স্বাস্থ্য হলো মানুষের সব থেকে বড়ো সম্পদ, আর এই সম্পদকে রক্ষা করা এবং আন্তর্জাতিক স্তরে সুস্বাস্থ বজায় করার দায়িত্ব WHO এর ওপরে রয়েছে। আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা WHO সম্পর্কিত বেসিক তথ্য গুলি জানতে চলেছি, যেমন- WHO কি, WHO এর পূর্ণরূপ কি ইত্যাদি।
WHO এর পূর্ণরূপ কি
WHO এর ফুল ফর্ম হলো World Health Organization। বাংলা ভাষায় WHO এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বাংলাতে একে “বিশ্ব স্বাস্থ্য সংস্থা” বলা হয়। WHO জাতি সংঘের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসাবে কাজ করে। জাতি সংঘের এই শাখাটি আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় গুলির ওপরে কাজ করে। ১৯৪৮ সালের ৭ই এপ্রিল জাতি সংঘ WHO এর গঠন করে ছিল। বর্তমানে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। এছাড়াও বিশ্বের অন্যান দেশগুলিতে WHO এর ছয়টি আধা-স্বায়ত্তশাসিত আঞ্চলিক কার্যালয় সহ ১৫০ টি ভুমি কার্যালয় রয়েছে।
WHO এর মূল লক্ষ্যসমূহ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল লক্ষ্য গুলি নিম্নরূপ-
- বিশ্বজুড়ে শিশু, মহিলা এবং পুরুষদের উন্নত স্বাস্থ্যের জন্য কাজ করা।
- আর্থিক ভাবে পিছিয়ে পরা দেশ গুলিকে স্বাস্থ্য সহায়তা প্রদান করা।
- প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য চিকিৎসা পণ্যগুলিকে সহজ লভ্য করে তোলা।
- পোলিও, টিবি, টিবি, ক্যান্সার, এইডস, ম্যালেরিয়া, ইবোলা জাতীয় মারাত্মক রোগ থেকে মানুষকে রক্ষা করা জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
- পুষ্টি, স্যানিটেশন ইত্যাদির মতো বেসিক জিনিস গুলোকে সার বিশ্বের কাছে সহজ লভ্য করে তোলা।
- মানব স্বাস্থ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরী করা।
- ইত্যাদি।
WHO এর অন্যান ফুল ফর্ম
- White House Office 👉 হোয়াইট হাউস অফিস
- Washington Homeschool Organization 👉 ওয়াশিংটন হোমস্কুল অর্গানাইজেশন