নমষ্কার পাঠক, আমাদের ওয়েবসাইট Bengali Sms-এ আপনাকে স্বাগতম। আপনি কি নিজের কাছের মানুষ গুলো কে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানানোর জন্য নতুন শুভ সন্ধ্যার শুভেচ্ছা বার্তা খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি নতুন এবং বাছাই করা সেরা কিছু কষ্টে ভরা শুভ সন্ধ্যা ছবি, Suvo Sondha Sms ও good evening bangla images দেখতে পাবেন। আপনি এই শুভেচ্ছা বার্তা গুলোকে Whatsapp ও Facebook-এর মাধ্যমে খুব সহজেই নিজের পাসের মানুষ গুলো কে পাঠাতে পারবেন।
শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা
প্রদীপ শিখার মঙ্গল আলােকে,
মঙ্গলময় হয়ে উঠুক
তোমার জীবন।”
ভালো কাটুক
সন্ধার প্রতিটি মুহূর্ত।”
তােমার জন্য গরম
চা পাঠালাম।
❦~শুভ সন্ধ্যা~❦”
ডুবে গেলাে বেলা।
বন্ধু তুমি থেকো ভালাে
এই সন্ধ্যাবেলা।
❦~শুভ সন্ধ্যা~❦”
খেয়ে নিও।
❦~শুভ সন্ধ্যা~❦”
শুভ সন্ধ্যা HD Images
পবিত্র প্রদীপের শিখায়
সুখে পরিণত হােক।
❦~শুভ সন্ধ্যা~❦”
হলাে যে আঁধার,
সময় হলো এবার,
তোমায় শুভ সন্ধ্যা জানাবার।
❦~শুভ সন্ধ্যা~❦”
জীবনের প্রতিটি মুহূর্ত
খুব ভালাে কাটুক তােমার।
এই কামনা করি।”
জীবনে বাঁচতে হলে
এই প্রদীপের মতাে হয়ে বাঁচো,
প্রদীপ রাজপ্রাসাদে
ততখানি আলাে দেয়।
যতটুকু গরিবের কুঠিরে দেয়।”
সাঁঝের তারা আমি
পথ হারায়ে,
এসেছি ভুলে মাটির
প্রদীপ হয়ে।”
সময় পেলে খোঁজ
নেওয়া হলাে দায়িত্ব,
আর সময় বের করে খোঁজ
নেওয়াটা হলাে ভালােবাসা।”
হারিয়ে যায় সেই মানুষটি
যে বন্ধুত্বের মুল্য দিতে জানে না।
❦~শুভ সন্ধ্যা~❦”
পরাজিত হয়ো না,
বরং ভালাে দিয়ে
মন্দকে জয় করাে।
❦~শুভ সন্ধ্যা~❦”
Good Evening Bangla Sms
এমন এক বিশ্বাস যাকে
না দেখেও বিপদের সময়,
তাকেইে প্রথম স্মরণ
করতে হয়।
❦~শুভ সন্ধ্যা~❦”
টিফিন পাঠালাম,
তাড়াতাড়ি খেয়ে নিও।
❦~শুভ সন্ধ্যা~❦”
আলাের থেকেও আলােকজ্জ্বল
হয়ে উঠুক তােমার জীবন,
প্রার্থনা করি তুমি সুখী
থাকো সারাজীবন আর পুরণ
হোক তােমার সব মনােকামনা।”
মনটাকে মানিয়ে নেয়,
আর কেউ হাঁসতে হাঁসতে
কষ্টটাকে লুকিয়ে নেয়।
❦~শুভ সন্ধ্যা~❦”
Final word
ধন্যবাদ, আসা করছি ওপরের শুভ সন্ধ্যার শুভেচ্ছা বার্তা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
এছাড়াও, আপনি আমাদের সাইটে জনপ্রিয় শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, জন্মদিনের শুভেচ্ছা বার্তা, শুভ সকাল এর মেসেজ, ভালোবাসার কবিতা, মিষ্টি প্রেমের কবিতা এবং Bangla Friendship Sms পেয়ে যাবেন।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো good evening bangla images পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।