মানব ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার গুলির মধ্যে একটি হলো ইন্টারনেট। এই ইন্টারনেটের মাধ্যমেই আমরা ঘরে বসে সারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারি। কিন্তু কিছু অসৎ ব্যাক্তি এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের পার্সোনাল ডাটা চুরি করার চেষ্টা করে। আর এই অসৎ ব্যাক্তিদের হাত থেকে নিজেদের পার্সোনাল ডাটাকে রক্ষা করার জন্য আমরা VPN ব্যবহার করি। আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা VPN কি, ভিপিএন এর ফুল ফর্ম কি ও এটি কিভাবে কাজ করে তা জানবো।
VPN Full Form In Bengali
VPN-এর ফুল ফর্ম হলো Virtual Private Network। বাংলা ভাষায় ভিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি ইন্টারনেটের একটি ভার্চুয়াল টানেল, যার মাধ্যমে ব্যাবহারকারী তার কম্পিউটার থেকে সুরিক্ষিত ভাবে ইন্টারনেটে তথ্য আদান প্রদান করে থাকে। VPN সাধারণত পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করার সময় ব্যাবহারকারির ডাটাকে সুরক্ষিত রাখার জন্য ও ব্লকড ওয়েবসাইট, গেম ইত্যাদি অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়।
VPN কীভাবে কাজ করে
আপনি যখন আপনার কম্পিউটার অথবা মোবাইলকে VPN-এর সঙ্গে কানেক্ট করে কোনো ওয়েবসাইট বা এপ্লিকেশনকে অ্যাক্সেস করেন তখন এই VPN ওই ওয়েবসাইট বা এপ্লিকেশনের সার্ভারকে আপনার ডিভাইস এর সঙ্গে একটি সুরক্ষিত ভার্চুয়াল টানেল এর মাধ্যমে যুক্ত করে। যার ফলে আপনার ISP (Internet Service Provider) ও অন্যান অসৎ ব্যাক্তিরা আপনার ডেটার ওপর নজর রাখতে পারে না ও আপনার ডেটা তাদের হাত থেকে সুরক্ষিত থাকে।
VPN এর সুবিধা
- ভিপিএন আপনার ডেটাকে সুরক্ষিত রাখে।
- ভিপিএন আপনাকে একটি সুরক্ষিত সংযোগ সরবরাহ করে।
- আপনি ভিপিএন ব্লকড ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারেন।
- ভিপিএন সম্পূর্ণ স্বাধীনতার সাথে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেয়।
VPN এর অসুবিধা
- বিশ্বাস যোগ্য VPN গুলি ব্যাবহার করার জন্য পয়সা লাগে।
- ভিপিএন এ সীমিত ব্যান্ডউইথ থাকে যার ফলে ইন্টারনেটের স্পিড কমে যাই।