নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টে আমরা আপনাদের বিশেষ দাবিতে নতুন এবং সেরা কিছু শুভ সন্ধ্যা মেসেজ ও ছবি নিয়ে এসেছি। এই ছবি ও বার্তা গুলোকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের পাঠিয়ে তাদেরকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাতে পারবেন।
সন্ধ্যা হলো এমন একটি বিশেষ এবং শান্তি পূর্ণ সময়, যখন আমরা আমাদের সারা দিনের কালান্তিকে দূর করে একটু বিশ্রাম নিতে পারি। এই বিশেষ সময়টা আরো বিশেষ হয়ে উঠে যখন প্রিয় মানুষ গুলো আমাদের সাথে থাকে। তবে এমন অনেক বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আছে যাদের সঙ্গে আমরা প্রতি সন্ধে বেলায় সময় কাটাতে পারিনা। তাদেরকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানানোর জন্য অনেকেই ইন্টারনেটে Shuvo Sondhay Wishes সার্চ করে থাকে। সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা শুভ সন্ধ্যা মেসেজ, SMS ও ছবি।
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
তোমাদের সবাইকে জানাই
সন্ধ্যাবেলার শুভেচ্ছা।
ভালো কাটুক সন্ধ্যাটা।
আনন্দে থাকুক সবাই।
শুভ সন্ধ্যা
ভালো কাটুক সন্ধ্যাটা।
সফল হও তুমি জীবনে।
ভালো থাকুক তোমার
প্রিয়জনেরা ও তুমি।
শুভ সন্ধ্যা
দিনের আলো নিভে এলো,
হলো যে আঁধার,
সময় হলো এবার,
তোমায় শুভ সন্ধ্যা জানাবার।
শুভ সন্ধ্যা
Read More:- শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা
প্রদীপ শিখার মঙ্গল আলোকে,
মঙ্গলময় হয়ে উঠুক
তোমার জীবন।
শুভ সন্ধ্যা
মুগ্ধ বাতাসে, স্নিগ্ধ আকাশে
নীল দিগন্তের শেষে
সূর্য দিলো পারি…
চাঁদ মামা উঠলো জেগে,
তোমাকে জানাই শুভ সন্ধ্যার
শুভেচ্ছা সবার আগে।
সূয্যি মামার ঘুম এলো,
দিন হলো সমাপ্ত…
চাঁদ মামা জেগে উঠলো
সন্ধ্যে হলো আগন্ত..
শুভ সন্ধ্যা বন্ধুরা
সূর্য্যি মামা গেলেন পাটে,
বাচ্চারা সব করছে খেলা,
মনোরম এই পরিবেশে
জানাই তোমাকে,
শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা
আজকের মুহূর্ত গুলি হলো
আগামীকালের স্মৃতি…
তাই মুহূর্ত গুলি ভালো করে সাজান,
যাতে স্মৃতি গুলি সুন্দর হয়…
শুভ সন্ধ্যা
সূর্যাস্ত প্রতিদিন প্রমান
করে দেয় যে
শেষটাও সুন্দর ভাবে
হতে পারে…
শুভ সন্ধ্যা
সারাদিন পর একটু
হালকা মৃদু হাওয়া
মন ছুঁয়ে গেল।
আর মন তোমায় বলে
দিল শুভ সন্ধ্যা
সারাদিনের যত
দুঃখ, কষ্ট, হতাশা আছে,
তা সূর্যাস্তের সাথে বিদায়
করে নতুন স্বপ্ন দেখুন….
শুভ সন্ধ্যা
Read More:- Bangla Good Night Sms
শুভ সন্ধ্যা মেসেজ
সূর্য গেলো মামার বাড়ি
ডুবে গেলো বেলা।
বন্ধু তুমি থেকো ভালো
এই সন্ধ্যাবেলা।
শুভ সন্ধ্যা
শুভ সন্ধ্যা
জীবনের প্রতিটি মুহূর্ত
খুব ভালো কাটুক তোমার।
এই কামনা করি।
❦~শুভ সন্ধ্যা~❦
ভালো কাটুক
সন্ধার প্রতিটি মুহূর্ত।
মুখােরােচক টিফিন পাঠালাম,
খেয়ে নিও।
❦~শুভ সন্ধ্যা~❦
দুঃখ যত আছে মাের
পবিত্র প্রদীপের শিখায়
সুখে পরিণত হােক।
❦~শুভ সন্ধ্যা~❦
❦~শুভ সন্ধ্যা~❦
জীবনের প্রতিটি মুহূর্ত
খুব ভালাে কাটুক তােমার।
এই কামনা করি।
❦~শুভ সন্ধ্যা~❦
জীবনে বাঁচতে হলে
এই প্রদীপের মতাে হয়ে বাঁচো,
প্রদীপ রাজপ্রাসাদে
ততখানি আলাে দেয়।
যতটুকু গরিবের কুঠিরে দেয়।
❦~শুভ সন্ধ্যা~❦
সাঁঝের তারা আমি
পথ হারায়ে,
এসেছি ভুলে মাটির
প্রদীপ হয়ে।
❦~শুভ সন্ধ্যা~❦
সময় পেলে খোঁজ
নেওয়া হলাে দায়িত্ব,
আর সময় বের করে খোঁজ
নেওয়াটা হলাে ভালােবাসা।
বন্ধুত্ব কখনাে হারায় না..
