দৈনন্দিন জীবনে কখনও কখনও আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে সময় কাটাতে ভুলেই যায়। তবে রাত্রি হল এমন একটি শান্তি পূর্ণ সময় যখন আমরা আমাদের প্রিয় মানুষ গুলোর সঙ্গে একটু সময় কাটাতে পারি। কিন্তু আমাদের জীবনে এমন অনেক প্রিয় মানুষ আছে যারা আমাদের থেকে দূড়ে থাকে। তাদেরকে শুভ রাত্রির শুভেচ্ছা জানানোর জন্য Bengali SMS আপনাদের জন্য নিয়ে এসেছে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস।
আপনি এই শুভ রাত্রি GIF ছবি গুলোকে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও প্রিয়তমাকে শুভ রাত্রির শুভেচ্ছা জানাতে পারবেন।
শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা
Twinkles Twinkles লিটিল স্টার
সময় হলো ঘুমাও এবার।
মশার সাথে করো ফাইট,
আজকের মতো Good night
রাত্রি মানে গভীর নেশা,
নতুন করে স্বপ্ন দেখার আশা।
রাত্রি মানে চোখটি মেলে
শুভ রাত্রি বলা।
✨শুভ রাত্রি✨
Also Read:- Rath Yatra Wishes In Bengali
রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
✨শুভ রাত্রি✨
আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায়
✨শুভ রাত্রি✨
রাত হয় গভীর,
চোখে আসে ঘুম।
আকাশে ওঠে চাঁদ,
রাত্রী হয় নিঝুম।
সুন্দর স্বপ্ন তােমায়
করে ডাকাডাকি,
রাত্রি পেরিয়ে গেল,
স্বপ্ন দেবে ফাঁকি।
✨শুভ রাত্রি✨
কাজে কাজে দিন শেষ
ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাঁদ মামা আলো দিলো,
তুমি এখন ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
শুভ রাত্রি বন্ধু
বন্ধু কে গুড নাইট উইশ করতে চান? কিন্তু শব্দের অভাবে বন্ধু কে গুড নাইট উইশ করতে পারছেননা? তাহলে নিচে দেওয়া শুভ রাত্রি SMS গুলোকে ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার বন্ধু কে শুভ রাত্রি উইশ করতে পারবেন।
ঝিঝি পোকা গাইছে গান
বলছে ঝিকিমিকি।
বন্ধু তোমায় SMS এ
Good Night লিখি।
রাত হয়েছে আলগা করে
চোখটা এবার বুজো।
বন্ধু এবার সপ্নতে আমায়
তুমি খোঁজো।
রাত জাগা পাখি হয়ে
যার কথা ভাবি,
এই মনে একা একা
তার ছবি আঁকি।
জোস্নার নীল আলো
তার চোখে ভাসে।
বন্ধু হয়ে থেকো তুমি
চিরদিন পাশে।
✨শুভ রাত্রি✨
আকাশে রয়েছে কতো
মিষ্টি মধুর তারা।
মনটা হারিয়েছে আজ
ওই চাঁদের পাড়াই।
চাঁদের পাড়াতে বন্ধু আমি
তোমায় দেখা পাই।
এখন শুধু শুয়ে শুয়ে
Good Night গাই।
রাত হয়েছে ঘুমিয়ে পরো,
কালকে কথা হবে।
