CD এর পূর্ণরূপ কি, সিডি কি, সিডি কাকে বলে, সিডি এর কাজ কি ও সিডি কি ধরনের ডিভাইস – (CD Full Form and Meaning in Bengali)
সিডি (CD), চকচকে গোলাকার এই স্টোরেজ ডিভাইসটি সকলের কাছেই পরিচত। CD একটি পোর্টেবল স্টোরেজ মাধ্যম হওয়ার কারণে এটি অডিও, ভিডিও এবং অন্যান্য ডেটা সঞ্চয় করার একটি জনপ্রিয় মাধ্যম ছিল। বর্তমানে ডেটা সঞ্চয় করার জন্য CD খুব একটা ব্যবহার করা হয় না। তবে এই ফেলে আসা টেকনোলজিটির গুরুত্ব বর্তমানেও রয়েছে। সেই কারণেই সিডি সম্পর্কিত বেসিক তথ্য যেমন CD এর পূর্ণরূপ কি, CD কিভাবে কাজ করে ইত্যাদি সকলের জানা দরকার। এবং আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে সিডি সম্পর্কিত এই বেসিক তথ্য গুলিই শেয়ার করতে চলেছি।
CD এর পূর্ণরূপ কি – (CD Full Form in Bengali)
CD এর পূর্ণরূপ হলো Compact disc। বাংলা ভাষায় নাসা-র পুরো নাম হলো কমপ্যাক্ট ডিস্ক।
পুরো নাম | Compact disc |
ব্যবহার | ডেটা সঞ্চয় করা |
তথ্য সংরক্ষণ ক্ষমতা | ৭০০ মেগাবাইট |
আবিস্কারক | Philips এবং Sony কোম্পানি |
প্রকাশিত হয়েছিল | ১৯৮২ |
সিডি কি কাকে বলে
CD হলো একটি পোর্টেবল স্টোরেজ মাধ্যম যার মধ্যে অডিও, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল ডেটা সঞ্চয় করা হয়। CD তে প্রায় ৭০০ মেগাবাইট ডেটা যা প্রায় ৮০ মিনিটের অডিও ফাইলের সমান হয়।
সিডিতে (CD) তথ্য সঞ্চয় ও সিডি থেকে তথ্য রিড করার জন্য জন্য মূলত একটি ৭৮০ ন্যানোমিটারেরে লেসার ব্যবহার করা হয়।
সিডির (CD) ইতিহাস
স্টোরেজ ডিভাইসের জগৎের সুপরিচিত এই CD বা কমপ্যাক্ট ডিস্ক বর্তমানে খুব একটা ব্যবহার না হলেও, কয়েক দশক আগে কম্পিউটারের দুনিয়ায় এই ডিভাইসটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টোরেজে ডিভাইস। অডিও, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল ডেটা সঞ্চয় করার জন্য জনপ্রিয় এই ডিভাইসটি Philips এবং Sony কোম্পানির যৌথ উদ্যোগে ১৯৮২ সালের আগস্ট মাসে তৈরী করে। প্রাথমিক ভাবে সিডি ডিজিটাল অডিও রেকর্ড এবং প্লে করার জন্য ব্যবহৃত হতো তবে পরে এই ডিভাইসটা ভিডিও, ছবি এবং অন্যান্য ডকুমেন্ট সঞ্চয় করার জন্য ব্যবহার করা শুরু হয়।
CD সর্বপ্রথম ১৯৮২ সালের অক্টোবর মাসে সাধারণ মানুষদের জন্য জাপানে প্রকাশ করা হয় এবং ১৯৮৩ সালের মার্চ মাসে ইউরোপ এবং উত্তর আমেরিকায় প্রকাশ করা হয়।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)
সিডি কি ধরনের ডিভাইস?
সিডি হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস।
সিডি এর কাজ কি?
সিডি তথ্য সঞ্চয় এবং পড়ার কাজে ব্যবহৃত হয়।
সর্বশেষ কথা
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আশা করছি এই আর্টিকেলে আপনি আপনার CD সম্পর্কিত প্রশ্ন গুলির উত্তর পেয়েছেন। আরো অন্যান্য শর্ট ফর্মের ফুলফর্ম পেতে এই পেজ টি ভিসিট করুন 👉 All Full Forms in Bengali