ইন্টারনেট তো আমরা সকলেই ব্যবহার করি, আর এই ইন্টারনেটকে ব্যবহার করার জন্য আমরা Airtel, Vodafone ও JIO-র মতো ISP সংস্থা গুলি থেকে ইন্টারনেট পরিষেবা ক্রয় করে থাকি। কিন্তু ISP কি অথবা এর পূর্ণরূপ কি তা অনেকেই জানেনা। তাই আজ এই পোস্টের মাধ্যমে আমরা ISP কি, ISP এর পূর্ণরূপ কি, ISP কিভাবে কাজ করে ও ISP এর অন্যান বেসিক তথ্য গুলি আপনাদের জানাতে চলেছি।
ISP এর পূর্ণরূপ কি
ISP এর ফুল ফর্ম হলো Internet Service Provider। বাংলা ভাষায় আইএসপি এর পূর্ণরূপ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। বাংলাতে একে “ইন্টারনেট সেবা প্রদানকারী” বলা হয়।
ISP কি
বর্তমানে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো ইন্টারনেটও একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। এই ইন্টারনেটকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে ISP। মূলত ISP বলতে সেইসব প্রতিষ্ঠান গুলোকে বোঝানো হয়, যে প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটে প্রবেশ এবং ব্যবহার সংক্রান্ত সেবা গুলি প্রদান করে থাকে, যেমন- Airtel, Idea, Vodafone, BSNL, JIO ইত্যাদি।
ISP কিভাবে কাজ করে
ISP কে মূলত তিনটি ধাপে ভাগ করা হয়, Tier 1 ISP, Tier 2 ISP, আর Tier 3 ISP। এই তিন ধরণের ISP এর কাজ করার পদ্ধতিটি নিম্নরূপ-
- Tier 1 ISP:- ইন্টারনেট প্রদানকারী সংস্থা গুলির মধ্যে সবথেকে বড়ো সংস্থা গুলি Tier 1 ISP শ্রেণিতে আসে। এই সংস্থা গুলি সমুদ্রের নিচে দিয়ে তার বিছিয়ে একটি দেশকে অন্য দেশের সঙ্গে সংযুক্ত করার কাজ করে। এই ধরণের কয়েকটি সংস্থা হলো AT&T, Verizon, PacNet ইত্যাদি।
- Tier 2 ISP:- Tier 2 ISP সংস্থা গুলি ইন্টারনেটকে জাতীয় স্তরে প্রদান করার কাজ করে। এই ধরণের কয়েকটি সংস্থা হলো Airtel, Idea, Vodafone, BSNL, JIO ইত্যাদি।
- Tier 3 ISP:- Tier 3 ISP সংস্থা গুলি সাধারণত কোনো একটি ছোট অঞ্চলে ইন্টারনেট প্রদান করার কাজ করে। এই ধরণের কয়েকটি সংস্থা হলো Hathway, Tikona, DEN, Spectra ইত্যাদি।
ISP এর অন্যান ফুল ফর্ম
- Integrated Service Provider 👉 ইন্টিগ্রেটেড সার্ভিস প্রোভাইডার
- Image signal processor 👉 ইমেজ সিগন্যাল প্রসেসর
- In-system programming 👉 ইন-সিস্টেম প্রোগ্রামিং
- Information Systems Professional 👉 ইনফরমেশন সিস্টেমস প্রফেশনাল
- Interface segregation principle 👉 ইন্টারফেস সেগ্রেগেশন প্রিন্সিপলে
- Information Society Project 👉 ইনফরমেশন সোসাইটি প্রজেক্ট
- Integrated science program 👉 ইন্টিগ্রেটেড সাইন্স প্রোগ্রাম
- International School of Paris 👉 ইন্টারন্যাশনাল স্কুল অফ প্যারিস
- Indiana State Police 👉 ইন্ডিয়ানা স্টেট পুলিশ
- Independent Socialist Party 👉 ইন্ডিপেন্ডেন্ট সোসালিষ্ট পার্টি
- Institute of Sales Promotion 👉 ইনস্টিটিউট অফ সেলস প্রমোশন
- Imperial smelting process 👉 ইম্পেরিয়াল স্মেল্টিং প্রসেস