চন্দ্র মামা আকাশ জুড়ে
জোস্না ছড়াবে।
রাতের বেলায় আলগা হওয়ায়
ঘুম ঘুম চোখ।
বন্ধু তোমার আজকের রাতের
ঘুম টা ভালো হোক।
✨শুভ রাত্রি✨
ভালো থাকো বন্ধু তুমি,
ভালো রাখো মন,
মন যদি চাই তবে
করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায়
তোমার মনে,
পাবে তবে আমায়
খুঁজে তোমার স্বপনে।
✨শুভ রাত্রি✨
শুভ রাত্রি বউ
রাতে ঘুমানোর আগে স্ত্রী-কে (বউ -কে) শুভ রাত্রির শুভেচ্ছা জানানোর জন্য বাছাই করা সেরা Bengali Good Night Wishes গুলো নিচে দেওয়া রয়েছে।
মনে পড়ে তোমাকে রাতের
আধারে।
ভাবি শুধু তোমাকে সব সময়
অনুভবে।
স্বপ্নে দেখি তোমাকে
চোখের প্রতি পলকে।
আপন ভাবি তোমাকে,
আমার প্রতি নিশ্বাসে।
✨শুভ রাত্রি✨
জোনাকি হলো রাতের বাতি
ঘুম হলো তার সাথি,
তুমি আমার স্বপ্নের পাখি
গ্রহণ করো
✨শুভ রাত্রি✨
আকাশ জুড়ে তারার মেলা,
চাঁদের আলো ভুলিয়েছে মন।
এমন সময় পাশে থাকুক
আমার আপনজন।
✨শুভ রাত্রি✨
ভয় পেওনা আছি পাশে,
ভেবোনা নিজেকে একা।
চন্দ্র মামা স্বপ্নে এসে
দেবে তোমায় দেখা।
মাথার ওপর চন্দ্র মামা
আলো ছড়িয়ে আছে।
সারাজীবন থাকবো সাথে
তোমার পাশে পাশে।
✨শুভ রাত্র✨
ঐ আকাশে অনেক তারা,
মনটা লাগে ভারি,
নিশি রাতে তোমায় ছাড়া
কেমন করে থাকি।
✨শুভ রাত্রি✨
শুভ রাত্রি মেসেজ ও এসএমএস
আত্মিয় সজন ও পরিবারে সদস্যদের এসএমএস, মেসেজ অথবা Whatsapp-এর মাধ্যমে শুভ রাত্রির শুভেচ্ছা জনাতে চান? তাহলে নিচের শুভ রাত্রি মেসেজ ও SMS গুলোকে ব্যাবহার করতে পারেন।
রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তোমায় ছাড়া।
✨শুভ রাত্রি✨”
রাতে স্বপ্নে শুধু তোমাকে
দেখতে চায়,
তাই ঘুমিয়ে পড়লাম।
✨শুভ রাত্রি✨
তুমি একা হলে আমায়
দিও ডাক,
গল্প করবাে তােমার সাথে
আমি সারা রাত,
তুমি যদি কষ্ট পাও আমায়
দিও ভাগ,
তােমার কষ্ট শেয়ার করব
হাতে রেখে হাত
✨শুভ রাত্রি✨
মনের আকাশে মেঘ জমেছে,
বৃষ্টি হয়ে পড়ুক ঝরে,
থাকলে পাশে হাতটি ধরে
রাখবাে তােকে মনের ঘরে।
✨শুভ রাত্রি✨
তুমি নেই বলে রাত আসে,
চাঁদ হাঁসে না।
তুমি নেই বলে ফুল ফোটে,
ভ্রোমর আসেনা।
তুমি নেই বলে ভাের হয়
পাখি ডাকে না।
তুমি নেই বলে একা একা
কিছু ভালাে লাগে না
✨শুভ রাত্রি✨
শুভ রাত্রি স্ট্যাটাস
বর্তমানে আমরা Whatsapp status ও Facebook status এর মাধ্যমে বন্ধু বান্ধব ও পরিবারে সকল সদস্যদের একবারেই শুভ রাত্রির শুভেচ্ছা জনাতে পারি। তাই আমরা আপনাদের জন্যে নিয়ে এসেছি শুভ রাত্রি স্ট্যাটাস। আপনি খুব সহজেই এই স্ট্যাটাস ছবি গুলোকে ডাউনলোড করে আপনার Whatsapp ও Facebook-এর স্ট্যাটাস আপলোড করতে পারবেন।
