স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে আমরা আপনাদের জন্য স্বাধীনতা দিবসের কবিতা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী, স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা ও স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা নিয়ে এসেছি।
স্বাধীনতা দিবস সকল ভারতবাসীর কাছে একটি গৌরবময় ও স্পেশাল দিন। তবে এবছরের স্বাধীনতা দিবসটি অনান্য বছরের তুলনায় আরও একটু বেশি স্পেশাল, কারণ এই বছর আমরা আমাদের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করতে চলেছি। এই শুভ মুহূর্তে দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি ও সম্মান জানানোর জন্য Bengalisms.com আপনাদের উদ্যেশে দেশভক্তিতে ভরা সেরা কিছু স্বাধীনতা দিবসের কবিতা ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী নিয়ে এসেছে।
ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের কয়েক দশকের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতের সিনিগ্ধ মাটিতে আশার এক নতুন আলো ফুঁটেছিলো, আমরা দীর্ঘ ২০০ বছরের ইংরেজ শাসন থেকে মুক্ত হয়েছিলাম। সেদিন থেকে প্রতি বছর ১৫ ই আগস্ট এর দিনটি দেশের সর্বত্রে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। এই দিন দেশের সমস্ত স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলোন করে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি ও সম্মান জানানো হয়। এছাড়া পাড়ার ক্লাবে বিভিন্ন ধরনের দেশভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে প্রিয়জনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠান আমাদের এই সেরা স্বাধীনতা দিবসের স্ট্যাটাস গুলির মাধ্যমে।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস
যাদের রক্ত দিয়ে লেখা
ভারতবর্ষের নাম,
তাঁদের সকলকে জানাই
আমার প্রণাম।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার স্বাদ দিতে,
যারা নিজেদের জীবনের পরোয়া করেননি।
তাঁদের প্রতি আমরা স্যালুট রইলো।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
Also See:- স্বাধীনতা দিবসের ছবি
গর্ব তো অনেক কিছুতেই হয়,
কিন্তু ভারতের এই পবিত্র মাটিতে
জন্ম নেওয়ার মতো গর্ব
অন্য কিছুতে হয় না।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
আজকের এই বিশেষ দিনে
সেই সকল সংগ্রামীদের প্রণাম জানাই
যাদের বলিদানের ফলে আমরা
আজ স্বাধীন ভাবে বাঁচতে পারছি।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
শুধু স্বাধীনতা দিবসের দিন নয়,
দেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা
থাকুক বছরের বাকি দিনগুলােতেও।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
তাদের সবাইকে জানাই আমার স্যালুট,
যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য
নিজেদের সুখের কথা কখনাে ভাবে নি…
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
আরো পড়ুন:- স্বাধীনতা দিবস রচনা
স্বাধীনতা আমাদের কাছে মূল্যবান,
কারণ স্বাধীনতাই আমাদের সুযােগ দেয়
আর ভালো হয়ে ওঠার।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
১৫ই আগস্ট দেশের শত শত বীরের রক্তের বিনিময়ে এসেছিলো স্বাধীনতা,
আসুন এই বিশেষে দিনে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাই।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
শুভ স্বাধীনতা দিবসের কবিতা
ফাঁসি অথবা বন্ধুকের গুলিকে
ভয় না পেয়ে।
দেশের জন্য লড়াই করে যাওয়া
শহিদদের কোটি কোটি প্রণাম।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
আমার সকল গর্বিত ভারতীয়
ভাই-বোনেদের জানাই
শুভ স্বাধীনতা দিবসের
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
তুমি আমার দেশ,
তুমি আমার অহংকার,
তােমায় কি ভুলিতে পারি
আমার প্রিয় জন্মভূমি।
সকল দেশবাসীকে
স্বাধীনতা দিবসের
শুভেচ্ছা এবং অভিনন্দন
ভারত আমার ভারত বর্ষ
স্বদেশ আমার সপ্ন গো
তোমাতে আমরা লইয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী
এসাে আজ সেইসব মহান যােদ্ধাদের মনে করি,
যারা নিজেদের প্রাণের বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন…
এসাে হাতে হাত মিলিয়ে আজকের দিনটি উদযাপন করি…
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
ভেদাভেদ ভুলে আজকের দিনে
এক নতুন ভারত গড়ে তােলার শপথ নিই।
যে ভারতে ঘৃণার কোনও জায়গা থাকবে না,
ভালোবাসা হবে মানুষের একমাত্র ধর্ম।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
দেশবাসীর আজ গর্বের দিন,
স্বাধীন হয়েছি মােরা আজকের দিনে…
উন্নতির শিখরে পৌঁছাক দেশ
এটাই মােদের কামনা…
প্রতিটি ভারতবাসীকে স্বাধীনতা
দিবসের অনেক অনেক শুভেচ্ছা
শত শত শহীদের রক্তের বদলে এই দেশ স্বাধীন হয়েছে।
এখন আমাদের কর্তব্য এই স্বাধীন দেশেকে যত্ন নেওয়া,
একে উন্নতির শিখরে নিয়ে যাওয়া।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা
স্বাধীনতা ঈশ্বরের আশীর্বাদস্বরূপ…
প্রার্থনা করি আমাদের এই অসাধারণ
দেশটি যেন চিরকাল এমন স্বাধীনই থাকে…
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
অনেকের মধ্যে একতা,
এবং বিভিন্নতার মধ্যে সমানতা,
এটিই আমাদের ঐতিহ্য…
স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা
স্বাধীনতা আমাদের রক্তে,
বিশ্বাস আমাদের কথায়,
গর্ব আমাদের বুকে,
এবং স্মৃতি আমাদের আত্মায়….
আসুন সবাই মিলে এই জন্মভূমিকে
উন্নতির শিখরে নিয়ে যায়….
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমি আজ প্রতিজ্ঞা করছি যে,
আমি আজীবন দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করবো।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য সেরা স্বাধীনতা দিবসের স্ট্যাটাস কোনটি?
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য সেরা স্বাধীনতা দিবসের স্ট্যাটাস টি হলো:-
যাদের রক্ত দিয়ে লেখা
ভারতবর্ষের নাম,
তাঁদের সকলকে জানাই
আমার প্রণাম।
🧡💚শুভ স্বাধীনতা দিবস💚🧡
কোন শুভেচ্ছা বার্তাটির মাধ্যমে বন্ধু-বান্ধবদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবেন?
বন্ধু-বান্ধবদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য এই শুভেচ্ছা বার্তাটি ব্যবহার করতে পারেন:-
আমার সকল গর্বিত ভারতীয়
ভাই-বোনেদের জানাই
শুভ স্বাধীনতা দিবসের
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
স্বাধীনতা দিবসের সেরা কবিতা কোনটি?
স্বাধীনতা দিবসের সেরা কবিতাটি হলো:-
তুমি আমার দেশ,
তুমি আমার অহংকার,
তােমায় কি ভুলিতে পারি
আমার প্রিয় জন্মভূমি।
সকল দেশবাসীকে
স্বাধীনতা দিবসের
শুভেচ্ছা এবং অভিনন্দন
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা SMS পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।