে উঠবে।
আজকের দিনটি আমাদের দেশের সব গর্বিত দেশপ্রেমীদের জন্যে খুব বড় দিন, কারণ আজকের দিনটিতেই আমাদের দেশ পেয়েছিল তার প্রথম সংবিধান।
শুভ প্রজাতন্ত্র দিবস
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা
আসুন দেশকে আরও
ভাল করার শপথ নিই।
এসো আজ আমরা মনে করি আমাদের দেশের সেই সোনালী ঐতিহ্যের কথা, সেই সম্মান আর বৈভবের কথা, আর মনে মনে প্রনাম করি আমাদের জন্মভূমিকে, আর মনে মনে গর্বিত হই ভারতবাসী হিসেবে।
শুভ প্রজাতন্ত্র দিবস
যে দেশে তুমি জন্মগ্রহণ করেছ তার প্রতি সবার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলোর ভার বেশি না, কিন্তু তার প্রভাব সুদূরপ্রসারী, সবাই একসাথে তাদের ছোট ছোট দায়িত্বগুলো পালন করলেই দেশটা উন্নতির শিখরে উঠে যাবে।
শুভ প্রজাতন্ত দিবস
যাদের রক্ত আমাদেরকে স্বাধীনতা দিয়েছে তাদের সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায় দেশের প্রতি সম্মান দেখানো এবং নিজের নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা।
শুভ প্রজাতন্ত্র দিবস
প্রজাতন্ত্র দিবস ছবি ও পিকচার
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
কেন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি?
১৯৫০ সালের ২৬ শে জানুয়ারির দিনে আমাদের দেশে সংবিধান লাগু করা এবং এর স্মরণ প্রতিবছর আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়?
প্রতি বছর জানুয়ারি মাসের ২৬ তারিখে ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
এ বছর ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে?
এ বছর ভারতে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে।
2019 এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন?
২০১৯ সালে দক্ষিন আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন।
2020 এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন?
২০২০ সালে দক্ষিন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন।
2021 এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন?
২০২১ সালে করোনা অতিমারীর কারণে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির স্থান ফাঁকা ছিল।
২০২৩ এ ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে আসছেন?
২০২৩ এ ভারতের প্রজাতন্ত্র দিবসে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি প্রধান অতিথি হিসাবে আসছেন।
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আশা করছি ওপরের প্রজাতন্ত্র দিবসের ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো Republic Day Wishes In Bengali পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।