হারিয়ে যায় সেই মানুষটি
যে বন্ধুত্বের মুল্য দিতে জানে না।
❦~শুভ সন্ধ্যা~❦
মন্দের কাছে
পরাজিত হয়ো না,
বরং ভালাে দিয়ে
মন্দকে জয় করাে।
❦~শুভ সন্ধ্যা~❦
শুভ সন্ধ্যা ছবি
ঈশ্বর,
এমন এক বিশ্বাস যাকে
না দেখেও বিপদের সময়,
তাকেইে প্রথম স্মরণ
করতে হয়।
❦~শুভ সন্ধ্যা~❦
গরম চায়ের সাথে
টিফিন পাঠালাম,
তাড়াতাড়ি খেয়ে নিও।
❦~শুভ সন্ধ্যা~❦
❦~শুভ সন্ধ্যা~❦
আলাের থেকেও আলােকজ্জ্বল
হয়ে উঠুক তােমার জীবন,
প্রার্থনা করি তুমি সুখী
থাকো সারাজীবন আর পুরণ
হোক তােমার সব মনােকামনা।
কেউ কাঁদতে কাঁদতে
মনটাকে মানিয়ে নেয়,
আর কেউ হাঁসতে হাঁসতে
কষ্টটাকে লুকিয়ে নেয়।
❦~শুভ সন্ধ্যা~❦
সন্ধ্যা এমন একটা সময়
যা আপনাকে সারাদিনের
তিক্ততা ভুলিয়ে
রাতে মিষ্টি স্বপ্ন দেখার
জন্য প্রস্তুত করে
শুভ সন্ধ্যা
রাতের শুরুর আগে এবং
দিনের শেষের সুন্দর এই
সময় উপভোগ করো..
খুশি থাকো সবসময়..
শুভ সন্ধ্যা
তোমার সন্ধেটা যেন
ভালো কাটে
যাতে আমায় তুমি
একটা রোম্যান্টিক
রাত দিতে পারো…
গুডীভনিং সোনা…
মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়,
দুঃখকে বিক্রি করতে পারে না,
আর সুখকে কিনতে পারে না…
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
তোমার সন্ধ্যায় রামধনুর
সাত রং ভোরে উঠুক,
তোমার সব চিন্তা চলে
যাক এই সূর্যাস্তের সাথে..
শুভ সন্ধ্যার শুভেচ্ছা..
শুভ সন্ধ্যা
আশা হারিও না কখনো…
জয় তোমার হবেই…
ঢেকে গেছে এই সূর্যটা
কতো অভিমান শুকিয়ে
বয়ে গেছে ঝড়ো হাওয়া,
আসোনি ফিরে তুমি এই মনে!!
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
শুভ সন্ধ্যা কবিতা
দুঃখ পেছনে টানে,
চিন্তা গতিরোধ করে,
আর বিশ্বাস সামনে এগিয়ে যেতে
সাহায্য করে…
তোমায় বেছে নিতে হবে
তুমি কোনটা চাও…
শুভ সন্ধ্যা
সব আকাশেই সূর্য ডোবে,
সময়টা আগু-পিছু..
সব গল্পেরই কিছু সমতল,
কিছুটা উঁচু-নিচু..
শুভ সন্ধ্যা
গোধূলির আলোয় ডুবছে দেখো,
সূর্য রাঙিয়ে আকাশের গাল,
আমি দেখছি পুড়ছে হতাশারা নিয়ে
একগুচ্ছ দুঃখের মশাল….
সন্ধ্যা উপভোগ করো।
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
পড়ন্ত জীবনের কোন খনে
আমায় যদি মনে পড়ে…..
আমায় যদি দেখতে না পাও,
আকাশ পানে একটু তাকাও
দেখবে আমি সন্ধ্যা তারা
জ্বলছি আমি সঙ্গী হারা
শুভ সন্ধ্যা
তোমার প্রেমের মাধবীলতা
ফুটেছে মনের বাগানে,
রজনীগন্ধার সুভাষ ছড়ায়ে
এ গোধূলি লগনে!
