আপনি কি আমার মতো একজন টেলিটক সিম ইউজার? কিন্তু কীভাবে টেলিটকের ব্যালেন্স চেক করতে হয় তা জানেন না, তাহলে আজকের এই Teletalk Balance Check করার পোস্টটি আপনার খুবই কাজে লাগবে।
টেলিটক তার ইউজারদের জন্য বিভিন্ন ধরনের ভালো-ভালো রিচার্জ অফার নিয়ে এসে থাকে। আপনি যদি সম্প্রতি কোনো টেলিটক প্ল্যান রিচার্জ করে থাকেন এবং তার ইন্টারনেট ব্যালেন্স বা মেন ব্যালেন্স চেক করতে চান, সেক্ষেত্রে আপনি টেলিটক ব্যালেন্স চেক ইউএসএসডি কোড ডায়েল করে তা জেনে নিতে পারেন। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক (Teletalk MB Check) কোড ও টেলিটক মিনিট চেক কোড শেয়ার করতে চলেছি।
টেলিটক ব্যালেন্স চেক করার পদ্ধতি
সত্যি কথা বলতে আজকের দিনে টেলিটক সিমের ব্যালেন্স চেক করা খুব সহজ। আপনাদের জানিয়ে দিই যে, টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোডটি হলো *১৫২# বা *152#। আপনি শুধুমাত্র এই নির্দিষ্ট USSD কোডের মাধ্যমেই টেলিটক সিমের ডাটা ব্যালেন্স, মিনিট ব্যালেন্স এবং এসএমএস ব্যালেন্স জেনে নিতে পারবেন।
এটা পড়ুন:- টেলিটক নাম্বার চেক
তবে অনেক সময় কোম্পানির প্রযুক্তিগত ত্রুটির কারণে এই পদ্ধতিতে Teletalk Balance Check করতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনারা ম্যাসেজের মাধ্যমে সিমের ব্যালেন্স চেক করে নিতে পারবেন। ম্যাসেজ পাঠিয়ে টেলিটক ব্যালেন্স জানার জন্য ১১১ নাম্বারে বড়োহাতের U লিখে পাঠান। দু থেকে তিন মিনিটের মধ্যেই কোম্পানি আপনাকে রিটার্ন SMS করে আপনার ফোনের ব্যালেন্স জানিয়ে দিবে।
Teletalk Balance Check Code 2021
আপনাদের সকলের সুবিধার জন্যে টেলিটক ব্যালেন্স চেক করার কোডগুলি সংক্ষেপে আরেকবার নিচে দিয়ে দেওয়া হল।
- টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক (Teletalk Internet Balance Check) – *152#
- টেলিটক এসএমএস ব্যালেন্স চেক (Teletalk Sms Check) – *152#
- টেলিটক মিনিট চেক কোড (Teletalk Minute Check Code) – *152#
- টেলিটক ডাটা ব্যালেন্স চেক/টেলিটক এমবি ব্যালেন্স চেক – *152#
এটা পড়ুন:- Banglalink Internet Mb, Minute Balance Check
তো বন্ধুরা আমি আশা করছি আমাদের এই টেলিটক ব্যালেন্স চেক করার পোস্টটিতে আপনি আপনার সমস্ত প্রশ্নের সমাধান পেয়েছেন। আপনার ক্ষেত্রে কোন পদ্ধতিটি সঠিক ভাবে কাজ করেছে তা আমাদের কমেন্টে অবশ্যই জানান। এ বিষয়ে অন্য কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমাদের সাইটটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।