এটা তো সকলেই জানে যে ডায়রিয়া জনিত রোগের কারণে হওয়া ডিহাইড্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য ORS-এর ব্যবহার করা হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকেই ওআরএস পুরো নাম কি অথবা ORS কিভাবে কাজ করে তা জানেনা। আজ এই পোস্টের মাধ্যমে আমরা ORS সংক্রান্ত এই বেসিক তথ্য গুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি।
ORS Full Form In Bengali
ORS-এর ফুল ফর্ম হলো Oral Rehydration Solution। বাংলা ভাষায় ওআরএস এর পূর্ণরূপ হলো ওরাল রিহাইড্রেশান সল্যুশন। কোনও ব্যক্তি বা শিশুর শরীরে যখন জলের অভাব হয় তখন শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া রুখতে ও শরীর কে রিহাইড্রেট করতে ORS ব্যবহার করা হয়। তাই এটিকে লাইফ সেভিং সলিউশনও বলা হয়।
ORS-এর কাজ কি?
ডায়েরিয়া নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর এবং সস্তা উপায় হলো ORS-এর জল। এটি শরীরকে র্যাপ্ত পরিমাণে ইলেক্ট্রোলাইট, গুলুকোজ এবং জল জল সরবরাহ করে। ORS ডায়রিয়াজনিত মৃত্যুর হারকে প্রায় ৯৩ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।
ORS বানানোর উপায়?
ORS সাধারণত পাউডার আকারে ঔষধের দোকানে কিনতে পাওয়া যায়। এই পাউডারকে নিদিষ্ট পরিমানের বিশুদ্ধ পানীয় জলের সাথে গুলে রোগীকে দিতে হয়। তাছাড়া এটি ঘরোয়া উপাদানা দিয়েও তৈরী করা যায়। এর জন্য এক চামচ চিনি ও এক চামচ নুনকে বিশুদ্ধ পানীয় জলের সাথে গুলে রোগীকে দিতে হয়।
ORS-এর ইতিহাস
১৯৭৮ এর আগে ডায়েরিয়া রোগে গোটা বিশ্বে প্রতিবছর প্রায় হাজার হাজার মানুষ মারা যেত। তাই ১৯৭৮ WHO (World Health Organization) ঘরোয়া উপাদানা দিয়েও তৈরী এই ওরাল রিহাইড্রেশান সল্যুশন দিয়ে ওরাল রিহাইড্রেশান থেরাপি চালু করে। যার ফলে ডায়রিয়াজনিত মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমানে কমে যায়।
ORS এর অন্যান্য ফুল ফর্ম
- Olfactory Reference Syndrome 👉 অলফ্যাক্টরি রেফারেন্স সিনড্রোম
- Old Red Sandstone 👉 ওল্ড রেড স্যান্ডস্টোনে
- Overseas Research Scholarship 👉 ওভারসিস রিসার্চ স্কলারশিপ
- Oxygen Reduction System 👉 অক্সিজেন রিডাকশন সিস্টেম
- Oculo-Respiratory Syndrome 👉 ওকুলো-রিসার্পিয়ারি সিনড্রোম
- OID Resolution System 👉 ওআইডি রিসোলিউশন সিস্টেম
- Orcas Island Airport 👉 ওর্কাস আইল্যান্ড এয়ারপোর্ট