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
দিন পেরিয়ে সন্ধ্যা যখন আসে,
গন্ধরাজের গন্ধ খানি মেখে,
তখন তুমি এসো আগের মতোই,
কাটবে প্রহর তোমায় শুনে দেখে..
শুভ সন্ধ্যা
আজকে এই উত্তাল আকাশে,
চেয়ে দেখো সূর্য ঠিক মেঘের ফাঁকে,
দিচ্ছে উঁকি বারে বারে,
বলছে এখন বিদায় তবে,
আগামীকাল আবার দেখা হবে।
শুভ সন্ধ্যা
পৃথিবীতে কেউই পারফেক্ট নয়,
কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়..
প্রত্যেকেরই একটা জায়গা থাকে,
যেখানে সেই সেরা…
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
জীবনের গতি খুব দ্রুত হয়,
যদি তুমি ব্যস্ততার মাঝে
সময় বের করে দাঁড়িয়ে না দেখো,
হয়তো তুমি অনেক কিছু
মিস করে ফেলবে….
শুভ সন্ধ্যা
জীবনে যদি তুমি এমন
কিছু পেতে চাও যেটা
তুমি আগে কখনো পাও নি,
তাহলে তোমাকে তার জন্যে
এমন কিছু করতেও হবে
যেটা তুমি আগে
কখনো করো নি…
শুভ সন্ধ্যা
সন্ধ্যার ঠান্ডা বাতাসে
বুক ভরে নিঃশ্বাস নাও…
আর তা ধরে রাখো
তোমার হৃদয়ের প্রকোষ্ঠে….
শুভ সন্ধ্যা
Suvo Sondha Bangla Sms
শুভ সন্ধ্যা
তোমাকে আরেকটি সন্ধ্যা
দেখতে দেওয়ার জন্য
ভগবানকে ধন্যবাদ দাও
আজকাল পৃথিবীতে
মহান হতে সবাই চায়..
কিন্তু তার আগে তারা
সত্যিকারের মানুষ
হতেই ভুলে যায়…
শুভ সন্ধ্যা
যখন গোধূলিলগ্ন পেরিয়ে
সন্ধ্যা নেমে আসে চারিদিকে,
সূর্যও কারো জন্য অপেক্ষা
না করে ডুবে যায়।
তেমনই জীবনেও কেও
কারো জন্য অপেক্ষা করেনা।
শুভ সন্ধ্যা
পিছনে ফিরে গিয়ে শুরুটা
পরিবর্তন করতে পারবেনা,
কিন্তু এখন আবার শুরু
করলে শেষটা অবশ্যই পরিবর্তন
করতে পারবে…
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
চাঁদ আর সূর্যের মধ্যে যেমন
কোনো তুলনা হয় না,
তেমনই তোমার জীবনের
সাথে অন্যের জীবনের
তুলনা করো না,
যার যখন সময় আসবে
তখন সে ঠিক জ্বলে উঠবে
সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা তোমাকে
সাফল্য কখনো চূড়ান্ত নয় এবং
ব্যর্থতা কখনো মারাত্মক নয়…
তাই কোনোকিছু নিয়ে
বেশি ভাবনা করোনা…
শুভ সন্ধ্যা
শুভ সন্ধ্যা
জীবনে ছোট ছোট জিনিসগুলো
উপভোগ করো কারণ একদিন
যখন তুমি পিছন ফিরে দেখবে
তখন এগুলোই বোরো মুহূর্ত হয়ে যাবে…
পাতা ঝরার আগে
পাতার রং বদলে যায়।
আর মানুষ বদলানোর
আগে তার কথা বলার
ধরন বদলে যায়।
শুভ সন্ধ্যা
দিনশেষে ওই কাছের মানুষ গুলোর
অস্তিত্ব আমাদের স্মৃতি র মধ্যেই
বেঁচে থাকে আমৃত্যু
শুভ সন্ধ্যা
সূর্য উদয় এবং অস্ত
প্রকৃতির এক বিচিত্র নিয়ম।
সূর্যকে প্রভাতে যেমন
শুভেচ্ছা জানাই
তেমনি সময় এসেছে
তাকে বিদায় জানাবার।
এসো সূর্যের শেষ গোধূলির
আলো উপভোগ করে
তাকে বিদায় জানায়।
শুভ সন্ধ্যা
সূর্য গেছে মেঘের বাড়ী,
ডুবে গেছে বেলা….
একটু খবর নিলেনা যে,
আমায় ভুলে গেলা….
আকাশের ওই নীরবতার
কোনো জুড়ি নাই,
মনে রেখো আমি তোমায়
আজও ভুলি নাই…
শুভ সন্ধ্যা
Final Word
ধন্যবাদ, আসা করছি ওপরের শুভ সন্ধ্যা মেসেজ গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো শুভ সন্ধ্যা মেসেজ পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।