UPS এর পূর্ণরূপ কি ও ইউপিএস কাকে বলে | UPS Full Form Bengali Meaning

UPS এর পূর্ণরূপ কি, UPS এর কাজ কি, UPS এর পুরো নাম কি, UPS কিভাবে কাজ করে, ইউপিএস কাকে বলে – (UPS Full Form and Meaning in Bengali)

বর্তমানে প্রায় সকলের বাড়িতেই কম্পিউটার রয়েছে। এবং এই কম্পিউটারের একটি সুপরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো UPS (ইউপিএস) যা কম্পিউটারের সেকেন্ডারি পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করে। কিন্তু এই UPS এর পুরো নাম কি অথবা UPS কিভাবে কাজ করে তা অনেকেই জানেনা। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা UPS সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন UPS এর পূর্ণরূপ কি, UPS এর কাজ কি, Ups কিভাবে কাজ করে ইত্যাদি জানতে চলছি।

UPS এর পূর্ণরূপ কি – (UPS Full Form in Bengali)

UPS এর পূর্ণরূপ হলো Uninterruptible Power Supply বা Uninterruptible Power Source। বাংলা ভাষায় ইউপিএস এর পুরো নাম হলো আনইন্টার্র্যাপ্টিবাল পাওয়ার সাপ্লাই

UPS এর পূর্ণরূপ কি ও ইউপিএস কাকে বলে - UPS Full Form Bengali Meaning
UPS এর পূর্ণরূপ কি ও ইউপিএস কাকে বলে – UPS Full Form Bengali Meaning

UPS এর কাজ কি ও ইউপিএস কাকে বলে

UPS হলো এমন একটি ইলেক্ট্রনিক ডিভিসি যা ইলেকট্রিসিটি কাট অফ হওয়ার পরেও কম্পিউটারকে ২০ থেকে ৪০ মিনিটের মতো পাওয়ার ব্যাকআপ দেয়। যার ফলে ইউসার তার গুরুত্বপূর্ণ কাজ গুলোকে কম্পিউটারে সেভ করে কম্পিউটারটিকে সঠিক ভাবে বন্ধ করার কিছু সময় পেয়ে যায়।

UPS কিভাবে কাজ করে

UPS মূলত একটি সেকেন্ডারি পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করে। UPS এর মধ্যে একটি ব্যাটারি থাকে যার মধ্যে ২০ থেকে ৪০ মিনিটের বিদ্যুৎ সঞ্চিত থাকে। তবে এটি একটি সাধারণ ব্যাটারি সিস্টেমের মতো কাজ করে না। ইলেকট্রিসিটি কাট অফ হওয়া পর UPS মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই কম্পিউটারকে পাওয়ার ব্যাকআপ দিয়ে দেয় যার ফলে কম্পিউটার বন্ধ হয় না। UPS এর প্রকারভেদের ওপর নির্ভর করে UPS ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কাজ করে যেমন :-

  • Offline/standby (অফলাইন বা স্ট্যান্ডবাই ইউপিএস) :- এই ইউপিএস গুলির মধ্যে আপনি UPS এর বেসিক কার্যকারিতা গুলি পেয়ে যাবেন, যেমন surge protection ও পাওয়ার ব্যাকআপ। এই ধরণের ইউপিএসে বিদ্যুৎ যখন নির্ধারিত স্তরের নীচে পড়ে বা উপরে ওঠে যাই তখন UPS তার অভ্যন্তরীণ DC to AC ইনভার্টার চালু করে দেয়। এটি চালু হতে ২৫ মিলিসেকেন্ডের মতো সময় লাগে।
  • Line-interactive (লাইন ইন্টারএ্যাকটিভ ইউপিএস):- এই ধরণের ইউপিএস গুলি অনেকটাই অফলাইন বা স্ট্যান্ডবাই ইউপিএস এর মতো কাজ করে। তবে এর সাথে একটি মাল্টি-ট্যাপ ভেরিয়েবল-ভোল্টেজ অটোট্রান্সফরমার যোগ করা থাকে।
  • Online/double-conversion (অনলাইন ইউপিএস):- এই ধরণের ইউপিএস গুলি ডাবল কানভার্সন পদ্ধতিতে কাজ করে। এতে UPS সবার প্রথমে AC কারেন্টকে DC কারেন্টে রূপান্তর করে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় এবং তারপর, ইনভার্টারের সাহায্যে DC কারেন্টকে আবার AC কারেন্টে রূপান্তর করে। এই ধরণের ইউপিএস গুলিতে ব্যাটারি সব সময়ই ইনভার্টারের সঙ্গে যুক্ত থাকে ফলে এতে পাওয়ার ট্রান্সফার এর প্রজন হয় না।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

UPS এর দাম কত?

UPS ২০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

UPS কম্পিউটারকে কতক্ষণের ব্যাকআপ দেয়?

টেকনোলজি ও দামের ওপর নির্ভর করে UPS ৫ মিনিট থেকে ২ ঘন্টার ব্যাকআপ দেয়।

সর্বশেষ কথা

আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি এই আর্টিকেলে আপনি আপনার UPS সম্পর্কিত প্রশ্ন গুলির উত্তর পেয়েছেন। আরো অন্যান্য শর্ট ফর্মের ফুলফর্ম পেতে এই পেজ টি ভিসিট করুন 👉 All Full Forms in Bengali

Leave a Comment