সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারীর দিনটা মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বের বাঙালি সমাজের কাছে ভাষা দিবস একটি গৌরবময় দিন। তাই সবার আগে bengalisms.com এর তরফ থেকে আপনাদের সকলকে আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই গৌরবময় দিনটির উদ্যেশে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ভাষা দিবসের কবিতা ও Bangla Bhasha Dibosh Quotes।
বাঙালি জাতির কাছে একুশে ফেব্রুয়ারি যতটা গৌরবময় দিন, ঠিক ততটাই চরম শোক ও বেদনার দিন। ১৯৫২ সালের এই দিনেই বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত কয়েকজন ছাত্রের উপর পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে হত্যা করেছিল। সেদিন থেকে প্রতিবছর শহীদ ছাত্রদের স্মরণ করে, বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি দিনটিকে মহান শহীদ দিবস হিসাবে পালন করা হয়।
মাতৃভাষা দিবসের কবিতা
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় বলি কথা
বাংলা ভাষার অমর্যাদায়
জাগায় প্রাণে ব্যথা।
বাংলা গানে রুক্ষ জমি,
চষে গাঁয়ের চাষি
বাংলা ভাষায় বলতে কথা
ভীষণ ভালোবাসি।
একুশ তুমি এতো শান্ত কেন
বাংলাতে এসেছো ভাষার অবতার রূপে।
রাঙিয়েছো রাজপথ শহীদের রক্তে।
জাগ্রত করেছো অধিকার বাঙ্গালীর।
বুলেট আর বারুদের গন্ধে।
বাংলা আমার মায়ের বুলি
খোদার প্রিয় দান!
সয়েছি যত ব্যাথা
ঝড়েছে কত রক্ত?
ভাষার মাঝে বেচে থাকুক
শহিদ ভাইদের ভালবাসার ওয়াক্ত।
বাংলার এই সাহিত্য বাগে
হরেক রকম ফুল
রবি-মধু-বঙ্কিম-শরৎ
জীবনানন্দ ও নজরুল।
ভালবাসি বাংলা, ভালবাসি দেশ।
ভাল থেকো তুমি আমি আছি বেশ।
ভালবাসি কবিতা, ভালবাসি সুর।
কাছে থেকো বন্ধু যেও নাক দূর।
Read More:- স্বামী বিবেকানন্দের বাণী
Bangla Bhasha Dibosh Quotes
২১ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে যারা বাংলা ভাষার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। সেই বীর শহীদদের স্মরন করছি গভীর শ্রদ্ধার সাথে। আজ হয়ত তারা নেই কিন্তু তাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। হে বীর শহীদেরা আমরা তোমাদের ভুলবো না।
কবিতা হোক বা খিস্তি
আমার বাংলা ভাষা সব
থেকে মিষ্টি।
সবাই কে আন্তর্জাতিক ভাষা
দিবস এর শুভেচ্ছা জানাই।
সমাজের সাথে তাল মিলাতে
আমি আমার মাতৃভাষায়
কথা বলতে লজ্জা পাইনা,
আমি গর্বিত আমি
বাংলা ভাষায় কথা বলি।
বর্ণ পরিচয় বাংলা ভাষায়,
আমার প্রথম হাতে খড়ি
বাংলা আমার মধুর ভাষা
অপরূপ যে মাধুরী।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা ভাষার শান,
বাংলা আমার বাহান্ন
একাত্তরের ঐ গান।
ভাষার জন্য করেছি যুদ্ব
দিয়েছি কত প্রান।
এলে একুশে ফেব্রুয়ারি
মনে পড়ে যায়
৫২র সেই দিন গুলি,
মায়ের ভাষা রক্ষা করতে
সেদিন দিয়েছে প্রান,
রফিক,সপিক,সালাম,বরকত
আর নাম না জানা কত
বাংলা মায়ের সন্তান।
জীবন দিয়ে তারা করেছে প্রমান
বাংলা মোদের মাতৃভাষা
মায়েরই সমান।
Read More:- বিখ্যাত বাংলা উক্তি
ভাষা দিবস নিয়ে কিছু কথা
ইংলিশ না জানাটা অশিক্ষার
পরিচয় নয়..
বরং বাঙালি হয়েও,
বাংলা না বলে,
ক্রমাগত ভুল ইংরেজি বলে
যাওয়াটা অশিক্ষার পরিচয়…
ইংলিশ মিডিয়াম স্কুলে পরলেই
ছেলে মানুষ হবে
আর বাংলা মিডিয়ামে পড়লে
হবে না,
এমন মনে করা অযৌক্তিক…
পড়াশোনা করার জন্যে বাড়ির
পরিবেশ আর সদিচ্ছাই যথেষ্ঠ..
আমার ছেলে তো
বাংলা পড়তেই জানে না,
বাঙালি দম্পতিরা আজকাল
খুব গর্ব করে নিজের সন্তানের
সম্পর্কে এরম কথা বলে…
বাঙালির কাছে বাংলা ভাষা
ইদানিং এতটাই অবহেলিত….
একুশ তুমি এতো শান্ত কেন?
তুমি এলে তো সৃষ্টি হয় শত শত বেদীর।
রাজ পথ মেঠো পথ ভেসে যায় সুরে সুরে।
হাঁসের পুষ্প বন আর শিশু হাঁসে মায়ের কোলে।
আর নির্লিপ্ত তাকিয়ে ঐ সমস্ত রমনী
যাদের পতিতা করেছো তুমি।
পায়নি স্থান যারা সমাজে নিজের ঘরে।
Final Word
Bengali SMS এর তরফ থেকে আপনাদের আন্তর্জাতিক ভাষা দিবস এর অনেক অনেক শুভেচ্ছা, আসা করছি ওপরের মাতৃভাষা দিবসের শুভেচ্ছা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- Inspiring Bengali Quotes | Best Bangla Quotes In 2021
- নতুন বৃষ্টির রোমান্টিক কবিতা | বাছাই করা সেরা সকালের বৃষ্টির কবিতা
- 99+ Best বন্ধু নিয়ে কবিতা | বাছাই করা সেরা বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস
- Cool attitude Bengali Caption For Facebook dp 2020
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো ভাষা দিবসের কবিতা ও উক্তি পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।