সারাদিন অনেককেই
দেখতে পায়,
কিন্তু রাতে শুধু তোমাকেই
দেখতে চাই।
✨শুভ রাত্রি✨
কিছু কথা অন্তহীন,
কিছু বাঁধন সীমাহীন।
কিছু চাওয়া স্বার্থহীন,
না হোক দেখা প্রতিদিন,
তবু মনে রেখাে চিরদিন।
✨শুভ রাত্রি✨
বলো তো কোন সে বীর
গান গাই মারে তীর,
জানতাম পারবেনা,
মশা মেরে ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
এক রাশ রাতের মিটিমিটি তারা,
এক মুঠো জোস্নার আলো,
এক চিমটি আকাশের নীল।
সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া।
✨শুভ রাত্রি✨
পুরােনাে চাল ভাতে বাড়ে
আর পুরােনা দুঃখ রাতে বাড়ে।
✨শুভ রাত্রি✨
রাত্রি হলেই শুয়ে পরো,
নতুন স্বপ্ন দেখার আশায়।
রাত্রি মানেই খোলা পথে,
হাত ধরে চলা।
রাত্রি মানেই ঘুমিয়ে পরো,
Good Night বলা।
শুভ রাত্রি কবিতা
আমাদের ব্যস্ততম জীবনের মধ্যে রাত্রি হল একটি বিশেষ এবং শান্তিপূর্ণ সময়। নিজের প্রিয়জনকে নিজের মনের কথা বলার সব থেকে ভালো সময় হল রাত্রি। কিন্তু সঠিক শব্দের অভাবে তা প্রিয়জনের কাছে প্রকাশ হয়ে ওঠেনা। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা সেরা কিছু শুভ রাত্রির কবিতা। এই কবিতা গুলো কে ব্যাবহার করে আপনি আপনার প্রিয়জনকে নিজের মনের কথা খুব সহজেই বলতে পারবেন।
নিশিরাতে আমি করতে
এলাম চুরি,
ভয় করোনা ভুলেও
মারবোনা বাড়ি।
অন্ধকার চারিদিকে রাত্রী নিঝুম,
আমি শুধু চুরি করবো
তোমার রাতের ঘুম।
✨শুভ রাত্রি✨
আজ আকাশে শুধুই
লাখ তারার মেলা,
আজ রাতে করবো
স্বপ্ন নিয়ে খেলা,
তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো
মনের মতো করে,
আমি ঘুমাতে গেলাম
তোমায় শুভ রাত্রি বলে।
❦~শুভ রাত্রি~❦
দিনের শেষে রাত্রি হলো
এবার বন্ধু ঘুমিয়ে পর,
ঘুমের দেশের পরশ মনি,
কাকে এখন ঘুম পারাবি,
আমার বন্ধু একা আছে,
ঘুম আসছে না তোর চোখে,
তাকে গিয়ে ঘুম পারাবি
নইলে তোর সঙ্গে আড়ি।
✨শুভ রাত্রি✨
নিভলো আলো রাত্রি এলো,
আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাঁসছে দেখো,
বলছে থেকো ভালো,
রাত তো অনেক হলো,
এবার ঘুমাতে যাও,
পাহারা দেবে এক ফালি চাঁদ,
নিশ্চিন্তে ঘুমাও।
✨শুভ রাত্রি✨
হারিয়ে যাও ঘুমের দেশে,
স্বপ্নগুলা বলছে এসে।
জড়িয়ে ধরো কোলের বালিশ,
জানাও তোমার মিষ্টি নালিশ।
মনটা হটাৎ বলছে এসে,
যাবে নাকি পরীর দেশে!
