সফলতা-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হাসি-কান্না সব মিলিয়ে শেষ হতে চলেছে একটা বছর। সব দুঃখের স্মৃতি ভুলিয়ে নতুন নতুন আনন্দে ভরা স্মৃতি তৈরি করার সময় চলে এসেছে। তাই পহেলা বৈশাখের এই শুভ দিনটিকে পরিবারে সাথে আনন্দের সঙ্গে উপভোগ করুন। এবং বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে হোয়াটস্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়েদিন। এই পহেলা বৈশাখের শুভ মুহূর্তে আমরা আপনাদের জন্য ১৪৩১ এর সেরা পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা ও ছবি নিয়ে এসেছি।
পয়লা বৈশাখ বা ১লা বৈশাখ দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ তথা সারা বিশ্বের সকল বাঙালির নতুন বছর শুরু হয়। তাই সবার প্রথমে BengaliSms.com এর তরফ থেকে আপনাদের সকলকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আশা করি সবাই দুঃখের স্মৃতি ভুলে নতুন বছরে আবার হাসি আনন্দে মেতে উঠবে ও নতুন বছর আপনাদের জন্য নিয়ে আসুক অনেক হাসি-আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি।
পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা
নতুন বছরে ঈশ্বর যেন সর্বদা তোমার সহায় থাকেন…
শুভ নববর্ষ
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ
ভগবান তোমায় চিরকাল সুখে রাখুক…
আগামী সবকটি বছর যেন
ভগবান তোমায় দুহাত ভরে আনন্দ দেয়…
পহেলা বৈশাখের শুভেচ্ছা
পুরনো বছরটা তোমার
যতোই খারাপ কাটুক না কেন,
নতুন বছর তোমার জীবনে
সব খুশী নিয়ে আসবে…
শুভ নববর্ষ
Read More:- Bengali Happy New Year Wishes
তুমি হয়ে ওঠো সূর্যের মতো উজ্জ্বল,
জলের মতন শীতল,
মধুর মতন মিষ্টি,
আশা করি এই নতুন বছরে
তোমার সব ইচ্ছা যেন পূর্ণ হয়…
শুভ ১লা বৈশাখ
মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম,
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
শুভ নববর্ষ
তোমার অভিজ্ঞতা ও বুদ্ধি
দিয়ে নতুন বছরে আসা
সব বাধাকে জয় করো…
সাফল্য তোমার হাতের মুঠোয় ধরা দিক…
শুভ পয়লা বৈশাখ
পহেলা বৈশাখের শুভেচ্ছা কবিতা
কামনা করি নতুন বছরের আগমনে
প্রতিবারের মতন শুধু
ক্যালেন্ডার না বদলে
মানুষের চিন্তাভাবনাটাও বদলায়…
শুভ নববর্ষ
Read More:- নতুন বছরের শুভেচ্ছা বার্তা
কি আর লিখবো
লিখার কিছু নাই,
সকাল হলে পহেলা বৈশাখ
জলদি মেলায় যাই।
শুভ নববর্ষ
নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রামধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে
আমার মনের কথা পাঠালাম…
শুভ ১লা বৈশাখ
ঈশ্বর তোমার জন্যে
নতুন বছরের উপহার হিসেবে
ঠিক করে রেখেছেন
অনেক অনেক নতুন সুযোগ,
খুশি আর মন ভরা আনন্দ…
নববর্ষের শুভেচ্ছা!
আসুন গত বছরের সুন্দর স্মৃতি গুলোকে মাথায় রেখে
নতুন বছরকে স্বাগত জানায়।
শুভ নববর্ষ
এই বছরটি আপনার জীবনে নতুন সুখ,
নতুন লক্ষ্য, নতুন সাফল্য
এবং প্রচুর নতুন অনুপ্রেরণা নিয়ে আসুক।
আনন্দে ভরা একটি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
নতুন বছর নতুন নতুন আশা ও লক্ষ নিয়ে আমাদের জীবনে আসতে চলেছে,
তাই এই নতুন বছরের উপলক্ষে
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
শুরু হোক নতুন করে পথ চলা
নতুনের দিকে,
নতুনের পাশে পুরোনো ভালো
গুলো যেন থাকে,
শুধু মুছে যাক কষ্ট, গ্লানি আর ব্যাথা।
শুভ নববর্ষের শুভেচ্ছা
এই বছরটি তোমার জীবনে
যেন পৃথিবীর যাবতীয়
খুশি নিয়ে আসে…
সুখে কাটুক তোমার
আরো একটি বছর…
শুভ পহেলা বৈশাখ
কালিঘাটে নতুন খাতা
Lunch-এ চাই কলাপাতা
ধুতি আর গরদ শাড়ি,
Pizza নয়, আজ শুক্তো-বড়ি
কন্টিনেন্টাল চুলোয় যাক
আজ আমাদের পয়লা বৈশাখ
নতুন আলো নতুন ভোর,
আসলো বছর কাটলো প্রহর,
অতীতের হল মরণ,
নতুন কে কর বরণ,
পুরোনো সব স্মৃতি
করে ফেল ইতি,
তোমাদের জানাই
শুভ নববর্ষের শুভেচ্ছা ও প্রীতি…
পহেলা বৈশাখের শুভেচ্ছা বাণী
পুরনো বছরের সব না-পাওয়া
স্মৃতিগুলোকে ভুলে গিয়ে
নতুন বছরের প্রতিটি দিনকে কাজে লাগান…
যাতে আগের বছরে দেখা সব
স্বপ্নগুলো এই বছরে পূরণ করতে পারেন…
শুভ নববর্ষ
গত বছরে করা সব
ভুলগুলো শুধরে নেওয়ার
সময় এসে গেছে…
এসেছে আর একটি নববর্ষ…
সময় ফেরত আনা যায় না তা সত্যি..
কিন্তু যে সময়টা আসতে চলেছে
তার জন্য আমরা নতুন
কর্মসূচী ঠিক করতেই পারি..
শুভ নববর্ষ
আধার ভেদ করে সূর্যকিরণ
প্রতি জীবন দুয়ারে পৌছে যাক
জীবনের যাবতীয় গ্লানি ভুলে,
এসো রাঙিয়ে তুলি নতুন বছর!
শুভ ১লা বৈশাখ
ভুল কে আজ দাও ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই,
মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ
তোমার যতটা কষ্ট হচ্ছে আমায় ছাড়তে,
আমার ততটাই কষ্ট হচ্ছে তোমার থেকে দুরে চলে যেতে…
কিন্তু কি করা যাবে বলো,
যেতে তো আমাকে হবেই…
তবেই তো আমার জায়গায় নতুন বছর আসতে পারবে…
চলি আমি…
যাওয়ার আগে তোমায় বলতে চাই
শুভ ১লা বৈশাখ
শুভ পহেলা বৈশাখ ছবি
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের Happy Pohela Boishakh Wishes গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।