ED Full Form in Bengali, Enforcement Directorate Bengali Meaning – (ED মানে কি, ED এর পুরো নাম কি, ED এর পূর্ণরূপ কি, ED ফুল ফর্ম ও ED কি)
ন্যাশনাল টিভি থেকে শুরু করে লোকাল টিভি এখন সব নিউজ চ্যানেলেই এই ED শব্দটা প্রায়শই আমাদের চোখে পড়ছে। কিন্তু এই ED কি ও ED এর পুরো নাম কি তা আমাদের মধ্যে অনেকেই জানেনা। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ইডি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন ED মানে কি, ED এর পুরো নাম কি, ED কি, ED কাদের বলা হয় ইত্যাদি জানতে চলছি।
ED এর পুরো নাম কি – (ED Full Form in Bengali)
ED এর পুরো নাম হলো Enforcement Directorate। ED কে DIRECTORATE OF ENFORCEMENT -ও বলা হয়। বাংলা ভাষায় ইডি-র পূর্ণরূপ হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ED মানে কি – (ED কি)
ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ED) হল ভারতের একটি বিশেষ আর্থিক তদন্তকারী সংস্থা যা ভারত সকারের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব পরিষদের অধীনে কাজ করে। ইডির প্রাথমিক উদ্দেশ্য হলো অর্থনৈতিক আইন প্রয়োগ করা এবং বিভিন্ন ধরণের অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যাকশন নেওয়া।
ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ED) এর মূখ্য কার্য্যালয় বর্তমানে নিউ দিল্লিতে অবস্থিত। এছাড়াও দেশের বড়ো শহর গুলিতে ইডির বেশ কয়েকটি আঞ্চলিক দপ্তরও রয়েছে যেমন:-
- Enforcement Directorate, Kolkata
- Enforcement Directorate, Chennai
- Enforcement Directorate, Mumbai
- Enforcement Directorate, Chandigarh
এছাড়াও পুনে, বেঙ্গালুরু, কোচি, পানাজি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জলন্ধর, লখনউ, পাটনা এবং শ্রীনগরের মতো শহর গুলিতে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টর জোনাল অফিস রয়েছে যা জয়েন্ট ডিরেক্টর দ্বারা পরিচালিত হয়। এবং ম্যাঙ্গালুরু, ভুবনেশ্বর, কোঝিকোড়, ইন্দোর, মাদুরাই, নাগপুর, এলাহাবাদ, রায়পুর, দেরাদুন, রাঁচি, সুরাট, সিমলা, বিশাখাপত্তনম এবং জম্মুতে Enforcement Directorate এর সাব-জোনাল অফিস রয়েছে যা ডেপুটি ডিরেক্টর দ্বারা পরিচালিত হয়।
ইডি মূলত ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ( IRS ), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ( IPS ) এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ( IAS ) এর অফিসারদের নিয়ে গঠিত।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
ED কিভাবে হবেন?
ইডি মূলত ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ( IRS ), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ( IPS ) এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ( IAS ) এর অফিসারদের নিয়ে গঠিত তাই ED হতে গেলে আপনাকে প্রথমে এগুলির মধ্যে একটি হতে হবে। এছাড়াও ED তে SSC CGL পরীক্ষার মাধ্যমেও চাকরি পাওয়া যাই
ED অফিসারদের বেতন কত?
রিপোর্টস অনুযায়ী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গড় বার্ষিক বেতন ৪.১ লক্ষ ভারতীয় টাকা।