✨শুভ রাত্রি✨
দিন গেল ফুরিয়ে,
রাত এসেছে দাঁড়িয়ে।
পড়াশোনা ছেড়ে চলো
ঘুমিয়ে পড়ি এখন,
সপ্ন যেন দেখতে পাই
মনের মতন।
✨শুভ রাত্রি✨
রাত মানে পাখির আবার
নীড়ে ফিরার আসা,
রাত মানে চাঁদের আলোয়
মিষ্টি ভালোবাসা,
রাত মানে দীর্ঘ এক
প্রতীক্ষার শেষ,
রাত মানে চোখের পাতায়
স্বপ্নেরবেশ।
✨শুভ রাত্রি✨
শুভ রাত্রি কবিতা এস এম এস
স্বপ্ন মানে দিনের শেষ,
স্বপ্ন মানে নেশা,
স্বপ্ন মানে রাতের মাঝে
লুকিয়ে থাকা আশা,
স্বপ্ন মানে দুঃখ ভুলে
নতুন পথের যাত্রী,
স্বপ্ন মানে মিষ্টি ঘুমে জানায়
✨শুভ রাত্রি✨
নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে
নতুন পথের যাত্রী,
ক্লান্ত কণ্ঠে তাইতো জানায়
তোমায়
✨শুভ রাত্রি✨
পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো এই বন্ধুর চিঠি,
বন্ধু তোমায় দেখতে
আমার মনটা দিলো পারি,
এবার তবে ঘুমিয়ে পরো
না ঘুমালে আড়ি।
✨শুভ রাত্রি✨
জোনাকি জ্বলে গভীর রাতে,
কথা বলি হওয়ার সাথে,
চাঁদকে বলি চুপটি করে,
যাও তুমি বন্ধু ঘরে,
গিয়ে তুমি বোলো তারে,
তাকে খুব মনে পরে।
✨শুভ রাত্রি✨
সূর্য মামা অস্ত গেছে,
দিনের কোলাহল থেমে গেছে।
পাখিরা সব নীড়ে ফিরে গেছে,
ফুলের সুবাশ শেষ হয়ে গেছে,
কিন্তু তোমাকে হয়নি বলা।
✨শুভ রাত্রি✨
আসবো রাতের স্বপ্ন হয়ে,
থাকবো আমি কাছে,
চোখ খুলতেই চলে যাবো
ভোরের আলোর দেশে,
দিয়ে যাবো কিছু স্মৃতি
আজ এই রাতে,
শুভ রাত্রি জানায়
ভালোবাসার সাথে ।
✨শুভ রাত্রি✨
রাতের আকাশে শুধুই তারা,
ক্লান্ত পাখির ঘরে ফেরা,
প্রতিদিনের মতো আজও
রাতে SMS-এ গুডনাইট সারা।
✨শুভ রাত্রি✨
শুভ রাত্রি শুভেচ্ছা ছবির সেরা কালেকশান
আমরা আপনাদের বিশেষ দাবিতে নিয়ে এসেছি ২০২১-এর শুভ রাত্রি ছবির সেরা কালেকশান। আপনারা নিচে দেওয়া ছবি গুলোকে খুব সহজেই ডাউনলোড করে বন্ধু, বান্ধবী, আত্মিয় সজন ও পরিবারের সদস্যদের পাঠাতে পারবেন।
শুভ রাত্রি GIF
শুভ রাত্রি রোমান্টিক ছবি
প্রিয়তমা কে গুড নাইট উইশ করার জন্য নিচে দেওয়া Subho Ratri রোমান্টিক ছবি গুলোকে ডাউনলোড করে তাকে পাঠিয়ে দিন।
শুভ রাত্রি ইমেজ
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের শুভ রাত্রি ইমেজ গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
- টেডি ডে ২০২১ এর শুভেচ্ছা বার্তা, এসএমএস, কবিতা ও পিক
- হ্যাপি চকলেট ডে শুভেচ্ছা বার্তা, কবিতা, পিকচার ও মেসেজ
- ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস | ভ্যালেন্টাইন্স ডে 2021 লিস্ট
- কিস ডে এস এম এস, কিস ডে স্ট্যাটাস (পিকচার), কিস ডে কবিতা
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো শুভ রাত্রি শুভেচ্ছা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।