ভ্যালেন্টাইন্স ডে অথবা ভালোবাসা দিবস সমস্ত প্রেমীদের কাছে একটি বিশেষ দিন। ভ্যালেন্টাইন্স ডে তে কাপালসরা সিনেমা দেখে, পার্কে বসে অথবা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করার মাধ্যমে একসঙ্গে সময় কাটাতে পছন্দ করে। এছাড়াও এদিন অনেকেই তাঁদের ভালবাসার মানুষকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের মনের কথা জানাতে চায়। তাই এই উপলক্ষে আমরা এখানে কিছু সেরা Romantic valentine day wishes নিয়ে হাজির হয়েছি।
Valentine Day Wishes In Bengali
Happy Valentine’s Day
সবার সামনে তোর হাত
ধরে চলতে চাই,
এবং বলতে চাই
তুই শুধু আমার।
Happy Valentine’s Day
আমি শুধু তোমাকে চাই
ঠিক তুমি যেমন আছো
তেমন ভাবে।
Happy Valentine’s Day
ভালোবাসি তোমাকে
প্রতি দিন চাই।
তোমায় ভালোবাসিতে বাসিতে
সবই যেন ভুলে যাই।
তুমি দু চোখের মনি
তুমিই আমার প্রান,
এই দুনিয়াই আর তো
কেউ নাই তোমারি সমান।
Happy Valentine’s Day
তোমার ঠোঁটের হাসি দেখে
জুড়িয়ে যায় সব জ্বালা।
পাওয়া না পাওয়া জিনিসের মাঝে
কুড়িয়ে নেব শত অবহেলা।
Happy Valentine’s Day
Read More:- Valentine Day Bangla Sms
আমি প্রাণ ছাড়া বাচঁতে পারি,
তুমি ছাড়া নয়,
তোমার সাথি হয়ে যেনো
আবার জন্ম হয়।
Happy Valentine’s Day
Happy Valentine’s Day
আমার বুকের মধ্যেখানে
তোমারি যে স্থান,
বুক চিরে দেখাতে পারি
যদি চাও প্রমান।
Read More:- সেরা ২৫টি ভালবাসা দিবসের কবিতা
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা
Happy Valentine’s Day
ইচ্ছা করে পুরো পৃথিবীকে
চিৎকার করে বলি
আমি তোমাকে ভালোবাসি,
ইচ্ছা করে বুকটা চিরে
দেখাই কোথায় আছো তুমি।
Happy Valentine’s Day
যতই যাই হোক,
যতই খারাপ সময় আসুক না কেনো,
আমি তোমার সাথেই থাকবো,
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত।
Read More:- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস
Happy Valentine’s Day
বুকের ভেতর হৃদয় মাঝে,
তোমায় দিয়েছি ঠাঁই।
মরণের পরেও যেনো তোমাকেই পাই।
শুভ ভালোবাসা দিবস
বেদনা মধুর হয়ে যায়,
যদি তুমি দাও।
মুখের কথাই হয় যে গান,
যদি তুমি গাও!
শুভ ভালোবাসা দিবস
কেন ভালোবাসি?কতটা ভালোবাসি?
জিজ্ঞেস করলে বলতে পারবোনা।
শুধু জানি আমি তোকে ভালোবাসি।
তুই আমার অভ্যেস,তুই আমার সব।
শুভ ভালোবাসা দিবস
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
শুভ ভালোবাসা দিবস
তোমার সুন্দর চেহেরা দেখে,
তোমার প্রেমে পড়িনি…
আমি প্রেমে পড়েছি,
তোমার হাসি মাখা মুখটা দেখে ।
শুভ ভালোবাসা দিবস
যদি আমি ঐ নীল আকাশ হয়ে যাই,
তুমি মেঘ হয়ে থেকো পাশে…
যদি আমি রাত হয়ে যাই,
তুমি তারা হয়ে থেকো পাশে…
শুধু মনে রেখো ভালোবাসি তোমায়…
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের শুভেচ্ছা বার্তা ও Wishes গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- টেডি ডে ২০২১ এর শুভেচ্ছা বার্তা, এসএমএস, কবিতা ও পিক
- হ্যাপি চকলেট ডে শুভেচ্ছা বার্তা, কবিতা, পিকচার ও মেসেজ
- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস | ভ্যালেন্টাইন্স ডে 2021 লিস্ট
- কিস ডে এস এম এস, কিস ডে স্ট্যাটাস (পিকচার), কিস ডে কবিতা
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।