টেলিটক নাম্বার চেক করার কোড [100% Working] | Teletalk Number Check

আপনি কি আপনার টেলিটক সিমের নাম্বারটি ভুলে গেছেন এবং টেলিটক সিমের নাম্বার চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে চান। তাহলে আজকের এই Teletalk Number Check করার পোস্টটি শুধুমাত্র আপনার জন্যই।

টেলিটক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে এর মোট অ্যাক্টিভ গ্রাহক সংখ্যা ৬০ লক্ষ। আপনিও যদি টেলিটকের একজন ইউজার হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের টেলিটক সিমের নাম্বার দেখার সঠিক নিয়মগুলি সম্পর্কে জানাতে চলেছি। এখানে আমি আপনাদের টেলিটক সিমের নাম্বার দেখার পাঁচটি সহজ পদ্ধতি সম্পর্কে বলবো। এই পদ্ধতি গুলি অনুসরণ করে আপনারা বাংলাদেশের যেকোনো টেলিটক সিমের নাম্বার দেখে নিতে পারবেন।

টেলিটক নাম্বার চেক
টেলিটক নাম্বার চেক

টেলিটক নাম্বার চেক করার পদ্ধতি

বেশিরভাগ মানুষই টেলিটক সিমের নাম্বার চেক করার সঠিক পদ্ধতি জানে না। তবে এটা নিয়ে বেশি চিন্তা করার কোনও দরকার নেই। কারণ আজকের দিনে টেলিটক সিম নাম্বার চেক করা খুবই সহজ। এই পোস্টে আমরা মূলত দুটি উপায়ে টেলিটকের নাম্বার চেক করার ব্যপারে বলবো, প্রথমটি হলো Teletalk Number Check USSD Code দিয়ে। আর অপরটি হলো এসএমএস (SMS) এর মাধ্যমে। তো আসুন এক এক করে এই পদ্ধতিগুলোর ব্যাপারে আপনাদের জানিয়ে দিই।

টেলিটক সিমের নাম্বার দেখার কোড (Teletalk Number Check Code)

টেলিটক সিমের নাম্বার দেখার কোডটি হলো *৫৫১# বা *551#। এই কোডটির সাহায্যে আপনার টেলিটক সিমের নাম্বার জানার জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করুন।

  • সবার আগে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে *৫৫১# কোডটি লিখুন
  • আপনার ফোনে ডুয়েল সিম থাকলে, টেলিটক সিমটি নির্বাচন করুন এবং তারপর কল বাটনে প্রেস করুন
  • কিছুক্ষন পর মোবাইল স্কিনে আপনার টেলিটক সিমের নাম্বারটি দেখতে পাবেন

এটা পড়ুন:- টেলিটক ব্যালেন্স চেক

এই নিয়মে যদি আপনার টেলিটক সিমের নম্বরটি না দেখা যায়, সেক্ষেত্রে আপনি এসএমএস পাঠিয়ে আপনার টেলিটক নাম্বার জেনে নিতে পারবেন।

এসএমএস পাঠিয়ে টেলিটক নাম্বার দেখুন

এসএমএস পাঠিয়ে টেলিটক নাম্বার জানার চারটি পদ্ধতি আছে। এদের মধ্যে প্রথম তিনটি পদ্ধতি সম্পূর্ণ ফ্রী। কিন্তু চতুর্থ পদ্ধতিটির জন্য ০.৫০ টাকা চার্জ দিতে হয়। এসএমএস পাঠিয়ে টেলিটক নাম্বার চেক করার নিয়মগুলি নিচে দেওয়া হল।

প্রথম পদ্ধতি: ম্যাসেজ বক্সে বড়োহাতের W লিখে ৩২১ নাম্বারে পাঠিয়ে দিন। এরপর সেখান থেকে আসা রিটার্ন মেসেজে আপনার টেলিটক সিমের নাম্বারটি পেয়ে যাবেন। এই পদ্ধতিতে রিটার্ন মেসেজে না পেলে পরের পদ্ধতিগুলি ফলো করতে পারেন।

দ্বিতীয় পদ্ধতি: ফোনের মেসেজে বক্সে বড়োহাতের P লিখে ১৫৪ নম্বরে পাঠান।

তৃতীয় পদ্ধতি: বড়োহাতের WHOAMI লিখে ৩২১ নম্বরে পাঠিয়ে দিন।

চতুর্থ পদ্ধতি: ম্যাসেজ বক্সে Tar লিখে ২২২ নাম্বারে পাঠিয়ে দিন। মনে রাখবেন এই নিয়মে টেলিটক সিমের নাম্বার জানতে চাইলে আপনাকে ০.৫০ টাকা খরচ করতে হবে।

তো বন্ধুরা আমি আশা করছি এই পদ্ধতিগুলি অনুসরণ করে আপনারা আপনাদের টেলিটক সিমের নাম্বার চেক করে ফেলেছেন। আপনার ক্ষেত্রে কোন পদ্ধতিটি সঠিক ভাবে কাজ করেছে তা আমাদের কমেন্টে অবশ্যই জানান।

Leave a Comment