দ্রৌপদী মুর্মুর জীবনী – (দ্রৌপদী মুর্মুর জন্ম, পরিবার, শিক্ষা, জাতি, সম্পত্তি, রাজনৈতিক দল ইত্যাদি) Draupadi Murmu Biography, qualification, caste, age, husband, income, daughter, rss, president elecation, politician party, religion etc in bengali.
সম্প্রতি ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি হতে চলেছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। আজ এই আর্টিকেলে আমরা দ্রৌপদী মুর্মু জীবনী সহ তার সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে এসেছি।
Draupadi Murmu Biography In Bengali – (দ্রৌপদী মুর্মু জীবনী)
নাম | দ্রৌপদী মুর্মু |
বয়স | ৬৪ বছর |
পেশা | রাজনীতি |
পিতার নাম | বিরঞ্চি নারায়ণ টুডু |
স্বামীর নাম | শ্যাম চরণ মুর্মু |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি (BJP) |
জন্ম তারিখ | ২০-ই জুন ১৯৫৮ |
জন্ম স্থান | ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রাম |
শিক্ষা | কলা স্নাতক (Arts graduate) |
কলেজ | রমা দেবী মহিলা কলেজ |
জাতীয়তা | ভারতীয় |
ধর্ম | হিন্দু |
জাতি | ST |
সম্পত্তি | ৯.৫ লক্ষ – ১০ লক্ষ (Estimated) |
দ্রৌপদী মুর্মুর শৈশব জীবন
দ্রৌপদী মুর্মু ২০-ই জুন ১৯৫৮ সালে ভারতের ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে বিরঞ্চি নারায়ণ টুডুর বাড়িতে জন্মগ্রহণ করে ছিলেন। পিত বিরঞ্চি নারায়ণ টুডু গ্রামের প্রধান হওয়ার কারণে রাজনীতির সঙ্গে দ্রৌপদী মুর্মুর পরিচিতি শৈশব বেলা থেকেই হয়ে যায়। তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রামেই গ্রহণ করেন।
দ্রৌপদী মুর্মুর শিক্ষা
প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি কলা বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার জন্য ভুবনেশ্বর শহরে চলে যান। তিনি ভুবনেশ্বর শহরে রমা দেবী মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
স্নাতক শেষ করার পর, তিনি ওড়িশার সরকারি বিদ্যুৎ বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পান। তিনি সেখানে ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কাজ করেন। এরপর ১৯৯৪ সালে রায়রংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে শিক্ষক হিসেবে তিন বছরের জন্য যোগ দেন।
দ্রৌপদী মুর্মুর বিবাহ
দ্রৌপদী মুর্মু শ্যাম চরণ মুর্মুকে বিয়ে করেছিলেন। দ্রৌপদী মুর্মু ও শ্যাম চরণ মুর্মু দুই ছেলে ও এক মেয়ের মা বাবা ছিলিনে। তবে দূর্ভাগ্যবসত তাদের ২ টি ছেলে মারা যান।
দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক জীবন
দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯৭ রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হিসাবে। এর পর তিনি ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত ওড়িশার বাণিজ্য ও পরিবহনের জন্য স্বতন্ত্র দায়িত্ব সহ প্রতিমন্ত্রী ছিলেন এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের মন্ত্রী ছিলেন। তিনি ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবেও কাজ করেছেন। এছাড়াও তিনি ভারতীয় জনতা পার্টি তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহ-সভাপতি পদের দায়িত্ব নিয়ে ছিলেন।
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু
সম্প্রতি ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি হতে চলেছেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। ২০২২ এর এই প্রেসিডেন্টাল ইলেক্শনে দ্রৌপদী মুর্মু বিপক্ষে AITC-র যশবন্ত সিনহা দাঁড়িয়েছেন।
দ্রৌপদী মুর্মুর পুরস্কার (Awards)
২০০৭ সালে ওড়িশা বিধানসভা দ্বারা দ্রৌপদী মুর্মুকে সেরা বিধায়ক হওয়ার জন্য নীলকণ্ঠ পুরস্কার দেওয়া হয়।
Draupadi Murmu Biography PDF Download
দ্রৌপদী মুর্মু জীবনী Pdf টি ডাউনলোড করতে নিচের লিংকটিতে ক্লিক করুন।
👇 Draupadi Murmu Biography PDF pdf 👇
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
দ্রৌপদী মুর্মু কে?
এনডিএ ঘোষিত ভারতের পরবর্তী রাষ্ট্রপতির প্রার্থী।
দ্রৌপদী মুর্মুর স্বামীর নাম কি?
দ্রৌপদী মুর্মুর স্বামী হলেন শ্যাম চরণ মুর্মু।
দ্রৌপদী মুর্মু কোন পুরস্কার পেয়েছেন?
দ্রৌপদী মুর্মু নীলকণ্ঠ পুরস্কার পেয়েছেন।
দ্রৌপদী মুর্মুর মেয়ের নাম কি?
দ্রৌপদী মুর্মুর মেয়ের হলো ইতিশ্রী মুর্মু।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই এই ইন্টারনেট জগৎে সবসময় আপডেটেড থাকতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।