বর্তমানে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র, সর্বত্রেই কম্পিউটার ও ইন্টারনেটের ব্যাবহার বেড়ে চলেছে এবং সেই সঙ্গেই বেড়ে চলেছে বিভিন্ন ধরণের নথীকে ডিজিটাইজড করার প্রয়জোনীয়তা। আজকে বেশিরভাগ মানুষই পাঠ্য, ছবি, ভেক্টর গ্রাফিক্স, হাইপারলিঙ্কস ইত্যাদির মতো নথী গুলকে ডিজিটাল আকারে সঞ্চয় করা ও দেখার জন্য পিডিএফ (PDF) ব্যবহার করছে। কিন্তু এই PDF এর পূর্ণরূপ কি তা অনেকেই জানেনা। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা PDF কী, PDF এর পূর্ণরূপ কি ও PDF সম্পর্কিত বেসিক তথ্য গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
PDF এর পূর্ণরূপ কি
PDF এর ফুল ফর্ম হলো Portable Document Format। বাংলা ভাষায় পিডিএফ এর পূর্ণরূপ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট।
PDF কী?
PDF এর পুরো নাম থেকেই বোঝা যাচ্ছে, যে এটি একটি ডিজিটাল ফাইল ফরম্যাট। PDF মূলত বিভিন্ন ধরণের নথিকে (Document) ডিজিটাল আকারে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে আমরা পাঠ্য, ছবি, হাইপারলিঙ্কস ইত্যাদি সঞ্চয় করতে পারে।
PDF এর সুবিধা
এর সুবিধা গুলি নিম্নরূপ-
- PDF এর মধ্যে বড়ো আকারে নথীকে সহজেই সঞ্চয় করা যাই।
- PDF কে যেকোনো কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলে খুব সহজেই তৈরী করা ও খোলা যাই।
- PDF কে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যাই।
- PDF কে সহজেই প্রিন্ট করা যাই।
- ইত্যাদি।
PDF এর ইতিহাস
১৯৯১ সালে অ্যাডোব এর সহ-প্রতিষ্ঠাতা Dr. John Warnock বিভিন্ন ধরণের নথিকে ডিজিটাইজড করার লক্ষ নিয়ে ক্যামেলট প্রজেক্ট শুরু করেন। এবং ১৯৯২ সালে এই ক্যামেলট প্রজেক্ট PDF এর রূপ নেই। এর পর ২০০৮ সালে অ্যাডোব সংস্থা PDF এর সমস্ত পেটেন্টকে সর্বজনীন করে দেয়, যার ফলে বাজারে এর ব্যবহার আরো বেড়ে যাই।
PDF এর অন্যান ফুল ফর্ম
- Pop Directional Formatting 👉 পপ ডিরেকশনাল ফর্মাটেটিং
- Printer Description File 👉 প্রিন্টার ডেসক্রিপশন ফাইল
- Profile-Directed Feedback 👉 প্রোফাইল-ডিরেক্টেড ফিডব্যাক
- Program Development Facility 👉 প্রোগ্রাম ডেভেলপমেন্ট ফেসিলিটি
- Pair Distribution Function 👉 পেয়ার ডিস্ট্রিবিউশন ফাঙ্কশন
- Powder Diffraction File 👉 পাউডার ডিফ্র্যাক্টিন ফাইল
- Peace Development Fund 👉 পিস ডেভেলপমেন্ট ফান্ড
- Permanent Defence Forces 👉 পার্মানেন্ট ডিফেন্স ফোর্সেস
- Probability Density Function 👉 প্রোবাবিলিটি ডেন্সিটি ফাঙ্কশন
- Peak Draw Force 👉 পিক ড্র ফোর্স
- Pigment Dispersing Factor 👉 পিগমেন্ট ডিসপেরসিং ফ্যাক্টর
- Planar Deformation Features 👉 প্লানার ডিফর্মটিও ফিচারস